নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চক্ষু ডাক্তার

খোমেনী

স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই ......।

খোমেনী › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের প্রাপ্য ১৪৪ জিবি ব্যান্ডউইথের মধ্যে ১০০ জিবি ব্যান্ড উইথ ভারতকে ফ্রিতে গিফট

১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৮

বাংলাদেশের প্রাপ্য ১৪৪ জিবি ব্যান্ডউইথের মধ্যে ১০০ জিবি ব্যান্ড উইথ ভারতে রপ্তানি করা হয়েছে।



এখন ভারতের যে কেউ তার বেডরুমে বসেই সামান্য কিছু ইকুইপমেন্টস এর সাহায্যে বাংলাদেশের সাবমেরিন ল্যান্ডিং এর সমস্ত ট্রাফিক এখন নজরদারি করতে পারবেন। ১৬ কোটি মানুষের জন্য যে নামমাত্র ৪৪ জিবি ব্যান্ডুইথ রাখা হয়েছে সেটা পরিপূর্ন ভারতীয় নজরদারিতে থাকবে।



অপরদিকে সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনের কোরিয়ান বিশেষজ্ঞদের মাসের পর মাস বেতন না দেয়ায় তারা বাধ্য হয়ে চাকরি ছেড়ে দিয়েছেন। এখন সেখানে প্রতিটি স্পেশালিস্ট পদে ভারতীয় নাগরিকরা এসেছেন



View this link

মন্তব্য ২৬ টি রেটিং +০/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫০

হাসিব০৭ বলেছেন: ভাল তো ভাল না X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X((

২| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৪

পথহারা নাবিক বলেছেন: ফালতু কথা না বলে সুত্র দেন!!

১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৫

খোমেনী বলেছেন: http://www.digholianews24.com/?p=4664

৩| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১১

খোমেনী বলেছেন: লিঙ্ক দিয়া অই পত্রিকা বন্ধ হোক আমি তা চাই না। বিশ্বাস না হলে কিছু করার নাই।

৪| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৩

একাকী বালক বলেছেন: "গু"জব বানায় চতুর শিয়াল আর "গু"জব ছড়ায় কিছু বলদ। আপনি হইলেন বলদ। আমি তো আমার পড়াশুনা আর কাজের এক্সপিয়েন্স দিয়ে বলতে পারি উল্টা ওই ১০০ জিবিতে আমরা নজরদারি করতে পারুম।

আর রপ্তানি কেন করা হইতেছে এইটার ব্যাখ্যা এই ব্লগের বলদরা যে বুঝব না এইটা অনেক আগেই কয়েকবার দেখছি। আর কইতে চাই না।

১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৮

খোমেনী বলেছেন: মামুর বেটা ছেইতা যাও কেলা- গায়ে কি কুত্তা মুইতা দিসে

৫| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩০

পথহারা নাবিক বলেছেন: ছাগু কেল্লার খবর!!

১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৭

খোমেনী বলেছেন: হ ঠিক কইসেন ছাগু কেল্লার খবর ইনকিলাবেরটাও ছাগু নিউজ আসিল তাই না

৬| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪১

পথহারা নাবিক বলেছেন: আরে ভাই আমি তো বুইঝা গেছি আপনি কি!! ইনকিলাব কি ছিলোরে ভাই!! =p~ =p~ =p~ =p~

১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৫

খোমেনী বলেছেন: সরকারী বার্তায় ফাঁসঃ বাংলাদেশে গণহত্যায় সক্রিয় Indian Army, BSF

৭| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪২

একাকী বালক বলেছেন: লেখক বলেছেন: মামুর বেটা ছেইতা যাও কেলা- গায়ে কি কুত্তা মুইতা দিসে

>>> কুত্তা মুতলে চেতি না। বলদ দেখলে চেতি। :)

১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৩

খোমেনী বলেছেন: তুমি কি বাই হাত্তির হুল- কতায় আছে রতনে রতন ছেনে, আমি বলদ আর আন্নে কি?

৮| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৭

খোমেনী বলেছেন: বলদকে কাউন্তার দিতে আইছে আরেক বলদ বাহ দারুন তো

৯| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৯

পথহারা নাবিক বলেছেন: ভাই ছাগল সম্প্রদায়ের লোক!! দেখোতো এই টা!! Click This Link

১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৮

খোমেনী বলেছেন: বুজলাম ভুয়া টো এত ছেইতা জাবার কারন ঠিক বুঝলাম না। আমুলিগ যেমনে কইরা রিয়াক্সন দেখাইল তাতে দাল মে জরুর কুছ কালা তো হেয়।

১০| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৮

হাসান কালবৈশাখী বলেছেন:
সব আন্দোলন-নাসকতা নস্যাৎ হয়ে যাবার পর শুরু হয়েছে গুজবের মচ্ছব।
'বারত যুযু' আবার ফিরে এসেছে। ভুয়া ফ্যাক্স বার্তা ধরা খাওয়ার পর এখন ব্যান্ডউইত!

ব্যান্ডউইথ পাচার করা ব্যাপারটা পুরাটাই অপপ্রচার।
আসল ঘটনা হলো আমরা উল্টা আরো ভারত থেকে ব্যান্ডউইথ কিনে থাকি। বাংলাদেশে আপস্ট্রীম প্রোভাইডার হলো,
নভোটেল,
ওয়ান এশিয়া,
ভারতী এয়ারটেল,

এই তিনটি বেসরকারি টেরিস্ট্রিয়াল ফাইবার অপটিক (ঢাকা-যশোর-বেনাপোল-কলকাতা) এভাবে ভারতের মাধ্যমে ইন্টার্ন্যাসেনালি কানেক্টেড।

সরকারি সংস্থা বিটিসিএল এর বিএসিসিএল কম্পানী সাবমেরিন কেবলের মাধ্যমে ইন্টার্ন্যাসেনালি কানেক্টেড।
ভারত বেচতেছে, আমরা এখনো বেচা শুরু করি নাই, আমাদের অতিরিক্ত থাকলে বেচা উচিত। কম থাকলে বেচুম না।
ব্যান্ডউইথ কোন লবনের বস্তা না যে গুদামে রাইখা দিলে দাম বারবো!

১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৭

খোমেনী বলেছেন: আসল ঘটনা হলো আমরা উল্টা আরো ভারত থেকে ব্যান্ডউইথ কিনে থাকি। // ঘতনা হাছানি? লিঙ্ক দেন তো দেখি?

১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২১

খোমেনী বলেছেন: ফাক্স বারতা ভুয়া কিন্তু ইনকিলাব বন্ধ কইরা কি প্রমান হইল?

১১| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩০

পথহারা নাবিক বলেছেন: এইটা কি কইলেন!! আমি বাআল করি!! =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৩

খোমেনী বলেছেন: ভাইরে আন্নের মন দেখি চোরের মন পুলিশ পুলিশ। আপনারে কিঠা আবার বাল কইলো। তয় বাল অনুরাগী মনে কইতাচে।

১২| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:১০

হাসান কালবৈশাখী বলেছেন:
ভারত থেকে ব্যান্ডউইথ কিনি, লিঙ্কের দরকার নাই, পত্রিকা উল্টাইলেই পাইবেন।
কদিন আগে (তারিক মনে নাই) অবরদ চাংগা করতে ছাগুরা যশোরে এই লাইন কাইটা দিছিল, যদিও দুই ঘন্টার ভেতরই জোড়া দেয়া হইছিল।

এইডা পড়েন।
Click This Link

১৩| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪২

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: শালা মূর্খ।

১৪| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫২

নিয়ানডার্থাল বলেছেন: গো-মূর্খ !!

১৫| ১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩১

হাসিনুল ইসলাম বলেছেন: Bangladesh Submarine Cable Company Ltd (BSCC) এর ২০১২-১৩ সালের রিপোর্ট অনুযায়ী ৩০ জুন ২০১৩ তারিখে কোম্পানির ব্যান্ডউইথ ক্যাপাসিটি ২০০ গিগা বিট পার সেকেন্ড (জিবিপিএস)।

পৃষ্ঠা সূত্র: http://www.bsccl.com/1-10.pdf

আর্থিক বছর -ব্যান্ডউইথ ক্যাপাসিটি – ব্যান্ডউইথ ব্যবহার – ব্যবহারের শতকরা হার হলো:

২০১২-১৩ – ২০০জিবিপিএস – ৩৯জিবিপিএস – ১৯.৯%
২০১১-১২ – ১৪৬.৯৩জিবিপিএস – ২৬জিবিপিএস – ১৮%
২০১০-১১ – ৪৪.৬জিবিপিএস – ২১.৮৬জিবিপিএস – ৪৯%

বিএসসিসিএল এর কাছ থেকে কিভাবে ব্যান্ডউইথ বিভিন্ন কাজে যায় তার ছবিটি হলো:


Click This Link


বিএসসিসিএল এর ওয়েবপেজে দেয়া তথ্য (http://www.bsccl.com.bd/faqs.htm ) অনুযায়ী বিএসসিসিএল এর ক্লায়েণ্ট হলো:

Basically our clients are those Telcos who use substantial amount of bandwidth. As for example;

BTCL
Bangla Track
Novotel
Mir Telecom
Mango Teleservice
ie, all IGWs, IIGs, ISPs, corporate users like SITA, Embassies, Standard Chartered Bank, American Express Bank etc.

বিএসসিসিএল-এর কাছ থেকে ব্যান্ডউইথ নেয়ার বিষয়ে কয়েকটি খবর:
কলকাতা থেকে প্রকাশিত (আগষ্ট ১৩, ২০১৩) খবর:
KOLKATA: India will for the first time turn to Bangladesh for meeting its global telecom connectivity requirements. It plans to lease nearly 100 gigabytes (GBs) of international bandwidth from two state-owned suppliers in the neighbouring country to route a chunk of India's overseas call and data traffic through a new gateway in Agartala, said a top official in state-run Bharat Sanchar Nigam Ltd (BSNL).

বাংলাদেশের ডেইলি স্টারের খবর (নভেম্বর ১৭, ২০১৩):
India and Myanmar have showed interest to buy internet bandwidth from Bangladesh.
The Indian government wrote to the foreign ministry two weeks ago to import 100 gigabits bandwidth for its northeastern provinces, said Md Monwar Hossain, managing director of Bangladesh Submarine Cable Company Ltd.
A delegation from Myanmar is also set to visit Dhaka this week to discuss purchase of 50 GB bandwidth from Bangladesh, he said.
Officials of both countries have visited Dhaka with the same agenda several times.

কেবল এসব বিষয়ে যাদের টেকনিক্যাল জ্ঞান আছে তারাই ব্যাখ্যা করতে পারেন, কার লাভ কার ক্ষতি, বা প্রকৃত কারিগরি বিষয়টির ব্যাখ্যা কি। ধন্যবাদ।

১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৫

খোমেনী বলেছেন: খাতা কলমে হিসাব করছে যারা তাদের বিশ্বাসযোগ্যতা তলানীতে। আইটি সেক্টরে এ্যাডভাইজার নিয়োগ হয়েছেন একজন ভারতীয় আইটি বিশেষজ্ঞ। দেশে কি বিশেষজ্ঞের অভাব পড়েছিল।

১৬| ১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:০০

হাসিনুল ইসলাম বলেছেন: বর্তমানে বিএসসিসিএল SEA-ME-WE-4 এর মাধ্যমে সাবমেরিন কেবল যোগাযোগে যুক্ত। এখানে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, মূল কেবলটি কোনভাবেই কোনো দেশের ভেতর দিয়ে তাদের অধীনতার মধ্যে থেকে এগোয়নি (ব্যতিক্রম হলো মিশরের দুটি ল্যান্ডিং পার হওয়ার সময়)। ব্যতিক্রমটি দেখার জন্য SEA-ME-WE-4 এর মূল পেজের উপরে থাকা এনিমেশন দেখুন। আমরাও ভারতের সঙ্গে সরাসরি যুক্ত না। আমরা যেমন মূল কেবল থেকে লাইন নিয়েছি কক্সবোজারের ল্যান্ডিং স্টেশনে, ভারতও তেমনি মূল কেবল থেকে লাইন নিয়েছে চেন্নাই ও মুম্বাই স্টেশনে।

নীচের প্রতিটি রাষ্ট্র কোন কোন পয়েন্টের স্টেশনের মাধ্যমে মূল কেবলে যুক্ত হয়েছে দেখুন। সবচে ভাল হয়, কষ্ট করে এই পৃষ্ঠায় গিয়ে দেখুন যে কিভাবে মূল কেবলটি সাগর-মহাসাগর-মিশর ভুমি-সাগর দিয়ে গিয়েছে আর দেশগুলো কিভাবে তার সঙ্গে যুক্ত হয়েছে।

TUAS : Singapore
MELAKA : Malaysia
SATUN : Thailand
COX’S BAZAR : Bangladesh
CHENNAI : India
COLOMBO : Sri Lanka
MUMBAI : India
KARACHI : Pakistan

FUJAIRA : United Arab Emirates
JEDDA : Saudi Arabia
SUEZ, CAIRO, ALEXANDRIA : Egypt (land segment ২টি পয়েন্ট)
PALERMO : Italy
BIZERTE : Tunisia
ANNABA : Algeria
MARSEILLES : France

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.