![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই শহরে কিছু কিছু শব্দ কলম নয় হ্রদয় থেকে নেমে আসে, একা। এই শহরে বিনয় ঝুলে থাকে মরা গাছের ডালের মতো, একা।
বড় হয়ে যাওয়া মানে;
মেয়েটির কান্না ভেজা চোখ
ছেলেটির একলা থাকার শুরু।
একলা থাকা মানে;
মেয়েটির ইচ্ছে ঘুমের রাজ্যে দুঃস্বপ্ন
ছেলেটির বাড়ী ফেরার পথে জোনাকি আলোর রাত।
জোনাকি আলোর রাত মানে;
মেয়েটির বুকে একগুচ্ছ অন্ধকার জমে কালো
ছেলেটির সূর্যাস্তের মায়ার মেয়েটি চাঁদের আলো।
চাঁদের আলো মানে;
মেয়েটির চুপি চুপি ডুবে যাওয়া রাত
ছেলেটির মনের আকাশে হেঁয়ালি রাতের তারা।
রাতের তারা মানে;
মেয়েটির বদলে যাওয়ার ভাষা
ছেলেটির মেনে নেয়া, দিন শেষে সবাই একা।
সবাই একা মানে;
স্মৃতি নামের মেয়েটি জানেনা, স্মৃতি এক প্রকারের মিলন।
মিলন নামের ছেলেটি জানেনা, স্মৃতিই মানুষকে বেঁধে রাখে; একা হতে চাওয়া এতোটা সহজ না!
...
© খোরশেদ খোকন। ০৩/০১/২০১৬
০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩০
খোরশেদ খোকন বলেছেন: ধন্যবাদ। ভাই ভীষণ অনুপ্রাণিত হলাম। শুভেচ্ছা।
২| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৭
***মহারাজ*** বলেছেন: ভালো কবিতা ।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৩
খোরশেদ খোকন বলেছেন: ধন্যবাদ ভাই। উৎসাহ পেলাম। ভাল থাকবেন।
৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৪
দীপংকর চন্দ বলেছেন: সুন্দর!!
বড় হয়ে যাওয়া মানে;
মেয়েটির কান্না ভেজা চোখ
ছেলেটির একলা থাকার শুরু।
শুভকামনা ভাই।
ভালো থাকবেন। সবসময়।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪১
খোরশেদ খোকন বলেছেন: ধন্যবাদ দাদা
অশেষ ধন্যবাদ। ভাল থাকবেন। আপনার মন্তব্যে আমি অনুপ্রাণিত।
©somewhere in net ltd.
১|
০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৪
রুদ্র জাহেদ বলেছেন: দারুণ কবিতা