![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই শহরে কিছু কিছু শব্দ কলম নয় হ্রদয় থেকে নেমে আসে, একা। এই শহরে বিনয় ঝুলে থাকে মরা গাছের ডালের মতো, একা।
যতদূরে দৃষ্টি যায়
দেখি ধূসর ছায়া।
যতটুকু পারা যায়
ধরে রাখি মায়া।
চুপি চুপি সারা গায়
রাত এসে যায়।
ঢুলু ঢুলু চোখ শুধু
ঘুম খুঁজে পায়।
ঘুম ঘোর আঁধারে
একা বসে থাকি।
হৃদয়ে হৃদয় ঘষে
তোমার ছবি আঁকি।
ইচ্ছে নদীর ঘাটে
যদি তোমাকে পাই।
দুচোখে গাঢ় ঘুম নিয়ে
পথে নেমেছি তাই।
----------------
১২-০৮-২০১৫
১৪ ই আগস্ট, ২০১৫ রাত ১২:১৪
খোরশেদ খোকন বলেছেন: আপনার উৎসাহ পেয়ে ভাল লাগছে, শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
১৩ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৩১
অর্বাচীন পথিক বলেছেন: ইচ্ছে নদীর ঘাটে
যদি তোমাকে পাই।
দুচোখে গাঢ় ঘুম নিয়ে
পথে নেমেছি তাই
--- আজ আমার কিন্তু ঘুম নেই চোখে। শুভেচ্ছা রইল