![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই শহরে কিছু কিছু শব্দ কলম নয় হ্রদয় থেকে নেমে আসে, একা। এই শহরে বিনয় ঝুলে থাকে মরা গাছের ডালের মতো, একা।
মাঝে মধ্যে সময় পেলে
চিন্তাগুলোকে ঢেলে সাজাতে ইচ্ছে করে।
পাখী আর আকাশের ব্যাকরণ মনে রেখে
নিজেকে নিজেরই ভেজা পালকে...।
.
মাঝে মধ্যেই এমনও হয়
দুপুর গড়িয়ে যায় যেন মার্বেল
সন্ধ্যা আসে গাঢ় হয়ে; যেন খয়েরী রঙের লিপস্টিক
লাস্ট ট্রেন ছেড়ে যায়; কারা যায়, কত দূরে! কে জানে?
.
রেস্তোরার কাচে প্রজাপতির মতো রঙ ছড়ায়
কিছু কথা, কিছু সুর পাখা মেলে উড়তে থাকে
ম্রিয়মাণ আলো আধারীতে অভিমানে ডুব দেয় স্বপ্ন
ধোঁয়া ওঠা কফিকাপে পড়ে থাকে একটা অপেক্ষা...
.
তোমার ঘড়ির কাটা নিষ্ঠুরভাবে নিজের খেয়ালেই ঘোরে
মাঘের শীতে কেঁপে কেঁপে হটাৎ তাকিয়ে দেখি,
ধূসর রঙের সর কফিকাপে জমাট বেধেছে;
এদিকে বেদনার পাণ্ডুলিপি পড়ে আছে একা, বুকপকেটে...।
...
© খোরশেদ খোকন। ২৩-০১-২০১৬
২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:১০
খোরশেদ খোকন বলেছেন: ধন্যবাদ
আমি ধন্য।
ভাল থাকবেন।
২| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১০
দিশেহারা রাজপুত্র বলেছেন: দারুন। গোছানো।
ভালো লেগেছে।
দুপুর গড়িয়ে যায় যেন মার্বেল
প্রিয়ংবাক্যং।
২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:১০
খোরশেদ খোকন বলেছেন: ধন্যবাদ
উৎসাহ পেলাম।
ভাল থাকবেন।
৩| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১০
তার আর পর নেই… বলেছেন: ঢেলে সাজাতে ইচ্ছে হয়,
কিছু বানান ভুল আছে।
২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:১১
খোরশেদ খোকন বলেছেন: ধন্যবাদ
বানান ঠিক করে দিলাম
ভাল থাকবেন।
৪| ২৭ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩২
হাসান মাহবুব বলেছেন: সুন্দর।
ঘাঢ়-গাঢ় হবে।
২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:১১
খোরশেদ খোকন বলেছেন: ধন্যবাদ
অনুপ্রেরণা পেলাম। বানান ঠিক করে দিলাম
ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৬
তার আর পর নেই… বলেছেন: কত দূরে? কে জানে …
আমারও জানতে ইচ্ছে করে।
সুন্দর! +