![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই শহরে কিছু কিছু শব্দ কলম নয় হ্রদয় থেকে নেমে আসে, একা। এই শহরে বিনয় ঝুলে থাকে মরা গাছের ডালের মতো, একা।
ভারী চোখ, চোখের পাতা,
আলসেমি গায়ে মেখে ঘুম ঘোর প্রহরে
ভাবনা হারিয়ে যায় দূরে, আরও দূরে, বহুদুরে;
চেনা শহর, চেনা রাস্তা, চেনা ঘরের কোণে
অচেনা গভীর অন্ধকারে।
.
রাতের শরীরে ডুবে যেতে যেতে
অতল গহীনে তলিয়ে যেতে যেতে
যেতে যেতে অন্ধকারে; আরও অন্ধকারে
এখনও ভাবতে পাড়ছি, ঘুম ঘুম এই শরীরে
ম্রিয়মাণ ধোঁয়ায় হারিয়ে যেতে যেতে
রোদমাখা একটি সকাল; আরও একটি দিন;
ঘুম ভাঙলেই ফিরে পাবো...
কি করে বিশ্বাস করছি?
বিশ্বাসও যে হারিয়ে যাচ্ছে, ধীরে ধীরে অবিশ্বাসের মতোই অন্ধকারে!
...
০১-০২-২০১৬
০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০১
খোরশেদ খোকন বলেছেন: ধন্যবাদ ভাই
ভাল থাকবেন।
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১০
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৬
খোরশেদ খোকন বলেছেন: ধন্যবাদ হাসান মাহবুব ভাই
ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৪
শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর কবি। ধন্যবাদ।