নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খোলা জানালার চোখ

স্বপ্ন ঘুড়ি স্বপ্ন দেখে স্বপ্ন মধুময়।

আশফাকুর র

আমিস্বপ্ন দেখি আমার মত খোলা জানালা দিয়ে...দিবে কি উকি আমার স্বপ্ন জানালায়

আশফাকুর র › বিস্তারিত পোস্টঃ

অবাক মানুষের আঁকা অবাক কয়েক ছবি

২৩ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৭

আজ মানুষের হাতে আঁকা কিছু ছবি সবার সাথে শেয়ার করব।আঁকিয়ের নাম ইমান মালেকি।তাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বাস্তব ছবি আঁকিয়ে।তার সম্পর্কে সংক্ষিপ্ত জীবনীটি হুবহু তুলে দিলাম:

Iman Maleki

Born in 1976 in Teheran. From an early age he was fascinated with paintings. Age 15 he studied with Morteza Katouzian, de greatest realist painter in Iran & since had many successful showings of his paintings. The most important exhibition to date was the “Exhibition of Realist painters of Iran” in the Contemporary Museum of Art in Teheran(1999) and the “Group Exhibition of KARA Studio Painters” in the SABZ galerie(1998) and the SA'AD ABAD Palace(2003).

আর কথা নয় -শিল্পী ও তার কটা সৃষ্টি দেখুন :













অনেকেই হয়ত দেখেছেন। তবুও দিলাম ভালো জিনিস বারবার দেখেও আরাম।

মন্তব্য ৬০ টি রেটিং +৩২/-১

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৩

সাদাকালোরঙিন বলেছেন: ওয়াও !!! কোনো কোনোটা পেইন্টিং না ফটোগ্রাফ মনে হয় ।

২৪ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:২৬

আশফাকুর র বলেছেন: মানুষের এমন গুণ ।দেখলে রাগ লাগে।নিজেরে বেগুণ মনে হয়।কমেন্টের জন্য শীতকালীন দেশী ধইন্যাপাতা।

২| ২৩ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৯

স্নিগ বলেছেন: অসাধারণ!!!+

২৪ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:২৮

আশফাকুর র বলেছেন: সত্যই অসাধারণ।

৩| ২৩ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৯

বড় বিলাই বলেছেন: আগেও দেখেছিলাম, খুবই অবাক লাগে, কিভাবে সম্ভব?

২৪ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৩০

আশফাকুর র বলেছেন: মানুষ বলেই সম্ভব।ধন্যবাদ।

৪| ২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:০১

শ্রাবণ এর বৃষ্টি বলেছেন: চমৎকার, আসলেই... ভালো জিনিস বারবার দেখেও আরাম। ....প্লাস ......

২৪ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৩১

আশফাকুর র বলেছেন: আসলেই ভাই ।অসংখ্য ধন্যবাদ।

৫| ২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:০৯

কাঠের খাঁচা বলেছেন: ব্যাপক সৌর্ন্দয্য

২৪ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৩৩

আশফাকুর র বলেছেন: ব্যাপক সৌর্ন্দয্য

৬| ২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:১৩

অপ্রয়োজন বলেছেন: বাহ ... পুরা বাস্তব।

ধন্যবাদ জানানোর জন্য।

২৪ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৩৪

আশফাকুর র বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৭| ২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৩৫

পাপী বলেছেন: জোস!!!

২৪ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৩৬

আশফাকুর র বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৮| ২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৪৫

পৃথিবীর আমি বলেছেন: Really জোস!

২৪ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৩৮

আশফাকুর র বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৯| ২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৪৯

জটায়ু বলেছেন: অবাক হলাম দেখে। অসম্ভব সুন্দর ছবিগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

২৪ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৪২

আশফাকুর র বলেছেন: লালমোহন বাবু,
সবার কমেন্ট আর সাধুবাদ এর জন্য ধইন্যা পাতা।আপনাদের সাথে আরও কিছু শেয়ার করব।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।

১০| ২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৫৫

আমার মন ভাল নাই বলেছেন: আমার কােছ অবস্থাব মনে হচ্ছে !!

২৪ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৪৫

আশফাকুর র বলেছেন: ছবি গুলো দেখে যদি আপনার মনটা ভালো তবেই পোস্ট সারথক।ভালো থাকুন।

১১| ২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৫৫

স্বাধীনতার বার্তা বলেছেন: ছবিগুলোর নাম দিলে আরো ভালো হত। ১টা প্লাস পোস্টে নে আর বাকি ৯৯টা প্লাস কমেন্টে নেন।
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

১২| ২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৫৮

স্বাধীনতার বার্তা বলেছেন: ৯৯টা প্লাস দিলেম। কিন্তু কমেন্ট এ আস্লো না। বক্সের বাইরে চলে গেলো মনে হয়।

২৪ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৪৬

আশফাকুর র বলেছেন: ধন্যবাদ।ধন্যবাদ।ধন্যবাদ।ধন্যবাদ।ধন্যবাদ।ধন্যবাদ।ধন্যবাদ।ধন্যবাদ।ধন্যবাদ।ধন্যবাদ।
ধন্যবাদ।ধন্যবাদ।ধন্যবাদ।ধন্যবাদ।ধন্যবাদ।ধন্যবাদ।ধন্যবাদ।ধন্যবাদ।ধন্যবাদ।ধন্যবাদ।
ধন্যবাদ।ধন্যবাদ।ধন্যবাদ।ধন্যবাদ।ধন্যবাদ।ধন্যবাদ।ধন্যবাদ।ধন্যবাদ।ধন্যবাদ।ধন্যবাদ।

১৩| ২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:০০

মহসিন০৮ বলেছেন: জটিল...............

২৪ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৫৮

আশফাকুর র বলেছেন: ধন্যবাদ

২৪ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৫৯

আশফাকুর র বলেছেন: ধন্যবাদ

১৪| ২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:০৪

পথিক!!!!!!! বলেছেন: অকল্পনীয়

১৫| ২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:০৭

বডটজসৃ বলেছেন: অসাধারন!!

১৬| ২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:০৮

বডটজসৃ বলেছেন: অসাধারন!!

২৪ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:০০

আশফাকুর র বলেছেন: অসাধারন!!

১৭| ২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:১৪

না বলা কথা বলেছেন: মুগ্ধতা ব্যক্ত করার মতো কোনো শব্দ খুঁজে পেলাম না।

২৪ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:০১

আশফাকুর র বলেছেন: যা বললেন সেটাই তো সব বলে দিল।ধন্যবাদ।

১৮| ২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:১৬

নীল ভোমরা বলেছেন: মারাত্মক নিখুত!

২৪ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:০২

আশফাকুর র বলেছেন: অসাধারন!!

১৯| ২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:২৫

আবদুল্লাহ আল মনসুর বলেছেন: দারুণ !!

২৪ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:০৩

আশফাকুর র বলেছেন: ধন্যবাদ ইমান মালেকিকে।

২০| ২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৩৫

১০০%বাঙ্গালী বলেছেন: ফটোগ্রাফিও হার মানায়।

২১| ২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৩৯

সদরুদ্দিন আক্কাস বলেছেন: খারাপ লাগল। নিজে মাঝে মাঝে স্কেচ করি তো। তাই অন্য কেউ ভাল ছবি আকলে খারাপ লাগে।আর এইটা দেইখা আজকে সারারাত কালকে সারাদিন মন খারাপ থাকবে।
কি ডেঞ্জারাস হাতের কাজ!

২২| ২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:১৮

ভাবের অভাব বলেছেন: খুবই সুন্দর, একেবারে ক্যামেরাতে তোলা ছবির মত।

২৩| ২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৪৪

ধ্রুব তারা বলেছেন: দ্বিতীয় ছবিটি দেখলে বিশ্বাস করতে কষ্ট হয় ফটোগ্রাফ নয়। সত্যিই অদ্ভুত প্রতিভা।

২৪| ২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫৪

মৃত৬৬৬ বলেছেন: অবিশ্বাস্য..

২৫| ২৪ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৪৫

কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: একেবারে জীবন্ত!!!

২৬| ২৪ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৭:০৩

ঢাকাইয়া টোকাই বলেছেন: ফুল টাসকি খাইলাম।

২৭| ২৪ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৫৫

হক মাহবুব বলেছেন: এ মানুষটা হাত দিয়ে ছবি তোলে মনে হচ্ছে। অবিশ্বাস্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয়তে নিলাম। থাকলে আরো দেন।

২৮| ২৪ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:২৮

রাজিব শাহরিয়ার বলেছেন: অসাধারণ হাত ...

লেখক বলেছেন: মানুষের এমন গুণ ।দেখলে রাগ লাগে।নিজেরে বেগুণ মনে হয়।

২৯| ২৪ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৩৫

রাজিব শাহরিয়ার বলেছেন: অসাধারণ হাত ...

লেখক বলেছেন: মানুষের এমন গুণ ।দেখলে রাগ লাগে।নিজেরে বেগুণ মনে হয়।

৩০| ১২ ই মার্চ, ২০১০ দুপুর ১২:১৫

রাষ্ট্রপ্রধান বলেছেন: ইয়া আল্লাহ

১২ ই মার্চ, ২০১০ দুপুর ২:০৪

আশফাকুর র বলেছেন: ধন্যবাদ রাষ্ট্রপ্রধান

৩১| ২৯ শে মে, ২০১০ রাত ১:৪৫

রাত্রি২০১০ বলেছেন: অসাধারণ। অনেক ধন্যবাদ।

০৩ রা জুন, ২০১০ রাত ১১:১০

আশফাকুর র বলেছেন: ধন্যবাদ। ভালো থাইকেন

৩২| ১৯ শে অক্টোবর, ২০১০ বিকাল ৫:৫৬

জিপসি মেহেদি বলেছেন: ভাল লাগল ভাই.।

৩৩| ২৩ শে জানুয়ারি, ২০১১ রাত ২:১৪

রেজওয়ান তানিম বলেছেন: rage amar ga jole jacche , ami keno akte pari na??? iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiieeeeeeeeeeeeeeeeee.

jai hok tobe ami ekta jinish pari jeta uni bodhoy paren na, ami likhe chobi akte pari, link ta dekhun


Click This Link

৩৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:২২

রুমানবিডি বলেছেন: ওয়াও !!!

৩৫| ০১ লা এপ্রিল, ২০১১ দুপুর ২:৪২

শায়েরী বলেছেন: কি বলছেন ১ হাতে আকা !

৩৬| ০১ লা এপ্রিল, ২০১১ দুপুর ২:৪৪

বৃষ্টিধারা বলেছেন: কিভাবে সম্ভব?

৩৭| ০১ লা জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:৫৮

মু. জামান চৌধুরী বলেছেন: আসলে কি সত্যি আমার বিশ্বাস হচ্ছে না

৩৮| ৩১ শে আগস্ট, ২০১১ সকাল ৯:৩৫

তাসনিয়া বলেছেন: অসম্ভব সুন্দর B:-) B:-) B:-) B:-) B:-)

৩৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৫৭

বাপি রায় বলেছেন: সুন্দর ++++++++++++++++

৪০| ০৭ ই অক্টোবর, ২০১১ রাত ২:১১

মাহবুবা আখতার বলেছেন: মারাত্মক।

৪১| ০৯ ই মার্চ, ২০১২ দুপুর ২:২০

রাখালছেলে বলেছেন: অসম্ভব এইগুলা হাতের আকা ছবি না । এইগুলা ফটোগ্রাফী ।মজা পাইলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.