নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার জন্ম টাঙ্গাইলের হামজানি গ্রামে। শৈশব, কৈশোরে দেশের বিভিন্ন জেলা শহরে ছিলাম; বাবার সরকারী চাকুরীর জন্যে। কলেজ ছিল টাঙ্গাইল জেলায়। তারপর পড়াশুনা ঢাবি\'র ফিন্যান্স বিভাগ। গত নয় বছর যাবত প্রাইভেট ব্যাংকে কর্মজীবন চলছে। www.facebook.com/khokonz

খোরশেদ খোকন

এই শহরে কিছু কিছু শব্দ কলম নয় হ্রদয় থেকে নেমে আসে, একা। এই শহরে বিনয় ঝুলে থাকে মরা গাছের ডালের মতো, একা।

খোরশেদ খোকন › বিস্তারিত পোস্টঃ

নীল অপরাজিতা

১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:০৪

ভোরের কাঁচা রোদ
শিশিরের শব্দের সাথে মিশে।
ফোঁটায় ফোঁটায় হিম
গাঁয়ে মেখে; খাঁচার পাখীটা ডাকে।
হাওয়া রোদ পোহায়
ছায়ার দৈর্ঘ্য বাড়ে মৃত্তিকার বুকে।
হেঁয়ালি বাতাসে
সাদামেঘ মিশে যায় দূর আকাশে।

নীল অপরাজিতা;
কোথায় থাকো তুমি?
নীল নীল আকাশের মতো দূরে
নাকি নীল নীল কষ্টের মতোই কাছে!
------------
১৭/১০/১৫

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ২:৩১

আরণ্যক রাখাল বলেছেন: এটা খুব একটা ভালো লাগেনি কেন যেন

১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:২১

খোরশেদ খোকন বলেছেন: হ্যা মাঝে মাঝে আমাদের এমন হয়, একটা কিছু লিখতে/পড়তে চাই কিন্তু মনের মতো হয় না!?
তবে আমার কাছে ভাল লেগেছে। ভাল থাকবেন।

২| ১৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫৯

হাসান মাহবুব বলেছেন: সুন্দর, স্বচ্ছ ঝকঝকে একটা দৃশ্যকল্প। ভালো লেগেছে।

১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:২৩

খোরশেদ খোকন বলেছেন: নীল অপরাজিতা;
এই শব্দ দুটিকে আমি অনেকদিন যাবত আমার একটি কবিতায় ব্যাবহার করতে চেয়েছি কিন্তু পারিনি।
সেদিন যখন পারলাম।
খুব ভাল লাগলো।
ধন্যবাদ

৩| ১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৬

শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লাগলো।ধন্যবাদ

১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:২৪

খোরশেদ খোকন বলেছেন: ভাই আপনার মন্তব্যে উৎসাহ পেলাম, ভাল থাকবেন। শুভেচ্ছা।

৪| ১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:২৪

আরণ্যক রাখাল বলেছেন: নিজের ভাল লাগাটাই অনেক বড় ব্যাপার| স্যাটিসফেকসান না থাকলে কবিতা লেখতেই পারবেন না

২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:০৩

খোরশেদ খোকন বলেছেন: আমি আপনার সাথে ১০০% একমত।
তবে কবিতা লেখা একটা বেদনার মতো ব্যাপার;
অনুভূতিকে কবিতায় লিখতে না পারলে খারাপ লাগে;
লিখতে পারলে, আরও কেন সুন্দর হলও না এজন্যও খারাপ লাগে।
বেদনার জেনো শেষ নেই...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.