![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই শহরে কিছু কিছু শব্দ কলম নয় হ্রদয় থেকে নেমে আসে, একা। এই শহরে বিনয় ঝুলে থাকে মরা গাছের ডালের মতো, একা।
একটি গুজব ফেইসবুকে খুব চলছে।
একদল মুক্ত চিন্তার মানুষ নাকি ভালবাসা দিবসে (১৪ই ফেব্রুয়ারি ২০১৬) প্রকাশ্য চুমু দেবার ঘোষণা দিয়েছে!
---
আজ সারাদিন ফেইসবুকে দেখলাম; "প্রকাশ্যে চুমু খাওয়া" নিয়ে পক্ষে-বিপক্ষে তুমুল বিতর্ক চলছে...!?
---
জেনে রাখা ভাল; চুমু সম্বন্ধে যে বিদ্যা তার নাম Philematology.
পৃথিবীর সবচে' দীর্ঘ চুমুর রেকর্ড হচ্ছে ৩৩ ঘন্টা ১৮ মিনিট ৩৩ সেকেন্ড!
এটা করা হয়েছিলো ২০১০ সালের ভ্যালেন্টাইন ডে তে। যেই যুগল দীর্ঘ চুমুর এই রেকর্ডটি করেছিল; পরে তাদের অক্সিজেন দিয়ে ট্রিটমেন্ট দিতে হয়েছিলো।
---
Finally I will drink life from your lips
and wake up from this ever lasting sleep.
.
The wisdom of the earth in a kiss
and everything else in your eyes.
.
I kiss her before everyone
that they all may see my love.
.
And when her lips are pressed to mine
I am made drunk and need not wine.
.
When we kiss, and her warm lips half open,
I fly cloud-high without beer!*
---
*Ancient Egyptian love poetry from the New Kingdom, found on papyri excavated at Deir el-Medina.
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৩
খোরশেদ খোকন বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৪
অগ্নি কল্লোল বলেছেন: ভালো লাগা রইলো।