![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সংবিধানের গুরুত্বপূর্ণ সংশোধনীর কয়েকটা প্রস্তাব –
১) রাষ্ট্রপতির ক্ষমতাবৃদ্ধি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস করে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং সংসদের মধ্যে ক্ষমতার ভারসাম্য বিধান, সমন্বয় সাধন ও প্রত্যেকের জবাবদিহিতা নিশ্চিত করা, এবং রাষ্ট্রপতিকে কেবলমাত্র অভিশংসন পদ্ধতির (impeachment process) মাধ্যমে তাঁর পদ থেকে অপসারণের ব্যবস্থা করা;
২) প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে রাজনৈতিক দলের প্রধান থেকে বাধ্যতামূলক অব্যাহতির ব্যবস্থা করা;
৩) কোন ব্যক্তি যাতে সর্বোচ্চ দুই মেয়াদের বেশি রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রী পদে আসীন হতে না পারেন সেই ব্যবস্থা করা;
৪) দুইকক্ষ বিশিষ্ট আইন-পরিষদ (Parliament) স্থাপন করা;
৫) রাষ্ট্রের শাসনব্যবস্থার বিকেন্দ্রীকরণ ও গণতন্ত্রায়ণের জন্য প্রত্যেক বিভাগকে প্রদেশে উন্নীত করে প্রাদেশিক পার্লামেন্ট এবং প্রাদেশিক গভর্নরের শাসনব্যবস্থা চালু করা এবং কেন্দ্রীয় সরকারকে ফেডারেল পদ্ধতিতে রূপান্তরিত করা ...
৬) নির্বাচিত স্থানীয় সরকারকে পূর্ণ স্বায়ত্তশাসন ও অর্থনৈতিক স্বনির্ভরতা প্রদান করে জেলা, উপজেলা, সিটি কর্পোরেশনসহ সকল স্তরের স্থানীয় সরকার প্রশাসনে মন্ত্রী, এমপি এবং কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ নিষিদ্ধকরণ;
৭) বিচারবিভাগকে সত্যিকার অর্থে স্বাধীন করার জন্য সুপ্রীমকোর্টের প্রধান বিচারপতির অধীনে স্বায়ত্ত্বশাসিত বিচারবিভাগীয় সচিবালয় স্থাপন করা এবং রাষ্ট্রের সকল জজ, বিচারকদের নিয়োগ, পদোন্নতি, বদলি সংক্রান্ত সকল সিদ্ধান্ত এই সচিবালয়ের হাতে ন্যস্ত করা;
৮) পুলিশবাহিনীকে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করে নির্বাচিত স্থানীয় সরকারের অধীনে নতুন আঙ্গিকে ঢেলে সাজানো।
২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৬
খোমেনী বলেছেন: প্রস্তাবটি একজন প্রফেসর সাহেব করেছেন। আলোচনা সাপেক্ষে পরিবর্তন পরিবর্ধন করা যেতে পারে। অনেকে ভেবে চিন্তে এ সিদ্ধান্তে আসা হয়েছে।
©somewhere in net ltd.
১|
২৫ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৯
মাজহারুল হুসাইন বলেছেন: ৫) এর বিষয়ে আমার মত, জেলা গভর্নরের নেতৃত্বে জেলা সরকার হতে পারে, প্রদেশ নয় ।
৭.২) একটি স্বাধীন তদন্ত করতে একটি বডি তৈরি করতে হবে । আদালত যেন অন্য কোন সংস্থার উপর নির্ভর করতে না হয় । যার নাম হতে পারে central organisation for Investigation, কাজ হবে তদন্ত, পলিটিকাল গ্রেফতার