![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হিন্দু ধর্মাবলম্বী রাজু লাল পেশায় একটি বিশ্ববিদ্যালয় হলের নিম্নশ্রেণীর কর্মচারী। অবাক করা বিষয়, তিনি ডা. জাকির নায়েকের কঠিন ফ্যান। অনেকে ভিডিও অডিও সংরক্ষনে আছে তার, এসব দেখে দেখেই তিনি একদিন সিদ্ধান্ত নেন ইসলাম ধর্মে revert হবেন। যখন তিনি ডা. জাকির নায়েকদের লেকচার শুনতেন অনেক জানার আগ্রহ দেখা দেয় তার মাঝে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাড়াও বিভিন্ন জনের কাছে প্রশ্ন করতেন ইসলাম সম্পর্কে। বলতে গেলে ইসলাম জানতে জানতেই তিনি আজ ইসলাম ধর্ম গ্রহন করলেন। তিনি এও বলেছেন তিনি কারও প্ররোচনায় ইসলাম ধর্ম গ্রহন করেন নি।
রাজু লাল থেকে মুসলিম নাম ধারন কারী রাফাত হোসেন ধর্মান্তরিক হওয়ার পর বলেন, ”তিনি স্বেচ্ছায় স্বজ্ঞানে সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি প্রখ্যাত ভারতীয় ইসলাম প্রচারক ডা. জাকির নায়েকের ভক্ত। তার বক্তব্যের অনেকগুলো সিডির সংগ্রহ তার কাছে রয়েছে এবং তিনি নিয়মিত সেগুলো শোনেন। এসব শুনতে শুনতেই তার মধ্যে এ ভাবান্তর হয়েছে বলে তিনি দাবি করেন।”
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলের কর্মচারী রাজু লাল স্ত্রী, দুই সন্তান, ভাই এবং শ্বশুর-শাশুড়িসহ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ধর্মান্তরিত হয়ে তিনি রাফাত হোসেন নাম গ্রহণ করেছেন।
২| ০৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৮
লুৎফুল ইসলাম বলেছেন: সুবহানাল্লাহ।আল্লাহ আপনাকে ,আপনার পরিবারকে হেফাজত করুন । আমিন।
৩| ০৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৬
ঢাকাবাসী বলেছেন: আজাইরা খবর!
০৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:০২
খোমেনী বলেছেন: ঢাকাবাসী কোনটা টাটকা খবর? সানি লিওনের আজকে জন্ম দিন, কাল তার সোহাগরাত এসব?
৪| ০৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫০
মুহাই বলেছেন: link????
০৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:০০
খোমেনী বলেছেন: মুসলমানের মুখের কথা বিশ্বাস করা উচিত। কথায় কথায় লিংক খুজা কি ঠিক। সুত্র- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল এসএম হলের শিক্ষার্থীবৃন্দ।
৫| ০৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:০৩
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আল্লাহ তাকে হেফাজত করুন ।
৬| ০৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:১১
যুগের নকিব বলেছেন:
আল্লাহ আমাদের সত্যকে বুঝার
ও আমল করার তওফিক দান করুক।
৭| ০৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:২৮
মিজানুর রহমান মিলন বলেছেন: যারা ইসলাম থেকে বের হয়ে অন্য ধর্ম গ্রহন করছে বা নাস্তিক হচ্ছে তাদের খবরও একটু দেন শুনি ।
০৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩০
খোমেনী বলেছেন: ভাল মানুষ যখন খারাপ হয়ে যায় তখন তাকে নিয়ে আর কোন আশা থাকে না।
৮| ০৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩৫
মিজানুর রহমান মিলন বলেছেন: তার মানে মুসলমান মানেই ভাল মানুষ আর অন্য ধর্মের মানুষেরা খারাপ ! বাই দ্য ওয়ে, উনি কোন ধর্ম গ্রহন করলেন ওহাবি /সালাফি, শিয়া না সুন্নী ? এরকমতো আরো অনেক ভাগ আছে । তো কোন ভাগে উনি গেলেন ?
০৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪৬
খোমেনী বলেছেন: এত মানে খুজে পান কই? মুসলমান মানেই নেককার। কিন্তু সেই মুসলমানকে হতে হবে উত্তম সত গুনাবলি সম্পন্ন। মাজহাব নিয়ে কুতর্ক না করা ভাল। সে ইসলাম ধর্ম গ্রহন করেছে। আমরা যারা বিভিন্ন তরিকার ইসলাম নিয়ে পশরা বসিয়েছি অবশ্যই তাদের এহেন ঘৃণ্য কৃতকর্মের ফল ভোগ করতে হবে। কিসের শিয়া সুন্নি ওয়াহাবি। রাজু লাল মুসলিম হয়েছে।
৯| ০৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪১
মুদ্দাকির বলেছেন: মাশাআল্লাহ!! আল্লাহুয়াকবার !!
১০| ০৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪৯
খোমেনী বলেছেন: ইসলামের ইতিহাসে কোথাও ইসলামি জ্ঞান এবং অনৈসলামি জ্ঞান বলে কিছু নেই। মানব কল্যানে যেসব জ্ঞান রয়েছে তা সবই ইসলামি, সেটা যেখানেই থাকুক মুমিনদের এটা শেখা জরুরী।
এই কথাটার ভাবার্থ কি?এবং এটির সাথে আপনি মিলন ভাই একমত কিনা।
১১| ০৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫৬
মিজানুর রহমান মিলন বলেছেন: আপনি শিয়া সুন্নী মানেন না তবে এটা তো ওপেন সেক্রেট আর তাহলে এই মারামারি কারা করছে ? পাকিস্থানসহ সারাবিশ্বে রোজ শিয়া হত্যা করা হয় কারণ তারা শিয়া । আপনি না মানলে তো অন্য মুসলমানেরা মানে । বাই দ্য ওয়ে, আপনি কি আয়াতুল্লাহ খোমেনি মানে আমার ফেসবুক বন্ধু ?
০৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:২৩
খোমেনী বলেছেন: এত খোমেনি বাংলাদেশে। এটাই তো ইরান হয়ে যাবে দেখছি। হয়তো আমি সেই।
তারা শিয়া এ কারনে হয়তো তাদের হত্যা করা হচ্ছে না। শিয়ারা অপরাধ বা কোন হত্যা হবার মত কাজ করেছে তাই তাদের সেই অপরাধের সাজা দেয়ার দায় কেউ নিজেই নিয়েছে। এখানে এভাবে শিয়া দেখে মারছে এটা বলা মনে হয় ঠিক না। এই দুনিয়ায় কোটি কোটি শিয়া আছে এত শিয়া মারতে পারবে যারা শিয়া হত্যায় নেমেছে। মুসলিম পরিচয় দিবে আবার মানুষ হত্যা করবে এগুলা আবার কোন মুসলিম। হত্যা যায়েজ হতে পারে ব্যাটল ফিল্ডে।
১২| ০৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০০
মোমেরমানুষ৭১ বলেছেন: ঢাকা বাসী @ কোনটা টাটকা খবর? সানি লিওনের আজকে জন্ম দিন, কাল তার সোহাগরাত এসব?
১৩| ০৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০২
মোমেরমানুষ৭১ বলেছেন: প্লীজ ছবিটা ডিলেট করে দিন
০৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৩৮
খোমেনী বলেছেন: কোন ছবিটা? রাফাত হোসেনের টা?
১৪| ০৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৩০
মাথা ঠান্ডা বলেছেন: আলহামদুলীল্লাহ।
১৫| ০৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:২৬
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: আল্লাহ সবা্ইকে হেদায়েত দান করুন।
১৬| ০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৪৪
কর্পোরেট ভালোবাসা বলেছেন: চুদির ভাই নাস্তিকদের যন্ত্রনায় যখন অস্থির তখন হৃদয় জুড়ানো মতই খবর।
১৭| ০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৫
মিনহাজ শুভ বলেছেন: যেসব বুদ্ধিমানেরা লিংক খুজতাসেন
Click This Link
০৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩১
খোমেনী বলেছেন: ধন্যবাদ মিনহাজ শুভ ভাই
©somewhere in net ltd.
১|
০৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৩
খোমেনী বলেছেন: ইনি হলেন রাফাত হোসেন
