নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার জন্ম টাঙ্গাইলের হামজানি গ্রামে। শৈশব, কৈশোরে দেশের বিভিন্ন জেলা শহরে ছিলাম; বাবার সরকারী চাকুরীর জন্যে। কলেজ ছিল টাঙ্গাইল জেলায়। তারপর পড়াশুনা ঢাবি\'র ফিন্যান্স বিভাগ। গত নয় বছর যাবত প্রাইভেট ব্যাংকে কর্মজীবন চলছে। www.facebook.com/khokonz

খোরশেদ খোকন

এই শহরে কিছু কিছু শব্দ কলম নয় হ্রদয় থেকে নেমে আসে, একা। এই শহরে বিনয় ঝুলে থাকে মরা গাছের ডালের মতো, একা।

খোরশেদ খোকন › বিস্তারিত পোস্টঃ

নামকরণ

১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৯

সেদিন একটা নীল প্রজাপতি দেখে
মনে মনে নাম দিলাম, প্রতীক্ষা।
সে তার ইচ্ছে ডানা মেলে
উড়তে উড়তে ম্রিয়মাণ আলোর দেশে
স্বপ্নের মতো উড়ে গেলো।

সে আর ফিরে এলো না!

সেদিন ইচ্ছে হয়েছিল, একটা পথের
নাম দেই গন্তব্য; দেয়া হল না!

প্রজাপতিটার ফিরে না আসার কারন
খুঁজে দেখলাম; প্রতীক্ষা রাখাটা ঠিক হয়নি।
অন্য নাম হলে সে নিশ্চয়ই ফিরে আসতো...

ভাবতে ভাবতে, আমি গন্তব্য নামটা
বাতিল করলাম; কেননা পথের নাম গন্তব্য হলে,
এই পথ কোথায় নিয়ে যাবে?

পথ কি জানে পথিকের ঠিকানা!

১৮-০১-২০১৬

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩০

রাফা বলেছেন: প্রতীক্ষার জন্য অপেক্ষা'তো করতেই হবে।
গন্তব্য হলে মনে সঠিক গনতব্যে পৌছে যেতো পথটা।

ভালো হয়েছে কবিতা-
কবিতা'তো আসলে এমনি হয়।

ধন্যবাদ,খো.খোকন।

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৩

খোরশেদ খোকন বলেছেন: ধন্যবাদ
হ্যা, কবিতায় একটু হেঁয়ালি করলাম। ভাল থাকবেন।

২| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১২

আহসানের ব্লগ বলেছেন: কবিতায় সুখপাঠ্য হয়েছে কবি ।

২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৬

খোরশেদ খোকন বলেছেন: আহসান ভাই
ভাল আছেন? ধন্যবাদ
ভাল থাকবেন।

৩| ২১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৫

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৭

খোরশেদ খোকন বলেছেন: হাসান ভাই
কেমন আছেন? নিশ্চয়ই ভাল। বই মেলায় কি বই আসছে এবার আপনার? জানাবেন কিন্তু...
ধন্যবাদ ভাল থাকবেন।

৪| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫০

হাসান মাহবুব বলেছেন: আসছে একটি গল্পগ্রন্থ। 'আনন্দভ্রম"।

২২ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫

খোরশেদ খোকন বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.