নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডানে গেলে জঙ্গীবামে গেলে নাস্তিক;দ্বন্দ্বেতে নেই বাপুআছি হেথা মাঝ ঠিক

কি করি আজ ভেবে না পাই

ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।

কি করি আজ ভেবে না পাই › বিস্তারিত পোস্টঃ

শায়মা আপুর \'\'এক ঝাঁক জিনিয়াস নিউ জেনারেশন অব আওয়ার ব্লগ\'\' পোষ্টের ঝটকা !!!

০২ রা অক্টোবর, ২০১৫ সকাল ৯:১৭

উৎসর্গ: মহারাণী শায়মা



শায়মাপু: এক ঝাঁক জিনিয়াস নিউ জেনারেশন অব আওয়ার ব্লগ

ঝটকা:

বাবারে বাবা আপুনিটার
মাথাও একটা বটে;
কত নামের কত মাহাত্ম
সব পুরেছে ঘটে!!!

সত্যি বলছি বিষম খেলুম
দারুন দিলে চমক;
আমার নিকও জুড়েছো হেথা
সদাই দাও যে ধমক!!!

আনন্দে দিশেহারা
ধিন তানা তাকদুম;
মন হলো ফুরফুরে
বাক বাক বাকুম বাকুম !:#P

এতো খুশী কোথা রাখি
পার্স কিবা ওয়ালেটে;
ওরে তোরা সবে আয়
দেখে যা কি কান্ড নেটে!!!

সামু ব্লগে দেখে যা
শর্মার নামখানা;
মানী লোকই দিতে পারে
এ মানীর দামখানা ;)

তোরা কতো খোঁটা দিতি
আমি নাকি কুঁড়েরাম;
''ধরতি কা বোঝ'' বলে
দিতি কত বদনাম!!!

আজ তোরা দেখ চেয়ে
অধমের মহিমা;
নিজ হাতে সার্টিফিকেট
লিখেছেন মহারাণী শায়মা :-B

আপু তুমি চিরসখা
নবীনের তরে;
রাণী সেজে বসে আছো
হর অন্তরে। :)

উৎসাহ দিলে বড়ো
মাথা গেলো বিগড়ে;
গর্বেতে পা পড়েনা
এ্যাই সর সব পিঁপড়ে...

ধরাকেই সরা ভাবি
এতো ছোট বরুনা!!!
সামু কোনো ব্লগ হলো
বড্ড লাগে করুনা।

পোষ্টাবো আরো বড় ব্লগে
ফ্রেঞ্চ কিবা স্পেনিশে;
ইন্টারভিউ দেবো
হেসে হেসে ইংলিশে।

সিএনএন,বিবিসি,এপি
রয়টার কিবা জাজিরাতে;
টাই বেঁধে চললুম
লিখা সব পোষ্ট হাতে।

হায় রাম বিধি বাম
কি দেখিরে এই রে;
ঘেউ ঘেউ ধাওয়া করে
রাজ্যের কুকুরে।

ঘামে নেয়ে ঝুলি ঝালে
কি করে যে বাঁচলুম;
ঘাট হলো ক্ষমা চাই
এই কান ধরলুম।

সবশেষে বুঝেছি
আমি কতো তুচ্ছ;
প্রশংসা মোটে নয়
স্রেফ উৎসাহ দিচ্ছ।

তাই বুঝি কম কি
দু'হাত ভরে নিলুম;
আমি ভালো ব্লগার হবো
তোমায় কথা দিলুম।

নাম নিয়েছো যেমন যেমন
রত্ন তারা সবাই;
একটি নামেই খটকা শুধু
''কি করি আজ ভেবে না পাই''।

ছবি: ইন্টারনেট

মন্তব্য ৮২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৮২) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৫ সকাল ৯:৫৩

সাহসী সন্তান বলেছেন: ভাই কবিতা খুব সুন্দর হয়েছে! আসলেই সামু ব্লগে শায়মা আপুর মত একজন মানুষ হয় না। আমার মনে হয় উনার জন্যই আজও সামু অনেক সরগরম। কিন্তু এমন কিছু কুৎসিত মানুষ আছে যারা সব সময় আপুনির পিছনে লেগে আছে। আপুনির এই ক্রেডিট তাদের সহ্য হয় না। তাই তারা চাচ্ছে যে আপুনি যেন এই ব্লগ ছেড়ে চলে যান! সত্যিই যদি আপুনি এই ব্লগ ছেড়ে চলে যান তাহলে আমি নিশ্চিত সামুর সেই সৌন্দর্য্যটা অনেকখানি হ্রাস পাবে!

ভাই কবিতায় ভাল লাগা রেখে গেলাম। ভাল থাকবেন সব সময়!

০২ রা অক্টোবর, ২০১৫ রাত ৯:৩১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সাহসী ভায়া ঠিক বলেছো
সবচে' পিউর কমেন্ট;
সামু পুরো ম্রিয়মান
যদি শায়মাপু এবসেন্ট।

২| ০২ রা অক্টোবর, ২০১৫ সকাল ১০:০৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর । ভাল ব্লগার হোন ।+

০২ রা অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সেলিম ভায়া বড্ড ভালো
সর্বদা পাই প্রেরনা;
ভালো ব্লগারতো হতেই চাই
মাগার মাথাটাই যে খেলেনা B:-)

৩| ০২ রা অক্টোবর, ২০১৫ সকাল ১০:১৪

অর্বাচীন পথিক বলেছেন: শায়মা আপুর ''এক ঝাঁক জিনিয়াস নিউ জেনারেশন অব আওয়ার ব্লগ'' পোষ্টের
ধামাকা তো চরম হল :P । তবে যায় বলি ঝাটকা টা খুব ভাল হয়েছে।

০২ রা অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ধামাকাতে মজে আছি
ডুবো রসগোল্লা;
মনটাও ফুরফুরে
খুল্লাম খুল্লা !:#P

৪| ০২ রা অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫৪

অগ্নি সারথি বলেছেন: ঝটকা ভাল হইসে কিন্তু কিস্যু মিস কইর‍্যা গেলাম নাকি?

০২ রা অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মিস করেছি অনেক কিছু
হাজার হবে মিনিমাম;
ছন্দ ছড়ায় ভাবের প্রকাশ
সে কি বাপু অধমের কাম???

৫| ০২ রা অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪৩

কামরুন নাহার বীথি বলেছেন: আপু তুমি চিরসখা
নবীনের তরে;
রাণী সেজে বসে আছো
হর অন্তরে।
-----

আপুকে তাই স্যালুট দিয়ে এসেছি!
অনেক ধন্যবাদ ভাই ছড়ায় ছড়ায় ব্লগটাকে মাতিয়ে রাখার জন্য।
(আপনার প্রোফাইলে একটা ছবি দিন না ভাই ;) )

০২ রা অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বীথি আপু সুইট তুমি
মিঠা কমেন্ট আহারে;
প্রপি দেবো পোড়ামুখে
মরবো কি প্রহারে???

৬| ০২ রা অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫২

প্রামানিক বলেছেন: শায়মাও একটা রত্ন বটে
স্ত্রী লীংগে রত্না
লেখালেখিতে ভীষণ যত্ন
বলবো না সে যত্না।

ঝটকাটা খুব লাগল ভাল
পড়লাম মনটা দিয়ে
মনের সুখে পুরি খেলাম
রাস্তার ওপাশ গিয়ে।

০২ রা অক্টোবর, ২০১৫ রাত ৯:৫২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: জীভ নাড়িয়ে চাকুম চকাম
পুরি তুমি খাও;
ভুল করেও বলোনা তা
সিলেটে কভু কোথাও :P

৭| ০২ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১৯

সুমন কর বলেছেন: চমৎকার এবং প্লাস।

০২ রা অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছোট্ট কমেন্ট,কিন্তু ভায়া
ব্যপক ভালো লাগলো;
প্লাসগুলো হৃদয়েতে
সুখী দাগ কাটলো :)

৮| ০২ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২৪

জেন রসি বলেছেন: চমৎকার ছড়া ভাই।

সাহসী ভাইয়ের সাথে সহমত।

০২ রা অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: রসি ভায়া লজ্জা দিচ্ছ
করছো কেনো ছোট;
তোমার কবি ভাবের কাছে
তূচ্ছ আমি খাটো :`>

৯| ০২ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২৯

গেম চেঞ্জার বলেছেন: আজ তোরা দেখ চেয়ে
অধমের মহিমা;
নিজ হাতে সার্টিফিকেট
লিখেছেন মহারাণী শায়মা :-B

০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১০:০৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: অধমের নাম দেখে
সব বেটা মরে জ্বলে;
আমি ছাগু বিগলিত
যেভাবেতে মোম গলে :P ;)

১০| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১০:১২

কামরুন নাহার বীথি বলেছেন:
বীথি আপু সুইট তুমি
মিঠা কমেন্ট আহারে;
প্রপি দেবো পোড়ামুখে
মরবো কি প্রহারে???
-----------

এটা কেমন কথা?!?!? আমি কি আমার বাঁদরী মুখের ছবি দিয়েছি? =p~ =p~

০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তুমি বড়ো চাল্লু আপু
দাওনি কেনো ভাব বুঝিনা?
সামু ব্লগে সুনামি হোক
তা-তে তুমি রাজি না

তোমায় দেখে ছাদ বাগানে
ফুলে ফুলে ঢেউ খেলে;
দুষ্ট সে টিয়া টাও
উঁকি মারে চান্স পেলে ;)

১১| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১১:০৭

কামরুন নাহার বীথি বলেছেন: হা হা হা ---------- ব্লগে সুনামি হবে? পাগলের প্রলাপ!!!!

আমি ছড়া লিখতে পারি না বলে, ছড়ায় ছড়ায় খুব ভাব নিচ্ছেন, না?

০৩ রা অক্টোবর, ২০১৫ সকাল ৭:০৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তুমি আপু লিখবে কেনো
কবিতা কিবা ছড়া;
লিখবে সকল কাব্য ভাবুক
প্রেম দিওয়ানা যারা ;)

এ'কথাটি কেউ না বুঝুক
তুমি বুঝ বেশ;
প্রপিতে তাই দাওনি ফটো
ফুল দিয়ে কাম শেষ B-)

জোর দিয়ে বলছি
আপু তুমি মোমিনা;
হিজাবী,নামাজী তুমি
নেই কোনো ফিৎনা (মাশা আল্লাহ)

১২| ০৩ রা অক্টোবর, ২০১৫ সকাল ১০:১৬

কামরুন নাহার বীথি বলেছেন: আমি যাই লিখি, সেটি যত অখাদ্যই হোক না কেন,য়াপনি তা' হজম করবেন সেই প্রতিশ্রুতি মনে হয়।
আমার ধারনা কি ঠিক, না বেঠিক???? :)

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১০:২১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কি যে বলো আপু তুমি
না মানে ইয়ে;
বাদ দাও বলো বাপু
কেমন আছে সেই টিয়ে? ;)

১৩| ০৩ রা অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪৫

অর্বাচীন পথিক বলেছেন: এখানে তো দেখে ছড়ায় ছয়লাব :P

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১০:২৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছয়লাভ সয়লাভ
লোকে বলে কয় লাভ?
আমি বলি ভালোবাসা
এটি মোটে নয় লাভ

১৪| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ৯:১৬

চাঁদগাজী বলেছেন:


এখনো ব্লগারেরা ১ম জেনারেশনে।

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১০:৩১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বাকীর কথা জানিনা কাকু
আমার কথা বলি;
লিখার হাতটি বড্ড পঁচা
আপার চেম্বার খালি।

ব্লগে এসে ভালোবেসে
পড়ি সব খুটেখুটে;
চাঁদগাজীর পোষ্ট পড়ি
সোৎসাহে চেটেপুটে।

১৫| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৩

শায়মা বলেছেন: ভাইয়া!!!
হা হা একটু পরে আসছি।

চাঁদগাজী ভাইয়ার কমেন্ট দেখে হাসছি!!!!!

০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ৮:৫৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ইয়াহুওওওওওও
শায়মাপু এসেছে
ব্লগ মোর হেসেছে........... :) :D :P :-B !:#P

আপু তুমি কেমন মানুষ
উধাও দু'দিন ধরে;
বুকের ভেতর চিনচিনে পেইন
মনটাও কেমন করে।

কেউ বলেছে শায়মাপু
দিচ্ছে সাগর পারি;
বাঙাল বেশ ছেড়ে এবার
সাজবে মালয় নারী।

কেউবা বলে শায়মাপুর
লাগলো এবার ডিভি;
ইয়াংকি সেজে জবের খুঁজে
ঘুরছে নিয়ে সিভি।

কেউবা বলে তুমি এখন
অন্য ব্লগের মডু;
রোলিং চেয়ারে আয়েশ করে
খাও নাকি জগ নিডো।

কেউবা বলে শায়মাপু
হয়েছে কনভার্ট;
শায়মা নাকি সায়েম এখন
চুলেতে বয় কাট.........(খিক খিক খিক)

কেউবা বলে শায়মাপু
পুকুরে সাঁতরায়;
কেউবা বলে নায়ের মাঝি
পদ্মাতে নাও বায়।

কেউবা বলে শায়মা এখন
বিরাট অফিসার;
কেউবা বলে আর বলোনা
রিশকার ডেরাইভার!!!

কেউবা বলে শায়মা এখন
শীর্ষ সন্ত্রাসী;
কেউবা বলে খুনের দায়ে
খাইলোরে ফাঁসি।

কেউবা বলে প্রামানিকে
করছে তারে গুম;
আমি থাকতে লিখবি ছড়া
মার ধুমাধুম ধুম।

কতশত নিউজ আসে
আজেবাজে হুজুগে;
কি করবো বুঝি নাকো
কান দেবো গুজবে???

ধরে প্রাণ এলো শেষে
ঐ যে মোর আপুনি;
গুল যারা মেরেছিলো
শুরু হলো কাঁপুনি........... :) :D B-)

০৫ ই অক্টোবর, ২০১৫ ভোর ৬:৫৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আপু তুমি ভারী ইয়ে
পোষ্টেতে আর এলে না
অলস বসে ভাজছি যে খই
ছন্দছড়ায় কেউ খেলে না।

১৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: :) অজস্র শুভেচ্ছা ।

০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১০:১৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: শুভেচ্ছা জানালেন
উৎসাহ পেলুম
পাঠে জানাই কৃতজ্ঞতা
কৃতার্থ হলুম।

১৭| ০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৬

ক্রিবিণ বলেছেন: নতুন নতুন ছড়ার ভীড়ে./ আমি দিলেম উকি,/ মচকে ঠ্যাং, ফসকে ধার,/ ছন্দ বাধবো কী?// সামু মাতানো শায়মপু/ রং বিলিয়ে যায়, / ছন্দ তালের উদুম দূসর:/ কী করি আজ ভেবে না পায়।।

০৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ৭:০১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বলছো কি হে,ফসকে গেছো
ফেল্লেতো ভায়া টেনশানে;
এক্সরে করো,চেকাপ করো
পা মচকালে কোনখানে?

১৮| ০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৫১

সেলিম আনোয়ার বলেছেন: আমি কী আর ভাল ব্লগার
ভাল ব্লগার তো শায়মা
কত জনে ভালবাসে তাকে
আমাকে দাম দেয়না ।
আমার জন্য প্রেরণা সে
এই কথাটি বুঝাবে কে
রেগেমেগে এখন সে আর
আমার সাথে কথা কয়না । :(

০৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ৭:০৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এসব তোমার রাগের কথা
বড্ড তুমি অভিমানী;
তুমি হলে ব্লগের রাজা
শায়মা যদি হয় রাণী।

কয়না কথা শায়মাপু
একি আর নতুন কিছু;
এই হাসে,এই কাঁদে
পাগলামী তার সদা পিছু।

১৯| ০৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৭

ক্রিবিণ বলেছেন: আমি আছি বেশতো ভায়া,/ ঠ্যাং ভেঙেছে ছন্দ,/ বুঝাতে তোময় পারিনি আমি,/ ছন্দ জ্ঞান মন্দ।

০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরে বাপু সবি বুঝি
করেছিনু মজা;
ঠ্যাং দুটো বেশ আছে
ছন্দও বেশ তাজা।

মিছিমিছি ভায়া তুমি
কর খালি ঢং;
বুঝি আমি সবি তুমি
ভাব আমি সং.........

২০| ০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৩

শায়মা বলেছেন: বলছো তুমি পাগল আমায়
দেখছো কত পাগলামী!
মাথায় আমার শিং উঠেছে
শুরু হলো আতলামী।

গুরু বলেন ছড়া লেখা
শিশুসুলভ কর্ম
তাই তো আমি কইনা কথা
ছাড়ছি ছড়ার চর্ম!

লিখতে থাকো তোমার ছড়া
হও গলদ ঘর্ম
আমার নামে বদনামীতে
পরে নিও বর্ম!!!


:) :) :)

০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:১৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরে খুকি,কে গো তুমি
কোথায় তোমার বাড়ী
ভুল করে আজ এই গলিতে
মিস করেছো গাড়ী???

হুহ, গরীব বলে মারো ঝাঁটা
দাওনা আনা দাম;
রাণীর নামে করবো গীবত
গা'য় ঝড়িয়ে ঘাম???

কত যত্নে লিখেছিলুম
মাথার ঘাম পা'য়ে ফেলে;
পড়েছে সবে তুমি বাদে
সেই সকলের শেষেই এলে!!! :-<

ভেবেছিলুম আপন ভাবে
দেবো তোমায় অঞ্জলী;
পাঁচু আমি নাড়ুর প্রসাদ
সে কি আর নেবে তুলি???

২১| ০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:২০

ক্রিবিণ বলেছেন: ঢং করেছি সং ছাড়াতে / তবুও মাখছো রং।;/ জ্ঞান-গল্পে মন বসেনা,/ আমি যাচ্ছি টং।।

০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: টং এ গিয়ে চা-ই খাবেতো
আধা সেদ্ব পাতি;
আমি ভায়া এই সময়টা
পিংপং এ তেই মাতি

২২| ০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৮

ক্রিবিণ বলেছেন: পিংপং এ মজেছ তুমি, / সিওসিতে অ্যাটাক এলে!/ ভাবছ আমি কিছু বুঝিনা;/ করছ কী সব গোলমেলে!

০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:২৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সিওসিতে অ্যাটাক এলে
এসওএস করবো;
আমি বাপু পুলাপান
গ্যাঞ্জামে মজবো।

২৩| ০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৬

শায়মা বলেছেন: ভাইয়া আমি অনেক বিজি
জানোই আমি মালটি (ট্যালেন্ট বিশেষনে আর কি !:))
তবুও তোমার এমন কথা
নো টালটি বালটি !!!!!!
বড্ড বিজি অকাজ নিয়ে
ছুটি এখন নাই
তাই তো আমি
ছড়া ছেড়ে অছড়ার দেশে যাই!:(

০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:৩৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বিজি তুমি বুঝি আমি
আগেই করেছি হলপ;
চটাং ফটাং করছ কি সব
মাথায় দিয়ে কলপ।

শাড়ীর উপড় কোট পড়েছো
মাথায় বউয়্যি হ্যাটস্‌;
ঝুমকো কানে,গ্লোভস হাতে
পা'য় লাগিয়ে কেডস্‌।

সিএনজিতে সামনে বসে
চালককে দাও ডিরেকশান;
মিটিং মিছিলে সমানে চেঁচাও
করছো নাকি ইলেকশান।

২৪| ০৬ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি আর সেলিম ভাইএর মত লিখতে পারলে , মহীয়সী শায়মা'কে নিয়ে আমিও একখান কবতে নামিয়ে ফেলতাম । :P

০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছিঃ ছিঃ ভায়া অমন করে
দিচ্ছ কেনো শরম;
সেলিম ভায়ার সাথে আমি???
লজ্জা পেলুম চরম।

তোমার লেখার কাছে আমি
চুনোপুটি নস্যি;
আমি হলুম কাঁদাপানি
তুমি জুস্‌ লাস্‌সি :)

২৫| ০৬ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭

শায়মা বলেছেন: গিয়াসভাইয়া
পারবে না কেন?
চেষ্টা করেই দেখ না
পারিবোনা এ কাজটি
সেই কথাটা বলোনা।

পৃথিবীতে নেই হেন কাজ
মানুষ নাকি পারেনা
ইচ্ছা থাকলে হয় যে উপায়
অনেকেই তা মানেনা।:(

০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তুমি আপু কেমন বোকা
খোঁচাটাও বুঝনা;
গিয়াস ভায়া দিচ্ছে আমায়
কিল ঘুষি চটকনা।

গিয়াস ভায়া ব্লগের রাজা
পোষ্ট সব ওস্তাদি;
এক এক লিখায় লাইক হাজার
কমেন্ট পরে গাদি গাদি।

১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:১৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: শায়মাপুনি সোনারখনি
কেমন আছো তুমি?
কেমন আছে ছানাপোনা
তোমার পোষা টমি?

দু'দিন ধরে বৃষ্টি ঝরে
অবিরত ঝমঝমি;
আকাশবাবুর মুখটা কালো
গুমোট থমথমি।

নিজের কথা ছেড়েই দিলুম
বোকার ঢেঁকি আমি;
লাই দিয়ে দিয়ে দিলো ছ্যাকা
পাড়ার মৌসুমি |-)

ভেবোনা সব গুল ছাড়ছি
বলছি বরং ক'মি;
ভূবন আমার শূণ্য হলো
নেইকো পায়ে জমি।

যখন তখন হার্ট এ্যাটাকে
মরতে পারি আমি;
ভাবলুম তোমায় মরার আগে
জানাই আখেরি সেলামী।

আপুরে আপু,ও আপুনি
যাচ্ছি মরে আমি;
মরলে পরে বুঝবে তুমি
কি হারালে দামী!!!

২৬| ০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৪৩

কিরমানী লিটন বলেছেন: গিয়াসলিটন বলেছেন: আপনি আর সেলিম ভাইএর মত লিখতে পারলে , মহীয়সী শায়মা'কে নিয়ে আমিও একখান কবতে নামিয়ে ফেলতাম ।

চমৎকার- এক কথায় অসাধারণ
শুভকামনা রইলো ...

০৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ৭:২৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: পোষ্ট পড়েছো,বেশ বলেছো
লাগলো বড় ভালো;
শুভকামনা তোমার জন্য
হোক ভূবন ভরা আলো।

২৭| ০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৩

গেম চেঞ্জার বলেছেন: এ কি হলো, এ কি হলো ভাই?
নয়া নয়া, কোন পোস্টি নাই
কি করি আজ ভেবে না পাই,
আমরা পোস্ট চাই, পোস্ট চাই।

০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৩০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমার কি ভাই তোমার মতন
বুদ্ধি মগজ মাথা?
নাম লিখতেই কলম ভাংগে
শুণ্য লিখার খাতা |-)

২৮| ১০ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: দারুণ।

১০ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বল্লে দারুন,লাগলো ভালো
তোমায় জানাই ধন্যবাদ;
আলোয় ভরা পূর্ণ জীবন
কানায় কানায় হোক আবাদ। :)

২৯| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৪৪

কামরুন নাহার বীথি বলেছেন: ্রোফাইল ছবির জন্য অনেক অনেক শুভেচ্ছা !!! :) :)

১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: থ্যাংকস্ দিয়েছো গ্রেটফুল আমি
বলছি তোমায় ঘটনা;
সিম্পলি এক পাখির ছবি
এত্ত সোজা ভেবোনা।

বীথি নামের আপু আছে
বড়ই মনের মানুষ;
বললো আমায় চেঞ্জ দ্য প্রপি
নইলে দেবো ঢুঁশ।

যেনো তেনো নয় মোটে
রীতিমতো হুমকি;
খুনটুন হয়ে যাবো
তা না হলে গুম কি!!!

তুমি বলো ছোট আমি
নেবো কতো প্রেশার;
তাই প্রপি চেঞ্জ করি
নিরাপদে বাঁচার।

৩০| ১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ৭:৪৬

রূপক বিধৌত সাধু বলেছেন: "সামু ব্লগে দেখে যা
শর্মার নামখানা;
মানী লোকই দিতে পারে
এ মানীর দামখানা।
তোরা কতো খোঁটা দিতি
আমি নাকি কুঁড়েরাম;
''ধরতি কা বোঝ'' বলে
দিতি কত বদনাম!
আজ তোরা দেখ চেয়ে
অধমের মহিমা;
নিজ হাতে সার্টিফিকেট
লিখেছেন মহারাণী শায়মা ।" যথার্থই ।

"সবশেষে বুঝেছি
আমি কতো তুচ্ছ;
প্রশংসা মোটে নয়
স্রেফ উৎসাহ দিচ্ছ।
তাই বুঝি কম কি
দু'হাত ভরে নিলুম;
আমি ভালো ব্লগার হবো
তোমায় কথা দিলুম।
নাম নিয়েছো যেমন যেমন
রত্ন তারা সবাই;
একটি নামেই খটকা শুধু
''কি করি আজ ভেবে না পাই''।" বিনয়টুকু ভালো লাগলো । জিনিয়াসরা অবশ্য সবসময়ই বিনয়ী হয়!

১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:০১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছি ছি ভায়া দিচ্ছ শরম
বড্ড তুমি ইয়ে;
বেশি বল্লে দিলুম যে ঝাঁপ
চেয়ারটায় দাঁড়িয়ে।

ঠুনকো হুমকি ভেবোনা তা
নয় মোটে ছেলেখেলা;
চিরকূটেতে তোমারই নাম
বুঝবে পরে ঠ্যালা। ;)

৩১| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:২১

শায়মা বলেছেন: যত্তখুশী নামটা লেখো
রপক ভাইয়া কিংবা আর
বিথী আপুর নামও তুমি
জুড়তে পারো তাও আবার।

চেয়ার থেকে লম্ফ দিয়ে
ভাঙ্গতে পারো পা দুটো
গলায় ফাঁসও দিতে পারো
কচু গাছে বেঁধে খুটো।

নো প্রবলেম আমরা সবাই
দেখবো এবং হাসবো বেশ
ভীতুর ডিমের পাগলামীতে
হেসেই না হয় হবই শেষ।

১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বাহ বাহ কি দারুন
এই নাহলে কংস আপু!!
আমার মরন হবে জেনে
করছে কেমন লাম্ফু ঝাঁপু!!!

অতি শোকে গ্রানাইট হলুম
দোষছি শালার কপাল;
গুরুজনেরা তাইতো বলে
কলি কাল কলি কাল।

৩২| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:২৮

শায়মা বলেছেন: মরবা তুমি একথাটাও করতে হবে বিশ্বাস!
হাসতে হাসতে মরলাম আমি আটকালো যে নিশ্বাস
তোমার মত কথায় কথায় কত্ত মরাই দেখেছি
মরার পরে নিজের হাতে ছবিও তাদের এঁকেছি।
সবগুলো ভুত এক এক করে বন্দী করে পরে
পিটিয়ে তাদের ভুত ছাড়ালাম একটা ধরে ধরে।
এখন তারা বন্দী আছেন ভুতের গলির কাছটায়
আসলে তুমি দেখতে পাবে ঠিক বিক্কেল পাঁচটায়।
কি ভাইয়া আসবে নাকি কাল বিকেলে ধর?
মরার যখন শখ হয়েছে এবার নাহয় ভুতের হাতেই মরো!!!! :P

১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরে বাবা টুকটাক
করেছি যে ঢং;
তাই বলে সাজবে তুমি
খিলিখিলি সং?

রংঢং এর ও ম্যানার আছে
করবে আহা উহু;
শুনে কতো লাগবে ভালো
মনে কোকিল ডাকবে কুহু।

কথা বলে নেই সুখ
তুমি বড় খিটখিটে;
দিচ্ছ দাওয়াত ভুতের গলি
মারবে ভুতে গিটেগিটে।

পাঁচটেতে কাজ আছে
ডেটিং আছে হাতিরপুল;
পাবে আমায় চায়না কিচেন
কোট পকেটে গোজা ফুল।

মরবো আমি এত্ত সকাল
পাগল হলে নাকি;
সুমি-রুমি,রুনু-ঝুনু
ডেটিং কতো বাকি ;)

৩৩| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৪১

শায়মা বলেছেন: কলিকালের ভাইয়ারা সব লম্ফ দিয়ে মরে
মরার জন্য তারা আবার চেয়ার থেকে পড়ে!!!!!!

ও মাই গড কলিকালে দেখবো আরো কিযে
তার চাইতে আমিই না হয় মরি এবার নিজে!

মরার সহজ পথটি আছে অবাক হয়ে মরা
নাহয় আমি হাসতে হাসতে হবোই আধমরা।

শীত আসছে তাই অবশ্য কাশতে কাশতে মরছি
বৃষ্টিটাও হঠাৎ এলো তাই আমি ধপাস করে পড়ছি!

১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরে বোকাপু মরলে তুমি আমার যে গ্রেট লস
পার্বতি না চন্দ্রমুখি তুমিই করবে টস!

হাসতে হাসতে মরবে কেনো,হার্টটি হবে তাজা
সব ডেটিং এ তোমায়ও নেবো,খাবো চিকেন ভাজা!

শীতের আগেই কাশি শুরু,শুনেই হলুম অবাক
বুড়ি হলে এত্ত সকাল,মাথায়ও কি আছে টাক?

আমি বলি আলসি ছাড়ো,চলো নিয়ম করে
ডেটিংএ তে কেমনে নেবো বুড়ি থুত্থুরে!

গার্লফ্রেন্ড আমরা ভাববে বুঝি সংগে এলো নানী
তার কি বা দোষ ফোকলা দাঁতে চোখে আবার ছানী!!!

৩৪| ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৫

চাঁদগাজী বলেছেন:

শায়মার 'জিনিয়াস লিস্টে' নাম না থাকায় অনেকে লেখা বন্ধ করে দিয়েছে দেখলাম।

১৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:১২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: হতেও পারে অবাক কিবা
শায়মা বলে কথা;
সে যে সামুর প্রাণ ভোমরা
আর তুমি হলে মাথা।

৩৫| ১৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫২

স্পর্শিয়া বলেছেন: আপনার আনন্দময় ছড়া লেখা দেখে ভালো লাগে।

১৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:৪২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: লাগলো ভালো জেনেই হৃদে
উঠলো বেজে বীণ;
আনন্দ মোর পূর্ণ হলো
স্পর্শেতে রিনরিন।

৩৬| ১৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:২০

আলোর_পথিক বলেছেন: :((

১৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:৪৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সুইট বড় হাসিটা
বড় ভালোবাসি তা,
ব্লগেতে স্বাগতম
লিখি আমি খুব কম,
মাথা মোর রগচটে
ব্রেনটাও নেই মোটে,
পড়ি রোজ তোমা পোষ্ট
ফাসক্লাশ,টপমোষ্ট।

৩৭| ২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৩১

সেলিম আনোয়ার বলেছেন: সকাল বেলা কেমন করে
হলো অভিমান
এই রানীটা কোথায়
কোথায় হারালাম।
তিনি নাকি দারুন ব্যস্ত
রাজ্যের কাজ কাম
ব্লগিং ছাড়া আর কি করে
প্রশ্ন শুধাইতাম।
মিথ্যা কথা বলে তিনি
থাকেন ঘাপটি মেরে
কাজ বলতে ব্লগিং তার
দিবা রাতি ভোরে।
আড়াল থেকে ব্যথা বুকে
সে কি কাঁদছে
আমিতো তার সঙেগ আছি
নতুন ছদ্মবেশে ।

২৪ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:৩৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ওরে বাবা এত্ত গোমর
বেশ করেছো জানিয়ে;
আপুনিটা করেটা কি
পোষ্ট লিখোনা তা নিয়ে।

বলেছিলো ব্যস্ত ভীষন
ওষ্ঠা নাকি প্রাণ;
পাপেট শো এর মঞ্চে
গাইবে নাকি গান।

সেলিম ভায়া পায়ে পড়ি
জলদি তাকে কল করো;
মিস করছি ভীষন ভাবে
জানটা যেনো মরো মরো।

৩৮| ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:০২

সেলিম আনোয়ার বলেছেন: সেলিম ভায়া পায়ে পড়ি
জলদি তাকে কল করো;
মিস করছি ভীষন ভাবে
জানটা যেনো মরো মরো। #:-S

ঠিক জায়গায় করেছো কল
াইচ্ছাটিও তাই হয়নি বিফল
রাজার ডাকে আসবে রানি
এটা কি আর নতুন কাহীনি ?

রাজার প্রেমে রানী পাগল
কাজ কর্ম ফেলে সকল
তাইতো ছুটে আসে
রাজাও খুশি তোমরাও খুশি
আনন্দেতে ভাসে । !:#P

২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৪০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: থ্যাংকস্‌ তোমায় লক্ষী ভায়া
হলুম বেজায় খুশী;
রাজা রাণীর লাভ স্টোরি
আড়ে চেয়ে পিছে হাসি। ;)

চলুক এমনি মিষ্টিধারা
বাজুক প্রেমের বাঁশি;
সামনে পড়ে থতমত
খুক খুক করে কাশি :P

৩৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৪

খায়রুল আহসান বলেছেন: ছড়ায় ছড়ায় মন্তব্যগুলো বেশ জমে উঠেছে।

১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তুমি বিনে জমলো কিবা
ছিলুম হয়ে অধীর;
আসলে তুমি,হলো এবার
জমেই পুরো ক্ষীর।

৪০| ২২ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:১৩

রুদ্র জাহেদ বলেছেন: ওয়াও, এতো ছড়ার মহাকাব্য..........!
আপাতত আমি মুগ্ধতায় বাকরুদ্ধ!
লেখক আর মহারাণী শায়মা আপুনির জন্য থাকছে নিঃসীম ভালোবাসা...

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: থাক থাক লাগবেনা
খালি মিছে পটানি;
কি লিখেছি অগাবগা
সে কি আর কম জানি?;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.