নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার জন্ম টাঙ্গাইলের হামজানি গ্রামে। শৈশব, কৈশোরে দেশের বিভিন্ন জেলা শহরে ছিলাম; বাবার সরকারী চাকুরীর জন্যে। কলেজ ছিল টাঙ্গাইল জেলায়। তারপর পড়াশুনা ঢাবি\'র ফিন্যান্স বিভাগ। গত নয় বছর যাবত প্রাইভেট ব্যাংকে কর্মজীবন চলছে। www.facebook.com/khokonz

খোরশেদ খোকন

এই শহরে কিছু কিছু শব্দ কলম নয় হ্রদয় থেকে নেমে আসে, একা। এই শহরে বিনয় ঝুলে থাকে মরা গাছের ডালের মতো, একা।

খোরশেদ খোকন › বিস্তারিত পোস্টঃ

বাবা রহস্য

১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:২৮

একজন আমাকে বাবা বলে ডাকে
আমি একজনকে বাবা বলে ডাকি।

আমার বাবা চায়;
যে আমাকে বাবা বলে ডাকে
সে জেনো একদিন আমাকে ছাড়িয়ে যায়।

যে আমাকে বাবা বলে ডাকে;
সে এখনও জানেনা
বড় হয়ে সে আসলে কি হতে চায়।

আমার চাওয়া সামান্যই;
যে আমাকে বাবা বলে ডাকে
সে জেনো আমার বাবার মতোই বাবা হতে পারে।

বাবু হয়তো একদিন;
আমার কিংবা আমার বাবার
বাবা সম্পর্কের রহস্যটা খুঁজে পাবে!

যেদিন সে খুঁজে পাবে;
সেদিন হয়তো দেখবে
পৃথিবীর সকল বাবা, এক রহস্যের ভেতর ডুবে গেছে।
----------------------------------------
© খোরশেদ খোকন । ১৫/১০/২০১৫

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১:১১

হাসান মাহবুব বলেছেন: "পৃথিবীতে অনেক খারাপ মানুষ আছে, তবে খারাপ বাবা একজনও নেই"- হুমায়ূন আহমেদ।

ভালো লাগলো লেখাটি। গভীরভাবে হৃদয়ঙ্গম করলাম।

২০ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৬

খোরশেদ খোকন বলেছেন: ধন্যবাদ, কবিতাটি লিখে আমার খুবই ভাল লেগেছে। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.