নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার জন্ম টাঙ্গাইলের হামজানি গ্রামে। শৈশব, কৈশোরে দেশের বিভিন্ন জেলা শহরে ছিলাম; বাবার সরকারী চাকুরীর জন্যে। কলেজ ছিল টাঙ্গাইল জেলায়। তারপর পড়াশুনা ঢাবি\'র ফিন্যান্স বিভাগ। গত নয় বছর যাবত প্রাইভেট ব্যাংকে কর্মজীবন চলছে। www.facebook.com/khokonz

খোরশেদ খোকন

এই শহরে কিছু কিছু শব্দ কলম নয় হ্রদয় থেকে নেমে আসে, একা। এই শহরে বিনয় ঝুলে থাকে মরা গাছের ডালের মতো, একা।

খোরশেদ খোকন › বিস্তারিত পোস্টঃ

মৃত্যু ভাবনা

২০ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৯

জন্ম মানেই কি খাও, পান করো, অন্যকে অনুকরন করে বেঁচে থাকো...
...আর একদিন মরে যাও?

মৃত্যু অবধারিত;
মৃত্যুকে আমাদের একদিন না একদিন, মেনে নিতেই হয়।
এই “একদিন” টাকে যত দূরে কল্পনা যায়, ততই যেন শান্তি!

সত্য হলো,
মৃত্যু জিনিসটা আমৃত্যু আমাদের সামনেই থাকে;
সেটা আগামী কাল, পরশু কিংবা যে কোন দিন!

মৃত্যু
আমাদের মাথার ভেতর এমনভাবে ঘাপটি মেরে থাকে যে;
আমরা তাকে ভুলে থাকতে পারিনা; একটি মুহূর্তের জন্যেও!

আমরা কি মৃত্যুকে আমন্ত্রন জানাতে পারি?
তাকে হাঁসি মুখে আলিঙ্গন করতে পারি? না, আমরা পারি না!

আসলে, আমরা সবাই ভীতু।
সাধারণ মানুষ মাত্রই মৃত্যুকে ভয় পান। আমিও ভিন্নতর কোন মানুষ না।

ভয়কে জয় করে বাঁচার মতো; বেশ কিছুদিন আমি বাঁচতে চাই।
আমি আমার মতো করে বাঁচতে চাই। আপনারাও কি চান না?

এমন ভাবে বাঁচতে চাই, জেনো আমার চোখ দেখে মনে হয়;
মৃত্যু নামের কেউ পৃথিবীতে নেই। ছিলনা কোনদিনও।

আপনি ভাবছেন সম্ভব না, তাই না?
আমি ভাবছি; কোন কিছুই হয়তো অসম্ভব না!
------
২৩/০৯/২০১৫

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ২:০৮

হাসান মাহবুব বলেছেন: দুঃখিত, বেশি ভালো লাগলো না। কাব্যভাব কম। উপদেশমূলক কথামালা মনে হলো।

২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:০৯

খোরশেদ খোকন বলেছেন: এটা আসলে একটা ভাবনা, কিংবা কারো সাথে কথা বলা টাইপের একটা কাজ।
কবিতা হবার মতো কিছুই এটা হয়নি, সেটা আমি জানি।
লেখাটা রেখে দিলাম... ভবিষ্যতে হয়তো একদিন এটাকে কবিতা বানানো যাবে...,
হয়তো একদিন এই ভাবনা নিয়ে আরও একটু ভাবাও যাবে...
ধন্যবাদ

২| ২১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮

কথাকথিকেথিকথন বলেছেন: মৃত্যুকে স্মরণ করা ভাল । এতে কু-প্রবৃত্তি কমে ।

২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:০৯

খোরশেদ খোকন বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.