![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই শহরে কিছু কিছু শব্দ কলম নয় হ্রদয় থেকে নেমে আসে, একা। এই শহরে বিনয় ঝুলে থাকে মরা গাছের ডালের মতো, একা।
অহংকার মানে
নিজের চারিদিকে একটা শক্ত বেড়া দেয়া।
বেড়া দেয়ার মানে
কাছের মানুষকে একটু একটু করে পর করা।
পর করা মানে
কাছের মানুষ নিয়ে থাকার আনন্দটাকে ভুলে থাকা।
ভুলে থাকা মানে
ভুলমনে প্রতিদিন অহংকার বুক পকেটে রাখা।
...
© খোরশেদ খোকন। ০৭/০১/২০১৬
০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫০
খোরশেদ খোকন বলেছেন: ধন্যবাদ রুদ্র ভাই
আপনার মন্তব্যে অনুপ্রেরণা পেলাম।
শুভেচ্ছা।
২| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৪
হাসান মাহবুব বলেছেন: হাহা! অহমচক্র ভালো লাগলো।
১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৬
খোরশেদ খোকন বলেছেন: হাসান মাহবুব ভাই
আপনার নিয়মিত উৎসাহে আমি অভিভূত। ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৬
রুদ্র জাহেদ বলেছেন:
ভুলে থাকা মানে
ভুলমনে প্রতিদিন অহংকার বুক পকেটে রাখা।
...দারুণ লিখেছেন