![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই শহরে কিছু কিছু শব্দ কলম নয় হ্রদয় থেকে নেমে আসে, একা। এই শহরে বিনয় ঝুলে থাকে মরা গাছের ডালের মতো, একা।
দৃশ্যঃ ০১
---------
লাইটস্ বার্ণিং।
মেক-আপ্, আলো, এবার টেকিং
হ্যা, শুয়ে থাকুন,
এভাবে নয়; শান্তজলে পদ্মফুল ফুটে থাকার মতো শুয়ে থাকুন। কোন সংলাপ নয়, দুটি চোখ বুজে থাকুন।
উষ্ণ ওষ্ঠাধর দুটি গোলাপের মহিমায় ফুটিয়ে রাখুন।
নাহ, এবাও হচ্ছেনা।
দৃশ্যঃ ০২
----------
মেয়েটি ড্রেসিং রুমের গ্লাসে নিজেকে ঘুমিয়ে থাকলে কেমন লাগবে... তাই দেখার চেষ্টা করছে...।
যতবারই চোখ বুঝছে, ততবারই অন্ধকার...!?
এদিকে তার একটি স্মার্টফোন আছে, চাইলেই সেলফি তোলা যায়...!
---------------------------------------
© খোরশেদ খোকন। ০২/০৯/২০১৫
০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৩
খোরশেদ খোকন বলেছেন: হ্যা আপনি ধরতে পেড়েছেন। এই গল্পটা যারা পড়বে তারা একবার দুই চোখ বুজে দেখতে চাইবে তাকে ঘুমিয়ে থাকলে কেমন লাগে। এখানেই গল্পের মজা কিংবা রহস্য। ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫০
হাসান মাহবুব বলেছেন: হাহা! নাইস সারকাজম। এই অন্ধকারটাই অন্তর্লীন হয়ে থাকে। যন্ত্রাদির সাধ্য নেই তাকে ধরার। চক্ষুর চেয়ে ভালো ক্যামেরা আর কী আছে!