![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই শহরে কিছু কিছু শব্দ কলম নয় হ্রদয় থেকে নেমে আসে, একা। এই শহরে বিনয় ঝুলে থাকে মরা গাছের ডালের মতো, একা।
ভোরের কাঁচা রোদ
শিশিরের শব্দের সাথে মিশে।
ফোঁটায় ফোঁটায় হিম
গাঁয়ে মেখে; খাঁচার পাখীটা ডাকে।
হাওয়া রোদ পোহায়
ছায়ার দৈর্ঘ্য বাড়ে মৃত্তিকার বুকে।
হেঁয়ালি বাতাসে
সাদামেঘ মিশে যায় দূর আকাশে।
নীল অপরাজিতা;
কোথায় থাকো তুমি?
নীল নীল আকাশের মতো দূরে
নাকি নীল নীল কষ্টের মতোই কাছে!
------------
১৭/১০/১৫
১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:২১
খোরশেদ খোকন বলেছেন: হ্যা মাঝে মাঝে আমাদের এমন হয়, একটা কিছু লিখতে/পড়তে চাই কিন্তু মনের মতো হয় না!?
তবে আমার কাছে ভাল লেগেছে। ভাল থাকবেন।
২| ১৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫৯
হাসান মাহবুব বলেছেন: সুন্দর, স্বচ্ছ ঝকঝকে একটা দৃশ্যকল্প। ভালো লেগেছে।
১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:২৩
খোরশেদ খোকন বলেছেন: নীল অপরাজিতা;
এই শব্দ দুটিকে আমি অনেকদিন যাবত আমার একটি কবিতায় ব্যাবহার করতে চেয়েছি কিন্তু পারিনি।
সেদিন যখন পারলাম।
খুব ভাল লাগলো।
ধন্যবাদ
৩| ১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৬
শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লাগলো।ধন্যবাদ
১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:২৪
খোরশেদ খোকন বলেছেন: ভাই আপনার মন্তব্যে উৎসাহ পেলাম, ভাল থাকবেন। শুভেচ্ছা।
৪| ১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:২৪
আরণ্যক রাখাল বলেছেন: নিজের ভাল লাগাটাই অনেক বড় ব্যাপার| স্যাটিসফেকসান না থাকলে কবিতা লেখতেই পারবেন না
২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:০৩
খোরশেদ খোকন বলেছেন: আমি আপনার সাথে ১০০% একমত।
তবে কবিতা লেখা একটা বেদনার মতো ব্যাপার;
অনুভূতিকে কবিতায় লিখতে না পারলে খারাপ লাগে;
লিখতে পারলে, আরও কেন সুন্দর হলও না এজন্যও খারাপ লাগে।
বেদনার জেনো শেষ নেই...
©somewhere in net ltd.
১|
১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ২:৩১
আরণ্যক রাখাল বলেছেন: এটা খুব একটা ভালো লাগেনি কেন যেন