![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই শহরে কিছু কিছু শব্দ কলম নয় হ্রদয় থেকে নেমে আসে, একা। এই শহরে বিনয় ঝুলে থাকে মরা গাছের ডালের মতো, একা।
মনেপরে ১৯৯৪ সালে আমাদের পাশের বাসায় সোহেলী নামের ৫/৬ বছরের একটি মেয়ে ছিল। প্রতিদিন বিকেলে সে আমার কাছে আসতো রূপকথার গল্প শুনতে।
তার গাঁয়ের রঙ ছিল শ্যামলা তাই অন্য বাচ্চাদের চাইতে সে নিজেকে একটু অন্যরকম ভাবতো।
আমি তাকে বলেছিলাম, সে আসলেই ফর্সা অন্তত আমার চাইতে তো অবশ্যই।
একদিন বিকেলে আকাশে বজ্রপাত হচ্ছিলো, আমি কিছুটা ভীত ছিলাম। সে বার বার বজ্রপাতের আলোতে আমার হাতের সাথে তার হাত পাশাপাশি রেখে কে কতটা ফর্সা তার পরীক্ষা করছিল।
আমি বলেছিলাম, এই মেয়ে তুমি এভাবে কি দেখছ?
সে বলেছিল, দেখেছ ভাইয়া আল্লাহ্ আমাকে কেমন ফর্সা করে দিচ্ছে!
আমি বলেছিলাম, আরে তাই তো... বজ্রপাতের আলোয় তুমি আরও ফর্সা হয়ে যাচ্ছ!
সে বলেছিল, এই যে আল্লাহ্ আমার ছবি তুলছে; আগামীকাল পত্রিকায় দেখো এই ছবি ছাপা হবে। তখন সবাই জেনে যাবে আমি কত বেশী ফর্সা।
...
সেদিন আমি মনে মনে আল্লাহর কাছে এটাই চেয়েছিলাম; সে জেনো বজ্রপাতের পরে আরও বেশী ফর্সা হয়ে যায়। তারপরের দিন আমি পত্রিকায় চুপি চুপি খুঁজেছিলাম, যদি কোথায়ও মেয়েটার একটা ছবি পাওয়া যায়!?
...
আজ অনেকদিন পর বুঝতে পারছি; আমরা আসলেই জীবনের অনেকটা সময় রূপকথার রাজ্যে বসবাস করি।
..............................
বজ্রপাত : ০৪।১২।২০১৫
০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৬
খোরশেদ খোকন বলেছেন: ধন্যবাদ, ভাল থাকবেন।
২| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৬
কান্ডারি অথর্ব বলেছেন:
মাঝে মাঝে এমনটাই মনে হয়।
০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৪
খোরশেদ খোকন বলেছেন: ধন্যবাদ,
৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩০
অন্ধবিন্দু বলেছেন:
কি লিখলেন ! খোরশেদ খোকন। আপনার লেখার সারমর্ম ধরতে পারলেম না। তবে লেখা পড়ে হাসছি। হাহ হাহ হা।
০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৬
খোরশেদ খোকন বলেছেন: ধব্যবাদ,
কেন রূপকথা।
যেখানে ছোট মেয়েরা বড় হয় একটা ভুল ধারণা নিয়ে (ফর্সা হবার বাসনা নিয়ে)...
৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৩:২৩
হাসান মাহবুব বলেছেন: পত্রিকায় মেয়েটার ছবি খোঁজার কারণ কী?
০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৫
খোরশেদ খোকন বলেছেন: রূপকথার রাজ্যে বসবাস
©somewhere in net ltd.
১|
০৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬
মুদ্দাকির বলেছেন:
জীবনটা মাঝে মাঝে রূপকথার মতই!!