![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই শহরে কিছু কিছু শব্দ কলম নয় হ্রদয় থেকে নেমে আসে, একা। এই শহরে বিনয় ঝুলে থাকে মরা গাছের ডালের মতো, একা।
একফোঁটা শিশির জমে আছে ঝুল বারান্দার গোলাপফুলের ঠোটে; ঝিমাতে থাকা সবুজ পাতার আড়ালে দেখা যাচ্ছে তৃণলতার ঘর নিয়ে ছোট্ট পাখির ওম। ঘুম পারি দেয়া সফেদ আলোর রেখায় আলাভোলা চারপাশ, স্বচ্ছজলের হৃদে গোল্ডফিস সাঁতার দিয়েছে সুখে। চায়ের লিকার পুড়ছে উষ্ণতায়, আসন্ন চুম্মন ব্যাকরণ মনে রেখে। উচ্ছ্বাসের উত্তাপেই বইছে হাওয়া; আলতো হাতে বেজে উঠল রিনিকঝিনিক চুড়ি, তুমি বললে, "ভীষণ মাথা ধরেছে!"
-
চশমার কাচ নিশ্বাস দিয়ে মুছে, আমি দৃষ্টির সীমানা বাড়িয়ে খুঁজছি সেই লোকটাকে; যার স্পর্ধা এতোটাই বেশি যে, সে আমার সামনেই তোমার মাথা ধরার দুঃসাহস রাখে?
-
২০/০৪/২০১৬
২| ২১ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৯
হাসান মাহবুব বলেছেন: সুন্দর।
©somewhere in net ltd.
১|
২১ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৮
বিজন রয় বলেছেন: মাথা ধরা কবিতায় ++++