![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই শহরে কিছু কিছু শব্দ কলম নয় হ্রদয় থেকে নেমে আসে, একা। এই শহরে বিনয় ঝুলে থাকে মরা গাছের ডালের মতো, একা।
নরম ঘাস পেড়িয়ে যাওয়ার দিনগুলি পিছু ডাকে
ঘাসের জমিনে উপুড় হয়ে পরে থাকা একটা ইট
আর সেই ইটের গভীরে কস্ট হয়ে জমে থাকা হলুদ
সেই হলুদ রঙের দুঃখটা বুকের খুব কাছে;
সঙ্গোপনে যেখানে হৃদয় থাকে; সেখানে মৌন সুরে বাজে,
ব্যথাগুলো এভাবেই বেঁচে থাকে চিরদিন, আশেপাশে।
---
২৫-১১-২০১৫
০১ লা মার্চ, ২০১৬ রাত ১০:৫৫
খোরশেদ খোকন বলেছেন: জি
ধন্যবাদ। ভাল থাকবেন।
২| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১:৩৫
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগা রইলো।
০১ লা মার্চ, ২০১৬ রাত ১০:৫৫
খোরশেদ খোকন বলেছেন: ধন্যবাদ হাসান মাহবুব ভাই
অনুপ্রেরণা পেলাম। ভাল থাকবেন।
৩| ০১ লা মার্চ, ২০১৬ রাত ১১:৪৬
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: ব্যথাগুলো চিরদিন বেঁচে থাকে আশে পাশে
সুখগুলো উবে যায় অচেনা আকাশে.। হাঃ হাঃহাঃ । চমৎকার ভাই কবি সুন্দর হয়েছে ।
০২ রা মার্চ, ২০১৬ রাত ৯:৪৩
খোরশেদ খোকন বলেছেন: ধন্যবাদ দাদা
ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৬ রাত ১২:১৪
মুচি বলেছেন: অনুকাব্য
++++