![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কুঁড়েঘরে বসে স্বপ্ন বুনি।।
সবেমাত্রই বিশ্ববিদ্যালয়ের কর্মকাণ্ড শেষ করেছে মৃন্ময়।। অনেক কষ্টে পরীক্ষা নামের সেতুটা পাড়ি দিতে সক্ষম হয়েছে যদিও মেজাজটা বেজায় খারাপ।। অবশ্যই পরীক্ষা খারাপ হওয়া তার কারণ নয়।। অন্যের আদিখ্যেতা করতে না পারার অপরাধে সে অপরাধী।। আর এই অপরাধের সুত্র ধরে কিছু বোধহীন মানুষদের একজনের খুবই সুন্দর মন্তব্য তার মেজাজ খারাপের কারণ।। তারপরও মনে মাঝে মাঝেই একটা ভাললাগার অনুভূতি কাজ করছে।। মনে মনে স্বপ্ন বুনে ফেলেছে।। কয়েকটা দিন মায়ের কোলে খুব ভালই কাটবে হয়ত।। তাই মেজাজ খারাপের রাজ্য থেকে বের হয়ে নিজেকে প্রস্তুত করে নিচ্ছে স্বপ্নের পথে পাড়ি জমাতে।।
সাবধানে যেও!! মৃন্ময়!!
০৭ ই জুন, ২০১৮ বিকাল ৪:৩২
ক্ষনজন্মা বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। হয়ত তারা বন্ধুত্বের সংজ্ঞা জানেনা।
২| ২৪ শে জুন, ২০১৮ বিকাল ৫:৫০
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। হয়ত তারা বন্ধুত্বের সংজ্ঞা জানেনা।
ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
০৭ ই জুন, ২০১৮ বিকাল ৪:১৯
রাজীব নুর বলেছেন: আমার চারপাশের মানুষগুলো এত বুদ্ধিমান ও দূরদর্শী যে সারাজীবনেও আমি পাঁচজন বন্ধু জোগাড় করতে পারিনি!