নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার জন্ম টাঙ্গাইলের হামজানি গ্রামে। শৈশব, কৈশোরে দেশের বিভিন্ন জেলা শহরে ছিলাম; বাবার সরকারী চাকুরীর জন্যে। কলেজ ছিল টাঙ্গাইল জেলায়। তারপর পড়াশুনা ঢাবি\'র ফিন্যান্স বিভাগ। গত নয় বছর যাবত প্রাইভেট ব্যাংকে কর্মজীবন চলছে। www.facebook.com/khokonz

খোরশেদ খোকন

এই শহরে কিছু কিছু শব্দ কলম নয় হ্রদয় থেকে নেমে আসে, একা। এই শহরে বিনয় ঝুলে থাকে মরা গাছের ডালের মতো, একা।

খোরশেদ খোকন › বিস্তারিত পোস্টঃ

ছবি আঁকা

০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১১

ছবি আঁকা বিষয়টা যে খুব সহজ
সেটা করার জন্যই সেদিন আমি তিনটা আরশোলা খুঁজে নেই
বাগান থেকে রক্তজবা, বকুল আর শিউলি তুলে আনি...
লাউ, শিম আর বেগুন গাছের শরীরে লেগে থাকা কিছু পোকা ধরে আনি...
...
তারপর আরশোলা তিনটাকে সুতায় বেঁধে
মেটে কালিতে চুবিয়ে ছেড়ে দেই সাদা কাপড়ের জমিনে
তারাই এঁকেবেঁকে হেঁটে গিয়ে এঁকে দেয় ধলেশ্বরী নদীটার সীমানা
রক্তজবা ঘষে ঘষে সূর্য বানাই; শিমের সবুজ পাতায় মাঠ তৈরি করি
বকুলের গন্ধ নিয়ে একা একাই দাড়িয়ে যায় কৈশোরের সেই ধূসর রঙের বাড়ীটা
আর শিউলি ফুলের মতোই একটি মেয়ে ফুটে থাকে; তার পথের আড়ালে শুধুই অপেক্ষা...
...
এদিকে সুনিপুণ শিল্পীর মতো ছবিতে কিছুটা দুর্বোধ্যতা আনার প্রয়াসে
লাউ, শিম আর বেগুনের পোকাগুলোকে ছেড়ে দেই ভালবাসার নতুন ঠিকানায়
তারা মনের সুখে খেতে থাকে গাছপালা, মাঠের জমি, নদীর তীর আর রাতের তারা
ছবি আঁকা শেষে; সেই প্রাচীন নগরের গন্ধ বুকে নিয়ে...
সেদিন আমি তাকিয়ে থাকি গরম ভাতের থালায়।
...
© খোরশেদ খোকন। ০৭/০১/২০১৬

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৪

জনম দাসী বলেছেন: এমন ছবি আকুক কে তো ++++++++++++++++++++++++ না দিয়ে পারছিনা, তার সাথে আরশোলা তিনটাকে যে বাদলেন, এবং চুবালেন, যদি ওরা মরে যেত , আমি আপনার নামে আরশোলা হত্যার এক খান মামলা ঠুকে দিতাম, হুহুহুমম...

ভাল থাকুন কবি সব সময়।

০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:২৪

খোরশেদ খোকন বলেছেন: ধন্যবাদ
আমি আসলে একটা এক্সপেরিমেন্ট করছিলাম,
দেখছিলাম মানুষ লেখাটা নিয়ে কি ভাবে? আর কি বলে?
ভাল থাকবেন।

২| ০৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪২

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল লাগল

০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০১

খোরশেদ খোকন বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন।

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫০

প্রোফেসর শঙ্কু বলেছেন: আমার এলাকার লোক আপনি দেখা যায়! চমৎকার লাগল কবিতা।

০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৪

খোরশেদ খোকন বলেছেন: ধন্যবাদ। উৎসাহ পেলাম। এলাকা মানে কি টাঙ্গাইল?
নাকি গল্প আর কবিতার এলাকা? ভাল থাকবেন।

৪| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতাটার বিষয়বস্তু কথামালায় নতুনত্বের স্পষ্ট স্পর্শ। অনেক ভালো লাগল। :)



+++

০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৫

খোরশেদ খোকন বলেছেন: জি ধন্যবাদ
হ্যা, একটা এক্সপেরিমেন্ট করলাম। ভাল থাকবেন।

৫| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৫

তামান্না তাবাসসুম বলেছেন: বাহ্! মুগ্ধতা রেখে গেলাম :)
পোস্টে +++++++++

০৯ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৪

খোরশেদ খোকন বলেছেন: ধন্যবাদ
ভাল থাকবেন। শুভেচ্ছা

৬| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:১২

হাসান মাহবুব বলেছেন: ব্যতিক্রমী।

১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০১

খোরশেদ খোকন বলেছেন: হাসান মাহবুব
হ্যা, বলতে পারেন। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.