নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডানে গেলে জঙ্গীবামে গেলে নাস্তিক;দ্বন্দ্বেতে নেই বাপুআছি হেথা মাঝ ঠিক

কি করি আজ ভেবে না পাই

ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।

কি করি আজ ভেবে না পাই › বিস্তারিত পোস্টঃ

সব দোষ খালেদার !!!

২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৭



বেঘোরেতে প্রাণ দিল
ইতালীর তাভেলা;
কূটনীতি পাড়াতেও
কি বিপদ পা ফেলা!

রংপুরে একিভাবে
খুন হলো ঘাস চাষী;
জাপানিজ নাগরিক
সিধেসাধা কুনিও হোশি!

দেশটাতে হলো কি বা
চারিদিকে গুম খুন;
এ মেরেছে,সে মেরেছে
সরকারী ধুনফুন।

অবশেষে ক্রিকেটেও
লাগলো যে কালিমা;
তবু মোটে লাজ নেই
মহাসুখে রাণীমা।

দেশে আছে আইএসএস
গার্ডিয়ানে বিবৃতি;
মৌলবাদী জঙ্গি রাষ্ট্র
বিশ্ব দিলো স্বীকৃতি!!

থেমে যায় ইনভেষ্ট
ফিরে যায় ফরেনার;
দূর্ভোগে জনগণ
কিবা এসে গেলো কার!!

লোক মরে অপঘাতে
দোষ সব খালেদার;
লন্ডনে বসে নাকি
প্লান আঁটে মারবার!!

এই বলে মহারাণী
দায় সব শেষ;
জঙ্গী খালেদা নাকি
সন্ত্রাসী বেশ।

মন্ত্রীরা ক্রমাগত
বকে যান যা খুশি;
কোর্টের আগে বাণী দেন
কার জেল,কার ফাঁসি!!!

এই দেখে কিছু লোকে
আছে বেশ নিশ্চিত;
দেশ নাকি যায় এগিয়ে
গনতন্ত্রের জিত।

এত শত অর্জন
করে রোজ খোকারা;
তাও 'সেফ' ভাবে নাকো
ভিনদেশী বোকারা।

ফিরে যায় ডেলিকেট্‌স
ভাগে ইনভেষ্টর;
তবু দেশ ডিজিটাল
'জয়' বাবু প্রমোটর।

স্বাধীনতার সুবাতাস
বহে আজ ঝড়ো বেগে;
একাত্তরের চেতনা
সতত উঠিছে জেগে!!

মান নাকি খুব উঁচু
জীবনের যাত্রা;
রোজ নাকি ক্রস করি
সূচি গ্রাফ মাত্রা!!!

আছি মোরা মহাসুখে
অভাবেরই অভাব;
মনটাই ছোট মোদের
খালি সমালোচনার স্বভাব।

বিপক্ষে মত দিলে
গালি যত নেষ্টি;
হামলে ঝাঁপিয়ে পড়ে
উদ্ধারে চোদ্দ গুষ্টি।

গুম খুন বেড়ে গেলো
হচ্ছে তদন্ত;
কমিটি গঠন করে
সরকার ক্ষান্ত।

রেড এলার্ট জারি দিলে
ইউকে আর ইউএস;
সাথে সাথে সূর চেঞ্জ
নেই হুজি আইএসএস!

আইএসএস হুজি বলে
এতোদিন ধরে চেঁচালি;
চুলকে চুলকে দেশ আজ
জঙ্গী বানিয়েই ছাড়লি!!!

জামাতীরা দলে এলে
নয় আর রাজাকার;
বিদেশীরা চাপ দিলে
দোষ সব খালেদার!!!




ছবিঃ নেট

উৎসর্গঃ মহারাণী শায়মা
ও পুস্পরাণী কামরুন নাহার বীথি

কৃতজ্ঞতাঃ চাঁদগাজী,যার পোষ্ট পড়ে দ্বিগুন সোৎসাহে আওয়ামী বিরুধী প্রেরনা খুঁজে পাই। ;)

বিশেষ ধন্যবাদঃ কলাবাগান১,যার সাথে বাকযুদ্ধ করে দারুন সময় কাটে।লিখার সময় বারবার পোষ্টে উনার মন্তব্য কি হতে পারে ভেবে খুব হেসেছি।লড়াইর জন্য প্রস্তুতি সেরে রেখেছি। :) :P

মন্তব্য ৬৬ টি রেটিং +১২/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:১০

রূপক বিধৌত সাধু বলেছেন: "বিপক্ষে মত দিলে
গালি যত নেষ্টি;
হামলে ঝাঁপিয়ে পড়ে
উদ্ধারে চোদ্দ গুষ্টি।"
ব্লগ হচ্ছে মুক্ত চিন্তা-ভাবনা প্রকাশের মাধ্যম । এখানে গালাগালি মোটেই কাম্য নয় । যুক্তির বিপক্ষে যুক্তি প্রদান করাই জ্ঞানীর কাজ ।

২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৪২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তুমি ভায়া ভালো মানুষ
বলছো কথা জ্ঞানী;
গালবাজেদের চেনো নাতো
শুনলে পঁচে কান-ই :-/

২| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:২২

প্রামানিক বলেছেন: হুম --- ভালই তো মুখোরচক ছড়া। ধন্যবাদ

২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এতো দেখি ছড়ারাজ
স্বশরীরে উপস্থিত;
যা শিখেছি তোমা হতে
ভালো হলে তোমারই জিত।

৩| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৯

বিপরীত বাক বলেছেন: সব্বোনাশ।
অাপনি তো ডাইরেক্ট গুমলিস্টে উঠে যাবেন জহির রায়হানের মত।।

২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:১০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ওরে বাবা বলো কি গো
এতো আগে ভাবিনি;
পড়ি মরি দেই ছুট
ঐ রিশকা,যাবি নি??

মড়ার উপর খাঁড়ার ঘা
রিক্সালা রুলিং পার্টি;
ভুল ভাল দোয়া পড়ি
কও দিনি কই ফুটি?? /:) B:-) B:-)

৪| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ছন্দে ছন্দে দারুন লিখেছেন !!!

২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:১২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: গিয়াস ভায়া ভারি ইয়ে
খালি মিছে পটানি;
কি লিখেছি আগডুম
সে কি ছাই কম জানি?

৫| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:০০

কামরুন নাহার বীথি বলেছেন: আজ আবার রাজনীতি নিয়ে পড়লেন কেন???
দুনিয়াতে বহু বিষয় আছে!!!

২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:১৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ক্ষুধা পেলে কি আর করা
পেটেতো কিছু চাই;
হরতালেতে ইটা মেরে
বেশ ক'আনা পাই।

তাইতো কুঁড়ে বারেবারে
ঐ পথেতেই যাই;
বুঝলে এবার,আমি হলুম
রাজনীতির টোকাই ;)

৬| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:২৪

ঢাকাবাসী বলেছেন: বিষয়বস্তু আর ছন্দ দুটোই সুন্দর।

২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:২৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ধেৎ ভায়া মজা করো
মরি আমি লাজে;
অতো বোকা আমি নই
জানি কত লিখি বাজে। /:)

৭| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৩২

বনমহুয়া বলেছেন: লেখক বলেছেন: ওরে বাবা বলো কি গো
এতো আগে ভাবিনি;
পড়ি মরি দেই ছুট
ঐ রিশকা,যাবি নি??

মড়ার উপর খাঁড়ার ঘা
রিক্সালা রুলিং পার্টি;
ভুল ভাল দোয়া পড়ি
কও দিনি কই ফুটি?? /:) B:-) B:-)


কোন দোয়া ভুলছেন? বলেন মনে করায় দেই।

২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তুমি ভায়া হেসে মরো
আমি ছুটি নিয়ে জান;
ধ্যাত্তেরি যায় গুলিয়ে
ঐ কি যেনো দোয়া'খান???

৮| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৪২

সাহসী সন্তান বলেছেন: সব দোষ একজনরে দিয়ে দিলেন ভাই? একটু ভাগাভাগি করে দিলে ভাল হতো না?

"আইএসএস হুজি বলে
এতোদিন ধরে চেঁচালি;
চুলকে চুলকে দেশ আজ
জঙ্গী বানিয়েই ছাড়লি!!!"

-চুলকানিতো আপনারও কম নাই দেখছি? ধরতে পারলে কিন্তু ডাইরেক্ট বুড়িগঙ্গা? আপনার কৃতজ্ঞতা আর বিশেষ ধন্যবাদের ব্যাপারটা জেনে আমারও হাসি পাচ্ছে......!!

বিঃদ্রঃ আপুনি আপনার পোস্টদেখলে কিন্তু আবারও ভাব ধরবে? ১০০% গ্যারান্টি!

শুভ কামনা জানবেন!

২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কার দোষ কাকে দেবো
মাথা করে চিনচিন;
শায়মাপু খুব বিজি
শো-এ নাচে ধিনধিন।

মেজাজটা খিঁচে যায়
আপুনিকে নাই পেলে;
নাও ফিলিং বেটার
তুমি যবে কমেন্ট দিলে :)

৯| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৭

মেঘপিয়ন বলেছেন: হা হা হা এত ছন্দ বুদ্ধি নিয়ে ঘুমান কি করে !!!!!!!!?????
ছড়া তুখর হয়েছে , হাসতে হাসতে শেষ

২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সিরিয়াস ছড়াটিতে
হাসো দাঁত কেলিয়ে;
রাগে ক্ষোভে ছিড়ি চুল
দুঃখে গা আসে গুলিয়ে |-)

১০| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৫০

চাঁদগাজী বলেছেন:


ছড়া পরে ভালো লাগলো।

দেশের অবস্হা ফুটে উঠেছে পদ্যে। শেখ হাসিনা নিজের দায়িত্ব পালন করছেন না সঠিকভাবে, এটা ঠিক।
উনি পার্টি পেয়েছেন সিরিয়ার বাশারের মতো ; উনার কাছে দেশের চেয়ে পার্টি বড় এই মহুর্তে, যেটা উনাকে সমুহ বিপদের দিকে টানছে।

২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:০১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এইতো ভায়া হাজির হলে
সময় হলো এতোক্ষনে?
কৃতজ্ঞতা জানিয়ে আগে
খুঁজেছি কতো মনে মনে!!

১১| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৫০

গেম চেঞ্জার বলেছেন: এই তুখোড় ছড়াকারের সাথে কে লাগতে যাবে??

২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:০৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তুখোড় বলায় লাগলো ভালো
এক হিসাবে এটাও ঠিক;
ছাগলামীতে তুখোড় আমি
পাগলও থুঃকে জানায় ধিক =p~

১২| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:০৩

সাহসী সন্তান বলেছেন: "গেম চেঞ্জার বলেছেন: এই তুখোড় ছড়াকারের সাথে কে লাগতে যাবে??"

-আমিও সহমত! দরকার নাই লাগালাগির! আমি ভয়ে আছি আপুনিরে নিয়ে! আপনি জলদি কইরা এই বিষয়টা নিয়ে আপুনির কাছে একখান বৃহৎ বার্তা পাঠিয়ে দেন?

২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:১৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: পাগলকে নাড়িওনা
যবে হবে সাঁকো পার;
মনে যদি দাও করে
সেকি ছাড়ে সুযোগ আর??

এবার আসি মূল কথা
আপুনিটা হলো গুম;
আড়ালেতে হাসে খিলি
আমরা হই নির্ঘুম :|

এইভাবে আর কতো
চাই এর প্রতিকার;
আপুনিকে বশ করো
ভেঙ্গে দাও ডানা তার।

১৩| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৩

মানবী বলেছেন: অপ্রিয় বাস্তব নিয়ে সুন্দর ছড়া।

"দেশটাতে হলো কি বা
চারিদিকে গুম খুন;
এ মেরেছে,সে মেরেছে
সরকারী ধুনফুন।"

- :-)
ধন্যবাদ আর শুভ কামনা রইলো।

২৪ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:০৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: অপ্রিয় সব বাস্তবতার
এ নয় মোটে ছড়া;
রক্তক্ষরন বুকের মাঝে
কষ্টে বিলাপ করা :-<

১৪| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৬

আমি আবুলের বাপ বলেছেন: আকাশ বাতাশ উঠলো কেপে
শামসুর মেয়ের ক্রন্দনে,
মা-ছেলে মিলে নাকি
মারলো এবার লন্ডনে।

লন্ডনে বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর ওপর ফের হামলা

২৪ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:১৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: রামু সামু দেখলুম কত
দেখিনি এমন ছ্যাঁচড়া আর;
শুনে মোটে হইনি অবাক
রাস্তা ঘাটে খাচ্ছে মার!!!

নয় মোটে বিচ্ছিন্ন কিছু
ঘটবে আরো ভবিষ্যতে;
শেখার আছে অনেক কিছু
নইলে মরবি অপঘাতে।

১৫| ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৫২

কিরমানী লিটন বলেছেন: মুরগীরা যায় নাকো
শেয়ালের বাড়ি,
বাঘেদের সাথে তাই
ছাগলের আড়ি।
সাপ আর নেউলেতে
হয় কভু মিল?
পালিয়েছে হংসেরা
আসে দেখে চিল।
জয় আর তারেকের
লড়াইটা তৈরি,
হাসিনা খালেদায়
চীরকাল বৈরি।
কাক আর কোকিলের
হিংসের জ্বালাতে,
জনগণ ঠনঠন
চায় শুধু পালাতে।
আম্লীগ বিম্পি
লুটেরার দ্বন্দ্বে,
দেশবাসী ঠাই পায়
নরকের ফান্দে।

দারুণ ছান্দসিক কাব্য, বাস্তবতার নির্মম চিত্র ফুটিয়ে তুলেছেন ছন্দের বুননে- অভিবাদন রইলো প্রিয়কবির জন্য ...

২৪ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:২৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: জয় আর তারেকের
লড়াইটা তৈরি,
হাসিনা খালেদায়
চীরকাল বৈরি।

আম্লীগ বিম্পি
লুটেরার দ্বন্দ্বে,
দেশবাসী ঠাই পায়
নরকের ফান্দে।


'তারেক' হামাক মারেক
আর 'সজীব' করেক নির্জীব;
কেউ কারো কেষ্ট ঠাকূর
কেউবা আবার মহাশিব।

কৌশলে দেশটাকে
করে তারা দুইভাগ;
ঘাড়ে চেপে বসে আছে
বিষধর দুই নাগ।

ডানে গেলে জঙ্গি
বামে গেলে নাস্তিক;
দ্বন্দ্ব বাজিয়ে তারা
হাসে বসে খিক্‌ খিক্‌।

দুই রাণী দেশটাকে
করে নিল এজমালী;
ফুলে ফেঁপে বেড়ে উঠে
মোরা রোজ পানি ঢালি।

ভায়া তুমি বড় কবি
দিয়ো নাকো শরম;
দুই গাল লালি হলো
লজ্জা পেলুম চরম :``>>

১৬| ২৪ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:১২

আমি ময়ূরাক্ষী বলেছেন: ছড়াকার ভাই এর জন্য শুভকামনা।

২৪ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: জানালে শুভকামনা
হলুম অনেক খুশি;
তোমায়ও জানাই শুভাশীষ
সদা ধরে রেখ হাসি। :)

১৭| ২৪ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫৩

শায়মা বলেছেন: দেখিয়াছি দেখিয়াছি ছড়া বড় কড়া
চিন্তায় পড়িয়াছি নিয়ে হাত কড়া।

এইবার ভাইয়াকে বাঁচানোই গেলোনা
ভাইয়াটা ছড়াটার টপিক কি পেলোনা?

বড় বড় রাণী নিয়ে কেনো কানাকানি?
ঠুকে দেবে মামলায় বড় মানহানি।

ফুলরানী বিথীমনি কিবা মহারাণী
ফুপু, খালা, মামা, চাচা, দাদা,দাদী, নানী।

পারবেনা এইবেলা বাঁচাতেই তোমাকে
পুরে দেবে তোমাকেই খাঁচাতেই আমাকে ....... না..... না........ কিন্তু.......... উহা একমাত্র তোমাকেই!!!!!!!!!!!



তার থেকে লিখতে রুপে গুনে অননা
ফেসপাউডারটাও তার কাছে ফেলনা
তার হাত ঘসে দিয়ে এইটুকু তোমারে
হয়ে যেতে হ্যান্ডসাম আহারে কি বাহারে।

আর জনা মুখ তার কালীদাসও ফেইল যে
বড় বড় হনুমনু নেই তারও বেইল যে।
তার থেকে একটুকু জ্ঞান যদি নিতে ধার
এইবেলা পেয়ে যেতে ঠিক তুমি পরাপার।


দুইজনই আহা উহু দুইজনই মরি মরি
কিচ্ছুা জানিনা মোরা তাহাদের পায়ে পড়ি
ছোটকালে পড় নিকি তোষামুদি চামচার
গল্পটা শিখনীয় শিখলে না তবু তার।


দুচ্ছাই ভাইয়াটা তোমা নিয়ে পারিনা
এই কারণেই আমি আর সামুতেই আসবোনা !!!!!!!!!!!!!!!! রাগ করেছি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


কেউ বাসেনা আমারে আর ভালো
আমাকেই দেখলে কারো মুখ হয়ে যায় কালো
একটুখানি রাগটা করে বলেছিলাম এক কথা
তাই নিয়ে সে সারাজীবন থাকলো শয়তানের লাঠিটা!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! X((


টা টা বাই বাই, আমি যাই আমি যাই
ঢের কাজ পড়ে আছে, বসে আছে যদু
তাই নিয়ে থাকবো রাম শ্যাম কদু।
শ্যাম এর এ্যাম নিয়ে, তোমার মার
দূর দূর ভাইয়াটা করো তুমি বার।
এইবার দেখবো বুদ্ধির জোর
কার কারণেতে আমি দুস্কে কাতর!
ভুল করে এর আগে এত ভুল করেছি
এইবার ভাইয়ামনি বিপদেই পড়েছি।
যুদ্ধ চলিত আহা সেয়ানে ও সেয়ানে
যুদ্ধে লড়ে না যিনি কব কথা কার কানে!!

২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:০৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: অবশেষে মহারাণীর
দর্শন মিললো;
আধামরা এই দেহে
যেনো প্রাণ ফিরলো।

কতদিন পরে আহা
সস্তির নিঃশ্বাস;
করবেনা এমন আর
এমনটি বিশ্বাস।

শো-টাই তোমা কাছে
বড় হলো বেশী;
জানোনাকো তোমাকে যে
কত্ত ভালোবাসি।

মান করব আমি যেথা
তুমি রাগো উলটা;
আরে বাবা বলে দাও
কোথা হলো ভুলটা?

জানোইতো ঘটে মোর
ব্রেন বলে নেই কিছু;
ভুল করি অনায়াসে
শয়তান সদা পিছু।

কি বিপদে পড়েছো
সব খুলে বলো;
ই-মেইলটা দিলে পরে
আরো হতো ভালো।

এটি বুঝি সামুতেই
আছে কিছু ফেউ;
জ্বলে শুধু তোমাতেই
শুধু করে ঘেউ।

দুর্জন কূটিলেরা
খুঁজে খালি মওকা;
এরা সব সারমেয়
তুম পার ভওকা।

যার যাহা শোভা পায়
ঘেউ কিবা কামড়ানো;
কিবা তাতে হয়ে গেলো
তোমার এই মুষড়ানো!!!

যুদ্ধ লড়েনা যারা
কাপুরুষ লেডিহাফ;
এতো কিবা ঠেকা তব
কানে কথা বলা বাপ?

এতশত ভাবো কেনো
আছে জেনো এই ভাই;
খবরদার আর যেনো
না শুনি টা টা বাই বাই।

১৮| ২৪ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৫

কামরুন নাহার বীথি বলেছেন:
রাজনীতি জানিওনা বুঝিও না। শুধু বুঝি আমরাই বলির পাঠা!!!

২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:১৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এটাইতো বিগ প্রব
বুঝিনাকো রাজনীতি;
এই সুযোগেই তারা
বলি করে যায় জিতি।

বলি আর কতো কাল
পাঠা হয়ে থাকবে;
নাও এক ইউটার্ন
রণ সাজে জাগবে।

১৯| ২৪ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪১

জুন বলেছেন:
আমি কিছু দেখি নাই ও পড়ি নাই ,
কি করি আজ ভেবে না পাই :||

২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:২৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সে আমি বেশ বুঝি
কিছু পড়নিকো তুমি;
এলেবেলে অগাবগা
পড়াটাই বোকামী।

যাই লিখি আগডুম
ভেবো নাকো অত বোকা;
প্রাপ্তিটা পোষ্টের ছলে
জুনাপুকে ব্লগে দেখা ;)

২০| ২৪ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১১

সুমন কর বলেছেন: উৎসর্গঃ মহারাণী শায়মা
ও পুস্পরাণী কামরুন নাহার বীথি
:P

এবার মনে হয়, অনেকদিন পর ছড়া দিলেন।

আমি কিন্তু কিছু বলি নাই, শুধু পড়ে গেলাম.....+

২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আর ভায়া ছড়া লিখা
মাথাটা কি তোমা যেথা?
কলম ভাঙ্গি ২জোড়া
দুইটানে হাতে ব্যাথা।

তাও লিখি অগাবগা
যত হোক কষ্ট;
তোমাদেরি সংগটা
ভালোবাসি পষ্ট।

২১| ২৪ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫০

দর্পণ বলেছেন: আমিও কিছু কইতে চাহিনা বাবা।

২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সে কি কথা কেনো বাপু
বল কোথা দোষটা?
রাণীমার সাজার ভয়ে
নাকি পঁচা পোষ্ট টা??

২২| ২৪ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২৯

কামরুন নাহার বীথি বলেছেন: একটি নিখোঁজ সংবাদঃ ২৪ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:২৪ থেকে কি করি আজ ভেবে না পাই-কে খুঁজে পাওয়া যাচ্ছে না!!

২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এতো বড় ভয়ের কথা
সে ও কি হলো গুম বা?
তাইতো বলি সকাল থেকে
গরুটা চেঁচায় হাম্বা !!

কাকের ঠ্যাং,বগার ঠ্যাং
লিখে ব্যাটা রোজ;
বেশ হয়েছে মরুক এবার
না পাও ছাগুর খোঁজ।

২৩| ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:০৪

সুবিধাবঞ্চিত মানুষেরা বলেছেন: সত্য বলা আপাতত স্থগিত বাংলাদেশে
কথা বলুন ভেবে চিন্তে, নচেত
হটাত দেখব আপনি নেই মোদের সাথে।

অবাক হলাম আপনার পোষ্ট এখনও
রয়েছে জীবন্ত,
হয়তো সামুর অজান্তে!

পেইড বাবাদের কথা নাই বা বললুম,
কারন ওদের লিখা দেখলেই যে বুঝতে পারি
আসল ঘটনা (ওদের লেখার) বিপরীত!

জানিনা হয়তো এই মন্তব্য
সকাল হতে হতে থাকবে নাক
সামুর সাথে!

সামু বার্তা পাঠাবে আর বলবে
অমুক নিয়ম ভঙ্গ হয়েছে
তাই আপনার মন্তব্য
মুছে দেওয়া হয়েছে। (-এটা আমার জীবনের প্রথম কবিতা-মূল পোষ্টের লেখকে দেখে উতসাহিত হয়ে)

২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৩১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বাবারে বাবা ভায়া তোমার
এলেম আছে বটে;
প্রথম লিখায় এত্ত ফুলকি
নয়কো হেলা মোটে।

সামু নিয়ে দেখছি তোমার
বিরাট অভিমান;
ভুল বুঝোনা,কন্ঠ মেলাও
বাঁধ ভাঙ্গারই গান।

আমায় নিয়ে উৎকন্ঠায়
লাগলো আহা বেশ;
থামবো কেনো,স্রষ্টা আছেন
কে করবে বাঁকা কেশ?

২৪| ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৫২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:৫৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সেলিম ভায়া বল্লে ভালো
মনটাতে দেয় দোলা;
একশব্দে কমেন্ট করো
একটুতো হয় জ্বালা :)

২৫| ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৬

মিতক্ষরা বলেছেন: ছন্দ খুবই সুন্দর হয়েছে।

২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:০০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছিঃ ছিঃ ভায়া দিচ্ছো লজ্জা
সুন্দর আবার ছন্দ!!!
আমি কিন্তু পাচ্ছি ঠিকি
ঠেশ মারারই গন্ধ :P

২৬| ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৭

মোঃ খুরশীদ আলম বলেছেন: দুনেত্রী থাকেন সুখে
আমরা বোকা শ’ হাজার
ভাবনা তাদের নাইতো মনে
কেমনে চলে হাটবাজার।

এরই মাঝে সুবিধেবাদী
আমরা কিছু শেয়াল ভাই
কখনো একূল কখনো ওকূল
একটা কূলে থাকা চাই।

আমরাই দেই তাদের সালাম
নুইয়ে মাথা সকাল সাজ
ওদের তখত করতে পাকা
হাবা বোবা মোদের কাজ।

তারা যদি দোষী হয়
দোষ কি মোদের কম ভাই
হা বা না দু’শব্দে
প্রশ্নখানার জবাব চাই।

আমরাই তো শ্লোগান তুলি
নৌকার মালিক তুই আল্লাহ
পয়সা পেলে সুরটা বদল
ধানের শিষে বিসমিল্লাহ।

সারা বছর অনল জ্বালা
ভুলে বসি মুহূর্তে
এর পিছে আর ওর পিছে ভাই
দৌড়ি শুধু সুখ খুঁজতে।

এ দুয়েরে ত্যাগ করিয়া
ভিন্ন কোন রাস্তা চাই
যেখানেতে বিবাদ , বিভেদ
অশান্তির বালাই নাই।

২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:২৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বাবারে বাবা তুমি দেখছি
বিরাট স্বভাব কবি;
তোমার সনে টক্কা দিয়ে
মান হারাবো সবি।

ছোট মুখে কইলে কথা
কয় যে লোকে বেয়াদবি;
চামার মুখে কেতন ঝারিস
ইয়াক এক থাবড়া খাবি।

তাইতো আমি ঘাটের ন্যাড়া
কইনা কথা বেফাঁস;
মুখ খুলে ভাই মরবো নাকি
কেউ পাবেনা খুঁজে লাশ।

দুই রাণী দেশটাকে
করে নিল এজমালী;
ফুলে ফেঁপে বেড়ে উঠে
মোরা রোজ পানি ঢালি।

কানে কানে বলি তোমায়
আর বেশীদিন নাই;
খোদার গজব আসলো বলে
একটু রোষো ভাই।

২৭| ২৫ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৩

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা । মজায় মজায় বাস্তবিক ছড়া । পড়তে বেশ লাগলো ।

২৬ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:৫৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মজা পেলে তাই শুনে
বেশ ভালো লাগলো;
ছোট্ট কমেন্টখানা
দিলে দাগ কাটলো :)

২৮| ৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:১৩

সেলিম আনোয়ার বলেছেন: পাছে হয় ভুল
এই ভয়েই ছোট্ট কমেন্ট
তাই নিয়েই হুলস্থুল।
আমি তো নই অতিজ্ঞানী
জানে ব্লগের রানী
ওটুকু কমেন্ট করে
তাই কমেন্টের ইতি টানি ।
এবার বোধ হয় কমবে বুকের জ্বালা
ছন্দে ছন্দে উত্তর দিলাম
বললাম কথা মেলা ।

৩১ শে অক্টোবর, ২০১৫ ভোর ৬:২৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ধন্যবাদটি দিলে তোমায়
করা হবে ছোট;
তোমার জ্ঞানের কাছে
আমি নগন্যেরও খাটো।

বলবে কথা মেলা
তাতে অবাক হবার কি?
তুমি আপন সুহৃদ অতি
আজো জানতে বাকী??

ভায়া তোমার কাছে ছিলো
ছোট্ট একটি খায়েশ;
আপুনিরে আসতে বলো
খাওয়াবো গুড়ের পায়েশ।

২৯| ৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:৩০

বনমহুয়া বলেছেন: বুঝা গেলো আপনে মহা সুখে আছেন আর তাই ভুতের কিল খাইতেসেন।

৩১ শে অক্টোবর, ২০১৫ ভোর ৬:৩০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: রাত দুপুরে ধুরুম ধারুম
টিনের চালে ঢিল;
রক্ত ছলাৎ ভুতের হাসি
মারছে পিঠে কিল।

ভুতপেত্নির যন্ত্রনাতে
আছি মহা দুঃখে;
তুমি ভায়া কোন আক্কেলে
বল্লে আছি সুখে???

৩০| ০৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০০

কাবিল বলেছেন: ছন্দে ছন্দে মন্তব্য পরতে আরও ভাল লাগছে।
শুভ কামনা রইলো।


লাইক বাটনটা যেন কথায়----

০৯ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:৫৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সবি বুঝি ঠাট্টা তোমার
খোঁজার ছলে লাইক বাটন;
কমেন্ট পেয়ে বেজায় খুশী
বিরিয়ানী খাও ফুল মাটন।

৩১| ০৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬

শায়মা বলেছেন: ভাই তুমি কোথা গেলে
দেখা কেনো নাই নাই
ছন্দ ও ছড়াতে যে
সর্বদা চাই চাই।

হাসিখুশী ধিন ধিন
করে তুমি নাচবে
বুক ভরা আশা নিয়ে
তুমি খুব বাঁচবে।

কি যে হলো গেলে নাকি
ছড়া লিখে জেইলে
পারবো কি ছেড়ে নিতে
কোনোরূপ বেইলে?


চিন্তায় পড়লাম ছিন্তাই হলো কি?
নাকি ভাবী কষে এক পিটনীটা দিলো কি? :( :( :(


:P

১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:৩৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কি বা বলি দুঃখটা
কি যে আছি ফাঁপরে;
কাক দিলো ইয়ে করে
ডেটিং এর কাপড়ে। X(

মরন এই কপালেতে
সুখ মোটে সয়না;
কাপড়েতে ইয়ে দেখে
সে ও কথা কয়না। :-<

হাতেপায়ে কতো ধরি
ঘেট ধরে ঠায় চুপ;
অগত্যা ক্ষেমা দিয়ে
খাই বসে বাসী স্যুপ।

বাসী তো হবেই তা
এসেছিতো দশটায়;
নখরামী শেষ নাই
গড়িয়ে বিকেল যায়।

বাসা থেকে কল এলে
উঠে যায় না বলে;
চোখ দিয়ে রাগ ঝেড়ে
গটগট যায় চলে।

অগত্যা বেয়ারাকে
ডেকে বলি দাও বিল;
ওরে বাবা একি দেখি
দেরহাজার পার মিল !!!

দুই বাটি স্যুপে নাকি
মোট বিল তিনহাজার;
দুরু দুরু বুকে বলি
একি ভাই,কি ব্যাপার ??

দুই বাটি দু'শ টাকা
বাকীটা তো ওয়েটিং;
আমি কাঁপি থরোথরো
জবোজবো সুয়েটিং।

আছে মোটে তিনশ
মোবাইলটাও সস্তা;
ভেবেছিনু বাকীটাতে
কাল সেরে যাবে নাশতা।

এরপর কি যে হলো
কানে ধরি তওবা;
রেপটাই বাকী ছিলো
আর সব,ছিঃ বাবা.............. |-)

এইছিলো আপুমনি
শর্টকাট ইতিহাস;
প্লিজ পেটে রেখো চেপে
দিয়ো নাকো আর বাঁশ :-*

৩২| ০৯ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:৪৭

ক্থার্ক্থা বলেছেন: হুম দারুন রাজনীতির বিল ফিল
এদিক থেকে ওদিক মারা হচ্ছে ঢিল । :)

০৯ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:০০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঢিল আর মারি কই
এই দিনু চিমটি,
ঢিল মেরে কিল খাই
নেই বুঝি কামটি?

কিল বলে যে সে কিল
রাম কিল মেলে;
বেশী ফাল পারলে
যেতে হয় জেলে :||

৩৩| ১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:৫৮

সজিব হাওলাদার বলেছেন: খুব ভাল ছন্দ।

১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:২৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কোথা পেলে ভায়া তুমি
খুব ভালো ছন্দ?
ভালোবেসে বলেছ তা
যদিও বা মন্দ।

পাম্পটাম যাই হোক
শুনে লাগে ভালো;
তোমাদেরি পদভারে
ব্লগটি রাঙ্গালো :) B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.