|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 কি করি আজ ভেবে না পাই
কি করি আজ ভেবে না পাই
	ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।
আইয়া পড়ছি,
হাযেরানে আঁতেল আর কাতেল সমাজ,
এই দুই সমাজের লেটেস্ট আবু জেহেল ভার্সনের প্রোগ্রামারগো ফাঁপরে পইরা আমরা সবতে বাসি সেন্ডুইচ হইয়া ভনভন মাছি গো অগুনতি স্তর বিশিষ্ট নিরাপত্তা বেষ্টনিতে দাঁত মূখ খিচ্চা পঁচতে পঁচতে হমানে খিস্তি খেওর করতাছি আইজ কয় দিন/যুগ/বছর ঠিক মনে করবার পারতাছিনা, 
তেনাগো বিপরীতমুখী অবিরাম নূরের জেল্লায় একি অংগে ডাইন হাত-পাও, বাম হাত-পাও এর কম্বিনেশন লইয়া কোন নীতিতে ইমান আনমু বুঝবার না পাইরা সবতে খালি সাইলেন্ট মুভির আদর্শ মাগার মহা খাপ্পা দর্শক সাইজ্জা বইয়া আছি মওকা মওকার.....
আমাগো হেপিরাণীর কৈলজার টুকরা রুবেলের মতন এরপর একদম ভাই্ংগে দেমু......
জিন্দেগির তরে কুজা হইয়া সুজা হইয়া দাঁড়াইবার আশা ছাড়িয়া কেবলি স্মৃতি তুমি বেদনা
শর্টকাটে সংবিধিবদ্ধ সতর্কিকরণ: উভয় জ্ঞানপাপীকূল এদ্দিন যা করছ করছ, এবার ক্ষেমা দেও চিরতরে। দোহাই তগো জ্ঞান চর্চা বাদ দে। যার যার তত্ত্ব লইয়া আমসত্ত্ব খাও গিয়া যার যার মামুর বাড়ী। আমজনতার পীঠ এখন দেয়ালে, খালি ঘুইরা খাড়ানডা বাকি। 
আর ত্যক্ত করিছনা। দুইডার ই ঝুলায় বিলাই ম্যাও ম্যাও করতাছে। খুল্লে কইলাম দুই ঝুলাই চিচিংফাক হইব। ঝোলের দাগ অহনো শুকায় নাই।
শূণ্য থিক্কা মহাশূণ্য.....
মহাজাগতিক ভাবনার এই সংশয় আর বিশ্বাসের দড়ি টানাটানির মাইনকা চিপায় যে একবার পরছে জীবনে তার কাম সারা
অহন দেকতাছি একলা খালি আমি না আরো পোড়াকপালি আছে.......
দিশকুল পাইলে আওয়াজ দিমুনে, কানডাও খাড়া রাখলাম আওয়াজ পাওনের আশায়
যার বুঝ তারগো গোসাই, হুদাই বকবক কইরা পচনের কামডা কি, 
চাইরদিকে সব আঁতেল আর কাতেলেরা গিজগিজ করতাছে, খামখা অমর হইয়া কাম নাই, আদা বেইচ্চা আগে জাহাজটা কিইন্না ল.......বহুত কাম বাকি
নক নক নক
হ্যা আপনাকে বলছি.........
উঠবেন্না? বেলাতো অনেক হলো, আর কতো ???????
 ৬ টি
    	৬ টি    	 +০/-০
    	+০/-০  ১০ ই জুলাই, ২০১৫  ভোর ৫:৪৫
১০ ই জুলাই, ২০১৫  ভোর ৫:৪৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: মজা পাইছেন জাইন্না আনন্দিত হইলাম
এলা বুঝেন অবস্থা, অহনো কারো উঠনের নাম নাই
২|  ০২ রা আগস্ট, ২০১৫  সকাল ৮:৫২
০২ রা আগস্ট, ২০১৫  সকাল ৮:৫২
উড়োজাহাজ বলেছেন: রসিকতার মধ্য দিয়ে সুন্দর কথা ফুটিয়ে তুলেছেন। অনেক সুন্দর।
  ০৫ ই আগস্ট, ২০১৫  সকাল ৮:১১
০৫ ই আগস্ট, ২০১৫  সকাল ৮:১১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরে, এ যে দেখি বন্ধুবর !!!
মহামুর্খের ব্লগে স্বাগতম
অখাদ্য কুখাদ্য পড়েন দেখে উৎসাহিত হলুম 
৩|  ০৬ ই আগস্ট, ২০১৫  বিকাল ৩:২১
০৬ ই আগস্ট, ২০১৫  বিকাল ৩:২১
উড়োজাহাজ বলেছেন: আরে, এসব কি বলেন। সত্যিই রসিকতার মধ্য দিয়ে খুব সত্যটি তুলে ধরেছেন।
  ০৭ ই আগস্ট, ২০১৫  সকাল ৭:৫৬
০৭ ই আগস্ট, ২০১৫  সকাল ৭:৫৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: উড়োজাহাজ যখন আমার আঙ্গিনার উপর দিয়ে উড়ে যায়
আহা কি আনন্দ,বড্ড ভালোলাগা
আমিও আনন্দে ডানার মতন দু'হাত প্রসারিত করে ভোঁ দৌড়........
©somewhere in net ltd.
১| ০৯ ই জুলাই, ২০১৫  রাত ৯:২২
০৯ ই জুলাই, ২০১৫  রাত ৯:২২
জেন রসি বলেছেন: মজা পাইলাম।
সত্য কইছেন! বেলা আসলেই ফুরাইয়া যাইতেছে!