নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চক্ষু ডাক্তার

খোমেনী

স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই ......।

খোমেনী › বিস্তারিত পোস্টঃ

ঢাকার ওয়ালে ফরহাদ মজাহার বিরোধী পোষ্টারগুলো কার হুকুমে লটকানো হয়েছে, রহস্য কি?

০৪ ঠা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

ফরহাদ মজাহারেরে এক মন্তব্যে সম্বাদিক সমাজ যেভাবে সোচ্চার হয়ে উঠেছে যদি সাগর রুনির বেলা এমন আচরন দেখাতো তাহলে কথা ছিলো। সাগর-রুনি হত্যার পিছনে কারন হিসেবে অনেকে মনে করেন তেল গ্যাস বিদ্যুৎ মন্ত্রনালয় নিয়ে সাগরের গবেষণাই মুল।



এদিকে, রাজধানী ঢাকার অনেক জায়গায় ফরহাদ মজাহারকে নিয়ে পোষ্টারে ছয়লাব। সেখানে লেখা, ‘গত ২৭ থেকে ২৯ অক্টোবরের হরতালে সাংবাদিক আহত হওয়া ও প্রগতিশীল মতাদর্শের টিভি চ্যানেলের সামনে বোমা, ককটেল ফোঁটার সব ঘটনার জন্য দায়ী ফরহাদ মজহার। তার উস্কানিতেই এসব ঘটনা ঘটে।’



জানা যায় নি পোষ্টারগুলো কে ছাপিয়েছে? উফ, যদি সাগর রুনির হত্যার পরে এমন পোষ্টার দিয়ে ছয়লাব হতো রাজধানী। এক চেটিয়া এই সাংবাদিক সমাজ তথ্যের ধার ধারে না, মনগড়া দলকানা রিপোর্ট করে যেন একেকটা রাজনৈতিক কর্মী। আবার কাহারো তল দিয়ে গড়ানি গরম জল চাটার দল হলো তারা।



ফরহাদ মজাহারের ভাষায় বলতে হয়, “ক্ষুদ্র দলবাজ সাংবাদিকরা হিটলারের গেস্টাপোর ভূমিকায়”।



উল্লেখ্য, একুশে টিভির টকশো’তে ফরহাদ মজহার বলেছিলেন, ‘সাংবাদিকেরা গণতন্ত্রের পথে অন্তরায়। এ কারণে সাংবাদিকদের ওপর বোমা বা ককটেল মারা উচিত।’

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

ঢাকাবাসী বলেছেন: জান বাঁচান ফরজ কথাটি সাম্বাদিকদের বেলায়ও তো প্রযোজ্য, নাকি?

২| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ৮:১২

খোমেনী বলেছেন: সাংবাদিকদের উপর জনসাধারন ক্ষেপা কেন? বিশেষ কিছু সংবাদপত্র টিভি মিডিয়ার নামে বিশোদাগার করে জনগন কারন কি?

৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ৮:২১

আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
‘সাংবাদিকেরা গণতন্ত্রের পথে অন্তরায়। এ কারণে সাংবাদিকদের ওপর বোমা বা ককটেল মারা উচিত।’

ঐ দু'টি বাক্যের প্রথমটি আক্ষরিকভাবে সত্য। দ্বিতীয়টি রূপক। ফরহাদ মাজহার তাই-ই মিন্ করেছেন।

সাংবাদিক সমাজের বিরাট একটি অংশ আসলেই পঁচে গেছে। আওয়ামী দূর্নীতির বস্তা বস্তা টাকা তাদের কিনে নিয়েছে। কেননা সংবাদ ও সাংবাদিকতা এই আওয়ামী টার্মে পুরোপুরি পণ্যে পরিণত হয়েছে।

সাংবাদিকতা কী জিনিষ, তা' মাহমুদুর রহমানই দেখিয়ে গেছে। সাংবাদিক হতে জ্ঞানের চাইতে বেশী দরকার হয় "সাহসিকতা" ও "বিবেক"। বাঘের বাচ্চা মাহমুদুর রহমান।

আমার দেশ পত্রিকা ও তার কর্ণধার মাহমুদুর রহমানকে সাংবাদিকতার আন্তর্জাতিক পুরষ্কার দেয়া উচিৎ বলে মনে করি।

৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৪

কালবৈশাখীর ঝড় বলেছেন:
ফরহাদমাজহার এর আগেও (গতবছর) বোমাবাজদের সাপোর্ট গাইছে।
দেখুন।



এটিও পড়ুন
Click This Link

৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৭

বিশ্বাস করি 1971-এ বলেছেন: বাংলাদেশে পত্রিকা আর টিভিগুলার মালিক কারা?

-> ট্রান্সকম গ্রুপ
->যমুনা গ্রুপ
->বসুন্ধরা গ্রুপ
->বেক্সিমকো গ্রুপ
->স্কয়ার গ্রুপ
->গাজী গ্রুপ
->ইমপ্রেস গ্রুপ
ইত্যাদি ইত্যাদ।

উপরে কোনটা বোকাচোদা পাবলিকের প্রতিনিধিত্ব করে, কনত?

যেখানে লাভের সামান্য গন্ধ আছে তারা পাবলিকের কথা কইব কেন?

ফরহাদ কাগুর এর লাইগা মাথা মনে হয় গরম হয়া গেছিল! তাই মুখ সামাল দিবার পারে নাইক্কা।

আর আবাল [চ্যানেল মালিকরা] আর বাল দুয়ে মিল্লা পোষ্টার ক্যাচাল আরম্ভ করবো এইডা আর নতুন কি?

৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ৯:০৪

স্বাধীকার বলেছেন:
মানববন্ধনের পোস্টার লাগাতে গিয়েও বিরোধী দলীয় নেতাকর্মীরা গ্রেফতার হয়, তা না হলে বাকশালীদের হাতে নাজেহাল হয়। সেখানে ঢাকার অলিগলিতে ফরহাদ মজহার বিরোধী পোস্টার লাগালো কারা-তা জানতে তেমন কষ্ট করতে হয়না। আওয়ামী প্রযোজনায় ৭১টিভির পরিচালনায় ফরহাদ মজহার বিরোধী বাকশালী বুলবুলরা এখন ব্যাপক সরব। নিজেদের বিবেক সরকারের কাছে বন্ধক রাখা সুবিধাবাদী ভাদাশ্যামলদত্ত, মনজুরুল বুলুবুলু আর মোজাবাবুরা সরকারের পিঠ বাচাঁনো আর নিজেদের পাছা বাচাঁনোর চেষ্টায় সত্য বলা সাংবাদিক/লেখকদের গত ৪ বছর যাবত হয়রানী করছে, চরিত্রহনন, মিথ্যাচার করছে। বিরোধীদলকে সন্ত্রাসী জঙ্গি হিসাবে উপস্থাপন করছে, মানুষের মধ্যে বিভেদ ও বিদ্বেষ তৈরী করছে, জাতীয় সংহতি বিনষ্ট করছে এই অপসাংবাদিকরা। দেশের দলবাজ মিডিয়া যখন এভাবে দলীয় এজেন্ডা বাস্তবায়নে নামে, ব্যক্তির বিরোদ্ধে যুদ্ধঘোষণা করে ক্রমাগত মিথ্যাচার করে-তখন সেখানে গণতন্ত্রের কবর রচিত হয়।
এসব দলবাজদের বিরোদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবী করছি, সচেতন নাগরিকদের দায়িত্ব হবে এসব শয়তান বাকশালী মিডিয়াগুলোকে চিরতরে বর্জন করা, ঠিক ভারতীয় চ্যানেল গুলোর মতোই।

৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ৯:২৪

আশরাফ মাহমুদ মুন্না বলেছেন:

৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১০:২৪

আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .


আওয়ামী সন্ত্রাস ও দুঃশাসনের এই টার্মে কয়েকজন বাঘের বাচ্চা যারা স্মরণীয় হয়ে থাকবেন।


৯| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১:০৯

দিশার বলেছেন: জামাত বিরোধী নাস্তিক , ফরহাদ মজহার , এখন বিশাল বড় জামাতি হয়ে গেসে কিসের জন্য জানতে মন চায়। কামিনী কাঞ্চন এর লোভ এই বুরা বয়সে এসেও ছাড়তে পারতেসেনা . অর লুঙ্গির তলে এখন শিবির এর গেলেমান পাওয়া যায় .

০৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:১২

খোমেনী বলেছেন: তথ্য প্রমান সহকারে অভিযোগ করুন, গ্রহনযোগ্যতা বাড়বে। গদবাধা আজাইরা সমালোচনা পাড়ার টোকাইরা খুব ভালো করে, তাদের সাথে পেরে উঠতে পারবেন না।

১০| ০৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:২১

হেডস্যার বলেছেন:
@আশরাফ মাহমুদ মুন্নাঃ বাকিদের কথা জানি না, তবে এদের মধ্যে মাহমুদুর রহমান বাঘের বাচ্চা না, সে হচ্ছে কুত্তার বাচ্চা। B-))

১১| ০৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:১৭

খোমেনী বলেছেন: কাউকে বাঘের বাচ্চা বললেই সে বাঘের বাচ্চা হবে না আর কাউকে কুত্তার বাচ্চা বললেই সে কুত্তার বাচ্চা হয় না। তবে যে কুত্তার বাচ্চা বলে গালি দেয় সে তার গোত্রের পরিচয় দেয় এভাবে।

১২| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৭

দিশার বলেছেন: ফরহাদ মাজহার এর ৫ বছর আগের লেখা পরেন তাইলে বুঝবেন শে কি ছিল আর এখন কি হইসে। কষ্ট করে খুঁজে পরে নেন .

১৩| ০৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৬

হেডস্যার বলেছেন:
@খোমেনী.....তোমার বাপেরে নিয়া কিছু কইলে তোমার পুটু জ্বলবে এইটাই স্বাভাবিক।
নেক্সট টাইম কথা বলতে সাবধান। এর পর ১৪ গুষ্ঠি উদ্ধার করা হবে।

কোন মুনাফেকের (মাহমুদ) বাচ্চাকে ছেড়ে কথা বলা হবে না। B-)) B-)) B-))

০৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১৩

খোমেনী বলেছেন: বাব্বা ওহি নাজিল হলো নাকি হেডস্যারের উপর। কে মুনাফিক কে কাফির বাদবিচার করার ইখতিয়ার আপনাকে কে দিয়েছে। আর মাহমুদুর রহমান আমার বাবা হলে এতদিন প্রেস ক্লাবে সভা সেমিনারে আমাকে দেখতেন।

জাতিগতভাবে আমরা দ্বিধাবিভক্ত। মাহমুদুর রহমান, ফরহাদ মজাহার, আসিফ নজরুল এনারা হলো সময়ের সাহসি সৈনিক আর বাকিরা হলো তেলবাজ আমার চোখে।

১৪| ০৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৪

হেডস্যার বলেছেন:
যত কথাই কন....কাবা শরিফের গিলাফ বদলরে সৌদি মুফতিদের মানব বন্ধন বইলা চালাইয়া দেয়ার কথা ভুলি নাই।

তা কুত্তাটার আপডেট কি? অবস্থা কি এখন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.