নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার জন্ম টাঙ্গাইলের হামজানি গ্রামে। শৈশব, কৈশোরে দেশের বিভিন্ন জেলা শহরে ছিলাম; বাবার সরকারী চাকুরীর জন্যে। কলেজ ছিল টাঙ্গাইল জেলায়। তারপর পড়াশুনা ঢাবি\'র ফিন্যান্স বিভাগ। গত নয় বছর যাবত প্রাইভেট ব্যাংকে কর্মজীবন চলছে। www.facebook.com/khokonz

খোরশেদ খোকন

এই শহরে কিছু কিছু শব্দ কলম নয় হ্রদয় থেকে নেমে আসে, একা। এই শহরে বিনয় ঝুলে থাকে মরা গাছের ডালের মতো, একা।

খোরশেদ খোকন › বিস্তারিত পোস্টঃ

মৃত্যু

০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪১

জানালা থেকে নীল রঙের পর্দাগুলো সরিয়ে দাও;
ঘরে সূর্য আসতে দাও, জানো তো লোকটা ঝলমলে সূর্য খুব ভালবাসতো
মনে আছে নিশ্চয়ই, ভালবেসে রোদ্দুর নিয়ে লিখা তার স্বাধীনতার কবিতা
অথচ গতকাল রাতেই তিনি মিলিয়ে গেছেন; এককাপ অন্ধকারের পেয়ালায়।
.
তার আঙুলগুলো কলম আর বইয়ের ভাজ থেকে সরিয়ে দাও;
গত চল্লিশটা বছর ধরে ফুলে ফেপে বেড়ে উঠা রক্ত পিপাসু একদল কীট
মাথার ভেতর লাঙ্গল চালিয়েছে, তাদের জমাট বরফের ন্যায় পড়ে থাকতে দাও,
সর্বনাশের বুকের ভেতর বেড়ে উঠা ভাবনার কীট, কফিনেই শেষ ঠিকানা খুঁজে পাক।
.
কত শত ভাবনার নদী, দুঃখের পাহাড় আর কান্নার সমুদ্র দিয়ে
বুকের জমিনে লোকটা চাষ করেছিল ফুল, পাখী আর নীল আকাশ
ঘুম ভেঙে রাতের শরীর জুড়ে একাকী পায়চারী করেছে সে সুদীর্ঘকাল
দেহটাকে বর্ণমালা দিয়ে ঢেকে, কফিনকে কাব্য বানাতে শব্দের কি দরকার।
.....
© খোরশেদ খোকন। ০৮/০১/২০১৬

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০০

মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: অসাধারণ।

০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৭

খোরশেদ খোকন বলেছেন: ধন্যবাদ
আমি আসলে একটা এক্সপেরিমেন্ট করলাম, ভাল থাকবেন।

২| ০৯ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৩

কল্লোল পথিক বলেছেন: অনবদ্য কবিতায়++++
নিরন্তর শুভ কামনা কবি।

০৯ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১১

খোরশেদ খোকন বলেছেন: ধন্যবাদ
কল্লোল ভাই ভাল থাকবেন।

৩| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৯

হাসান মাহবুব বলেছেন: কে সেই মহামানব? কবিতায় প্রচ্ছন্ন ইঙ্গিত পাওয়া গেলো। ভালো লাগলো।

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৬

খোরশেদ খোকন বলেছেন: ধন্যবাদ
হাসান মাহবুব ভাই
জগতের সব কবির সাথেই এই মানবের মিল খুঁজে পাবেন।
ধরুন। এটা আপনি।
ভাবতে খুব বেশী খারাপ লাগছে কি?
ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.