নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার জন্ম টাঙ্গাইলের হামজানি গ্রামে। শৈশব, কৈশোরে দেশের বিভিন্ন জেলা শহরে ছিলাম; বাবার সরকারী চাকুরীর জন্যে। কলেজ ছিল টাঙ্গাইল জেলায়। তারপর পড়াশুনা ঢাবি\'র ফিন্যান্স বিভাগ। গত নয় বছর যাবত প্রাইভেট ব্যাংকে কর্মজীবন চলছে। www.facebook.com/khokonz

খোরশেদ খোকন

এই শহরে কিছু কিছু শব্দ কলম নয় হ্রদয় থেকে নেমে আসে, একা। এই শহরে বিনয় ঝুলে থাকে মরা গাছের ডালের মতো, একা।

খোরশেদ খোকন › বিস্তারিত পোস্টঃ

রাতের শরীরে

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২২

ভারী চোখ, চোখের পাতা,
আলসেমি গায়ে মেখে ঘুম ঘোর প্রহরে
ভাবনা হারিয়ে যায় দূরে, আরও দূরে, বহুদুরে;
চেনা শহর, চেনা রাস্তা, চেনা ঘরের কোণে
অচেনা গভীর অন্ধকারে।
.
রাতের শরীরে ডুবে যেতে যেতে
অতল গহীনে তলিয়ে যেতে যেতে
যেতে যেতে অন্ধকারে; আরও অন্ধকারে
এখনও ভাবতে পাড়ছি, ঘুম ঘুম এই শরীরে
ম্রিয়মাণ ধোঁয়ায় হারিয়ে যেতে যেতে
রোদমাখা একটি সকাল; আরও একটি দিন;
ঘুম ভাঙলেই ফিরে পাবো...
কি করে বিশ্বাস করছি?
বিশ্বাসও যে হারিয়ে যাচ্ছে, ধীরে ধীরে অবিশ্বাসের মতোই অন্ধকারে!
...
০১-০২-২০১৬

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৪

শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর কবি। ধন্যবাদ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০১

খোরশেদ খোকন বলেছেন: ধন্যবাদ ভাই
ভাল থাকবেন।

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১০

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৬

খোরশেদ খোকন বলেছেন: ধন্যবাদ হাসান মাহবুব ভাই
ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.