![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাকে এখন আমি কোথায় খুজি?
প্রথমে কদিন খুজলাম লেকের ধারে ,ফুসকা ওয়ালার আশে পাশে । চা খেলাম ,দাড়ালাম ।এমনকি আকাশের চাদ তারা য় তন্ন তন্ন করে খুজলাম তুমি আমাকে শান্ত করতে উকি দিলে না।আর আমিও তোমাকে খুজে পেলাম না ।
রাতের রাস্তাটা দেখলাম ,ছন্ন ছাড়া অথবা দেরী করে ঘরে ফেরা মানুষ ।সবার ফিরে খুজি,আমার চোখ শুধু তোমাকেই খুজলো ,কে জানে যদি দেরী করে ফিরো।বলা হয়নি তুমি যখন দেরী করে আসতে ,আমার অপেক্ষা করতে ভালোই লাগত ,একটা সময় পরে তুমি তো আসতেই ।
আমি তোমাকে খুজে পাচ্ছিনা ।উফফফফ
হেলে পরা বিকালের ছায়ায় খুজতেছি , তুমি যদি এখন শব্দ করে হেসে দাও তাহলেই বের করে ফেলব ,তুমি কোথায়,রোদ টা তোমার মুখের উপর খেলে না নাকি ?সাড়া শব্দ তো দাও
সবুজ রং চাঁদের আলোয় কি বদলায়? এটা বলতে তো উকি দিতে পারো । রাতের আকাশে বিশাল চাদ উঠে , আমি এখন তোমাকে খুজবো না । তোমার রং হারিয়ে তুমি কোথায় হারিয়ে গেলে?
পাগলের মত খুজি , তুমি দেখো ,তবুও ধরা দাও না, শোনো তবুও কথা বলোনা জানো তবুও আসো না ।
আশায় আশায় দিন যাবে
তুমি সেই পথেই খুজে পাবে
পথের শেষে আলোর খোজে আবার দেখা হবে
২| ২২ শে অক্টোবর, ২০১০ বিকাল ৫:৫১
জাহাজী পোলা বলেছেন: লেখক বলেছেন-
আশায় আশায় দিন যাবে
তুমি সেই পথেই খুজে পাবে
পথের শেষে আলোর খোজে আবার দেখা হবে
এইটা কি কবতে না গল্প কিচু বুজলাম না
যাই হোক ফইরা ভালো লাগসে :!>
ফেলাচ
৩| ২২ শে অক্টোবর, ২০১০ বিকাল ৫:৫৫
মাতব্বর০১ বলেছেন: প্রশংসা করতে পড়লাম না।
৪| ২২ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:১৪
বাবুনি সুপ্তি বলেছেন: ভালো লাগল
৫| ২২ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:২৯
ইসমে আজম বলেছেন: ঝরঝরে পোস্ট।
+++++++++++++++++++
৬| ২২ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:৪৩
পাখা বলেছেন: Another Day With-Out You!!!!
+++
৭| ০৮ ই নভেম্বর, ২০১০ রাত ১০:৫২
আবু সালেহ বলেছেন:
বেশ খানিকটা কাব্যিক.......ভালো হয়েছে.....
©somewhere in net ltd.
১|
২২ শে অক্টোবর, ২০১০ বিকাল ৫:৪৭
সাইমুম বলেছেন: বেশ সাবলীল ও ঝরঝরে পোস্ট। +++