| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খোরশেদ খোকন
এই শহরে কিছু কিছু শব্দ কলম নয় হ্রদয় থেকে নেমে আসে, একা। এই শহরে বিনয় ঝুলে থাকে মরা গাছের ডালের মতো, একা।
একলোক তাড়াহুড়ো করে সাপ্তাহিক বাজার করতে গ্রামের হাটে যাচ্ছিল; এমন সময় পথের পাশে তাকিয়ে দেখে ৮/৯ বছর বয়সী একটা ছেলে ঘাসের জংগলে কি যেন একটা খুঁজছে।
-
লোকটি কৌতূহল নিয়ে ছেলেটির কাছে গিয়ে জিজ্ঞেস করলো, তুমি কি খুজছো?
ছেলেটি কাঁদতে কাঁদতে বলল, বাবার দেয়া একটা পাচঁ টাকার কয়েন নিয়ে হাটে যাচ্ছিলাম, সেই কয়েনটা এখানেই কোথাও হারিয়ে গেছে!
-
লোকটি বলল, কিভাবে হারালো?
ছেলেটি কান্নার আওয়াজ বাড়িয়ে দিয়ে বলল, কয়েনটা একবার বুক পকেটে, একবার প্যান্টের পকেটে তারপর ডানহাত থেকে বামহাতে নিয়ে খেলতে খেলতে যাচ্ছিলাম, তারপর এখানেই কোথাও পরে গেছে!
-
লোকটি এবার কয়েন খোজায় মনোযোগ দিলো; কিন্তু না, কয়েনটি কোথাও পাওয়া গেলো না।
এদিকে সময় বাড়ার সাথে সাথে ছেলেটির কান্নার আওয়াজ বাড়তে লাগলো।
-
লোকটি এবার কান্না থামাবার উপায় নিয়ে ভাবতে লাগলো, কোন উপায় না পেয়ে সে ছেলেটিকে নিজের পকেট থেকে একটা পাচঁ টাকার কয়েন দিয়ে বলল, বাবা এবার তোমার কান্না থামাও।
-
ছেলেটি একটা পাচঁ টাকার কয়েন হাতে পেয়ে কান্না থামালো। লোকটি ভাবলো; যাক বাবা, ছেলেটির কান্নার হাত থেকে বাচা গেলো।
---
লোকটি কান্না থামিয়ে যেই ৪/৫ কদম এগিয়ে গেছে, এমন সময় আরো জোরে সেই ছেলেটির কান্নার আওয়াজ পাওয়া গেলো।
-
লোকটি এবার ছেলেটির কাছে গিয়ে জিজ্ঞেস করলো, এখন আবার কান্না করছো কেন?
এবার ছেলেটি বলল, আমি হারিয়ে যাওয়া বাবার সেই পাচঁ টাকার কয়েনটা এখনো খুঁজে পাচ্ছি না!
-
লোকটি এবার ছেলেটাকে বলল, আমি না তোমাকে একটা পাচঁ টাকার কয়েন দিলাম?
ছেলেটি বলল, আরে সে জন্যই তো বাবার কয়েনটা খুজছি; বাবার কয়েনটা পেলেই আমার দুইটা কয়েন মিলে দশ টাকা হতো, এই বলে ছেলেটি উচ্চস্বরে কান্না করতে লাগলো।
---
ছোটবেলায় মুরুব্বীদের মুখে শোনা গল্প । ১৮-০৩-২০১৬
©somewhere in net ltd.
১|
২০ শে মার্চ, ২০১৬ সকাল ৯:০১
হাসান মাহবুব বলেছেন:
মাইনাস। 