![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই শহরে কিছু কিছু শব্দ কলম নয় হ্রদয় থেকে নেমে আসে, একা। এই শহরে বিনয় ঝুলে থাকে মরা গাছের ডালের মতো, একা।
দু'হাতে হৃদয়ের হ্রদে
জলের সীমানা মেপে দেখি
ভালোবাসা ঝুলে আছে নীরবে
"ভালো" ও "বাসা" শব্দ দুটি'র অন্তমিলে
ভালো একটি বাসা নির্মিত হতে বহুপথ বাকী।
---
২৫-০২-২০১৬
১৭ ই মার্চ, ২০১৬ রাত ১:৪৬
খোরশেদ খোকন বলেছেন: ধন্যবাদ
ভাল থাকবেন।
২| ১৭ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪২
অগ্নি কল্লোল বলেছেন: ভালো লাগলো।
১৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:৪৫
খোরশেদ খোকন বলেছেন: ধন্যবাদ ভাই ভাল থাকবেন।
৩| ১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ২:১৭
বিজন রয় বলেছেন: "ভালো" ও "বাসা" শব্দ দুটি'র অন্তমিলে
ভালো একটি বাসা নির্মিত হতে বহুপথ বাকী।
+++ সুন্দর।
১৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:৪৫
খোরশেদ খোকন বলেছেন: ধন্যবাদ দাদা ভাল থাকবেন
৪| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ১:০০
আমিই মিসির আলী বলেছেন: ভালো" ও "বাসা" শব্দ দুটি'র অন্তমিলে
ভালো একটি বাসা নির্মিত হতে বহুপথ বাকী
এতো সুনীপুন ভাবনা আসে কইথ্যেইক্যা!!
+
১৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:৪৬
খোরশেদ খোকন বলেছেন: ধন্যবাদ ভাই
মাথা খারাপ হইলে যা হয় আরকি। হা হা হা
৫| ১৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৫৯
হাসান মাহবুব বলেছেন: ভালো লেগেছে।
হ্রদয়ের-হৃদয়ের।
১৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:৪৮
খোরশেদ খোকন বলেছেন: হাসান ভাই
মোবাইল দিয়ে টাইপ করলে এমনই হয়।
যাই হোক ঠিক করে দিয়েছি। ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৬ ই মার্চ, ২০১৬ রাত ১১:৪০
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।