![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুলিশের স্ত্রী হত্যার তদন্তে অগ্রগতি নেই বলে রিপোর্ট করেছে প্রথম আলো।
কিভাবে থাকবে? নিহতের মোবাইলে একটি এসএমএস পাঠিয়ে তাকে ডেকে নেয়া হয়েছিল। বাংলাদেশে এখন সব সিম বায়োমেট্রিক পাশ, তাহলে কোন সিম থেকে কে এসএমএস পাঠিয়েছিল সেটা কেন পুলিশ বেড় করতে পারছে না (কিংবা তারানা হালিম)? হত্যাকাণ্ডের সবচেয়ে কাছে একটি মন্দিরের সিসিটিভি ফুটেজ দেখে হত্যাকারীদের সনাক্ত করা সম্ভব ছিল, কিন্তু সেই সিসিটিভি ক্যামেরার সব ডাটা কারা যেন ঘটনার মাত্র দুই ঘণ্টার মধ্যে মুছে ফেলেছে। কারা মুছলো, সেটাও পুলিশ বেড় করতে পারছে না। হাহ!
এদিকে 'ভাবি' হত্যার প্রতিশোধ নিতে ৭২ ঘণ্টায় ৯জনকে বিচারবহির্ভূতভাবে হত্যা করেছে খুনি পুলিশ। পুলিশের এক ফেসবুক স্টার দেখলাম ভুল গ্রিপে পিস্তল ধরে তাক করে দেশের মানুষকে হুমকি দিচ্ছে! এইসব পাড়ার ছিঁচকে চোর-মস্তানরা ছাত্রলীগ করার বদৌলতে পুলিশে ঢুকে কেবল পারে নিরস্ত্র মানুষকে খুন করতে। আসল জঙ্গীদের যে চুলটাও ছিঁড়তে পারে নাই, তার প্রমান আজকের প্রথম আলোর আরেকটি শিরোনাম, "পাবনায় সেবাশ্রমের কর্মীকে হত্যা"।
©somewhere in net ltd.