![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই শহরে কিছু কিছু শব্দ কলম নয় হ্রদয় থেকে নেমে আসে, একা। এই শহরে বিনয় ঝুলে থাকে মরা গাছের ডালের মতো, একা।
একজন আমাকে বাবা বলে ডাকে
আমি একজনকে বাবা বলে ডাকি।
আমার বাবা চায়;
যে আমাকে বাবা বলে ডাকে
সে জেনো একদিন আমাকে ছাড়িয়ে যায়।
যে আমাকে বাবা বলে ডাকে;
সে এখনও জানেনা
বড় হয়ে সে আসলে কি হতে চায়।
আমার চাওয়া সামান্যই;
যে আমাকে বাবা বলে ডাকে
সে জেনো আমার বাবার মতোই বাবা হতে পারে।
বাবু হয়তো একদিন;
আমার কিংবা আমার বাবার
বাবা সম্পর্কের রহস্যটা খুঁজে পাবে!
যেদিন সে খুঁজে পাবে;
সেদিন হয়তো দেখবে
পৃথিবীর সকল বাবা, এক রহস্যের ভেতর ডুবে গেছে।
----------------------------------------
© খোরশেদ খোকন । ১৫/১০/২০১৫
২০ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৬
খোরশেদ খোকন বলেছেন: ধন্যবাদ, কবিতাটি লিখে আমার খুবই ভাল লেগেছে। ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১:১১
হাসান মাহবুব বলেছেন: "পৃথিবীতে অনেক খারাপ মানুষ আছে, তবে খারাপ বাবা একজনও নেই"- হুমায়ূন আহমেদ।
ভালো লাগলো লেখাটি। গভীরভাবে হৃদয়ঙ্গম করলাম।