নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার জন্ম টাঙ্গাইলের হামজানি গ্রামে। শৈশব, কৈশোরে দেশের বিভিন্ন জেলা শহরে ছিলাম; বাবার সরকারী চাকুরীর জন্যে। কলেজ ছিল টাঙ্গাইল জেলায়। তারপর পড়াশুনা ঢাবি\'র ফিন্যান্স বিভাগ। গত নয় বছর যাবত প্রাইভেট ব্যাংকে কর্মজীবন চলছে। www.facebook.com/khokonz

খোরশেদ খোকন

এই শহরে কিছু কিছু শব্দ কলম নয় হ্রদয় থেকে নেমে আসে, একা। এই শহরে বিনয় ঝুলে থাকে মরা গাছের ডালের মতো, একা।

খোরশেদ খোকন › বিস্তারিত পোস্টঃ

অনুকবিতাঃ মানুষ

১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৮

মানুষগুলো দুই রকমের;
.
এক রকমের মানুষ আগুনের মতো
তারা শুধু পোড়াতেই পারে;
জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়, এই আমাকে।
.
অন্য রকমের মানুষ গোলাপের মতো
তারা শুধু সুবাস ছড়াতেই পারে;
নিজের সুবাস ছড়িয়ে দিয়ে বাঁচিয়ে রাখে, এই আমাকে।
...
© খোরশেদ খোকন। ১২-০১-২০১৬

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৭

অন্ধবিন্দু বলেছেন:
কবিতা তাও আবার অনু!!! আরো কত অনু-ফুন যে আপনারা দেখাবেন, হাহ হাহ হা। সিধাসাধা চিন্তা-ভাবনা করেছেন। যদিও মানুষ অনেক রকমের হয়। কবিতার মানুষগুলো দুই রকমের হ’তেই পারে কিন্তু তারা কোন জগতের! তাই ভাবছি।

১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:০০

খোরশেদ খোকন বলেছেন: ধন্যবাদ,
ভাই দুইজন মানুষ দেখে দুই রকম মনে হয়েছে; তাই লিখেছি।
আরো বেশী মানুষ দেখার আর ভাবার সুযোগ পাই নাই...;
যেহেতু আর কবিতা বড় করবো না; তাই অনু লাগিয়েছি...
হা হা হা

২| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:০২

সুমন কর বলেছেন: ছোট কিন্তু সুন্দর।

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৪

খোরশেদ খোকন বলেছেন: ধন্যবাদ ভাই
নতুন লেখার অনুপ্রেরণা পেলাম।

৩| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:০৩

রুদ্র জাহেদ বলেছেন:
চমৎকার অনুকবিতা।ভালো-খারাপের সুন্দর রূপায়ন

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৪

খোরশেদ খোকন বলেছেন: ধন্যবাদ ভাই
আপনার মন্তব্যে উৎসাহ পেলাম।

৪| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:১১

অভ্রনীল হৃদয় বলেছেন: ছোটো হলেও বেশ উপভোগ্য।

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৫

খোরশেদ খোকন বলেছেন: ধন্যবাদ ভাই
দোয়া করবেন; ভাল থাকবেন।

৫| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৩২

আজাদ মোল্লা বলেছেন: অনেক সুন্দর করে লিখেছেন , তবে আর একটু বড় হলে ভালো হতো ।

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৬

খোরশেদ খোকন বলেছেন: ধন্যবাদ ভাই
অনুপ্রেরণা পেলাম। চেস্টা করবো, ভাল থাকবেন।

৬| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৫

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ভাল লাগল অনুকবিতা।

১৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫১

খোরশেদ খোকন বলেছেন: ধন্যবাদ ভাই
ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.