![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই শহরে কিছু কিছু শব্দ কলম নয় হ্রদয় থেকে নেমে আসে, একা। এই শহরে বিনয় ঝুলে থাকে মরা গাছের ডালের মতো, একা।
গাছের ছাউনি দেয়া রাস্তায়
ঝড়ে যাচ্ছে একলা উদাসী ভোর
আলোর রেখা ধরে হাঁটছে ঝরাপাতা
সামনে সীমাহীন একলা স্বাধীন পথ।
রোদ্দুরে চোখের সীমানা ছাড়িয়ে
যে পথে রাত্রিরা করে জীবনের আয়োজন
সেই পথের বাঁকে একদিন বৃষ্টি এসেছিল
বৃষ্টি এসে ভিজিয়ে দিয়েছিল; আমাদের কাঁচা মন।
এখনও বৈশাখীর রাতে; স্বপ্নের ঘোরে
আবারও বৃষ্টি আসে চেনা পথে, চেনা রাতে
তুমি আমি দুজনেই একলা একা ভিজে যাই;
বৃষ্টিভেজা পথের বাঁকে রাত ফুরিয়ে আসে ভোর।
---
২৭ অক্টোবর ২০১৫
৩১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৭
খোরশেদ খোকন বলেছেন: ধন্যবাদ, আপনার মন্তব্যে বরাবরের মতোই অনুপ্রাণিত।
২| ৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:১৪
অন্ধবিন্দু বলেছেন:
এখনও বৈশাখীর রাতে; স্বপ্নের ঘোরে
আবারও বৃষ্টি আসে চেনা পথে, চেনা রাতে
উদাস করা স্বপ্ন ! আচ্ছা, যেহেতু “বৈশাখীর রাত” অর্থাৎ রাতটা চেনা। তাই বৃষ্টি আসে চেনা পথে, ভালো লাগলো। তবে আবারও “চেনা রাতে” ভাবটা দুর্বল লাগলো। অনেক শুভ কামনা।
৩১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৯
খোরশেদ খোকন বলেছেন: ধন্যবাদ, আপনার নিয়মিত উৎসাহে আমি ধন্য।
থাকনা, রাতের কথা। অন্যদিন সবল হবে। হা হা হা
৩| ৩১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৬
হাসান মাহবুব বলেছেন: চমৎকার।
৩১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫০
খোরশেদ খোকন বলেছেন: ধন্যবাদ, ভাল থাকবেন, সব সময়।
৪| ৩১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০৩
কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা ভাল লেগেছে ।
৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:১১
খোরশেদ খোকন বলেছেন: ধন্যবাদ, ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:০৩
আরণ্যক রাখাল বলেছেন: খুব সুন্দর