নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গানের ওপারে

দাড়িয়ে আছ তুমি আমার গানের ওপারে..........

গানের ওপারে

কি বলব!!!

গানের ওপারে › বিস্তারিত পোস্টঃ

রবী ভাবনা, গানের ওপারে

৩০ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:০৬

ভাবনাগুলো কখনো কখনো এলোমেলো হয়ে যায় ! এলোমেলো ভাবনায় সকালের শিশিরেরা মিশে এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি করে। কখনও প্রবল বেগে ধেয়ে যায় এই গতি, কখনো শ্লখ হয়ে যায়!! কিন্তু হায় কে কার কথা শোনে? ষোল প্রকার মশলায় তৈয়ারী পানের মত রবীও মনে দোল খায়, খনিকে হারায়, খনিকে ভাসে, দোল খেতে থাকে নক্ষত্র বিথীর পানে।



অপার সৃষ্টি রবির, নিজের আবেগটাকে সঞ্চিত করে না রেখে পুরোটাই বিলীয়ে দেন মহাশূণ্যে। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। সৃষ্টির বিষ্ময়কে ফুটিয়ে তুলেছেন অসীম নান্দনিকতায়। রূপসী বাংলার রূপের সাথে নব রূপের স্বপন দেখান রবি। লিখে গেছেন অবিরাম, সৃষ্টিকে ভালবেসে,



দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ওপারে

আমার সুর গুলি পায় চরন

আমি পাইনে তোমারে।।




আজ আর নয়, রবির সুরের রং ছড়িয়ে পড়ুক সুধায় সুধায়। সবার ভাল থাকুন।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০০

জাকারিয়া মুবিন বলেছেন: ব্লগে স্বাগতম। রবিভাবনায় প্লাস।++

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৯

গানের ওপারে বলেছেন: শুভেচ্ছা,

@জাকারিয়া মুবিন আপনাকে।
ব্লগে আপনার মন্তব্যটিই প্রথম প্রাপ্তি। আবারও অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.