![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাফার ষ্টেট শব্দটা অনেক আগে থেকেই শুনে আসছি। কিন্তু এ সম্পর্কে পরিস্কার ধারণা নাই। কেউ সংক্ষেপে এ সম্পর্কে ধারণা দিলে কৃতজ্ঞ থাকতাম।
১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৪৪
খোলা_আকাশ বলেছেন: টিভিতে। সিএনএন, বিবিসিতে।
আপনি জেনে থাকলে বলেন।
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৫১
কৌশিক বলেছেন: "বাফার স্টেট" ফ্রেজটার ব্যবহার ভারতীয় সাংবাদিকের এই ঘটনার আগে শুনেছেন কিনা সেটা জানতে চাইছিলাম।
উইকিপিডিয়ায় দেখতে পারেন http://en.wikipedia.org/wiki/Buffer_state
১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:১১
খোলা_আকাশ বলেছেন: ভারতীয় সাংবাদিকের এই ঘটনার অনেক আগেই শুনেছি।
৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৫৭
দুরের পাখি বলেছেন: সুজা কথায় কই । বাফার স্টেট হৈল কমন চাল্লি । মানে কারো জিদ উঠলেই ওর উপর দিয়া যায় ।
বেলজিয়ামরে ইউরোপের বাফার স্টেট বলা হৈত । কারণ জার্মানি বা ফেরান্স, রাশিয়া কারো একটু রাগ হৈলেই আগে গিয়া বেলজিয়ামরে আক্রমণ করত ।
৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:০৬
সাইমুম পারভেজ বলেছেন: বাফার স্টেট একটা আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ের টার্ম। দূরের পাখি ভাইজান ঠিকই বলেছেন, সাধারণত দুটি বিবাদমান দেশের মধ্যবর্তী দেশকে বাফার স্টেট বলা হয়। কিন্তু কিছু হলেই তার উপর আক্রমন করা যায়, অথবা করা হয়, এ তথ্যটা মনে হয় ঠিক নয়। বরং বাফার স্টেট অনেক সময়ই দু দেশের মধ্যে থেকে বিবাদ নিরসনেও সাহায্য করতে পারে। যাই হোক, এসব একাডেমিক বিষয়ে, উইকিপিডিয়ায় সার্চ দিলে অনেক তথ্য পাবেন। উইকিপিডিয়ার সার্চ অপশনে গিয়ে শুধু বাফার স্টেট লিখে সার্চ দিন......
৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:১৩
রাজর্ষী বলেছেন: বাফার স্টেট একটা ফালতু জিনিষ। চরম ফাউল একটা জিনিষ। খাইয়া যাগো কাম নাই হেরা এইডা লইয়া ফাল পারে। যাগো দিয়া কামের কাম কিছু হয় নাই হবে না তারা এসব লইয়া সময় পার করে। ছাগলের তিন নাম্বারের মত লাফায়। কারন আসল ব্যাপার নিয়া তাগো কিসু করার নাই।
মাইন্ডায়েন না, আপনেরে কিছু মিন করিনাই।
১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:১৯
খোলা_আকাশ বলেছেন: জাইনা থাকলে সহজ বাংলায় বুঝাইয়া কন।
৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৩৮
ত্রিশোনকু বলেছেন: যুদ্ধ বেঁধে যেতে পারে এমন দুটি রাস্ট্রের মধ্যে অবস্থিত আরেকটি রাস্ট্র।
-এনকার্টা অভিধান, বাংলায় অনুদিত।
৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪০
স্বপ্নশিকারী বলেছেন: ছাগলের ৩ নং বাচ্চা।
©somewhere in net ltd.
১|
১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৪৩
কৌশিক বলেছেন: এর আগে কোথায় শুনেছেন?