![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অতি সাধারণ..নির্ভেজাল..নিজের কাছে নিজেকে স্বচ্ছ রাখতে বদ্ধপরিকর......কারণ বিবেক বলে যে বস্তুটা আমার মধ্যে আছে তার কাছে মাথা নিচু করতে চাইনা......ক্ষতি হোক আমার হোক অন্যের ক্ষতি যেন না করি ,প্রতিদিন এই কথাটিই মনে মনে বলি........
চিত্ত দিয়ে চিত্ত জয় ,
বিত্তরে কর পরাজয় ।
বিত্তের মাঝে সুখ থাকেনা
বিত্তেরা উচ্ছৃংখল,কোনো আইন মানেনা ।
জীবনের মানে যদি চাও খুঁজতে ,
চিত্তরে চিত্ত দিয়েই তবে যাও বুঝতে ।
নগ্ন পায়ে বিত্ত বড়ই চঞ্চল ,
নোংরামিতে মেতে তাকে সর্বদা উচ্ছৃংখল ।
কামনার তাড়নায় বিত্ত ,
বশে নিতে চায় চিত্ত ।
চিত্ত খোঁজে চিত্তের মত চিত্ত ,
পেয়ে গেলে ভাঙ্গে অসম যত বৃত্ত ।
চিত্ত দিয়ে চিত্ত জয় ,
বিত্তরে কর পরাজয় ।
(৩/১০/২০১৪)
২| ২৭ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪২
খোলা বাতাস বলেছেন: ধন্যবাদ অনেকগুলো.......
©somewhere in net ltd.
১|
২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫৬
মেঘ ছেড়া আলো বলেছেন: +++++++