নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনেরও ঘর থাকে। মন ও উদ্বাস্তু হয়।হয়ে পড়ে ভ্রাম্য মন। স্থিতধী আর ভ্রাম্য মনের লড়াইয়ে জন্ম নেয়, কিছু স্পষ্ট উচ্চারণ।

স্থিতধী

আমরা সবাই যেন একেকটি খামে মোড়া চিঠি। সবাই পারেনা সে খাম খুলে আমাদের পড়ে নিতে।

স্থিতধী › বিস্তারিত পোস্টঃ

হঠাৎ অমাবস্যা

০৫ ই মে, ২০২১ বিকাল ৪:৪২



দৃষ্টি বিনিময় থেকে দেহ বিনিময়,
তুমি কি এই দুইয়ের মাঝেই প্রেম খোঁজো?

এটা কি তোর প্রশ্ন নাকি হেঁয়ালি?
প্রশ্ন!

তোর প্রশ্নের ভেতর কি উত্তর নেই?
আছে কি?

কেউ বলে অপেক্ষা, কেউ বলে শুভেচ্ছা, আর তুই বলিস ……
আমি কিছু বলিনি, জিজ্ঞেস করেছি শুধু!

শুন তাহলে, আমি কিছু খুঁজিনা
আমি যা বুঝি;

সব কোলাহল থেমে যাবার পর
যে নীরব পূর্ণিমা মন আলোতে ভাসায়,
প্রেম সেটাই।

ছবি

মন্তব্য ৫২ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০২১ বিকাল ৪:৫২

শোভন শামস বলেছেন: সুন্দর কথা মালা

০৫ ই মে, ২০২১ বিকাল ৪:৫৭

স্থিতধী বলেছেন: ধন্যবাদ । প্যাঁচানো কথামালা না হলেই ভালো!

২| ০৫ ই মে, ২০২১ বিকাল ৫:০৮

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: "সব কোলাহল থেমে যাবার পর যে নীরব পূর্ণিমা মন আলোতে ভাসায়, প্রেম সেটাই।" কথাটা ভালো লেগেছে। শারীরিক অস্তিত্বকে অতিক্রম করে মনের দখল নেয়াটাই প্রেম।

০৫ ই মে, ২০২১ বিকাল ৫:২২

স্থিতধী বলেছেন: প্রেম কি তাহলে দখলবাজীর খেলা?

৩| ০৫ ই মে, ২০২১ বিকাল ৫:১৭

শেহজাদী১৯ বলেছেন: বাহ।
প্লেটোনিক প্রেমই আসল।

০৫ ই মে, ২০২১ বিকাল ৫:২৫

স্থিতধী বলেছেন: আপনার নিকের নাম দেখে মন্তব্য করতেই ভয় লাগতেছে! প্রজারা শেহজাদীদের ভয় পায় কিনা! B:-)

প্লেটে খাবার না দিতে পারলে প্লেটোনিক প্রেম কি টিকে থাকতে পারে?

৪| ০৫ ই মে, ২০২১ বিকাল ৫:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রেমের দারুণ সংজ্ঞা দিয়েছেন লাস্ট প্যারাতে। শাহজাদা ভাই বলেছেন - প্লেটোনিক প্রেমই আসল। আমিও একমত।

লেখাটাও ভালো হয়েছে।

০৫ ই মে, ২০২১ বিকাল ৫:২৭

স্থিতধী বলেছেন: কান্ডটা দেখছেন! লিখলাম আমি, আর নাম কামাইতেছে প্লেটো সাহেব। :-<

৫| ০৫ ই মে, ২০২১ বিকাল ৫:৩০

শেহজাদী১৯ বলেছেন: আমার নিক ইদানিং আমারও ভয় লাগে। এই নিক না হলেই ভালো ছিলো। ভয় পাবেন না প্লিজ।

প্লেটে ভাত না পেলে প্লেটোনিক বা স্লেটোনিক কোনোটাই টিকে না। তবুও যতক্ষন টিকে প্লেটোনিকই রিয়েল।

০৫ ই মে, ২০২১ বিকাল ৫:৩১

স্থিতধী বলেছেন: তবুও যতক্ষন টিকে প্লেটোনিকই রিয়েল।

সেটাই। যতক্ষণ টিকে; সবকিছুরই হয়তো একটা মেয়াদ থাকে।

৬| ০৫ ই মে, ২০২১ বিকাল ৫:৩৩

জটিল ভাই বলেছেন: প্রেমের সঙ্গায়ন ভালো লাগলো......... :)

০৫ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:৪১

স্থিতধী বলেছেন: আরেকটু ঝটট্রিল সঙ্গায়ন করা দরকার ছিলো বোধহয়। এটা বেশী সরল হয়ে গেছে। :`>

৭| ০৫ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:১০

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: প্লেটোনিক লাভের কথা সারাজীবন ধরে বলে গেছেন রবীন্দ্রনাথ। প্লেটোনিক লাভের দোহাই দিয়েই অমিত আর লাবন্যের বিচ্ছেদ ঘটিয়ে দিলেন।

"ভালোবাসো,প্রেমে হও বলী
চেয়ো না তাহারে"। [মানসী কাব্য,কবিতার নাম মনে নেই]

প্রেম শুধু দখলবাজী না , চুরিরও খেলা। দখল করতে না পারলে মন চুরি করে লোকে। তবে জোর করে কিছু করা যায় না।

০৫ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:৪৪

স্থিতধী বলেছেন: দখল করতে না পারলে মন চুরি করে লোকে। তবে জোর করে কিছু করা যায় না।

সেটাই। জোর করে কিছু হয়না। শুধু ভাংচুর হয়। কিছু দুশটুরা অবশ্য শুধু ভাংচুর করতেই ভালোবাসে। X((

৮| ০৫ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:৫১

ঢাবিয়ান বলেছেন: বাহ , বেশ ঝরঝরে লেখা । ভাল লেগেছে

০৫ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:৫৬

স্থিতধী বলেছেন: ধন্যবাদ। আপনি আবার সব ক্রেডিট প্লেটো সাহেব কে দিয়ে বসেন নাই সেই কারনে। :P

৯| ০৫ ই মে, ২০২১ রাত ৮:০৬

জটিল ভাই বলেছেন: লেখক বলেছেন: আরেকটু ঝটট্রিল সঙ্গায়ন করা দরকার ছিলো বোধহয়। এটা বেশী সরল হয়ে গেছে।

না, ঠিক আছে। সবাই ঝট্টিলতা নিয়া দৌড়ইলে আমার ভাতে টান পরিবে :D

০৫ ই মে, ২০২১ রাত ৮:১২

স্থিতধী বলেছেন: সেটাও ঠিক। সবার নিজের নিজের প্লেটে খাওয়াটাই ভালো।

১০| ০৫ ই মে, ২০২১ রাত ৯:০০

নেওয়াজ আলি বলেছেন: ছোট লেখা কিন্তু বিশাল ভাবাবেগ

০৫ ই মে, ২০২১ রাত ৯:০৭

স্থিতধী বলেছেন: ধন্যবাদ নেওয়াজ ভাই। ছোট লেখা নাকি পড়ে আরাম আছে। তাই ভাবলাম, একটু আরাম হয়ে যাক।

১১| ০৫ ই মে, ২০২১ রাত ১১:১১

ঢুকিচেপা বলেছেন: পুরো কবিতার সমাপ্তি হয়েছে চমৎকার একটা ভাবনা দিয়ে

“ সব কোলাহল থেমে যাবার পর
যে নীরব পূর্ণিমা মন আলোতে ভাসায়,
প্রেম সেটাই।”

০৫ ই মে, ২০২১ রাত ১১:১৯

স্থিতধী বলেছেন: সব ভালো যার শেষ ভালো। হ্যাপী এন্ডিং স্টাইল সিনেমা। :)

১২| ০৬ ই মে, ২০২১ রাত ১:০৪

রাজীব নুর বলেছেন: সারাক্ষণ প্রেমের মধ্যে থাকা দরকার।

০৬ ই মে, ২০২১ রাত ৮:০০

স্থিতধী বলেছেন: সাধারণত বাবা- মা' রা সারাক্ষণ সন্তানদের ভালোবাসার ছায়ায় রাখতে চান হয়তো এভাবে।

১৩| ০৬ ই মে, ২০২১ রাত ৮:০৪

মিরোরডডল বলেছেন:




প্রেমকে ডিফাইন করা কঠিন । প্রেম আসলে বহুরূপী । কখন কোন রূপে আবির্ভাব হয় বলা মুশকিল ।
যেখানে শরীর মন দুটোই চলে আসে, যদিও প্রথমত এবং প্রধানত মনেরই ভূমিকা বেশী ।
তবে প্রেম জীবনে অপরিহার্য । প্রেমহীন জীবন অর্থহীন ।

শেষ প্যারাটা সব বলে দেয়, চমৎকার !




০৬ ই মে, ২০২১ রাত ৮:১৮

স্থিতধী বলেছেন: চমৎকার মন্তব্য। ধন্যবাদ মিরোরডডল আপু। প্রেমের অনেকগুলো রূপ ধারণ করতে পারে সময়ের প্রয়োজনে; এ কথাটা খুব ই সত্য। :)

১৪| ০৬ ই মে, ২০২১ রাত ৮:১৩

ইসিয়াক বলেছেন: ভালো লাগলো।

০৬ ই মে, ২০২১ রাত ৮:২০

স্থিতধী বলেছেন: ধন্যবাদ ইসিয়াক ভাই। আপনার কারেন্ট গল্পের সব পর্ব শেষ হলে পড়া শুরু করে দিবো।

১৫| ০৬ ই মে, ২০২১ রাত ৮:২২

মিরোরডডল বলেছেন:




নীরব দৃষ্টির মধ্যে দিয়ে না বলা কথা বলা হয়ে যায়, এটাও প্রেম ।
ভালোবাসি শব্দটা মুখে না বলেও দুজন মানুষের মনের মাঝে যে অনুভূতির স্পর্শ ওটাই প্রেম ।

কোলাহল থেমে যাবে পড়তেই এই গানটা মনে পড়েছে ।
কত সুন্দর কথা ও সুর ।





০৬ ই মে, ২০২১ রাত ৮:২৭

স্থিতধী বলেছেন: আপনি অনেক রেয়ার বাজানো গান খুঁজে দিতে পারেন। আমি এই গানটাও আগে শুনিনি কখনো। নাসিম আলি খানের কন্ঠটা অনেকটাই যেন আজম খানের মতো শোনালো। ভালো গানটা।

১৬| ০৬ ই মে, ২০২১ রাত ৮:৪৭

মিরোরডডল বলেছেন:




সোলস ব্যান্ডের সব ভোকালিস্ট পরবর্তী সময় সোলো এ্যালবাম করে জনপ্রিয় তারকা হয়েছে ।
তপন, কুমার বিশ্বজিৎ, আইয়ুব বাচ্চু কিন্তু নাসিম ধরা খেয়ে গেলো ।
তার একটা সোলো এ্যালবামের গান ভালো ছিলো কিন্তু কেনো যেন পরিচিতি পায়নি সেভাবে ।

ইভেন সোলসেও তার কণ্ঠে কিছু ভালো গান আছে । আমার মনে হয় ভোকালটা কারন হতে পারে ।
ইটস নট ব্যাড, বাট নট অ্যাজ গুড অ্যাজ আদারস । ম্যানলি বলিষ্ঠ কণ্ঠ না । এভারেজ ।
তাই এ গানগুলো সুন্দর হওয়া সত্ত্বেও সেভাবে জনপ্রিয় হয়নি ।












০৬ ই মে, ২০২১ রাত ৯:০২

স্থিতধী বলেছেন: এটা ঠিক সোলসের বেশীরভাগ মেম্বাররাই পরে সলো এলবামেও ভালো করেছে। নাসিম আলি খান সহ সোলসের বেশীরভাগ মেম্বারদের সামনে একটা মিউজিক কম্পিটিশানে পারফর্ম করেছিলাম একবার, সেই সুযোগে ওনার সাথে অল্প আলাপ হয়েছিলো তখন। আপনি যেটা বললেন সেটা হতে পারে, আমার যেমন মনে হচ্ছে হয়তো একটু আযম খানের মতো গায়কি বলেই ওনার সলো এ্যালবাম অত চলে নি; অরিজিনাল বাজারে থাকলে রেপ্লিকা সাধারণত ভালো চলেনা।

১৭| ০৬ ই মে, ২০২১ রাত ৯:২৫

মিরোরডডল বলেছেন:



ওয়াও! হোয়াট এ গ্রেইট সারপ্রাইজ !
সো, ইউ আর এ পারফর্মার ?
সুপ্ত এই প্রতিভা আমাদের সাথে কবে শেয়ার করা হবে ?
কি করা হয়, ভোকাল অর ইনস্ট্রুমেন্ট ?



০৭ ই মে, ২০২১ সকাল ১১:৪৩

স্থিতধী বলেছেন: পতিভা আমার অতটা নয় বলে মনে হয়না কখনো শেয়ার করা হবে। :-P

যখন টুকটাক পারফর্ম করতাম তখন ভোকাল আর ইন্সট্রুমেন্ট দুটাই করতাম । অডিয়েন্স মনে হয়না আমার ভোকাল অত "খেতো" যতটা ইন্সট্রুমেন্ট বাজানোটা উপভোগ করতো। সোলস মেম্বারদের সামনে আমার নিজস্ব কম্পোজিশনে বাঁশি বাজিয়েছিলাম।

১৮| ০৭ ই মে, ২০২১ দুপুর ১২:৩০

আমি সাজিদ বলেছেন: এমন প্রেম কি এখন আছে স্থিতধী ভাইয়া? তুমি বাঁশি পাশাপাশি হারমোনিকাও বাজাতে পারো?

০৭ ই মে, ২০২১ বিকাল ৩:২৯

স্থিতধী বলেছেন: এমন প্রেম কি এখন আছে স্থিতধী ভাইয়া?

ওটা পেমিক-পেমিকারা বলতে পারবে। লেখক-কবিরা শুনেছি বানিয়ে বানিয়ে অনেক সাহিত্যিক মিথ্যাচার করতে পারে।/

তুমি বাঁশি পাশাপাশি হারমোনিকাও বাজাতে পারো?

আমি কি বাজাইতে পারিনা সেইটা জিজ্ঞেস করেন! মাঝেমাঝে আমার নিজেকে তানসেনের আপন খালাতো ভাই মনে হয়। :`>
( যদিও তান্সেন তানপুরা ছাড়া কি বাজাতে পারতো সেটা জানিনা)

১৯| ০৭ ই মে, ২০২১ বিকাল ৩:৪৬

আমি সাজিদ বলেছেন: ওয়াও, আমি একসময় একটু একটু হারমোনিকা বাজানো শিখেছিলাম নিজে নিজে। ডায়াটোনিক সি আর টাওয়ার ক্রোমাটিক ছিল আমার। কই চলে গেছে সব! =p~

০৮ ই মে, ২০২১ ভোর ৫:৩৭

স্থিতধী বলেছেন: আপনি অবসর সময়ে ডায়াটনিক বা ক্রোমাটিক যেকোন স্কেলে আপনার হারমোনিকাটা বাজিয়ে যান । মাঝে মাঝে ইস্রাফিলের শিঙ্গা তেও ফু টু দিয়ে দেখতে পারেন । যেহেতু কেউ একজন বলেছেন যে “নিয়ত হচ্ছে সবচাইতে শক্তিশালী অস্ত্র” ; তাই আশা রাখি আপনার ফুঁ তে হঠাৎ কেয়ামত হয়ে যাবেনা, ভালো কিছুই হবে হয়তো।

আসুন সুমেরিয়ান সভ্যতার সময়ের একখান সঙ্গীত শুনিয়া আসি। ইহা আমি যখন পূর্বজন্মে মেসোপোটমিয়া অঞ্চলে ছিলাম, তখন টাইগ্রিস নদীর ধারে বসিয়া গুনগুন করিতাম। :``>>

view this link

২০| ০৯ ই মে, ২০২১ রাত ৩:০৩

মিরোরডডল বলেছেন:




বাঁশি বাজানো অনেক কষ্ট ।
যে বাঁশি বাজাতে জানে, তাও নিজস্ব কম্পোজিশনে সেতো গুনের সম্ভার ।
কেউ শুনবে কেউ শুনবে না, তা হবে না তা হবে না ।
আমরাও শুনতে চাই ।

Peter Pringle এর কিছু গান আমার পছন্দের লিস্টে আছে । অনেক ওল্ড বাট অসাম ।




০৯ ই মে, ২০২১ বিকাল ৪:১৭

স্থিতধী বলেছেন: বাঁশি বাজানো অনেক কষ্ট
আসলে ইহা অনেকটা সাতার বা সাইকেল চালানো শিখিবার মত; একবার শিখিয়া গেলে আর ভুলা হইবেনা। নিতান্ত ভয়ানক হাঁপানি রোগী না হইলে পরে বাজানোটা অত কষ্টের না, বরং বেশ আনদের বলা যায়।

কেউ শুনবে কেউ শুনবে না, তা হবে না তা হবে না ।
এখন আমি নিজেই শুনিনা। আর কে বা কারা শুনবে! একুস্টিক বাঁশীতে ঠোঁটের ছোঁয়া দেইনাই আজকে প্রায় চার বছর হবে।

আমরাও শুনতে চাই ।
আপনার সুগভীর সঙ্গীত পিপাসু মনের প্রতি তীব্র শ্রদ্ধাশীল হইয়া, আমি একখানা ফেরেশ চ্যানেল খুলিয়া ফেলিয়া, একটি পুরাতন হ্রস্ব দৈর্ঘ্যের পিয়ানো বাদন আপ্লুড করিয়া, অবশেষে নিজেই আবেগে আপ্লুত হইয়া গেলাম। *

আমার দেশের মাটির গন্ধ

* কানে কানে আপনাকে বলে দেই। আসলে আমি এটা কোন এক ব্লগে থাকা “ মোজার্টের পিতামহ” নিকের এক বল গারের বিজয় দিবসে শেয়ার করা একটা ইন্সত্রুমেন্টাল ট্র্যাক চুপি চুপি ডাউনলোড করে নিয়ে এখন নিজের নামে চালিয়ে দিচ্ছি।
একসময় “ কথাবার্তার কোন ইস্টিশান নাই” নামে এক ব্লগের জনৈক ব্লগারের সাথে ব্লগিং করেছি। ওনার আবার অন্যের লেখা নিজের নামে চালানোর একটা বদভ্যাস ছিলো। বুঝেনিতো, সঙ্গদোষে লোহা ভাসে!

০৯ ই মে, ২০২১ বিকাল ৪:১৯

স্থিতধী বলেছেন: Peter Pringle এর কিছু গান আমার পছন্দের লিস্টে আছে

ওনাকে আমিও বেশ ভালা পাই। pringles চিপস ও ভালোই লাগে; যদিও রিং চিপস আর বম্বে স্টিক্স চিপসের উপর দুনিয়াতে আর কোন চিপস নাই। !:#P

২১| ০৯ ই মে, ২০২১ রাত ৩:২৭

মিরোরডডল বলেছেন:



@সাজিদ

এমন প্রেম কি এখন আছে স্থিতধী ভাইয়া?

হ্যাঁ আছে । True love still exists.
তবে খুব রেয়ার । প্রেমের যে আবেদন, গভীরতা ওটা এখন হার্ডলি খুঁজে পাওয়া যায় ।
ওপরে যে গানটা শেয়ার করলাম, সত্যিকার প্রেম এখন সেটার মতো দুর্লভ, দুষ্প্রাপ্য ।




০৯ ই মে, ২০২১ বিকাল ৪:২২

স্থিতধী বলেছেন: সম্প্রতি একটি বাচ্চা বালকের মুখের কথা, দেশে ও দেশের বাইরে খুব ভাইরাল হয়েছে। সবাই মিম বানাচ্ছে, দেখেছেন বোদহয়। ছেলেটি বলেছে;
ওমাগো টুরু লাব!

তাঁর এই কথা নিয়ে এমনকি দেখি কোরা তেও আলোচনা হচ্ছে!

অনলাইনে একবার ভালোবাসা বিষয়ক একটা উক্তি দেখিছিলাম। সেটা ছিলো;

Whatever your lifestyle may have been,
Understand one thing;
The moment you are affected by love,
The moment devotion has risen within you ,
That is the path you must follow.

Love is the right decision!

২২| ০৯ ই মে, ২০২১ রাত ৯:১২

মিরোরডডল বলেছেন:




ওয়াও ! অনলি ওয়ান মিনিট টু সেকেন্ডস বাট ইটস বিউটিফুল !!

* কানে কানে আপনাকে বলে দেই। আসলে আমি এটা কোন এক ব্লগে থাকা “ মোজার্টের পিতামহ” নিকের এক বল গারের বিজয় দিবসে শেয়ার করা একটা ইন্সত্রুমেন্টাল ট্র্যাক চুপি চুপি ডাউনলোড করে নিয়ে এখন নিজের নামে চালিয়ে দিচ্ছি। একসময় “ কথাবার্তার কোন ইস্টিশান নাই” নামে এক ব্লগের জনৈক ব্লগারের সাথে ব্লগিং করেছি। ওনার আবার অন্যের লেখা নিজের নামে চালানোর একটা বদভ্যাস ছিলো। বুঝেনিতো, সঙ্গদোষে লোহা ভাসে!

আই’ম সিওর এটা মোটেও নিজের বলে চালানো না, এটা আসলেই স্থিতধীর :)
ম্যানি থ্যাংকস শেয়ার করার জন্য ।

পিয়ানো, বাঁশি, ভায়োলিন, গিটার এইগুলো অন্য ইন্সট্রুমেন্টের সাথে না হয়ে শুধু শুনতেই বেশি ভালো লাগে ।



২৩| ০৯ ই মে, ২০২১ রাত ৯:১৭

মিরোরডডল বলেছেন:


হোয়াট আবাউট মিস্টার টুইস্ট, কতদিন খাইনা :(





১০ ই মে, ২০২১ ভোর ৫:১১

স্থিতধী বলেছেন: এইটা আমারো পছন্দের মধ্যে পরে। তবে ওটা বড্ড প্রিমিয়াম চিপস ছিলো একসময়, একটু গরীবদের জন্য রিং চিপস, পটেটো ক্রাকারস, বম্বে স্টিক্স এসব ই ছিলো ভরসা। শুক্রবারে মাংস দিয়ে খাওয়ার মত, মিস্টার টুইস্ট ছিলো স্পেশাল অকেশনের জন্য । আফজাল সাহেব ওনার বিখ্যাত বিজ্ঞাপন টাতে সেভাবেই এটার ব্র্যান্ডিং করেছিলেন। এখন অবশ্য সব চিপ্সের দাম ই বেড়ে গেছে, মানুষের দাম কমে গেছে।

অঃট; আপনার অবশ্যই মাইলসের একটা গানের কথা মনে আছে। " ফ্রাস্টেশন আমি হতে চাই সেন্সেইশান!" গানটা। গত এক- দুই মাসে ঐ পদের লোকজন দুনিয়াতে বোধ হয় খুব বেড়ে গেলো।

২৪| ০৯ ই মে, ২০২১ রাত ৯:৪০

মিরোরডডল বলেছেন:



নাহ এই মিম দেখা হয়নি , এখন দেখলাম, খুবই ফানি :)

যিনিই লিখেছেন, ভালোবাসার উক্তিটা বেশ !

When it says, "That is the path you must follow".

Then instead right decision, it suits best Love is the right direction!

Go with your heart, go with love.

১০ ই মে, ২০২১ ভোর ৫:১৩

স্থিতধী বলেছেন: :)

২৫| ১৪ ই মে, ২০২১ দুপুর ২:২০

আমি সাজিদ বলেছেন: এই সময়ে সুমেরীয় সভ্যতায় ফিরে যেতে চাই না। বোধহয় সে জন্যই আপনার দেওয়া সঙ্গীতটি মোটেও পছন্দ হয়নি।

ঈদের শুভেচ্ছা

১৪ ই মে, ২০২১ বিকাল ৩:০৮

স্থিতধী বলেছেন: কেউ কেউ বলেন, আমরা নাকি আমাদের ইচ্ছার দাস। আপনার যখন ইচ্ছা হবেনা, তখন অবশ্যই কোথাও ফিরবেন না।

ঈদ মোবারক! :)

২৬| ১৫ ই মে, ২০২১ রাত ১০:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

৩০ শে মে, ২০২১ সকাল ১১:৩৬

স্থিতধী বলেছেন: ধন্যবাদ কবি সেলিম আনোয়ার সাহেব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.