নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।
আরে ওইডা সুমন না?চেহারা ছবির এই অবস্থা কেন?অহনো খায়?
ধুর বেটা,খায় কিরে,অহন তো হালায় ভেন্ডর
কি কছ!!!(পুরো ভিমরি খেয়ে আমার তখন রিক্সা থেকে পড়ার অবস্থা)
কবে থিক্কা?
আর করবডা কি,ধান্দাপানি বন্ধ,মাল খাওনের টেকা পাইব কই?হেগো পুরা গ্রুপটাই অহন এডি কইরা বেড়ায়।
পুরা গ্রুপ মানে লাল… গ্রুপ?
আবার জিগায়?সুমন,টিটু,মুন্না,বাবু সঅঅঅঅব অহন মোবাইল ভেন্ডর,ফোন দিবি হুন্ডায় কইরা মাল ডেলিভারি দিয়া যাইব।
কি কছ এইসব!!!হালাগো ডর ভয় নাই?অহন কি এডি করনের সময়?পুলিশ ধরলে আস্ত রাখব?
ধুর হালা,আছস কই,খবর দেহি কিছুই রাহছনা?সব সিস্টেম করা আছে
লীগের পুলাপান কিছু কয়না?
কইব কিরে,হেরা অইলো মেইন কাস্টমার।বাকিতে মাল খাইতে পারে,তার বদলা শেল্টার দেয়।বহুত লীগের নেতারাতো আবার ইনভেস্টর।বিশাল সিন্ডিকেট,বিরাট কারবার,
শহীদ মিনার,শাহবাগের মোড়,আজিজ সুপার,গাউছল আজম,পলাশির মোড়………বিশাল নেটওয়ার্ক। রীতিমতন কর্পোরেট ভেন্ডিং………হা হা হা
আমার মোটেই হাসি পেলনা বরং বুকের মধ্যে কোথাও চিনচিন ব্যথা করে উঠলো।প্রাণপ্রিয় সংগঠনটির আজ এই অবস্থা!!!নিজের জীবন যৌবন যে দলটার জন্য উৎসর্গ করেছিলাম,পরিবার-পরিজন,প্রিয়তমা,আপন ক্যারিয়ার সবকিছুর ঊর্ধ্বে রেখে আদর্শিক চেতনায় নিজেকে উজার করে দিয়েছিলাম সেই দলটির আজ এই দশা!!!
এই কি সেই শহীদ জিয়ার গড়া দল!!!যার আহবানে সাড়া দিয়ে এক ঝাঁক অমিত সম্ভাবনাময় তরুন মেধাবি ছাত্ররা ঘটিয়েছিল এক রাজনৈতিক বিপ্লব,বাংলাদেশের ছাত্র আন্দোলনে যুক্ত হয়েছিল এক নতুন মাত্রা।যেই সংগঠনটি ছিল আশির দশকের তারুন্যের ক্রেজ।যে সমস্ত তূখোড় মেধাবি ছাত্রনেতাদের দেখে সেই কৈশর থেকে স্বপ্ন দেখেছি ছাত্রদল করবার সেই দলের আজ এই করুন পরিনতি দেখে অশ্রু ধরে রাখতে পারিনি।
৯৬ থেকে ২০০১ যে সমস্ত ত্যাগী ছাত্রনেতারা তাদের শিক্ষা জীবনকে বিসর্জন দিয়ে আন্দোলন সংগ্রাম করেছিল জোট সরকার ক্ষমতায় এসেই সবার প্রথম তাদেরকেই ক্যাম্পাস থেকে নির্বাসন করেছিল।দৃশ্যপটে আনল লাল…… গ্রূপের চরম অথর্ব চ্যাংড়াদের।ক্ষমতার পুরো সময়টায় যারা তারেক জিয়া তারেক জিয়া বলে মুখে ফেনা তুলতো সেই তারাই আবার ১/১১ এর পর সংস্কারপন্থি সেজে সেনাবাহিনীর প্রত্যক্ষ মদদে পার্টি অফিস দখল করে তার চাবি তুলে দেয় মান্নান ভুইয়ার হাতে।ম্যাডাম যেদিন এ্যরেস্ট হন সেদিন তারা মধূর ক্যান্টিনে কেক কেটে উল্লাস করেছিল।আজ তাদেরকেই আবার দেখছি কমিটিতে,আবার তাদেরই আরেক অংশকে দেখছি বিদ্রোহী গ্রুপ সেজে পার্টি অফিস ভাংচুর করতে।
২০০১ থেকে ২০০৬ পর্যন্ত ক্যাম্পাসের পান-বিড়ির দোকানদার থেকে শুরু করে পলাশী বাজার,শাহবাগ হাতিরপুল,নিউমার্কেট,এলিফ্যান্ট রোড,বকশীবাজার,চাংখারপুল,নাজিমুদ্দিন রোডের সমস্ত ব্যাবসায়ী-দোকানদার ছিল তাদের যন্ত্রনায় অস্থির।এমনকি সোহরাওয়ার্দি উদ্যানের ভাসমান নিশিকন্যারাও তাদের বিরূদ্ধে বাকীর অভিযোগ আনত তারাই আজকে আবার ছাত্রদলের নতুন কমিটিতে সদর্প হুঙ্কার দিয়ে বেড়াচ্ছে!!!
চমৎকার…………দেখি আর বিস্মিত হই।আজকাল অবশ্য সবই গা সওয়া হয়ে গেছে।
যখন দেখি ম্যাডামের আহবানে ছাত্রদল আর রাজপথে নামতে সাহস পায়না,
যখন দেখি শিবিরের মিছিলের পেছনে ছাত্রদলের নেতাদের সভয় অবস্থান,
যখন দেখি ছাত্রদলের গর্ধবদের ৭১টিভির টকশোতে গিয়ে নতুন কমিটি নিয়ে ক্ষোভ ঝাড়তে,
তখন আর অবাক হইনা,শুধু লজ্জা লাগে এককালে আমিও এই সংগঠনে ছিলাম।
ম্যাডাম আপনাকে বলছি,প্রিয় নেত্রী,এখনো সময় আছে,আপনি আপনার চারপাশের মীরজাফরদের বলয় থেকে বেড়িয়ে আসুন।ভুলে যাবেন না,আজকের বিএনপি হলো একঝাঁক প্রতিশ্রুতিশীল মেধাবি ছাত্রনেতাদের জীবন-যৌবন,ক্যারিয়ার সেক্রিফাইস করা রাজপথে রক্তঝরানো সংগ্রামের দল।স্বৈরাচার বিরোধী প্রতিটি আন্দোলনে রক্ত দিয়েছে নির্যাতিত হয়েছে এই ছাত্রজনতা,আপনাকে ঘিরে রাখা বুর্জোয়া সুবিধাভোগী বসন্তের কোকিল নেতৃবৃন্দ নয়।মনে রাখবেন,এই ছাত্রদলই হলো আপনার মূলশক্তি।আপনার আজকের এই পরিনতির কারন হলো দূর্বল আযোগ্য ছাত্র নেতৃত্ব।
ছানাঊল হক নিরু,গোলাম ফারুক অভি,ইলিয়াস আলি তাদেরতো এই পরিনতি হওয়ার কথা ছিলনা?
নিরু ভাই এখন ঠিকাদারি করেন,অভি ভাই হত্যা মামলার হুলিয়া মাথায় নিয়ে আজ এরশাদের অনুকম্পা লাভে ব্যস্ত,ইলিয়াস ভাই কোথায় কেউ জানেনা…………আজকের প্রজন্ম তাদেরকে চেনে স্রেফ সন্ত্রাসী হিসেবে।জাতির জন্য,দলের জন্য কি তাদের অবদান কেউ বলেনা।যৌবনের সোনালী অধ্যায়ে মেধা এবং সময়ের চরম অপচয় করে আজ জীবন সংগ্রামে ধুকে ধুকে মরছি আমরা অথচ এমনতো হওয়ার কথা ছিলনা আমাদের।
এখনো বলছি,ম্যাডাম আমরা এখনো শেষ হয়ে যাইনি।শুধু আপনার সদিচ্ছাই যথেষ্ট।একটি ডাক দিয়েই দেখুন।তবে আমাদের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে আপনাকেই।
২৪ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:৩৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: এই দানাবাধা ক্ষোভগুলো কিন্তু ক্রমেই বিস্ফোরণের পথে এগুচ্ছে আর এর পরিনতি কারো জন্যই সুখকর হবেনা।
ভাবতে পারেন,ফরেন এম্বেসীতে চাকুরীর সুযোগ ছেড়ে,বিসিএস না দিয়ে রাজপথে পুলিশের সাথে ইট ছুড়াছুড়ি করেছি।
বাবা-মা'র শেষ সময়ে পাশে থাকতে পারিনি,আর আজ সব হারিয়ে বকলম মালিকদের প্রতিষ্ঠানে কেরানীগিরি করছি।
এতো কিছুর পরও যদি দেখি টোকাই সন্ত্রাসী/চান্দাবাজ/ইয়াবা,ফেন্সিডিলের খুচরা ব্যবসায়ি ফকিন্নির পুলাপানদের কমিটির শীর্ষ পর্যায়ে,তখন আর নিজেদের ধরে রাখতে পারিনা,মাথায় আগুন ধরে যায়।
ছাত্রজীবনে ম্যাডামের সাথে দেখা করার কয়েকদিন আগে থেকে প্রস্তুতি নিতাম কোন পোষাক পরে তার সামনে যাব,কিভাবে কথা বলবো,কি বক্তব্য দেব,আর আজকাল এইসব ছাত্রনেতাদের মুখের ভাষা আর এটিচ্যুড্ দেখলে রাস্তার টোকাইর সাথে তফাৎ খুজে পাইনা।আফসোস
২| ২৪ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
"কী করি আজ ভেবে না পাই" অবস্থা!
লেখকের জন্য শুভেচ্ছা....
২৫ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:১৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঠিক তাই
মন্তব্য এবং শুভেচ্ছার জন্য ধন্যবাদ
পাঠে কৃতজ্ঞতা
৩| ২৫ শে আগস্ট, ২০১৫ রাত ৮:২০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এখনকার ছাত্র নেতারা স্টাডি করেনা , জিয়ার আদর্শ কি ? বিএনপির মেনিফেসটো কি এরা জানেনা ।
কেন তারা বিএনপির সাফোরটার তাও জানেনা ।
অভি ভেগেছে , বাবলু ভাই নিহত ।
নিরু,ইলিয়াস,দুদু,রিপন,আমান,অ্যানি সফল এই সব ছাত্র নেতারা পরবর্তী নেতৃত্ব দানকারী নেতা গড়ে তুলতে পারেননি ।
ছাত্র নেতৃত্ত্যের এই শুন্যতার জন্য এরাও কম দায়ি নয় ।
২৬ শে আগস্ট, ২০১৫ সকাল ৭:০৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: এখনকার ছাত্র নেতারা স্টাডি করেনা , জিয়ার আদর্শ কি ? বিএনপির মেনিফেসটো কি এরা জানেনা ।
কেন তারা বিএনপির সাপোর্টার তাও জানেনা ।
এখনকার অথর্বগুলা স্টাডি করবে কি স্টাডি বানান জানে কিনা সন্দেহ আছে
দুদুভাই রিপনভাইরা ঠিক ছিলেন কিন্তু এর পরবর্তী জেনারেশন আর তা ধরে রাখতে পারেনি।দলের এই চরম দুঃসময়ে আবারো তারা হাল ধরেছেন।অনেক আশা নিয়ে তাকিয়ে আছি হাবিবুন্ নবী সোহেল ভাইয়ের দিকে,কিন্তু তাকে তো দাঁড়াতেই দিচ্ছেনা।গতকালও দেখলাম খিলগাঁও থানার মিথ্যা মামলায় আবারো তার নামে ওয়ারেন্ট বেড়িয়েছে।রিজভী ভাইকে তো শেষই করে দিল।আশংকা করি তারও না জানি পিন্টু ভাইয়ের পরিনতি হয়।
যায় যদি যাক প্রান
হীরকের রাণী বুবুজান
তবে এটা জানি গোপী বাঘা ফিরে আসবেই......আর বিজ্ঞানীতো যন্তরমন্তর ঘরে আছেই
মস্তিষ্ক প্রক্ষালক আবার না জানি বোমেরাং হয়ে যায় রাণী সাহেবার
অল্প সময়ে ইতিহাসের কত মোড় দেখলাম,না জানি আরো কত অপেক্ষা করছে.......
মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয় ব্লগার।
৪| ২৬ শে আগস্ট, ২০১৫ রাত ৩:০৯
প্রতিবাদী আর যুক্তিবাদি বলেছেন: যতদিন কু..... বাচ্চারা নেত্রিকে ঘিরে রাখবে ততদিন কিছুই হইব না। আর তারেক। ওইডা একটা বেয়াদব।
২৬ শে আগস্ট, ২০১৫ সকাল ৭:১২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: রাশিয়ান একটা প্রবাদ আছে,তুমি যদি নিজেকে ভেড়া বানাও পাশে ফিরে দেখবে নেকড়ে এসে হাজির।
বলি নেত্রী কি শিশি খান?এতো কিছুর পরেও যদি শিক্ষা না হয় তবে এই পরিনতিই সই
এককালের ভীষন চুজি বলে খ্যাত নেত্রীর পেছনে ঘুরে আবাল-মদনরা......!!!এটাই মাথায় ঢুকেনা
আর ঐডার সম্পর্কে মন্তব্য করার রুচি চানাচুর নাই,কারণ আমি খাই বার-বি-কিউ......হা হা হা
মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইডি
পাঠে কৃতজ্ঞতা।
৫| ২৭ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:৩৭
চাঁদগাজী বলেছেন:
জিয়া ছাত্রদের টেনেছে; তবে, জিয়া জানতো যে, যারা রাজনীতিতে আসে, তারা ছাত্র থাকে না।
২৮ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:৫৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কথায় গভীরতা আছে।অভিযোগটি যদি সত্যি হয় তবে তা কিন্তু সকল জাতীয় নেতার বেলায়ই সমভাবে প্রযোজ্য।
আসলে দূর্ভাগ্যজনকভাবে এটাই আমাদের দেশের নিয়ম হয়ে গেছে যে ছাত্র রাজনীতিতে আসলে আদুভাই হওয়া ছাড়া গতি নাই।
ভাইরে দুঃখের কথা কারে বুঝামু,৫বছরের কোর্স শেষ করছি ৯বছরে......বের হয়ে দেখি বিসিএস আর চাকরীর বাজারে আমি এক্সপায়ার্ড !!! আর মাইয়ারা ডাকে আন্কেল !!!
ঢিল মারি রাজনীতির টিনের চালে
৬| ২৮ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:১০
শতদ্রু একটি নদী... বলেছেন: অফিসারের শোপিস বউ রাজনিতির কি বুঝে কে জানে। তার ছেলের কুকর্মগুলা সে জানতোনা? বিএনপির এই কাচুমাচু অবস্থার জন্য ম্যাডাম আর তার বড় ছেলে দায়ী। ছাত্রদল তো ছাত্রদলই। আমার নিজের ধারনা ছাত্ররাজনীতিতে একটু রাফ আর ক্ষমতালোভী দাপটলোভী ছেলেপেলেরা যায়। দেশের উন্নতির চেয়ে এদের চিন্তা থাকে নিজেকে হাইলাইট করা। ছাত্রলীগ ছাত্রদল কেউ এর বাইরে না। রাজনিতি করলে নিজ পরিচয়ে বাইরে গিয়ে করুক। ছাত্ররাজনীতি থাকাই উচিত না।
৩১ শে আগস্ট, ২০১৫ সকাল ৭:১৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমার নিজের ধারনা ছাত্ররাজনীতিতে একটু রাফ আর ক্ষমতালোভী দাপটলোভী ছেলেপেলেরা যায়। দেশের উন্নতির চেয়ে এদের চিন্তা থাকে নিজেকে হাইলাইট করা। ছাত্রলীগ ছাত্রদল কেউ এর বাইরে না। রাজনিতি করলে নিজ পরিচয়ে বাইরে গিয়ে করুক। ছাত্ররাজনীতি থাকাই উচিত না।
৯০এর আগে হলে আপনার সাথে তুমুল বিতর্ক হতো,তবে তার পরবর্তীতে আপনার সাথে শতভাগ একমত শতদ্রু দা।
যতই নিজেকে আদর্শবাদী বলিনা কেনো সে সময়ে মনের গহীনে ক্ষমতা আর দাপটের এক দূর্বার হাতছানি ছিল বৈকি।
আজকের বাস্তবতায় এই লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি যতদিন থাকবে ততদিন জাতীয় রাজনীতির কোনো গুনগত পরিবর্তন আসবেনা।ভাবতে পারেন আগামী ১০/১৫ বছর পরে এইসব খুচরা ড্রাগডিলার,টেন্ডারবাজ,চান্দাবাজ,বাকীখোর,ছেচড়া টোকাইগুলা যদি হয় জাতীয় নেতা দেশের কি দশা হবে !!! ভাবতে গেলে শিউরে উঠি।
তবে আশার কথা আজকালকার হাইব্রিড সেলফিটেক পুলাপানরা পুরাই রাজনীতি বিমুখ।এটাই ভরসা।ধারনা করি খুব শিঘ্রই এই মরচে পড়া অচল লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি নামক অ-পদার্থটি ধ্বংস হয়ে যাবে।
মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয় ব্লগার,
পাঠে কৃতজ্ঞতা।
৭| ৩০ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:০৫
শায়মা বলেছেন: ভাইয়ু অনেক চেরেষ্টা করেও তোমাকে চিনতে পারিনা!
৩১ শে আগস্ট, ২০১৫ সকাল ৭:২৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কেনো ভুলে গেছ,রমজানে তোমার দলে জয়েন করেছি?
তোমার চিরশত্রু শতদ্রুদা-কে দিলুম টেকনাফের বদির ফাঁপর?
কেউ কথা রাখেনি,চেনারতো প্রশ্নই আসেনা......তুমিই বা বাদ যাবে কেনো
আফসোস......দেখি কচুগাছ পাই কিনা
আরে না.......বোকা আপুন্টিস,ঝুলবো কেনো?
খাওয়ার জন্যে.....কচু দিয়ে ফ্রাইড রাইস
হুক্কা হুয়াআআআআআআআআআআআ
৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:০১
উড়োজাহাজ বলেছেন: কি বলি আজ ভেবে না পাই
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৩০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: হা হা হা
কিচ্ছু বলতে হবেনা
আপনি পড়েছেন,এতেই আমি বাকবাকুম
কেমন আছেন প্রিয় বন্ধুবর?
ফেবুতে মুঠোফোনের সংখ্যাগুলো পাঠিয়ে দেবেন
ফিসফাস হবে'খন
৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩০
উড়োজাহাজ বলেছেন: আপনাকে ফেসবুকে দেখিই না। মাঝে মাঝে উকি দিয়ে চলে আসেন। আর দেখা নেই।
দিলাম।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:২৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: উকি দিয়ে দেখি উড়োজাহাজ উড়ছে কি না?
উড়তে দেখলেই নিশ্চিন্ত মনে আবার সামুর নেশায় ঘুমিয়ে পড়ি
পেলাম।
করবো
শুনবো আর শুনবো
১০| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:৪৬
চাঁদগাজী বলেছেন:
ছাত্রদল কি ছাত্রলীগে পুরোপুরি চলে যায়নি এখনো?
১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:২৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: অছাত্রদলরা গেছে,
সত্যিকার মন্ত্রপূত ছাত্রদল!!! কভি নেহি
গোটা ছাত্রজীবনেই মোটা মোটা অফার অনেক দেখেছি,শুনেছি এবং পেয়েছি
নেবার হলে রিজভী ভাই,রিপন ভাই,দুদু ভাই প্রমুখদের আজ আর এতো ধকল পোহাতে হতোনা
ইনা মিনা ডিকা,ভিমরুল,হাসান মাহমুদরা নয় আজ সকল পদবী এবং চেয়ার দাপিয়ে বেড়াতো এরাই
বিশ্বাস করুন এমন বারুদ আর বিচ্ছু আছে হাজারো.....কেউবা গুটিয়ে,কেউবা গাল ফুলিয়ে
শুধু একটি ডাকের অপেক্ষায়.....নির্মল নির্জলা বিশ্বস্ত বিশ্বাসযোগ্য ডাক
কান পেতে রই,কিন্তু..............
©somewhere in net ltd.
১| ২৩ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৪৩
প্রামানিক বলেছেন: সবার ভিতরই কিছু না কিছু ক্ষোভ আছে।