![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।
এসএমএস টু প্রামানিকঃ
দাদা তোমার হলো কি
নেই কোনো সন্দেশ;
কতদিন দেখি নাকো
কোথা হলে নিরুদ্দেশ ???
রিপ্লাই্ঃ
দুঃখের কথা বলবো কিবা
লাগছে বড় শরম;
গ্রীষ্মে কাঁপি থরথরিয়ে
শীতে লাগে গরম।
এই হলো মোর হালের দশা
উদাস বড়ই মন;
ঝিমুই বসে সকাল বিকাল
ভুলেছি দিন ক্ষন।
শুনেছি এফএম রেডিওতে
লাইভ শোতে লাভগুরু;
সেই থেকে জাগে প্রেম
মন হয় উড়ো উড়ো।
প্রেম ভরা মন নিয়ে
খুঁজি ফিরি লাভার,
শহরের গার্লস্স্কুল
সব করেছি কাভার।
তাও মেলেনা দিলকা রাণী
অপার খুঁজি যারে;
কাম হয়না বান মেরেও
ওঝা সাধুর ঝাড়ে !!
এতো প্রেম মনে পুষি
তাও কেউ মেলেনা;
ফাঁদ পাতি কত শত
টোপ কেউ গেলেনা
লোকে বলে প্রেম আর
আমি বলি জ্বালা;
কৈশরের প্রেমিকারা
আজ সব চাচী খালা।
বউয়ের কাছে যেই কভু
খুঁজি খানিক সুখ;
ঠিক তখুনি হাঁপানীর টান
বুড়ি কাশে খুক খুক।
মুড এলে ইশারাতে
চোখ মারি আড়ালে;
চাউল নাই, নুন নাই
হাঁক মারে চাড়ালে।
এইভাবে বলো ভাই
টেকে নাকি সংসার;
দিল ফেটে চৌচির
কলিজাটা ছারখার।
পরকীয়া কত মজা
তে'তলার ভাবী;
দু'দিনেতে প্রেমে মজে
কয় চল,পলাবি ???
পীরিতির কাঁটা খেয়ে
প্রাণ নিয়ে কোনমতে;
এক ছুটে ঘরে গিয়ে
খিল দেই দরোজাতে।
পৃথিবীতে প্রেম বলে
আসলেই কিছু নেই;
বজ্জাত মেয়ে সব
ফাঁদে ফেলে নাচে ধেই।
'তোমার আমার জীবন বীণা
এক তারেতে বাঁধা';
যেই ব্যাটা লিখছে এটা
আস্ত একখান গাধা।
'আজকে না হয় ভালোবাসো
আর কোনো দিন নয়';
এই শর্তে প্রেম করিতে
কতইনা সাধ হয় !!!
সেই আশা গুড়েবালি
আহা পীড়িতি সর্বনাশী;
প্রেমের খুঁজে বৈরাগী মুই
চোখের জলে ভাসি।
উৎসর্গঃ
নয় কোনো ধুনফুন
নয় মোটে ড্রামা;
প্রথমেতে নো ডাউট
মহারাণী শায়মা
যদি পরে বাদ সে যে
দেবে মোরে ঠিকি কিক;
অত পাটা নেই বুকে
দ্বিতীয়তে প্রামানিক
ছবিঃ
নিজে নিজে আঁকা ছবি
নয় মোর কম্মো;
নেট ঘেটে ছিপ মেরে
চুরি মোর ধম্মো
০৯ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: লাষ্ট দেখি শাহবাগে
কয় যাবে টিএসসি;
দু'টো নাকি ডেটিং আছে
ডাস্ এ খাবে লাস্সি।
২| ০৯ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩০
আরণ্যক রাখাল বলেছেন: মজার হইছে
০৯ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: 'মজার হইছে' জানিয়ে
দিলে কত ইমো;
জানো নাকি ঐদিকে
তিনি খান সুখে ...মু
৩| ০৯ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মজাক লইলাম , মাগার প্রামানিক ভাই কই ?
০৯ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কারে খোঁজো,কেষ্ট ঠাকূর........?
তিনি কি আর এই ধরায়;
সেই সকালে 'রমনা' গেছে
অভিসারে দিন গড়ায়
৪| ০৯ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:১৫
কাবিল বলেছেন: সুন্দর হইছে। প্রথম লাইক।
১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:১৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: প্রশংসাতে গলছি নাকো
নইকো বোকা মুটে;
পঁচা তবু লাইক দিয়েছো
ঠিকি বুঝেছি ঘটে.............
৫| ০৯ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৬
গেম চেঞ্জার বলেছেন: খাইছে
১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:২৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: 'খাইছে' শুনে হঠাৎ করে
পড়লো মনে মুসা আমান;
বলছি চুপে,জানো কি তা
প্রামানিক আজ গোঁফটা কামান.......
৬| ০৯ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:০২
কিরমানী লিটন বলেছেন: কি করি আজ ভেবে না পাই
ছন্দ সুরের ঢেউ তুলি তাই...
প্রামানিক ভাই প্রামানিক ভাই
ছন্দে আঁকো সে চাঁদ বাঁকাই
কি করি আজ ভেবে না পাই
বনের মোষ আর মাছি তাড়াই ... হা হা হা,অনেক মজা পেলাম আপনার ছন্দের ঢেউয়ে,
সতত শুভকামনা ...
১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:৩৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বনের মোষ আর উটকো মাছি
তাড়াই কি আর সাধে;
ছড়ারাজ প্রামানিক আজ
পরছে পিরিতীর ফাঁদে।
শত হোক গুরু মোর
সহ্য তো হয়না;
নিজ থেকে আগে বাড়ি
সে তো কিছু কয়না।
৭| ০৯ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৩
আমিনুর রহমান বলেছেন:
প্রমানিক ভাইয়ের ভান্ডার তো সব ফাঁস হয়ে গেলো।
প্রামানিক ভাই, তে'তলা ভাবি সুন্দরনি ?
চমৎকার ছন্দময় লিখা +
১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:৫৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: রূপের কথা বলবো কি আর
শেওড়া গাছের পেত্নী;
ভোলাভালা প্রামানিকরে
যাদুটোনায় সূতোর আঁটনি।
মুলোর মতন দাঁতগুলোতে
দেখতে লাগে ড্রাকূলা;
হাসলে বুকে হিম ধরে যায়
রক্ত জমাট চোখগুলা।
৮| ০৯ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৫
ধমনী বলেছেন: সুন্দর সুন্দর।
১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:৫৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: দুইবারই একি কথা
আহা লাগে বেশ;
ছোটখাটো,তাতে কি
রয়ে যায় রেশ
৯| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৫৭
সচেতনহ্যাপী বলেছেন: আসামী এখনো হাজির নয় কেন নাকি জবাবে পাল্টা ছড়ায় শান দিচ্ছে??
১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:০০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: হাজির হওয়া দূরে থাক
দেখছিনা তার টিকি;
তবু জানি আড়াল থেকে
দেখছে সবি ঠিকি।
তোমার মতন আমিও ভায়া
এই পেতেছি কান;
মাবুদ জানে করছে কি সে
দিচ্ছে কেমন শান ??
১০| ১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:০৫
চাঁদগাজী বলেছেন:
এসব গুরু মুরু তো খুঁজতেছি
১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছিঃ ছিঃ ভায়া বলো কিগো
তোমাতেও ভীমরতি !!
বুঝিনা ছাই আজকাল
ভীনদেশী মতি গতি।
১১| ১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:১৭
রিকি বলেছেন: সাদাসিধে আমাদের ভাইয়াটাকে আপনি লাভগুরু বানিয়ে দিলেন !!!!!
১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: এই হলো প্রবলেম
যেই মুখ খুলেছি;
সব্বাই আমাকেই
ধিক দেয়,বলে ছিঃ।
রিকিপুনি বোকা তুমি
বড় বেশী আলাভোলা;
টের পেতে ঠিকি সবি
রাখলে যে চোখ-কান খোলা
১২| ১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:১৬
রুদ্র জাহেদ বলেছেন: এতো তুমুল কান্ড।দারুন+++
১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:০৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কান্ড বলে কান্ড,সে যে
প্রামানিকের রাসলীলা;
মেয়ে পটানোর তাবত রীতি
তার কাছে ছেলে খেলা।
১৩| ১০ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৪
রূপক বিধৌত সাধু বলেছেন:
১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:০৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সত্যি নয়তো মিথ্যে নাকি
পুরোপুরি সঠিক;
এক রত্তি মিথ্যে পেলে
দিয়ো পাছায় রাম কিক।
১৪| ১০ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৩
রাবার বলেছেন: লাভগুরু
১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:০৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: প্রামানিক লাভগুরু
সে কি আর বলতে;
সত্যিটা বললেই
জ্বলে উঠে সলতে।
১৫| ১০ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪০
কামরুন নাহার বীথি বলেছেন: তাও মেলেনা দিলকা রাণী
অপার খুঁজি যারে;
কাম হয়না বান মেরেও
ওঝা সাধুর ঝাড়ে !!
--
আ --হা --রে-- কী যে কষ্ট!!!
এইটা একটু পড়ে দেখুন দেখি, কোন কূল কিনারা পান কী না !!!!
১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:১৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আহা ক্ষ্ট কাকে বলে
যেনো প্রামানিকের নাভীশ্বাস;
প্রেম বিহনে খাচ্ছে খাবি
নিতেও পারে গলে ফাঁস !!
অবস্থা তার এমনি নাজুক
যখন তখন দুর্ঘটনা,
করছনা ক্যান একটা কিছু
তাঁর ছেড়া তার ক্যান বুঝনা ??
১৬| ১০ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৩
কথাকথিকেথিকথন বলেছেন: কী সর্বনাশ করলেন !! সব ফাঁশ করে দিলেন !! উনি তো নিরুদ্দেশ । মুখ দেখানোই এখন উনার দায় !!
যাই হোক লেখনী বেশ হাস্যরসে ভরপুর ।
১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:১৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কতইবা করেছি ফাঁস
বেশী হলে এক দুই;
প্রামানিকে যা করেছে
সেঞ্চুরী প্রায় ছুঁই ছুঁই।
১৭| ১০ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫২
প্রামানিক বলেছেন: আরে ভাই কইচ্চেন কি? আমারে নিযে এমন ছওয়াল জওয়াব আর আমি নাই।
আই ছড়া পড়ি তো বেদিশা হই গেছি।
১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:০৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: হিরিত করি ফইচ্চ গাথাত
হেই দোষ আ'ন্নি;
হেমুই যাইয়ের চ
হেতি খা'র চান্নি।
১৮| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:০১
প্রামানিক বলেছেন: অকাম কুকাম নিজে করে
অন্যের ঘাড়ে চাপায় দোষ
কোন কিছু বললে পরে
করে শুধু ফোঁস ফোঁস।
কি করি আজ ভেবে না পাই
কু কর্ম সব তার
নিজের দোষটা অন্যের ঘাড়ে
চাপানই কারবার।
আমার তো ভাই তালাই নাই
তিন তলা পাবো কই
টিনের ঘরে রাত্রি কাটাই
নাইরে কোন মই।
কি করি আজ ভেবে না পাই
তিন তলাতে থাকে
পাশের রুমে হয়তো কাকে
ভাবী বলে ডাকে।
তারই সাথে পীরিত করে
পড়ছে বুঝি ধরা
কিল গুঁতোটা খাওয়ার পরেই
লিখছে মজার ছড়া।
১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:১৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বুড়ো কালে প্রেমে মজে
প্রামানিকে ফেঁসেছে;
মন দরিয়ার মাঝে
প্রেম তরী ভেসেছে।
এতে নেই দোষ কোনো
প্রেমের নেইকো বয়েস;
তিনকালেও জাগতে পারে
কচি ছুড়ির খায়েশ।
রাগ লাগে তখুনি
যবে মারে পাল্টি;
কৌশলে ঠেলে দেয়
কোর্টে মোর বলটি।
আমি কিছু করি নাই
শত দেয় উছিলা;
কমু নাকি চিল্লাই
রাতে কই গেছিলা।
চামে চামে তে'তলায়
গিয়া কও,সোনা ভাবী
দেবর আমি তোমারি
মিনিমাম হাফ দাবী।
এরপর বাকীটুক
কইলেই সেন্সর;
মডু মোরে ঝাড়বো
বেদ্দব,কান ধর।
আমি কই দাদা তুমি
যতই দেও ফাঁপর;
লিপষ্টিকের দাগ অহনো
আছে দেখ কাপড়।
১৯| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১:১৪
সুমন কর বলেছেন: বেশ মজার হয়েছে........
+।
১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: মজা সেতো বেশ বটে
মৌজ করে প্রামানিক;
খুশী দেখ চেহারাতে
চেকনাই চিকচিক
২০| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১:১৭
নিমগ্ন বলেছেন: বেশ মজার তো.......। জমে উঠছে......।
১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: জমে সেতো উঠবেই
জমে হলো পুরো দৈ;
প্রেম গাঙে হাবুডুবো
জল তার থৈ থৈ
২১| ১১ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৩
ঠ্যঠা মফিজ বলেছেন: ছড়ায় গানে তুমল চটেছে মাঠ হয়েছে গরম
হায়রে কারো কারো গেল মান লজ্জা সরম ।
১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:০০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: প্রামানিকের লজ্জাশরম?
বলেছো দাদা বেশ;
রঙ্গলীলা বাড়ছে কেবল
ঢংএর নেইকো শেষ।
২২| ১১ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৫
জারাহ বলেছেন: চরম!!!!!!
পুরাই হাইরেট
প্রেমের গোপনীয়তা ফাঁস হলো
১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:০৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ফাঁস আর কটা হলো
পুরোটাতো ইতিহাস;
প্রেম চরে প্রামানিকে
করে হাইব্রীড প্রেমচাষ।
কতইবা করেছি ফাঁস
বেশী হলে এক দুই;
প্রামানিকে যা করেছে
সেঞ্চুরী প্রায় ছুঁই ছুঁই।
২৩| ১১ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৬
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চরম হইছে। সবাই চালিয়ে যান। ধন্যবাদ।
ভালো থাকবেন নিরন্তর।
১৪ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:১৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: উইশ করেছো,থ্যাংকস্ দিয়েছো
বললে লাগলো চরম;
প্রশংসাতে গেলুম গলে
লজ্জা পেলুম চরম
২৪| ১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৯
জাতি_ধর্ম_বর্ণ বলেছেন: ঐশী মুসলমানের মাইয়া হয়ে এমন কাজ করতে পারলো? ছি ছিঃ
১৪ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:২১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: স্রেফ দু'টো ঘটনাই
পোষ্টেতে কইছি;
প্রামানিকের লিষ্টে
মোটে নেই ঐশি
২৫| ১২ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১০
নিমগ্ন বলেছেন: ধর্ম অবমাননা।
১৪ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:২৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আর ভায়া দিয়ো নাকো
ধর্মের দোহাই;
নীতি বোধ নেই বলে
এত দুখ পোহাই
২৬| ১২ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৮
শায়মা বলেছেন: হায় হয়া প্রামানিকভাইয়ার কি হয়েছে!!!!!!!!
১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:২১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কি বা আর হবে বলো
মন তার উড়ো উড়ো;
কি হলো শুধালে বলে
কি যে বলো,ধ্যাৎ ধুরো।
এই হলো প্রবলেম
নিমিষে চোখ পাল্টি;
দুনিয়া উল্টে গেলেও
খায়না স্বীকার ভুলটি।
২৭| ১২ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২১
জুন বলেছেন:
কই হারালো প্রামানিক ভাই
কি করি আজ ভেবে না পাই
১৪ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:৩০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কেষ্ট ঠাকুর যাবে কোথা
সখী নিয়ে রাসলীলা;
গোপী তার শত শত
ক্যারেকটার পুরো ঢিলা
২৮| ১২ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩২
শায়মা বলেছেন: ছবিঃ
নিজে নিজে আঁকা ছবি
নয় মোর কম্মো;
নেট ঘেটে ছিপ মেরে
চুরি মোর ধম্মো
ভাইয়া
আমার ভাই হয়ে তুমি ছবি আঁকায় জিরো!
এই কথাটা বলতে পারলে কেমন তুমি হিরো!
কাল থেকে রোজ বিকালে এক কান ধরে
এক ঘন্টা দাঁড়িয়ে থাকবে এক পার পরে।
তারপর চোখ, নাক মন দিয়ে গাছে
ছবি আঁকার তালিম নেবে তুমি আমার কাছে।
( গাছে কেনো ভেবে দেখো এইবার তুমি
ছন্দে না মিলে যদি রুমি সুমি ভুমি
মেলানোর প্রয়োজনে তেল আর জলে
মিলানো জায়েজ আছে ইহা ছলেবলে )
১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ( গাছে কেনো ভেবে দেখো এইবার তুমি
ছন্দে না মিলে যদি রুমি সুমি ভুমি
মেলানোর প্রয়োজনে তেল আর জলে
মিলানো জায়েজ আছে ইহা ছলেবলে )
কোন কানে ধরবো
কোন পায়ে দাঁড়াবো;
ঠিক করে না বললে
কি করে তা করবো?
ছবি আঁকা হবে নাকো
যতই দাও শাস্তি;
গুলি করে মারো কিবা
গলে ধরো কাস্তি।
বহু আগে একবার
হাতে নিয়ে রঙ তুলি;
এঁকেছিনু মোনালিসা
লোকে কয় ব্যাঙ খুলি !!!
তুলি ফেলি ডাষ্টবিনে
দিল ভেঙ্গে চুরচুর;
রঙ সব গ্লাসে ঢেলে
গিলে ফেলি মিশিয়ে গুড়।
ছবি আঁকা ঘাট হলো
এবার আসি ছন্দে;
যাই বলো তাই সই
তেলে জলে দন্দ্বে।
কথা সব ভারি ভারি
ঢুকেনাতো ঘটে মোর;
কথা শুনে মাথা ঘোরে
হালকা লাগে যে ঘোর।
ছন্দের কি বা বুঝি
আমি বোকা কেষ্ট;
সামু ব্লগে তুমি সেরা
সকলের শ্রেষ্ঠ।
২৯| ১৪ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:৩১
গেম চেঞ্জার বলেছেন: এতো ছড়ার লাইন মাথায় আসে কিরাম?
১৪ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:৩৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছড়া কোথা দেখ ভায়া
সবি হলো অগাবগা;
তুমি হলে ব্লগে কিং
আমি গেদু পুরা মঘা
৩০| ১৪ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:৩৭
গেম চেঞ্জার বলেছেন: ব্লগে কিং???? আমি????????
(আবেগে কাইন্দালছি)
১৪ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:৫১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভুল কি বা বলেছি
আমি লোক ভালা;
রঙ ঢঙ দেখলেই
গায়ে ধরে জ্বালা।
৩১| ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:৩৩
শায়মা বলেছেন: ভাইয়া!!!!!!!!!!!!!!!!!!
আজ ধরেছি!!!!!!!!!!!!!!!!!!!!!!
তোমাকে!!!!!!!!!!!!!!!!!
১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ও মাগো মা ছেড়ে দাও
করবোনা আর চুরি;
আহা খুব লাগছেতো
ব্যাথা কি যে,মরি মরি।
৩২| ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:৩৯
শায়মা বলেছেন: কোন কান আবার কি
কোন দাঁড়াবে!
এটাও বলতে হবে
দুই কানে ধরবে!
দুই পায়ে দাঁড়ানোটা
তাই বলে চলবেনা
শেষে তুমি আরামসে
কষ্টেও মরবেনা।
ছবি আঁকা হবে না কো?
এহ বল্লেই চল্লো
ছবিনা আঁকতে পেরে
কত লোকে মল্লো।
কাস্তেও ধরিনিকো
করিনিও গুল্লি
চুবিয়ে মেরেছি আমি
চোখে বেঁধে ঠুল্লি। (হে হে )
২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:৩২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঠিকাছে ঠিকাছে বাপু
দুই কানে ধরলুম;
আরে...চিল্লাও ক্যান
করি তা,যা শুনলুম।
তুমিই তো বল্লে
দুই কানে ধরতে;
যেই ধরি কান দুটো
আসো খালি মারতে।
ফেলোনা খুলেই বাপু
কানের ঐ ঝুমকো;
তাইলেই ইজি হয়
লাগেনা ব্যাথা ঠুনকো
৩৩| ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:৪২
শায়মা বলেছেন: সেরাই বা শ্রেষ্ঠ কি
নিজে সাঁজো কেষ্ট
নেই লাভ নেই লাভ
কথা দিয়ে মিষ্ট।
দুষ্টেরা ভোলায় যে
খুব আমি জানি তা
মরলেও করবো না
বিশ্বাস মানি তা।
২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:৩৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বোকা নাকি হাদা খুকি
কেনো দেবো মিছে পাম্প;
ক'লে তুমি দেবে নাকি
সোনা দানা ড্রাম ড্রাম ???
খালি খালি ভুল বুঝে
মনে কতো সংশয়;
খুতখুতে মনটাকে
তিলে তিলে করে ক্ষয়...........
৩৪| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৩২
খায়রুল আহসান বলেছেন: ছন্দের তালে তালে
কত কথা বলে গেলে!
কাজটা করোনি তুমি
একেবারে মন্দ,
যার কথা বলে গেলে
তারও আছে ছন্দ।
এবারে দেখবো মোরা
ছন্দের যুদ্ধ,
আশাকরি কেউ তাতে
হবেন না ক্ষুব্ধ।
এরকম একটা মজার পোস্ট পড়ে আমারও দুটো কথা বলে গেলাম।
২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:৫০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ওরে বাবা এতো দেখি
রীতিমতো রাজকবি;
আমি লিখি টুকটাক
ছড়াটা আমার হবি।
আট আট ফরম্যাটে
অগামগা লিখি ছড়া;
পাঠকেরা ভালো বলে
মিছে শুনে আত্মহারা
৩৫| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৫
সাহসী সন্তান বলেছেন: এত কবিতা লইয়া রাতে ঘুমান ক্যামনে ভাই......?? আইনস্টাইনের মত ব্লগে আপনার মাথার দাম হাকাইলাম........ দেড় টাকা! তয় মৃত্যুর পর!
১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: না গো ভায়া এই মাথা
আভি তাক আনইউজ;
মরলে হাঁকাতে পারো
বিগ ডিলে মোর হিউজ।
৩৬| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১৭
সাহসী সন্তান বলেছেন: তাইলে ঐ কথাই রইলো? মরনের পর আপনের মাথা আমার। মূল্য দেড়টাকা! হেইডা ভাবীরে আগেই জানাইয়া দিয়েন? হেতে পরে আবার কুনো ব্যাগড়া সৃষ্টি না করে?
১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:২৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভাবী পামু কোত্থিকা
কবে গেছে ভাইগ্গা;
কথা তবে ঐ হলো
মাথা নিও, যাওগ্গা..........
৩৭| ২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪৮
শায়মা বলেছেন: তুমিই তো বল্লে
দুই কানে ধরতে;
যেই ধরি কান দুটো
আসো খালি মারতে।
ফেলোনা খুলেই বাপু
কানের ঐ ঝুমকো;
তাইলেই ইজি হয়
লাগেনা ব্যাথা ঠুনকো ;
মাইগড শুনতেও এ আমার হলো!
তুমি পরো ঝুমকো এতদিনে বলো!!!!!
ভেবেছিলাম তুমি এক নর্মাল ভাইয়া
জানিনিকো বুঝিনিতো তুমি এক সাইয়া।
ওপস নো নো সাইয়া না তুমি ঐ ট্রেনেতে
দুহাতে বাঁজাও তালি টাকা কড়ি কেড়ে নিতে।
পরো শাড়ি, মারো ঝাড়ি, রং সং মেকাপে
বলো দেখি এইবার তুমি আসলে কে!!!!!!!!!!!!
(
রাগ করে এইবার আসো যদি মারতে
তেড়ে মেরে ধরে টরে কুটতে ও কাটতে
আগে থেকে বলে নেই লাভ ইউ সো মাচ
না ছুঁই পানি বাবা উঠানেতে ধরি মাছ।
ছড়িতার প্রয়োজনে মাঝে মাঝে বলি যে
কিছু যদি রাগ করো গলায় দেবো দড়ি যে!!!!!!!!!!!!)
আমার না কিন্তু !!!!!!!!!! তোমার!!!!!!!!!!!!!! মানে তোমার গলায় দড়ি!!!!!!!!!!!!!!!
২১ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: দুষ্টের শিরোমনি
লন্কার রাণী,
চুপে চুপে খাও তুমি
চিরতার পানি।
বলেছি তোমার কান
কি দারুন কৌশলে;
শব্দের খেল খেলে
নামখানা পাল্টালে !!!
বমি আসে আ্যাঁক আ্যাঁক
গা করে ঘিন ঘিন;
বল্লে কি আপ তুমি
মাথাটাও চিনচিন
আইআইও বলে বলে
ট্রেনে বাসে মেরে তালি;
গনহারে তুলে চান্দা
প্রয়োজনে ড্রেস খুলি।
ইসসস আপু তুমি কি
ভাবতেও চাইনা;
বল্লে কি এটা তুমি
ঘিনে ভাত পেটে যায়না।
ফের যদি বলো কভূ
গুলি মেরে ঝাঁঝরা;
কইলো কি বদ আপুটা
আমি নাকি ........ড়া ???
৩৮| ২২ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১০
শায়মা বলেছেন: ফের যদি বলো কভূ
গুলি মেরে ঝাঁঝরা;
কইলো কি বদ আপুটা
আমি নাকি ........ড়া ???
কি যা বলো ভাইয়াটা এ কি বলতে পারি?
তুমি হলে মহারাজ ড্যাস ড্যাস ধাড়ি।
ড্যাস ড্যাসে ফ্যাস ফ্যাসে হুপ হুপ হুম্পো
এ ডাল ও ডালে তুমি দাও রোজ ঝম্প।
কলা পেলে খুব খুশি লেজখানা ঝুলিয়ে
উল্টে তাকাও ড্যাব ড্যাবে চোখ মেলিয়ে।
২২ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তাও ভালো প্রমোশান
ওতে আমি খুশী;
ফের যদি কও তা
জোরে দিমু ঠুশী।
জাম্প দেয় এথলিটে
কতো তার শান বান;
নতূন এই টাইটেলে
সিনা উঁচা টানটান।
৩৯| ২৩ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:০৩
শায়মা বলেছেন: তুমি হবে এথিলেট এত বাহাদূরী!
শুনে আমি সারাদিন হেসে মরি মরি।
ল্যাংব্যাং ঠ্যাং খোড়া বড় নড়োবড়ো
এক পা আগাতে তুমি সাতবার পড়ো।
বুক কাঁপে ধড়ফড় বস দেয় ধামকি
তুমি বলো থাম বাবা, একবার থামবি।
তাও বলো মনে মনে, গলাতেও কম জোর
মিনে মিনে কথা শুনে মনে হয় গাঁজাখোর।
হাত কাঁপে থরথর কিবোর্ডের পরে
চোরা চোখ চাউনি কেউ যদি ধরে।
পুলিশ কি চোর ডাকু সব্বার ভয়েতে
দিনরাত জপ করো টেবিলের তলাতে।
চারিধার ঢাকা দিয়ে টেবিলের ঢাকনী
পায়নাকো কেউ খুঁজে, ছেঁকে ছেঁকে ছাকনী।
২৩ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: এইবার বুঝা গেলো
তুমি টিভি দেখোনা;
মিডিয়ার হেডলাইন
পেপারও বুঝি পড়োনা!!!
গত মাসে মাদ্রিদে
গ্রান্ডস্লাম স্পেনিশে;
জিতেছিনু গোল্ডকাপ
হাই ভোল্ট টেনিসে।
জুলাইতে চায়নার
ওয়ার্ল্ডকাপ ম্যারাথনে;
সব গোল্ড একা মোর
একথা জানে জনে জনে।
গেলো বারে প্যারিসের
গ্রান্ডপিক্স কার রেসে;
ঘুমিয়ে ঘুমিয়ে জিতি
ট্রফিটা হেসে হেসে।
রাশিয়ার মস্কোতে
কমপিট হলো জিমন্যাস্ট;
সারা দুনিয়াই জানে
তাতে আমি ছিনু ফার্ষ্ট।
এসেদিনও টোকিওর
মাস্টার্স গল্ফ কাপে;
জিতি টানা তিনবার
অলইনঅল খাপে খাপে।
গত শুক্কুরবারে
ইতালীর রোমেতে;
বিলিয়ার্ড চ্যাম্পিওন
শ্যাম্পেনে লাল ফিতে।
হাই জাম্প,লং জাম্পে
রেকর্ড সব আমারি;
হান্ড্রেড মিটারেও
মেডেল আছে কারি কারি।
সবি পাবে চ্যানেলের
হট লিড নিউজে;
জেনারেল নলেজ বাড়ে
বেশি বেশি ইউজে।
তাই বলি গাঁইয়াপু
হও খানিক ইসমার্ট;
আমারই আপু তুমি
চলো ডাটে নিয়ে পার্ট।।
৪০| ১৫ ই জুন, ২০১৬ ভোর ৬:০৪
কালনী নদী বলেছেন: HAHAHAHAHAHAHA
১৫ ই জুন, ২০১৬ ভোর ৬:১৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সেকি হাসি দিলে ভায়া
কন্ঠেতে গমগমি;
আমিতো ভীতুর ডিম
ডরে উঠি ছমছমি।
৪১| ১৫ ই জুন, ২০১৬ ভোর ৬:২১
কালনী নদী বলেছেন: the best poetry i have ever read! that was very nice. thank you.
১৬ ই জুন, ২০১৬ ভোর ৬:২৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কইলো কি ঠাকুরপো
ঘাট হলো পামরাজ;
পাম মারা ছাড়া বুঝি
নেই তোমা কোন কাজ??
৪২| ১৫ ই জুন, ২০১৬ ভোর ৬:২৩
কালনী নদী বলেছেন: Chobite' pramanik da ki sundor ason pete sadona korchen! setao onek mozar. . totally magical!
১৬ ই জুন, ২০১৬ ভোর ৬:২৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: লাভগুরু বলে কথা
জাদু তার স্পর্শে;
চোখ মুদে আসনেতে
ভালোবাসা বর্ষে।
©somewhere in net ltd.
১|
০৯ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:২২
অগ্নি সারথি বলেছেন:
হৈ হৈ রৈ রৈ
প্রামানিক ভাই, গেল কই।