নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার জন্ম টাঙ্গাইলের হামজানি গ্রামে। শৈশব, কৈশোরে দেশের বিভিন্ন জেলা শহরে ছিলাম; বাবার সরকারী চাকুরীর জন্যে। কলেজ ছিল টাঙ্গাইল জেলায়। তারপর পড়াশুনা ঢাবি\'র ফিন্যান্স বিভাগ। গত নয় বছর যাবত প্রাইভেট ব্যাংকে কর্মজীবন চলছে। www.facebook.com/khokonz

খোরশেদ খোকন

এই শহরে কিছু কিছু শব্দ কলম নয় হ্রদয় থেকে নেমে আসে, একা। এই শহরে বিনয় ঝুলে থাকে মরা গাছের ডালের মতো, একা।

খোরশেদ খোকন › বিস্তারিত পোস্টঃ

অনুগল্পঃ কয়েন সমস্যা

১৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:৫৬

একলোক তাড়াহুড়ো করে সাপ্তাহিক বাজার করতে গ্রামের হাটে যাচ্ছিল; এমন সময় পথের পাশে তাকিয়ে দেখে ৮/৯ বছর বয়সী একটা ছেলে ঘাসের জংগলে কি যেন একটা খুঁজছে।
-
লোকটি কৌতূহল নিয়ে ছেলেটির কাছে গিয়ে জিজ্ঞেস করলো, তুমি কি খুজছো?
ছেলেটি কাঁদতে কাঁদতে বলল, বাবার দেয়া একটা পাচঁ টাকার কয়েন নিয়ে হাটে যাচ্ছিলাম, সেই কয়েনটা এখানেই কোথাও হারিয়ে গেছে!
-
লোকটি বলল, কিভাবে হারালো?
ছেলেটি কান্নার আওয়াজ বাড়িয়ে দিয়ে বলল, কয়েনটা একবার বুক পকেটে, একবার প্যান্টের পকেটে তারপর ডানহাত থেকে বামহাতে নিয়ে খেলতে খেলতে যাচ্ছিলাম, তারপর এখানেই কোথাও পরে গেছে!
-
লোকটি এবার কয়েন খোজায় মনোযোগ দিলো; কিন্তু না, কয়েনটি কোথাও পাওয়া গেলো না।
এদিকে সময় বাড়ার সাথে সাথে ছেলেটির কান্নার আওয়াজ বাড়তে লাগলো।
-
লোকটি এবার কান্না থামাবার উপায় নিয়ে ভাবতে লাগলো, কোন উপায় না পেয়ে সে ছেলেটিকে নিজের পকেট থেকে একটা পাচঁ টাকার কয়েন দিয়ে বলল, বাবা এবার তোমার কান্না থামাও।
-
ছেলেটি একটা পাচঁ টাকার কয়েন হাতে পেয়ে কান্না থামালো। লোকটি ভাবলো; যাক বাবা, ছেলেটির কান্নার হাত থেকে বাচা গেলো।
---
লোকটি কান্না থামিয়ে যেই ৪/৫ কদম এগিয়ে গেছে, এমন সময় আরো জোরে সেই ছেলেটির কান্নার আওয়াজ পাওয়া গেলো।
-
লোকটি এবার ছেলেটির কাছে গিয়ে জিজ্ঞেস করলো, এখন আবার কান্না করছো কেন?
এবার ছেলেটি বলল, আমি হারিয়ে যাওয়া বাবার সেই পাচঁ টাকার কয়েনটা এখনো খুঁজে পাচ্ছি না!
-
লোকটি এবার ছেলেটাকে বলল, আমি না তোমাকে একটা পাচঁ টাকার কয়েন দিলাম?
ছেলেটি বলল, আরে সে জন্যই তো বাবার কয়েনটা খুজছি; বাবার কয়েনটা পেলেই আমার দুইটা কয়েন মিলে দশ টাকা হতো, এই বলে ছেলেটি উচ্চস্বরে কান্না করতে লাগলো।
---
ছোটবেলায় মুরুব্বীদের মুখে শোনা গল্প । ১৮-০৩-২০১৬

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৬ সকাল ৯:০১

হাসান মাহবুব বলেছেন: /:) মাইনাস। /:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.