নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চক্ষু ডাক্তার

খোমেনী

স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই ......।

খোমেনী › বিস্তারিত পোস্টঃ

প্রতিপক্ষ অতপর সবাইকে দমন

২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২২

এই তো খবরে পড়লুম অনলাইন বীধিমালা তৈরি হয়েছে যত পারো চিল্লায় নাও।স্টাটাস ব্লগ নিউজ রিপোর্ট মুক্ত কলামগুলোকে আইনের আওতায় নিয়ে তার বিরুদ্ধে ফৌজদারী অপরাধ দায়ের করা হচ্ছে।



তথ্যপ্রযুক্তি আইনে দৈনিক ইনকিলাব বন্ধ করে দেয়া এবং এর সাংবাদিকদের গ্রেফতার তারই উদাহরন।



আইনজীবী ড. শাহদীন মালিক এমনই একটা আশংকা করেছেন যে, প্রতিপক্ষকে দমনের জন্য সরকার তথ্যপ্রযুক্তি আইন ব্যবহার করলেও পরে সবাইকে দমনেই এটা ব্যবহার করবে।



এদিকে গণমাধ্যমগুলো প্রায় বাধ্য হয়েই দলীয় এজেন্ডা পালন করছে এবং এটা বর্তমান শাসকদের ব্যবহার দেখে ভেবে নেয়া যেতে পারে ঘটনা সত্যি।



তথ্যপ্রযুক্তি আইনে দৈনিক ইনকিলাব বন্ধ করে দেয়া এবং এর সাংবাদিকদের গ্রেফতারের পরিপ্রেক্ষিতে গত শনিবার রাতে বিবিসিকে দেয়া এক সাক্ষাত্কারে আইনজীবী ড. শাহদী মালিক বলেন, এটা নিঃসন্দেহে চরম ব্যবস্থা। যারা সংবাদ প্রকাশ করছেন বা তথ্য ছড়াচ্ছেন তাদের ভুলত্রুটি থাকতে পারে। ধরে নিলাম যে উদ্যোশ্য-প্রণোদিতভাবে তারা সংবাদ প্রকাশ করছে। সেটাকে মোকাবিলা করার জন্য কঠোর ফৌজদারি আইন প্রয়োগ করা হলে, গ্রেফতার করলে, ওইসব প্রতিষ্ঠান বন্ধ করলে সেটা নিঃসন্দেহে বাক স্বাধীনতার ওপর আঘাত।



শাহদীন মালিক বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেউ মিথ্যা সংবাদ ছড়ালে বা যদি উসকানিমূলক সংবাদ ছড়ায়, তখন তা মোকাবিলার জন্য, অন্য ধরনের আইনি কাঠামো দরকার। কঠোর শাস্তির আইনি কাঠামো এবং যেখানে পুলিশকে অগাধ ক্ষমতা দেয়া হয়েছে, তা অপপ্রয়োগ হতে বাধ্য।



এখানে স্পষ্ট যে যখন ফৌজদারি আইনে, বিষয়টাকে বিরাট অপরাধ বানিয়ে কঠোর শাস্তির বিধান রাখা হয় তখন শাসক দলের একটা সাধারণ প্রবণতা হয় ওই ফৌজদারি আইন ব্যবহার করে এবং কঠোর শাস্তি প্রয়োগ করে যারা তাদের সমালোচনা করে, ভিন্নমত উপস্থাপন করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া। এতে সমাজের ক্ষতি হয়, গণতন্ত্রের ক্ষতি হয়, বাক স্বাধীনতা রুদ্ধ হয়।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩০

পরিবেশ বন্ধু বলেছেন: এতাই বরজুয়া নিতি

২| ২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৬

উপপাদ্য বলেছেন: আসিফ মহিউদ্দিন, অমি পিয়ালদের জন্য এই আইন প্রযোজ্য নয়। তা এরা যতই মিথ্যা, কুৎসা কিংবা সরাসরি উস্কানীমূলক স্ট্যাটাস, পোস্ট পয়দা করুক।

কিছু কিছু মানুষের মনবাধিকার থাকা নিষেধ আছে সুলতানা কামাল, খুশি কবির ও তআদের মনিব লেডি হিটলারের সংবিধানে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.