![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই শহরে কিছু কিছু শব্দ কলম নয় হ্রদয় থেকে নেমে আসে, একা। এই শহরে বিনয় ঝুলে থাকে মরা গাছের ডালের মতো, একা।
প্রতিদিন শুধু তোমার নেশায়
মোমের মতো গলতে থাকি।
সীমাহীন তোমার আকর্ষণে
নিজের ভেতর পুড়তে থাকি।
রাতদিন তোমার চেষ্টায়; আমি
তোমার ভালবাসার যোগ্য হয়ে উঠি।
নিজেই নিজের বৈশিষ্ট্য মুছে; আমি
একটি স্বচ্ছ আয়না হয়ে উঠি।
তুমি আমার চোখে তাকিয়ে
ভালবাসার স্বচ্ছ আয়নায়; নিজেই
নিজের প্রতিমূর্তি খুঁজে পাও।
তুমি বলো, “ভালবাসি”
আমি বুঝিনা, স্বচ্ছ আয়নায় তাকিয়ে...
আমাকে, নাকি নিজেকেই ভালবাস তুমি?
-----------------
৩০ জুলাই ২০১৫