নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার জন্ম টাঙ্গাইলের হামজানি গ্রামে। শৈশব, কৈশোরে দেশের বিভিন্ন জেলা শহরে ছিলাম; বাবার সরকারী চাকুরীর জন্যে। কলেজ ছিল টাঙ্গাইল জেলায়। তারপর পড়াশুনা ঢাবি\'র ফিন্যান্স বিভাগ। গত নয় বছর যাবত প্রাইভেট ব্যাংকে কর্মজীবন চলছে। www.facebook.com/khokonz

খোরশেদ খোকন

এই শহরে কিছু কিছু শব্দ কলম নয় হ্রদয় থেকে নেমে আসে, একা। এই শহরে বিনয় ঝুলে থাকে মরা গাছের ডালের মতো, একা।

খোরশেদ খোকন › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ দ্বন্দ্ব

০৯ ই মার্চ, ২০১৬ রাত ১২:১৪

গত মাসে ছুরিকাঘাতে এই গলির
এক নিরীহ শিক্ষক প্রাণ হারালো
এই নিয়ে পত্রিকার পাতায় ভীষণ বিতর্ক চললো
জনতার দাবী ছিল, ছুরি বিক্রি বন্ধ করা হোক।
আমি ভাবছিলাম, মৌসুমী ফল কি দিয়ে কাটবো?
.
অনেক চেষ্টার পরে পুলিশ খুঁজে পেলো হত্যাকারী
এই নিয়ে পত্রিকার পাতায় বিতর্ক শুরু হয়েছে
আইনের জালে অচিরেই বাঁধা পড়ছে অপরাধী
জনতার এখন দাবী, যাবতজীবন শাস্তি দেয়া হোক।
আমি ভাবছি, হত্যাকারীকে কি ট্যাক্স দিয়ে বাঁচাবো?
---
২৫-০২-২০১৬

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৩৬

বিজন রয় বলেছেন: অসাম। অসাম।

জনতার দাবী ছিল, ছুরি বিক্রি বন্ধ করা হোক।
আমি ভাবছিলাম, মৌসুমী ফল কি দিয়ে কাটবো?


++++++

০৯ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩৮

খোরশেদ খোকন বলেছেন: বিজন রয় দাদা
অসংখ্য ধন্যবাদ। উৎসাহ পেলাম।

২| ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৩৭

বিজন রয় বলেছেন: ভীষণ দ্বন্দ্ব।

০৯ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩৯

খোরশেদ খোকন বলেছেন: হ্যা, ধন্যবাদ

৩| ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৫২

মো: ইমরান আল হাদী বলেছেন: দারুন লিখছেন, সময়ের চিত্র একেছেন

০৯ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪০

খোরশেদ খোকন বলেছেন: ধন্যবাদ মো: ইমরান আল হাদী ভাই।
ভাল থাকবেন।

৪| ০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৫৮

হাসান মাহবুব বলেছেন: ভাবনাটা ভালো। কবিতা ভালো লাগে নাই।

০৯ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪২

খোরশেদ খোকন বলেছেন: হাসান মাহবুব ভাই
চেষ্টা করেছি; হয়তো ভাবনাটা গুছিয়ে কবিতা বানাতে পারি নাই। যাই হোক, আপনি পড়েছেন এটা জেনেই ভাল লাগছে। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.