নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার জন্ম টাঙ্গাইলের হামজানি গ্রামে। শৈশব, কৈশোরে দেশের বিভিন্ন জেলা শহরে ছিলাম; বাবার সরকারী চাকুরীর জন্যে। কলেজ ছিল টাঙ্গাইল জেলায়। তারপর পড়াশুনা ঢাবি\'র ফিন্যান্স বিভাগ। গত নয় বছর যাবত প্রাইভেট ব্যাংকে কর্মজীবন চলছে। www.facebook.com/khokonz

খোরশেদ খোকন

এই শহরে কিছু কিছু শব্দ কলম নয় হ্রদয় থেকে নেমে আসে, একা। এই শহরে বিনয় ঝুলে থাকে মরা গাছের ডালের মতো, একা।

খোরশেদ খোকন › বিস্তারিত পোস্টঃ

অনুকবিতাঃ ভালোবাসা-৩

১৬ ই মার্চ, ২০১৬ রাত ১১:১৬

দু'হাতে হৃদয়ের হ্রদে
জলের সীমানা মেপে দেখি
ভালোবাসা ঝুলে আছে নীরবে
"ভালো" ও "বাসা" শব্দ দুটি'র অন্তমিলে
ভালো একটি বাসা নির্মিত হতে বহুপথ বাকী।
---
২৫-০২-২০১৬

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ১১:৪০

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

১৭ ই মার্চ, ২০১৬ রাত ১:৪৬

খোরশেদ খোকন বলেছেন: ধন্যবাদ
ভাল থাকবেন।

২| ১৭ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪২

অগ্নি কল্লোল বলেছেন: ভালো লাগলো।

১৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:৪৫

খোরশেদ খোকন বলেছেন: ধন্যবাদ ভাই ভাল থাকবেন।

৩| ১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ২:১৭

বিজন রয় বলেছেন: "ভালো" ও "বাসা" শব্দ দুটি'র অন্তমিলে
ভালো একটি বাসা নির্মিত হতে বহুপথ বাকী।

+++ সুন্দর।

১৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:৪৫

খোরশেদ খোকন বলেছেন: ধন্যবাদ দাদা ভাল থাকবেন

৪| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ১:০০

আমিই মিসির আলী বলেছেন: ভালো" ও "বাসা" শব্দ দুটি'র অন্তমিলে
ভালো একটি বাসা নির্মিত হতে বহুপথ বাকী

এতো সুনীপুন ভাবনা আসে কইথ্যেইক্যা!!
+

১৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:৪৬

খোরশেদ খোকন বলেছেন: ধন্যবাদ ভাই
মাথা খারাপ হইলে যা হয় আরকি। হা হা হা

৫| ১৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৫৯

হাসান মাহবুব বলেছেন: ভালো লেগেছে।

হ্রদয়ের-হৃদয়ের।

১৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:৪৮

খোরশেদ খোকন বলেছেন: হাসান ভাই
মোবাইল দিয়ে টাইপ করলে এমনই হয়।
যাই হোক ঠিক করে দিয়েছি। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.