নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডানে গেলে জঙ্গীবামে গেলে নাস্তিক;দ্বন্দ্বেতে নেই বাপুআছি হেথা মাঝ ঠিক

কি করি আজ ভেবে না পাই

ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।

কি করি আজ ভেবে না পাই › বিস্তারিত পোস্টঃ

দুই রাণী শূণ্য মাতৃভূমি

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫২




অলস মাথায় ভাবছি বসে
হতো যদি এমন;
প্রিয় স্বদেশ রাণীশূণ্য
হতো তবে কেমন?

ভাবছি ভাবার খোরাক আছে
সব জেনেছি খবরে;
দুই রাণীমা-ই ঈদ করেছেন
আটলান্টিকের দু'পারে।

এক রাণীমা 'বারাক' বাড়ী
রাষ্ট্রসংঘ মিটিং;
আরেক রাণী 'ক্যামেরুন' বাড়ী
শুনছি হবে সেটিং।

দুই রাণীতেই একটি কমন
মিল খুঁজে পাই ভারি;
একে অন্যকে দিচ্ছে গালি
বীর বাঙ্গালী নারী।

দুই রাণী রাজ্য চালান
প্রাসাদ কিবা রাজপথে;
চাহিবা মাত্র মোরা
জান দিব সাথে সাথে।

এ বলে আমার দেশ
সে বলে আমার;
'হীরা','সোনা' দু'জনাই
জনতা 'তামার'।

দুই রাণী দেশটাকে
করে নিল এজমালী;
ফুলে ফেঁপে বেড়ে উঠে
মোরা রোজ পানি ঢালি।

ভালোবেসে রাণী বলি
সযতনে হৃদয়েতে;
সুচতূর রুই তারা
ভাগাভাগি স্রেফ দু'জনেতে।

'তারেক' হামাক মারেক
আর 'সজীব' করেক নির্জীব;
কেউ কারো কেষ্ট ঠাকূর
কেউবা আবার মহাশিব।

কৌশলে দেশটাকে
করে তারা দুইভাগ;
ঘাড়ে চেপে বসে আছে
বিষধর দুই নাগ।

ডানে গেলে জঙ্গি
বামে গেলে নাস্তিক;
দ্বন্দ্ব বাজিয়ে তারা
হাসে বসে খিক্‌ খিক্‌।

বারুদে পুড়ছি মোরা
গোটা জাতি জ্বলছে;
পতাকা উঁচিয়ে তারা
সদম্ভে চলছে।

দেশটা কারো বাবার নয়কো
নয়কো কারো স্বামীর;
আমরা হলুম গোলাম হোসেন
তোমরা শাহী আমির।

আর কতকাল এইভাবে তে
সইব মোরা গোলামী;
অনেক হলো,জাগো এবার
ছুটাও তাদের ভন্ডামী।

বলি কি আমি সবাই মিলে
শাহজালালে চলো;
ভাগো এবার,নো এন্ট্রি
কোরাস কন্ঠে বলো।

সয়েছি অনেক আর মোটে নয়
তোমরা দুটি থামো;
আর এসো না এ বাংলাতে
ক্ষমো মোদের ক্ষমো।

ছবি: ইন্টারনেট
উৎসর্গ: ছড়ারাজ প্রামানিক আর মহারাণী শায়মা

মন্তব্য ৫৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৪

জহিরুলহকবাপি বলেছেন: ভাবনা নিয়ে তর্ক আছে ব্যাপক। ফ্ল্যাট ভাবে দুই জনকে এক করার কোন সুযোগ নাই।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: দুষ্ট ছেলে বাপি তুমি
তোমায় আমি চিনেছি
পালিয়ে কতো বাঁচবে বাপু
তালতলাতে ফাঁদ পেতেছি....... :-B

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৪

গেম চেঞ্জার বলেছেন: কোনদিন যে পাবো নিস্তার
খুঁজে নাইবা পাচ্ছি ।
কিরাম করে খাই মোরা
কিইবা করে খাচ্ছি ।
দেখার কি আর আছে টাইম,
তারা দুজনই যে সেইম সেইম ।
হায়রে কপাল,
আমরা সবাই পাগল ছাগল
তাঁরাই যে ঠিক ঠিক,
দেখোই না সার্চি করে ইন গুগল ।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:৩৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: যাচ্‌লে বাবা এতো দেখি
ছড়ায় দু'বার গ্র‌েজুয়েট
ঘাট হয়েছে দাদা,ক্ষমো মোরে
লাজে মোর মাথা হেট....... B-)

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৮

চাঁদগাজী বলেছেন:


রাজনৈতিক ছড়া, সবকিছুর সাবলীল প্রকাশ।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:৪১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আপনারতো সব ভারী ভারী বিষয় পছন্দের দাদা......
হালকা ছড়ার দারুন উদ্বীপ্ত মন্তব্য
অনুপ্রাণীত হলুম :)
পাঠে কৃতজ্ঞতা।

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৮

সুমন কর বলেছেন: ভালোাই লাগল।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:৪৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভালোর সাথে 'আ'কার এবং 'ই'কার উভয় প্রত্যয় যুক্ত হওয়ায় আমার আরো ভালো লাগলো :)

৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৭

জেন রসি বলেছেন: নিজেদের দোষেই নিজেরা খাই কানমলা
রানীরাও দেখান তাই আমাদের কাঁচকলা!!!

চমৎকার হইছে ভাই। :)

২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:৪৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এ যে দেখি রাজ কবি
স্বয়ং রসি ভায়া
আহ্লাদে বিলীন হলুম
রইল কেবলি ছায়া

বলি চলেন শাহজালালে
সিল করে দেই এয়ারপোর্ট
নো এন্ট্রি এদেশেতে
ঢুকলে সিধা সিভিল কোর্ট

৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪৪

উড়োজাহাজ বলেছেন: ছন্দের তালে কঠিন কথা শুনিয়ে গেলেন। তা হঠাৎ দুজনের উপরেই এত ক্ষিপ্ত হওয়ার কারণ কী বন্ধুবর?

২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ক্ষিপ্ত নয়গো প্রিয় বন্ধু,বলুন ঘৃনা......
কেনো ছোটবেলায় পাঠ্যবইয়ে পড়েন্নি
মহাকবি বলেছেন,
কৌশলে দেশটাকে
করে তারা দুইভাগ;
ঘাড়ে চেপে বসে আছে
বিষধর দুই নাগ।
হা: হা: হা:
আর কতো ছোবল খাব???

৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১৫

শায়মা বলেছেন: এই রাণী আর সেই রাণী হোক
নারী হবেন রাণী
অতি সত্য মনে রেখো
আমার মহান বাণী!

নারীরাই জগৎ সেরা
যদি না হয় বিশ্বাস
গিয়াসভাইয়ার পোস্টে
তুমি পাবে সেই আশ্বাস!!

তালা মারো সিল করো আর
রক্ষা মোটেও নাই
রাণীই হবেন নেক্সটো থেকে
রাজার জায়গা নাই!!!!!!:) :) :)

২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এই রাণী আর সেই রাণী হোক
নারী হবেন রাণী
অতি সত্য মনে রেখো
আমার মহান বাণী!!
হা হা হা
বাণী বলে যেই সেই
কালোত্তির্ণ সেরা
আপুনিটা মহারাণী
আমি হনু তনু ভেড়া।

নারীরাই জগৎ সেরা
যদি না হয় বিশ্বাস
গিয়াসভাইয়ার পোস্টে
তুমি পাবে সেই আশ্বাস!!
...................
গিয়াসভায়ার ব্লগে আমি
রোজ একবার ঢুঁ মারি
ফ্লাট করে রোজ এ কথাটাই
গার্লফ্রেন্ডকে গুল ছাড়ি ;) :P

তালা মারো সিল করো আর
রক্ষা মোটেও নাই
রাণীই হবেন নেক্সটো থেকে
রাজার জায়গা নাই!!!!!!:) :) :)
....................
সে কি আর বলতে হয়গো
রাজার বাস জাদুঘর
আমরা আছি রাণীর রাজ্যে
রক্ত বেচে দিচ্ছি কর।
(বাঁতে জারা গেহরা,সামঝা কর)

৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০৩

গরু গুরু বলেছেন: বাহ বাহ, দারুন লিখেছেন, চালিয়ে যান।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বলেছেন বাহ বাহ
উৎসাহ পেলুম
পাঠে জানাই কৃতজ্ঞতা
কৃতার্থ হলুম।

৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫১

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো কথা বলেছেন গো! দুই রাণীর চিরস্থায়ী প্রস্থান হলেই বোধহয় ভালো হতো । জনগণ নতুন কাউকে দেখতে চায় । ছড়া ভালো লেগেছে ।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: শিল পাটার নুড়ানুড়ি
আমরা মরছি পিষে,
দুই রাণীতে ধান খেয়েছে
খাজনা দেব কিসে???

১০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০১

প্রামানিক বলেছেন: যেমন ছড়া তেমন মন্তব্য। সবই খুঁটিয়ে খুৃঁটিয়ে পড়লাম। ধন্যবাদ

২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: প্রামানিকদা একি বলছেন
লাজে মরি যাহ;
গুরু দিলেন ধন্যবাদ
কি মজা বাহ বাহ :)

১১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৯

চাঁদগাজী বলেছেন:

মানুষ, সমাজ, আমাদের বর্তমান অবস্হান নিয়ে লেখাগুলো আমার প্রিয়।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: দেখ দেখি কান্ডখানা
কাকুরও নাকি প্রিয়;
নিজের পিঠ নিজেই চাপড়ে
জিও বাছা জিও :P :-B !:#P

১২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন:
আহা! কি দারুন ছড়া
ছড়াতো নয়
আমজনতার
মনের কথায় ভরা।

বহুত হয়েছে আর নয়
এবার ক্ষেমা চাই
আমজনতার দিকে চেয়ে
প্লিজ- বলৌ বাই।

সমস্যতো অন্যখানে
রাজা কোথায় পাই
সবতো দেখী আচল তলে
পুরুষ কি কেউ নাই?

দেশপ্রেম আর সততায়
লোভ মোহ কাম রেখে পায়
যে ধরবে দেশের হাল
কন্ঠে বাহে ঐ ছাওয়াল?



২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কন্ঠে বাহে ঐ ছাওয়াল?
চিন্তা কিহে ছানা;
কাউকে না পাই,হাতের পাঁচ
বিদ্রোহী ভৃগু আছেনা? :)

ভবিষ্যতের ক্যাঁচ প্যাঁচালী
আজকে ভায়া থাকুক,
শকুনীদের ভাগাই প্রথম
জানটা আগে বাঁচুক।

১৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৭

শায়মা বলেছেন: এক ছিলো রাজা আর এক ছিলো রাণী
সারাদিন কাটতো টুনটুন টুনি
কত কথা কত গান কত ভালোবাসা
ছিলো কত স্বপ্নের স্নপ্নীল আশা।

গুন গুন দিন কাটে, কাটে মধুরাত
রাজা রাণী ভুলে যায় খেতে রুটিভাত
একদিন ঝড় এলো উথাল পাথাল
প্রাসাদটা ভেঙ্গেচুরে হলো দীন হাল।

আজ রাজা কোথা আছে কোথা আছে রাণী
ডোন্ট আস্ক মি ভাইয়া আই নো জানি!!!!! :P


২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ''আই নো জানি'' বলেই দিলে
সন্দেহটা জাগিয়ে;
সত্যি বলো কোথায় তাদের
নিলে তুমি ভাগিয়ে?

প্রজারাও গুন গুন
কত সুখে বসবাস;
টাকশালে হীরে-সোনা
মৌবনে মধুচাষ।

কথায় আছে অতি সুখ
কোন কালে সয়না
ঝড় এসে ভেঙ্গে দিল
উড়ে গেলো হীরামন ময়না।

রাজা রাণী কোথা হায়
প্রজা খুঁজে ফিরে;
বলছো না কেনো আজো
পুলিশ ডাকবো নাকি রে ;) :P

১৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৬

শায়মা বলেছেন: শয়তান রাজাটারে ধরুক একটা পুলিশ
রাণী ঘুমাক মনের সুখে মাথায় দিয়ে বালিশ।
জেইলে গিয়ে রাজা বেটা জুতা করুক পালিশ
সেন্ট্রিটা রোজ ওর নামে দিক হাজার রকম নালিশ।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:২২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বাহ বাহ,সূর দেখি তার
পাল্টে গেলো পুরো
রাণী খাবেন চর্বি গোশত
আর রাজা নলা সরু!!!

এইতো বল্লে খানিক আগে
স্বপ্ন সুখের প্রেম
সেকেন্ড বাদেই দিলে পাল্টি
শেম আপু শেম!!!

মোদ্দা কথা মেয়েরা হলো
আসল বর্ণবাদী
মন পাবেনা তাদের কভূ
যতই জীবন সাধি!!!

রাণীর জন্য এক জীবনে
কত কুমারের বিসর্জন;
কাজ ফুরালেই রাণীরা বলে
প্যায়চানা নেহি,ভাই তুম কৌন???

১৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০৯

শায়মা বলেছেন: এটা তুমি বলছো যাতা!
ভাইয়া তোমার গেছে মাথা
জানো তুমি এ কারণে
পেলে কত কবি?

বড় বড় ছ্যাক খেয়ে সব
তিনারা এখন কবি
বিশ্বকবি হতে আজও
হালের কবি সব
ছ্যাক খেয়েছেন বলেই তারা
কাব্যে করেন রব...
কত গান যে সৃস্টি হলো
রোদে এবং বৃষ্টিতে
সবই তো এই ছ্যাকের কারণ
এবং অনাসৃষ্টিতে।

গান শোননি রুবি রায়ের?
অনেক দিনের পরে
জানতে চাইলো কোথায় যেন
দেখেছিলেম তোরে?
অথচ সেই দুঃখি বালক
খইয়ে জুতোর তলা
গান গেয়েছেন এবং হলেন
প্রেমিক বিশ্ব ভোলা।
সেই গানটাই খ্যাত হলো
হরণ করলো যুবক মন
সবই এই একই খেলা
নারীর ছ্যাকের কারণ!:)

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কাল দেখেছ চাঁদ কি তুমি
আকাশও ছিল ফকফকা;
''ব্লাড মুন'' ঠিক একেই বলে
রক্তিম আভায় টকটকা।


২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: রবি,কাজী,নাথ,মিত্র
বরেণ্য সব কবি;
প্রেমের আশায় প্রেম সাগরে
খেয়েছিলো খাবি

নারীর ছ্যাকায় কবি হলো
বলছো যেনো কত মজারে;
যে খেয়েছে সে-ই বুঝে
কষ্ট কি তার আহারে।

মজনু,ফরহাদ,রোমিও আরো
ভাঙ্গলো কতো যুবক মন;
তেমনি আরেক বলছি চুপি
নামটি তাহার অভাগা জেসন :) ;) :-B

১৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৮

শায়মা বলেছেন: চাঁদ হবে ঠিক রুপোলি রঙ
রুপোর মত ঝকঝকে
তা নয় তো চাঁদ উঠলো
রক্তরাগে টকটকে!

চাঁদের বুড়ি খুন হলো কি
আমি তো ভয় পেয়েছিলাম
তাই তো চোখে কালো কুচকুচ
মুন গ্লাসটা পরেছিলাম!:)

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বাহ আপুনি বেশ বুনেছো
ছন্দে কথার মালা;
ছড়ায় হাতটি পেকেছে দারুন
হিংসেয় করে জ্বালা।

এক লাইন লিখতে আমার
ঘন্টা লাগে কামলা খাটনি;
তুমি লিখ অবলীলায়
সেকেন্ডে সব ছড়ার গাঁথনি।

আপু তুমি অলরাউন্ডার
সব কিছুতেই আগে;
যতই করি কম্পিটিশান
পাইনা তোমায় বাগে।

কোহিনূর হীরা তুমি
অলটাইম চ্যাম্পিওন;
তুমি হলে মেমসাব
আমি চাপরাশি পিওন :-* :|| |-)


১৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৭

শায়মা বলেছেন: প্রেমিকজনার সর্বশেষে
বললে যাহার নাম
সেটা দেখে হাসতে হাসতে
ছুটলো আমার দম।


তুমি দেখি রোমিও থেকে
টেনে আনবে দাদাজান
জুলিয়েটের এই হালেতে
রাখলে না আর মান সন্মান!!!!!!!!!


হাহাহাহাহাহাহাাহাহাহাহাহাহা

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এই নাহলে আপনা ভগ্নি
জান্টুশ আপুনি;
ভ্রাতার দুঃখে অট্ট হাসি
আপু নাকি শকূনি? (হুহ)

১৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৯

শায়মা বলেছেন: হা হা ভাইয়া আমার
এ অভ্যাসটি এক দিনের নয়
কথায় কথায় ছড়ার বুনন
প্রাকটিসটা করতে হয়।

সেই যে ছিলো প্রতিফলন
কিংবা আমার রফিক ভাই
আরও কত মানুষ এলো
এত কিছুর হিসাব নাই!

সবার সাথে দু এক হাতে
ছড়ার খেলা খেলেছি
খেলতে গিয়েই এমনি ছড়ার
ডানা মিলতে আমি শিখেছি!:)

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: হু হু বাবা বুঝলুম
সব হলো প্রেকটিস;
লেকচার না বাড়িয়ে
দাও কিছু টেকটিস।

নিজে হলে কলাকার
সাথে বড় ছড়াকার;
আমি হতে চাইলেই
হেসে বলো গলা কার???

সব খালি নিজে হবে
একা নেবে সব তালি;
আমি যেই বললুম
ওরে বাবা,,,,ছুটে গালি।

এটাই নিয়ম ধুলোর ধরার
চাবুক হাতে জালিম;
মারবে পিঠে সপাং সপাং
চাইলে একটু তালিম B:-/

১৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৪

শায়মা বলেছেন: :P

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:২৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ওরে হাসি মধূমাখা
মুক্তদানা ঝরছে;
গ্রীণহাউজ এফেক্ট যেনো
অভিমানী বরফ গলছে।

ঐ হাসিতেই গেলুম বাবা
ভালোবাসি আপুকে;
না জানি কত রাজপুত্তুরের
বুক ভেঙ্গেছে তোর শোকে :) :P B-) ;)

২০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৯

এস কাজী বলেছেন: দারুন হয়ছে ছড়াখানা :)

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৩২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ধন্য আমি কাজী মামু
ছড়াখানা পড়েছেন;
খুশীতেও বাগবাগ
দারুন যে কয়েছেন :) :D !:#P

২১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৪

শায়মা বলেছেন: এই তো বেশ ছড়াকারের
মতন ছড়া শিখছো
হরদমাদম গাবুস গুবুস
ছড়ার বড়া লিখছো।

ছড়ার বড়ায় একটু পেঁয়াজ
লবন, মরিচ দিয়ে
ধনেপাতার একটু কুচি
ভেজে দেখো খেয়ে।

খুব মজাদার সেই ছড়াটা
তুমিও যেমন খাবে
তোমার বাড়ির অতিথিরাও
সেই মজাটাই পাবে।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ''হরদমাদম গাবুস গুবুস ''
হাহা হোহো হিহি;
ছন্দে ছড়ায় কাতুকুতু
ছত্রখানাও শাহী।

নাগো আপু ছড়ার রান্না
হবে নাকো এই ঘটে;
দু'চার ছত্র যাও বা লিখি
তাতেই মোর চাঁদি ফাটে।

লিখালিখি নয়কো সবার
বাম হাতের খেল;
তুমি লিখলে লাখো তালি
আমি খাই পাটকেল।

তাইতো বলি বনের ছাগু
বনের ঘাসই খাও;
লেখাজুখা মোর নহে কাম
সুমায় নষ্ট ফাও।

২২| ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১২:২৫

শায়মা বলেছেন: হা হা নিউ জিনিয়াসদের পোস্ট টা লিখতে গিয়ে টায়ার্ড হয়ে গেছি তাই আর আজ ছড়ার খেলা খেললাম না ভাইয়ু!

০৩ রা অক্টোবর, ২০১৫ ভোর ৬:৪৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: টায়ার্ড তুমি বলেছিলে
তাই দিয়েছিনু ছুটি;
এক ছুটিতেই উধাও হলে
দিন পেরুলো দুটি!!! /:)

২৩| ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৮

চাঁদগাজী বলেছেন:


২ জনের পরিবার পরিজন বিদেশেই থাকে; উনাদেরও থেকে যাওয়া দরকার।

০৩ রা অক্টোবর, ২০১৫ ভোর ৬:৫০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সেটাই ছিলো আসল পয়েন্ট
যা চেয়েছি বলতে;
সিল করে দেই শাহজালাল
আর দেবনা ঢুকতে.......

২৪| ০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২০

অমিয়েন্দ্র বলেছেন: এক রাণীমা 'বারাক' বাড়ী
রাষ্ট্রসংঘ মিটিং;
আরেক রাণী 'ক্যামেরুন' বাড়ী
শুনছি হবে সেটিং।


হাহাহাহাহাহা। :D হাসতে হাসতে মরে গেলুম। :P

০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:১০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: হাসলে লাগে তোমায় দাদা
বড্ড বেশী কিউট;
বেফাঁস কথায় হাসতে মানা
হুশশশ,মুখ করে দাও মিউট।

২৫| ২৩ শে অক্টোবর, ২০১৫ ভোর ৬:৪৫

নাবিক সিনবাদ বলেছেন: রাণীমাদের নিয়া ইমুন ছড়া লিখা ভালা কাম'না, ইমুন ছড়া শোনলে হেরা খুব গোস্বা করে। :(

২৪ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:২৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: যদি করো কূৎসা
হবে তারা গোস্‌সা;
চরনেতে ঘি ঢালো
কুটুকুটু,তুমি কত্ত ভালো................

২৬| ২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৫৮

সচেতনহ্যাপী বলেছেন: দেশটা কারো বাবার নয়কো
নয়কো কারো স্বামীর;
আমরা হলুম গোলাম হোসেন
তোমরা শাহী আমির।
অনেক দেরীতে!! আমার প্রিয় শায়ানের সুরটা কানে বেজে উঠলো।। আসলেই আমরা এই বৃত্তে শৃখলিত।।
ভাল লগলো ছড়াকার।।

২৭ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:৫৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: শায়ান আমারো বড্ড প্রিয়
কন্ঠে ঝরে আগুন,
মাতৃভূমি জ্বলছে আজি
কন্ঠ ছেড়ে জাগুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.