নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুশবুর কথা

খুশবু

i m de man .............

খুশবু › বিস্তারিত পোস্টঃ

আলাউদ্দিন

১১ ই জুলাই, ২০০৬ সকাল ১১:২৮

সবার লাইফে ছোট বড় হাজার রকম সমস্যা থাকে । মনে হয় ছোট বাবুগুলোর কোন সমস্যা নাই । আজকাল সাধ জাগে আলাউদ্দিনের প্রদীপের । এত সমস্যা কেন? একটার সলুয়েশন ভাবতে গেলে আরেকটা হাজির হয় । ভেবে চিন্তে কোন কুল পাই না । আজকে যদি বাবা থাকত সব সমস্যা তার হাতে দিয়ে নিশ চিন্তে থাকা যেত । কিসের কি ? আল্লাহ যারে দেন তারে ভরে দেন ।আর যাদের দেননা তাদের কিছুই দেন না ।কি অবিচার ? যেমন ঃ নাহিদ । বাবা আছে , বিশ্বসত বন্ধু আছে , ভাল রেজালট আছে,টাকা আছে ,সুখ ও আছে ।ও তো সব কিছুই পাইল ।নাহিদের সুখের গল্প গুলো আমায় প্রচন্ড কষ্ট দেয় ।ও তো কিছুই বুঝে না ।কারন এই কষ্ট গুলো ওকে সহ্য করতে হয়নি । আজ স্কুলে গেলাম কিন্তু র্ভতির চানস নাই ।ভাবতাছি ডেটল খাব । কিছুই ভাল লাগে না ।প্লিজ আল্লাহ আমারে একটা প্রদীপ দাও ।যাতে সব সমস্যা দূর হয় ।আমার ইচ্ছা পূরন হয় ।

মন্তব্য ৩৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০০৬ বিকাল ৫:০৭

অতিথি বলেছেন: ডেটল খাইয়েন না । বাজে জিনিস ।

২| ১১ ই জুলাই, ২০০৬ বিকাল ৫:০৭

অতিথি বলেছেন: কেরোসিন দিয়া শুরু করো। মজার জিনিস। তারপরে নিজের চুলে আগুন ধরাইয়া দিলে নিজেই প্রদীপ হইয়া যাইবা।

৩| ১১ ই জুলাই, ২০০৬ বিকাল ৫:০৭

খুশবু বলেছেন: দূর মরার জন্য যেই জিনিস হোক না কেন চলে

চোর আমি সিরিয়াস । এখানে আইসা ফান করবেন না প্লিজ

৪| ১১ ই জুলাই, ২০০৬ বিকাল ৫:০৭

অতিথি বলেছেন: ওকে। তুমি স্কুলে ভর্তি হবা কেনো? এসএসসি তো বললা পাস করেছো? কলেজে দৌরানোর কথা।

৫| ১১ ই জুলাই, ২০০৬ বিকাল ৫:০৭

অতিথি বলেছেন: জানিনা আপনার এ লেখার সাথে আপনার বাস্তবতার কতটাইবা মিল। যদি সত্যিই হয়ে থাকে তাহলে বলব, কষ্টকে কষ্ট বলে মনে করবেন না। ধৈর্য ধরুন, পরিশ্রম করে সামনের দিকে এগিয়ে চলুন। সুদিন একদিন আসতেই হবে।

আপনার লেখাটি আমার মন ছুয়ে গিয়েছে। কেন জানি নিজেকে খুজে পেলাম আপনার লেখায়। খুশবুরে, দু:খ করোনা।

৬| ১১ ই জুলাই, ২০০৬ বিকাল ৫:০৭

অতিথি বলেছেন: খুশবুর বয়স আরেকটু বেশি হলে কিছু উপদেশ দিতাম। এই পিচকা এখন কিছু কইলে বুঝবো না। তার পরেও কই, সবুর করা ভালো। সবুরে আংগুর ফলে।

৭| ১১ ই জুলাই, ২০০৬ সন্ধ্যা ৬:০৭

অতিথি বলেছেন: হাই খুশবো, শেষ পর্যন্ত নামের স্পেলখানা পরিবর্তন করিলা। যাক বাবা, প্রদীপ কিন্তু আমার হাতে। আইসা পড় চেরাগখানা জ্বালাইয়া, তোমার জীবনের সবখানা কষ্ট দূর করিয়া দিবনে।

উল্লেখ্য যে : আমি আলাউদ্দিন আহমেদ

৮| ১১ ই জুলাই, ২০০৬ সন্ধ্যা ৬:০৭

অতিথি বলেছেন: আহমেদভাই সত্যি নাকি। আইতাছি, রেডি থাকেন

৯| ১১ ই জুলাই, ২০০৬ সন্ধ্যা ৬:০৭

অতিথি বলেছেন: হা হা হা! হাসতে হাসতে দম ফাইটা যায়;
তলে তলে এই কিচ্ছা!

১০| ১১ ই জুলাই, ২০০৬ সন্ধ্যা ৬:০৭

অতিথি বলেছেন: ও নো ডোন্ট দিস @ খুশবু

ধের্য ধর । একদিন না একদিন সফল হবেই। আলাউদ্দিনের চেরাখ খুজতে হবে না চেরাখ তোমাকে খুজবে ,দেখে নিও....

১১| ১১ ই জুলাই, ২০০৬ সন্ধ্যা ৬:০৭

অতিথি বলেছেন: ডেটল খাবেন কেন? ধুরু চিন্তা ছাড়েন। আমিও ঐ রকম চিন্তা করতাম। একটার পর আরেকটা চেষ্টা। আসলে এখনো কিছুই শুরু হয় নাই। .........একটা ব্যবস্থা হবেই।
11.07.2006

১২| ১১ ই জুলাই, ২০০৬ সন্ধ্যা ৬:০৭

অতিথি বলেছেন: আমি একবার ঘুমের ওষুধ খেয়েছিলাম। খুব কাজের জিনিস। 2 দিন কোন দিক দিয়া গায়েব হয়েছিলো, খেয়াল নাই। পরে তওবা করেছি:

"আল্লাহ আমারে এবারের মত মাইরো না। বাইচা থাকলে এই কাম আর করুম না।"

১৩| ১১ ই জুলাই, ২০০৬ সন্ধ্যা ৬:০৭

অতিথি বলেছেন: ডেটল খাইলে ট্যাং এর মত স্বাদ লাগব।

আপামনি বুদ্ধিমান আছে।

১৪| ১১ ই জুলাই, ২০০৬ সন্ধ্যা ৭:০৭

অতিথি বলেছেন: আরে ভাই কি উলটা পালটা বুদ্ধি দেন কেন।সেনসেটিভ মাইন্ডের লোক জন কইরাও ফেল তে পারে। ঐটা তো ড্রাগ

১৫| ১১ ই জুলাই, ২০০৬ সন্ধ্যা ৭:০৭

খুশবু বলেছেন: হায়রে সবাই মরতে মানা করল কিন্তু সমাধান দিল না এমনকি চেরাগটাও দিল না ।আফসোস

১৬| ১১ ই জুলাই, ২০০৬ সন্ধ্যা ৭:০৭

অতিথি বলেছেন: সমাধান: আমারে ধম্মবাপ ডাকতে পারো। দুঃখ কষ্টগুলান তারপর পাচার করে দাও।

১৭| ১১ ই জুলাই, ২০০৬ সন্ধ্যা ৭:০৭

খুশবু বলেছেন: আমার মাথা খারাপ হয় নাই চোর মশাই

১৮| ১১ ই জুলাই, ২০০৬ সন্ধ্যা ৭:০৭

অতিথি বলেছেন: তাইলে শ্বশুর ডাকো। ওই স্কুল মাস্টারের পোলার চেয়ে ভালো পোলা দিমু তোমারে আমি।

১৯| ১১ ই জুলাই, ২০০৬ সন্ধ্যা ৭:০৭

খুশবু বলেছেন: দরকার নাই ।দেশে শশুরের অভা ব নাই ।এমনকি তাদের ছেলেরও অভাব ন াই

২০| ১১ ই জুলাই, ২০০৬ রাত ৮:০৭

অতিথি বলেছেন: আসো, তাইলে বন্ধু হই। কান্দে না, খুশবুসোনা। কুটু কুটু কুটু.........

২১| ১১ ই জুলাই, ২০০৬ রাত ৯:০৭

শাওন বলেছেন: কি শুনিলাম মোরে ?? মেয়ে বলে ডেটল খাবে !!! মাথা পুরাটাই গেছে । আর যাই কোরো এটা কোরো না ।

স্যরি দেরিতে মন্তব্যর জন্য । সারাদিন বাইরে ছিলাম । জানি না এর পরের লেখাটা কবে লিখবা । তবে এর পরে আর হয়ত মন্তব্য নাও পেতে পারো । আমি আর কালকের দিনটা আছি ।

সাদা শাড়িতে তুমি নাকি এটা ???

২২| ১১ ই জুলাই, ২০০৬ রাত ৯:০৭

শাওন বলেছেন: ভালো কথা । স্যারের ছেলেটাকে সাইজ করতে পারছো ?? সাইজ করতে পারলে বিয়ে করার আগে অনতত একটা কার্ড দিতে ভুইলো না যেনো ।

২৩| ১২ ই জুলাই, ২০০৬ রাত ১২:০৭

এই আমি মীরা বলেছেন: আমার আশেপাশের সবারই দেখি মাথা খারাপ হয়ে গেলো!
16 বছর বয়সে কেও বিয়ে করে?

২৪| ১২ ই জুলাই, ২০০৬ রাত ১২:০৭

শাওন বলেছেন: পরিস্থিতি , বুঝলি মীরা ??? পরিস্থিতিতে পড়লে সবাইকে সবকিছু করতে হয় ।

২৫| ১২ ই জুলাই, ২০০৬ রাত ১২:০৭

শাওন বলেছেন: কিন্তু এত সকালে ??

২৬| ১২ ই জুলাই, ২০০৬ রাত ১:০৭

এই আমি মীরা বলেছেন: আজকে আপুনির সাথে পাইরেটস ওফ কেরিবিয়ান 2 দেখতে যাচ্ছি।

২৭| ১২ ই জুলাই, ২০০৬ ভোর ৬:০৭

খুশবু বলেছেন: আরে আমি কবে বললাম বিবাহ করব । সবার কি মাথা খারাপ নাকি ? শাওনের সাথে দুষ্টামি করে কথাটা বললাম ।আর .......

গত পোষ্টে কলেজে র্ভিতর জন্য হেডকে পটানোর বুদ্ধি চাইলাম ।শাওন না বুঝে প্রশ্ন করল তাই কথাটা বলালাম ।এটাকে সিরিয়াসলি নেয়াটা বোকামি ।সব বোকার গদ্দ

২৮| ১২ ই জুলাই, ২০০৬ সকাল ৭:০৭

অতিথি বলেছেন: ব্যাথাভরা পোষ্ট, দোআ করি আপনার সমস্যাগুলোর সমাধান হোক এবং নাহিদের চেয়েও বেশী সুখী হোন।

২৯| ১২ ই জুলাই, ২০০৬ সকাল ৮:০৭

এই আমি মীরা বলেছেন: শাওন ভাইয়াকে বলছিলাম তুমি এমনি বলছ, কিন্তু বিশ্বাস করলো না! সব কিছু বেশি সিরিয়াসলি নেওয়ার ফল।

৩০| ১২ ই জুলাই, ২০০৬ সকাল ৮:০৭

শাওন বলেছেন: ঐ পিসকি , আমি কখন বললাম রে ?? আমি বলছে নট শিওর । তুইও দেখি সিরিয়াসলি নিলি !!! কি হবে এসবের !!!

৩১| ১২ ই জুলাই, ২০০৬ সকাল ৮:০৭

এই আমি মীরা বলেছেন: মাথা ঠিক নাই, মাথা ঠিক নাই।

৩২| ১২ ই জুলাই, ২০০৬ সকাল ৮:০৭

শাওন বলেছেন: কি হইছে ?? মাথা গরম হয়ে গেছে ??

৩৩| ১২ ই জুলাই, ২০০৬ সকাল ৮:০৭

এই আমি মীরা বলেছেন: কারোই মাথা ঠিক নাই।

৩৪| ১২ ই জুলাই, ২০০৬ সকাল ৯:০৭

অতিথি বলেছেন: নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস
থুককু, খুশবু পিচচি কয় ছাইড়া নিঃশ্বাস
নাহিদ পাইলো হগগোল সুখ আমার বিশ্বাস

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.