নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনেরও ঘর থাকে। মন ও উদ্বাস্তু হয়।হয়ে পড়ে ভ্রাম্য মন। স্থিতধী আর ভ্রাম্য মনের লড়াইয়ে জন্ম নেয়, কিছু স্পষ্ট উচ্চারণ।

স্থিতধী

আমরা সবাই যেন একেকটি খামে মোড়া চিঠি। সবাই পারেনা সে খাম খুলে আমাদের পড়ে নিতে।

স্থিতধী › বিস্তারিত পোস্টঃ

শুভ ৫০ তম জন্মদিন প্রিয় স্বদেশঃ কিছু ছবি, কিছু আশা, কিছু এমনি জিজ্ঞাসা

২৬ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৩০



# দেশের জন্মের বিরুদ্ধে অবস্থান নিয়ে হত্যা যজ্ঞে মেতে ওঠা স্বদেশীদের ক্ষমা করেনি দেশের তারুণ্য । ইতিহাসের শত শত বিকৃতি আর বিভ্রান্তি ঠেকাতে পারেনি রাজাকারের শাস্তি। দুঃশাসন তারুণ্যকে দুর্বল ও বিক্ষিপ্ত করতে পারে, তাই বলে মৃত নয় । তারুণ্য দেশের প্রয়োজনে বারবার ফিরে আসবেই নানা রূপে। শাসক তাঁকে বোবা করতে পারে, বোকা ভাবতে পারে , কিন্তু ধোঁকায় রাখতে পারেনা আজীবন। সেটা সম্ভব নয়।



# জীবিকার তাগিদে পতাকা বিক্রি করা যায়, জীবিকার তাগিদে “ স্বাধীনতা” বিক্রি হয় কি?





# যে পরিচয়ে সম্মান খুঁজে পায়না কোন জাতি
সে জাতির হতাশা কি কোন সংক্রামক ব্যাধি
নাকি এ কেবল কোন ভয়ানক রোগের উপসর্গ ?




ছবি সুত্রঃ
১) আমার চোখে ২০১৩ শাহবাগ আন্দোলনের একটি মুহূর্ত
২) আমার চোখে ঢাকার কাওরান বাজারে একজন পতাকা বিক্রেতা
৩) সাংবাদিক খালেদ মহিউদ্দিন এর বর্তমান কর্মস্থলের ইউটুব পেজ থেকে করা অতি সাম্প্রতিক এক জরীপের ফলাফল।

মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০২১ রাত ৮:০৫

চাঁদগাজী বলেছেন:



তরুণ্য ফিরে ফিরে আসবে, ক্লাশরুমে বসে ফেইসবুকে ছবি লোড করবে।

২৬ শে মার্চ, ২০২১ রাত ৮:১১

স্থিতধী বলেছেন: সেটা একটা ডিস্ট্রাকশন বটে। তাছাড়া যখন শিক্ষকও ক্লাস্র রুমে পাঠ দানে আগ্রহী কম আর অন্য হিজিপিজি ফেসবুকি কর্মকাণ্ডে আগ্রহী বেশী; তখন তাহার ছাত্র ছাত্রীর আর দোষ কি!

২| ২৬ শে মার্চ, ২০২১ রাত ৮:১৪

চাঁদগাজী বলেছেন:


এখন বেশীরভাগ ছেলেমেয়ে ক্লাশেই উপস্হিত থাকে না।

২৬ শে মার্চ, ২০২১ রাত ৮:১৭

স্থিতধী বলেছেন: শিক্ষক নিজেই উপস্থিত থাকতে চায়না। সে চায় তাঁর প্রাইভেট টিউশন হাইজফুল থাকুক। ক্লাসে চলে টাইম পাস চাকরি রক্ষার কাজ।

৩| ২৬ শে মার্চ, ২০২১ রাত ৮:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অথচ উল্টোটাও হতে পারতো! ৫০ এর সুবর্ণ জয়ন্তী বহু বর্ণে বর্ণিল এক উৎসব
ভিন্নমত আর বহুপথইতো সৃষ্টির সৌন্দর্য! সবাইকে নিয়ে

সকলের স্বত:স্ফুর্ততায়....
রাজপথ থাকতো কোলাহলে মূখর
সবার হাতে জাতীয় পতাকা
মূখে বিজয়ের গান...

অথচ
রাজপথ শুনশান! সীমিত চলাচল
যেন মৃত্যুপুরীর উৎসব!!!!
ফেসবুকও ছিল সীমিত আকারে ;)
মিডিয়ায় সেল্ফ সেন্সরের মহোৎসব!
হাটহাজারীতে এ পর্যন্ত ৪ জনের মৃত্যু!

দলান্ধতার পর্দায় মনোকালারড ফেস্টিভ!

এভাবেই জাতির জনক যখন দলীয় হয়ে যায়, সার্বজনীনতা হারায়!

স্বীকার-অস্বীকার, শোধ প্রতিশোধ
ক্ষমতার আপেক্ষিকতার মাত্রায় নির্ণিত হলে
এ যুদ্ধ অন্তহীন!

লুঙ্গি টেনে রাখা এ সংস্কৃতি নিয়ে বেশিদূর যাওয়া সম্ভব নয়!
বৃত্তবদ্ধ লুপে তাই চোখে ঠুলি কলুর বলদের হাজার মাইল পরিভ্রমন!!!

২৬ শে মার্চ, ২০২১ রাত ৮:৪৬

স্থিতধী বলেছেন: যে মাটিতে ধর্ম ও স্বাধীনতার চেতনা উভয়ই বিক্রয়যোগ্য "পদার্থ"
সে মাটিতে জনগণ শুধুই ক্রেতার নাম,সব শাসকের চোখে ওরা অপদার্থ

অবদমন আর কত
বিশ্বাস রাখি কোন স্বতঃ স্ফূর্ত জাগরনে
মুক্তি আর থাকবেনা অনাগত :(

৪| ২৬ শে মার্চ, ২০২১ রাত ৮:৫৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: খালেদ মহিউদ্দীন নিজেই একজন নিরপেক্ষ লোক নয়।

২৬ শে মার্চ, ২০২১ রাত ৯:০৯

স্থিতধী বলেছেন: একদম নিরপেক্ষ তো প্রকৃত প্রস্তাবে কেউ ই নয় । কিছু না কিছু রাজনৈতিক অথবা পৌরনীতিক বোধ বা স্ট্যান্ড থাকলে সেটা হওয়া উচিৎ ও নয়।

আসল কথাটা হচ্ছে এই জরীপের ফলাফলটা নিয়ে । এটা অরগানিক, ৪২০০০ ভোটের রায় । আমার দুঃখ টা হল যে, কোন সরকারের উপর রাগ থাকলে কেউ নিজের রাষ্ট্রীয় পরিচয়ের উপর তা কেন ঝাড়বে! এ ধরনের চিন্তাধারা হতাশাজনক লাগে।

৫| ২৬ শে মার্চ, ২০২১ রাত ১১:৪১

রাজীব নুর বলেছেন: ৫০ বছরে যা হবার কথা ছিলো হয়নি।

২৭ শে মার্চ, ২০২১ সকাল ৭:২৪

স্থিতধী বলেছেন: বানরের তৈলাক্ত বাঁশ বেয়ে ওঠা নামার খেলা চলছে । উপরে ওঠার থেকে নিচে নামার বেগ বেড়ে যাচ্ছে প্রায় ই।

৬| ২৭ শে মার্চ, ২০২১ রাত ১২:৩৫

কল্পদ্রুম বলেছেন: অনুমান করি খালেদ মহিউদ্দীনের জরিপে মতদানকারীদের বড় অংশ বয়সে তরুণ।

২৭ শে মার্চ, ২০২১ সকাল ৭:২৪

স্থিতধী বলেছেন: আপনার অনুমান সঠিক-ই হবে। বাংলাদেশের ইউটিউব ভিঊয়রসদের তিন – চতুর্থাংশের বয়স সাধারণত ১৬-৩৫ এর ব্র্যাকেটে থাকে কম করে। আমাদের দেশের সামগ্রিক জনসংখ্যাতেও ঐ বয়সের % বেশী । এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড প্রচুর কাজে আসতো যখন সঠিক শিক্ষা, প্রশিক্ষণ আর কর্মসংস্থানের আয়োজন থাকতো।

৭| ২৭ শে মার্চ, ২০২১ রাত ১:৪০

সোহানী বলেছেন: খালেদ মহিউদ্দীন এর জরিপ দেখে মেজাজইতো খারাপ হয়ে যাচ্ছে....

২৭ শে মার্চ, ২০২১ সকাল ৭:২৫

স্থিতধী বলেছেন: কিছু আসলে বলার নাই আপু । আমি এটাতে উত্তর দিয়েছি শুধু এটা দেখার জন্য যে কি রেজাল্ট আসে। আমার একটা ধারণা ছিলো যে রাগ করে অনেকেই “না” বলবে। কিন্তু সেটা ৬০% এর বেশী হবেনা কোন ভাবেই এমনটাই আশা ছিলো । এখন আমার ধারণা পরে এই পোলে ৮০% এর উপর “না” উত্তর আসছে খুব সম্ভব । বহু মানুষ ভুল জায়গায় ভুল ভাবে ফ্রাস্ট্রেশন ঝাড়ে ।

৮| ২৭ শে মার্চ, ২০২১ ভোর ৬:২৩

মিরোরডডল বলেছেন:




৫০ বছরের যে প্রাপ্তি হবার কথা ছিলো, সেটা হয়তো হয়নি কিন্তু আশাবাদী সামনে আরও ভালো হবে ।
শুভ জন্মদিন প্রিয় বাংলাদেশ ! ভালোমন্দ নিয়ে অনেকটা পথ চলে এসেছে । সামনে চলার পথটা যেনো মসৃণ হয় ।


২৭ শে মার্চ, ২০২১ সকাল ৭:২৭

স্থিতধী বলেছেন: “ভালোমন্দ নিয়ে অনেকটা পথ চলে এসেছে । সামনে চলার পথটা যেনো মসৃণ হয় ।“

মসৃণ হবার সম্ভাবনা খুব ই কম । তবে খুব শ্লথ গতিতে হলেও তবু সামনের দিকেই এগুতে চাই । আবার তীব্র গতিতে পেছনে যাত্রা করা যেনো দেখতে না হয় আমাদের সবার প্রিয় দেশটাকে।

৯| ২৭ শে মার্চ, ২০২১ সকাল ১০:৫১

মোঃ মাইদুল সরকার বলেছেন: দেশের প্রাপ্তি হোক বিশাল। স্বাধীনতা থাকুক স্বমুজ্জ্বল।

অনলাইনের ফলাফল অনেক সময় বাস্তবতাকে সঠিকভাবে প্রমাণিত করেনা। তাই স্বাধীনতার পক্ষে ভোট কম। বাস্তবে পুরোদেশে জরিপ হলে ফলাফল পক্ষেই যাবে বলা বাহুল্য।

২৮ শে মার্চ, ২০২১ সকাল ৮:৫৬

স্থিতধী বলেছেন: তেমনটা হলেই ভালো । স্যাম্পল হিসেবে ৪২০০০ যদিও খুব অবজ্ঞা করার মতো নয় । আমাদের বাঙালিদের ক্ষণিকের আবেগ অনেক তীব্র হয় আসলে। তাই আপাতত আমিও এটাই ধরে নিয়েছি যে ঠান্ডা মাথায় বেশীরভাগ বাংলাদেশী এভাবে উত্তর দিবে না।

১০| ২৭ শে মার্চ, ২০২১ দুপুর ১:০২

রাজীব নুর বলেছেন: ৫০ বছরে যা যা হয়নি তার জন্য কি আমি কর্তাদের গালি দিতে পারি? আমি মন ভরে গালি দিতে চাই। খুব ইচ্ছা করছে।

২৮ শে মার্চ, ২০২১ সকাল ৮:৫৮

স্থিতধী বলেছেন: দিয়াই দেন কয়টা ওজনদার গালি; কি আছে জীবনে! তারপরও যদি সংকোচ হয় তাহলে আপনার বন্ধু শাহেদ সাহেব কে ডাকায়ে আনেন, ওনাকে কয়েক পেগ গিলান , তারপর ওনার মুখ দিয়ে আপনার মনের গালি সব ছূটায়ে দেন। তবে তাড়াতাড়ি কইরেন, রোজা তো প্রায় চলেই আসলো! ;)

১১| ২৭ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:২২

সিগনেচার নসিব বলেছেন: এমন জরিপ খুবই দুঃখজনক

২৮ শে মার্চ, ২০২১ সকাল ৮:৫৮

স্থিতধী বলেছেন: এমন প্রশ্ন দেখাটাও যেমন একটু অবাক করে ,তার থেকেও বেশী হতাশ হতে হয় জরীপের এমন ফল দেখার পর ।

১২| ২৭ শে মার্চ, ২০২১ রাত ৮:৩২

আখেনাটেন বলেছেন: হতাশাজনক। নতুন প্রজন্ম স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ইত্যাদি জাতির গৌরবজনক বিষয়গুলো নিয়ে কতটা বিভ্রান্তির মধ্যে রয়েছে তারই প্রকৃষ্ট উদাহরণ এই জরিপ। এই অবস্থার জন্য দায়ী কারা সেটার জন্য আরোও একটি সমীক্ষা করা সময়ের দাবী হয়ে পড়েছে?


দেশের অবকাঠামোর নড়বড়ে উন্নয়নের চেয়ে আত্মিক উন্নয়ন অতীব জরুরী। যদিও গদিনশীন গোষ্ঠীরা কখনই তা নিয়ে ভাবতে ইচ্ছুক না। এটা আরোও বড় হতাশার। এর কুফল হয়ত জাতিকে নিদারুনভাবে ভোগ করতে হবে সামনের কোনো দিনে?

২৮ শে মার্চ, ২০২১ সকাল ৯:০২

স্থিতধী বলেছেন: প্রিয় আখেনাটেন ভাই, একদম সোজাসাপ্টা কথাটা হল যে আমাদের শাসক গোষ্ঠীগুলো প্রায় সর্বদাই নিজেদের এজেন্ডা নিয়েই কাজ করে । জনগণের স্বার্থের এজেন্ডা ওনারা রাখেন না । স্বাধীনতার পরও এখনো আমরা একটা সামন্তবাদী/ জমিদারী শাসনের কাঠামোর মধ্যে আছি ; আমরা কেবল ই প্রজা, আমাদের “নাগরিক অধিকার” বলে কিছু আছে সেটা স্বীকার করতে চায়না তারা। ফলাফল, জনগণ এখন ধীরে ধীরে নিজেকে রাস্ট্র থেকে বিচ্ছিন্ন ভাবতে আরম্ভ করেছে।

একবার এক ভারতীয়র সাথে তর্কে গেলে সে আমাকে বলে যে ১৯৭১ এ ভারত নাকি চাইলেই আমাদের কাশ্মীর বানাতে পারতো । আমি তাঁকে বললাম যে ভাই, যদি ইন্দিরা গান্ধী সহ তোমার দেশের সকল উচ্চ নীতি নির্ধারক পর্যায়ের মানুষদের আই কিউ সব যোগ করে তারপর তোমার আই কিঊ এর সাথে সেটা যদি গুণ করা হয় তাহলে রেজাল্ট আসবে শূন্য । আমাদের বাঙালীদের যে রাজনৈতিক কালচার ও মেধা ছিলো সেটা কখনোই কাশ্মীরের ছিলোনা কারন কাশ্মীরের এক সামন্ত রাজা তোমাদের সাহায্য চাইতে গিয়েছেন আর আমরা পাঠিয়েছি ১৯৭০ এর নির্বাচনে জয় লাভ করা গণতান্ত্রিক প্রতিনিধি । আন্তর্জাতিক রাজনীতি ও কূটনৈতিক জ্ঞান আমাদের যথেষ্ট বেশি আর সে কারনেই যখন তোমার ভারতীয় আর্মি আমাদের দেশে ডিসেম্বরে ঢুকে, তার আগেই আমাদের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ভারতের কাছ থেকে স্বাধীন বাংলাদেশের আন্তর্জাতিক স্বীকৃতি আদায় করে ছাড়েন । ফলে আন্তর্জাতিক নানা চাপের কারনেই যদি এমনকি ভারত চাইতওবা বাংলাদেশ কে কাশ্মীর বানিয়ে দিবে, তখন সেটা অনেক দুরূহ কাজ হতো । তোমার ভারতীয় নীতি নির্ধারকরা তোমার মত মোটা বুদ্ধির নয় বলেই ওনারা সে পথে হাটার চেষ্টা করেন নাই ।


এখন বিষয় হল কি, সেই ভারতীয়র সাথে আমি ফাঁপর তো নিলাম কিন্তু বাস্তবতা হচ্ছে এখন বাংলাদেশ যে জাতীয় বিরাজনৈতিকরনের মধ্য দিয়ে যাচ্ছে সেটা আমাদের কে আমাদের সকল নাগরিক ও রাজনৈতিক অধিকার ভুলায়ে ছাড়াবে একদিন। পাকিস্তানিদের সাথে আমরা যত না সামরিক শক্তি দিয়ে জিতেছি তাঁর থেকে অনেক বেশী জিতেছি আমাদের মোরাল স্ট্যান্ড আর রাজনৈতিক - কূটনৈতিক বুদ্ধি দিয়ে । আজকে যদি আমরা আমাদের রাজনৈতিক আত্মপরিচয় আর নৈতিক শক্তি গুলোই হারিয়ে বসি এক সময় এই বিরাজনৈতিকরনের সংস্কৃতি আর পেশী শক্তির আগ্রাসনের কারনে ; তাহলে জানিনা সামনে কি কি অপেক্ষা করতেছে।

১৩| ৩১ শে মার্চ, ২০২১ বিকাল ৪:৩৩

মনিরা সুলতানা বলেছেন: আমি বহুদিন থেকেই আশাবাদী !

আসলে অনেক অব্যবস্থাপনার উপর এদের বিরক্তি !

০১ লা এপ্রিল, ২০২১ রাত ১০:০৭

স্থিতধী বলেছেন: " আশা তাঁর একমাত্র ভেলা" ; স্কুলে ভাব সম্প্রসারণে পড়তে হতো। এখন চাই বা না চাই সেই আশার নৌকাতেই উঠে বসে থাকতে হবে আরকি। আবার না জানি সেই নৌকাডুবি হয়, সেটাও সংশয়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.