![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই শহরে কিছু কিছু শব্দ কলম নয় হ্রদয় থেকে নেমে আসে, একা। এই শহরে বিনয় ঝুলে থাকে মরা গাছের ডালের মতো, একা।
ইচ্ছেগুলোকে পিস্তলের সামনে রেখে
ইচ্ছে মতো ট্রিগারে আঙুল রাখি; তারপর এক, দুই, তিন...
দীর্ঘশ্বাস লুকানোর মতো, নিজেকেই কেন লুকিয়ে ফেলছি আমি?
.
মৃত্যু থেকে পালাতে পালাতে
দৌড়াতে দৌড়াতে অচেনা পথের বাঁকে এসে,
পেছন ফিরে, আবারো ঘুরে দাড়িয়ে মৃত্যুকেই শুধু দেখি!
.
আরও দূর, বহুদূর এসে,
হাঁপাতে হাঁপাতে ক্লান্ত আমি,
যাপিত-জীবনের ঝাঁপি খুলে বসি;
পিছু ফিরে অবাক চোখে তাকিয়ে দেখি;
পথে পথেই হারিয়ে গেছে আমার পুরোটা জীবন;
তাহলে কি; নিঃশব্দে মৃত্যু’র পাশে এসেই দাঁড়িয়েছি?
---
০১-০৩-২০১৬
৩০ শে মার্চ, ২০১৬ রাত ১১:২৭
খোরশেদ খোকন বলেছেন: ধন্যবাদ হাসান ভাই
ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪৫
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।