নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডানে গেলে জঙ্গীবামে গেলে নাস্তিক;দ্বন্দ্বেতে নেই বাপুআছি হেথা মাঝ ঠিক

কি করি আজ ভেবে না পাই

ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।

কি করি আজ ভেবে না পাই › বিস্তারিত পোস্টঃ

মুমূর্ষু প্রামানিক,তোলপাড় সামু

১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:১৪




সামু ব্লগে জনপ্রিয়
প্রামানিক ছড়াকার;
বা'চোখের নীচে উঠে
বিশাল এক ফোঁড়া তার।

সবার আগে দেখেন তা
আদরের গিন্নি;
নাশতার টেবিলেতে মুখে
যেই তুলে ফির্নী।

দেখে শুরু চিৎকার
ও বাবারে ম'লাম আমি;
টিউমার রে,ক্যান্সার রে
গেলো বুঝি জানু স্বামী।

চেঁচিয়ে চেঁচিয়ে সারা
বাড়ি করে তোলপার;
সারা সামু এক করে
ডায়ালেতে বারবার।

ওরে নদী,ওরে রসি
তোরা সব কই গেলি;
আয়না রে তাড়াতাড়ি
ক্লিনিকেতে নে না ঠেলি।

গেম ভায়া,সাস ভায়া
দৌড়ে আয় জলদি;
লোকটার কি যে হলো
বেশ ছিলো হেল্‌দি।

ফোন পেয়ে ছুটে আসে
রাখাল আর কান্ডারি;
বিলাপেতে কেঁদে উঠে
সুর তোলে ভান্ডারি।

জানা,রিকি,জুন,বীথি
আপু সব এক সাথে;
দল বেঁধে আসে ছুটে
সবে এক রিকশাতে।

এসে শুরু চেঁচামিচি
চিৎকার হৈ চৈ;
এ দেবে,সে দেবে বলে
ভাড়া নাই,ভাড়া কৈ?

তাড়াহুড়ো করে সবে
আসে ভুলে পার্স ফেলে;
রিশকার ডেরাইভার
রাগে যেনো গিলে ফেলে।

ছুটে আসে হামা ভাই
রাখো রাখো আমি দেবো;
লেডিস যে দেখো নাকো
চড়ে দাঁত তুলে নেবো।

উর্বিপু ছুটে আসে
হাতে নিয়ে রঙ তুলি;
সারারাত এঁকেছিলো
গায়ে মাখা কালি ঝুলি।

সুমন আর অপু ভায়া
আসে চড়ে ট্যাক্সি;
খালি পায়ে আরজুপু
শুধু পড়ে ম্যাক্সি।

কা_ভা ভায়া ছুটে আসে
কেজি দুই ফ্রুট নিয়ে;
তাড়াহুড়োয় চটি জোড়া
পড়ে ভুলে উলটিয়ে।

লেদারের পানজাবী
জিন্সের সালোয়ার;
গাড়ী চড়ে ভাবে আসে
কবি সেলিম আনোয়ার।

গিয়াস আর কিরমানী
দু'লিটনই দেয় হাজিরা;
কল দেয় প্রবাসের
মানবী,চাঁদগাজীরা।

আবুলের বাপও আসে
সাথে নিয়ে সেয়ানা;
স্রেফ আসেনি বিশু ভায়া
মিটিং আছে গায়ানা।

সাদা আর বোকা মানুষ
দু'জন আসে ফটাফট;
রুদ্র,কাবিল,রুপক সাধু
সাথে ঘুড্ডির পাইলট।

ঘরে ঢুকে সকলেই
ভাবীকে দেয় শান্তনা;
বাড়ে আরো ভলিউম
কান্নায় সে ক্লান্ত না।

ডাক্তার নার্স ডাকো
ডাকো উঝা বদ্যি;
জানাপুকে জড়িয়ে
উড়নাতে মুছে সর্দি।

লেট করে ঢং করে
অবশেষে শায়মাপু;
ঘরে ঢুকে ছল ধরে
কান্নায় কাঁপু কাঁপু।

কতো নাম বলবো
বাদ নেই কেউ মোটে;
সবে আসে কল পেয়ে
পরিমরি এক ছুটে।

সামুর যতো ডাক্তার
সবে এলো এক ছুটে;
কবে হলো,কেনো হলো
জেনে নেয় খুটে খুটে।

ডাক্তার সব শুনে
কয় সবি বুঝলাম;
লাভ নেই শুধু শুনে
যদি রুগী নাই দেখলাম।

এত'খনে সকলের
ফিরে আসে সম্বিত;
আরে ঠিকি তাইতো
কোথা গেলো প্রামানিক!!!

খোঁজ খোঁজ রব রব
নেমে পড়ে সব ব্লগার;
বাথরুমে,ড্রইংরুমে
কোথা নেই ছড়াকার।

পিচ্চি হুজুর টেটনা বড়
উঁকি দেয় সি্‌ড়িতে;
দেখে সেথা প্রামানিকে
বিড়ি ফুঁকে বসে পিঁড়িতে।

ব্যাপার কি দাদা তুমি
বাহ দেখি আছো বেশ;
ঐ দিকে গোটা সামু
টেনশানে প্রায় শেষ।

প্রামানিক হেসে কয়
আরে ব্যাটা হাদারাম;
ফোঁড়া নয় ওটা ছিলো
ছুঁড়ে ফেলা চুইংগাম।

বাচ্চাটা খেলছিলো
মুখে ছিলো গাম টা;
কোলে নিয়ে চুমু খেলে
মুখে ছুঁড়ে দিলো তা।

খেয়াল তা করিনি মোটে
কি করে যে লেগেছিলো;
তাই দেখে তোর ভাবী
কান্ড বাধিয়ে দিলো !!!

তাও বলি একভাবে
লাগছে ভীষন ভালো;
মিলনের এই মেলা
সামু হোক আরো আলো।

ডান-বাম,আস্তিক-নাস্তিক
দ্বন্দের বেড়াজালে;
প্রায়ই দেখি সামু ভরা
অশ্লীল গালাগালে।

মোটে ভালো লাগেনা
এই সব হীনতা;
সামু হবে নির্মল
মুক্তির বারতা।।

পরিচয় একটাই
আমরা সামুর ব্লগার;
স্বপ্ন দেখি একি সাথে
নতূন প্রভাত জাগার।

নটে গাছ মুড়লো
কথা মোর ফুড়লো

যাবার আগে বলে যাই
আর মোটে দুটো লাইন;
এসোনা সবাই মিলে
সামুটাকে করি শাইন।


উৎসর্গঃ
শিউর আমি সকলেরি
কনফার্ম এক দাবী;
পোষ্ট হোক ডেডিকেট্‌
প্রিয় প্রামানিক ভাবী।

নাম আছে আরো এক
মহারাণী শায়মা;
তারে ক্যান বাদ দিমু
সে কি মোর সৎ মা??

ছবিঃ
নেট থেকে মারলুম
পারি নাকো আঁকা আঁকি;
ভরসা গুগল সার্চ
ভারী মজা দিয়ে ফাঁকি :P

মন্তব্য ১৪৪ টি রেটিং +১৩/-০

মন্তব্য (১৪৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৩

শায়মা বলেছেন: ভাইয়া!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!



১০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০ নাম্বার!!!!!!!!!!!



হাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহা


সত্যিই এক্সসেলেন্টো!!!!!!!!!!!!!!!!!!!!! :P

১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: হুহ,,,
না পড়েই খালি খালি
শুধু করো ঢঙ;
ভাবো কিছু বুঝি নাকো
আমি গ্যাদু সঙ।

২| ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৬

শায়মা বলেছেন: ওকে যাও আজকে মেনে নিলাম আমি হার
আজকের মত মাফ সব দোষ ধোর মার!!!!

তুমি মোর ভাই আপন প্রমান তা করছো
সব নাম ধরে ধরে ছড়াতে তা ভরছো!!!


আমি ফেইল ঘাট মানি গেছি হয়ে বড় হা
ঢং ছেড়ে সাজ ছেড়ে বের হয়ে গেছি গা !!!!!!!


(((মানে সাজুগুজু ছেড়ে বাসা থেকে বের হওয়া আর কি!:)))

১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সাজুগুজু করবেই
নতুন কি আছে তাতে;
মেকাপটা ঠিক করো
ভাতও যদি থাকে পাতে। ;)

৩| ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩২

আহমেদ জী এস বলেছেন: কি করি আজ ভেবে না পাই ,




আমিও আজ পাই না ভেবে কি যে করি
ব্লগ খুলে এটা দেখে হেসেই মরি । =p~ =p~ =p~
ফাঁসির আগেই মরে গেলে
সামুর এই ব্লগটি ফেলে
ওপারেতে ক্যামতে যামু চলে ? :(( :( :((



১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সিরিয়াস পোষ্টেতে
বেশ দিলে হাসি;
অপমানে জ্বলে পুড়ে
দমে দমে কাশি :-<

৪| ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩২

শায়মা বলেছেন: সবার আগে দেখেন তা
আদরের গিন্নি;
নাশতার টেবিলেতে মুখে
যেই তুলে ফির্নী।

ভাইয়া হাবু ছোটবাবু
জানতাম না আমি তা
মুখে করে দেয় তুলি
খানা পিনা ভাবী তা!



ওরে নদী,ওরে রসি
তোরা সব কই গেলি;
আয়না রে তাড়াতাড়ি
ক্লিনিকেতে নে না ঠেলি।

গেম ভায়া,সাস ভায়া
দৌড়ে আয় জলদি;
লোকটার কি যে হলো
বেশ ছিলো হেল্‌দি।

এরা সব সারারাত দিয়ে দিয়ে আড্ডা
সক্কাল বেলাতেই গেছিলো তো বাড্ডা
হরতাল পিকেটিং সেরা মোর সাসভাই
গেমভাইয়া হেলু ধুলু কারো সাথে পাঁচে নাই
নদীভাইয়া, রসিভাইয়া তারা জ্ঞান গর্ভ
দিনরাত পড়ে বই পন্ডিৎ সর্ব।
ভাবীজির চিৎকারে সব কিছু ফেলে
এক দোড়ে হৈ চৈ এলো তারা চলে। :)

১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এরা সব সারারাত দিয়ে দিয়ে আড্ডা
সক্কাল বেলাতেই গেছিলো তো বাড্ডা
হরতাল পিকেটিং সেরা মোর সাসভাই
গেমভাইয়া হেলু ধুলু কারো সাথে পাঁচে নাই
নদীভাইয়া, রসিভাইয়া তারা জ্ঞান গর্ভ
দিনরাত পড়ে বই পন্ডিৎ সর্ব।
ভাবীজির চিৎকারে সব কিছু ফেলে
এক দোড়ে হৈ চৈ এলো তারা চলে। :)


ওরে বাবা কার লগে
দেই আমি টক্কর;
পরীরাণীর ছন্দে
মাথা দেয় চক্কর। B:-)

৫| ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৪

প্রামানিক বলেছেন: নানা রকম গল্প দিয়ে
ভরে দিয়েছেন সামু
কথা শুনে দৌড়ে এলো
খালা, খালু মামু।

ব্লগার সব দৌড়ে এলো
ভকর ভকর শুনে
পান তামাকের দাওয়াত খেল
ধক্ নাইরে চুনে।

আমার যারা ভক্তবৃন্দ
শোনেন দিয়ে মন
এই ব্লগে কি করি--পাই
একাই একশ' জন।

মাঝে মাঝে মাতিয়ে রাখে
উল্টাপাল্টা ছড়ায়
এসব পড়ে অনেক লোকে
এমনি এমনি ডরায়।

এসব পড়ে অনেক লোকে
পায় নাকিরে কষ্ট
আমি কিন্তু খুশিই থাকি
বলে দিলাম স্পষ্ট।

১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এসব পড়ে অনেক লোকে
পায় নাকিরে কষ্ট
আমি কিন্তু খুশিই থাকি
বলে দিলাম স্পষ্ট।


কও কি দাদা এই কথাটা
ছিলোনা মোটে জানা;
জানলেও কি শুনবো নাকি
মানবো কভূ মানা ??

চিরকালি ঘাওরা আমি
ঘাড়ের রগটি ত্যাড়া;
উল্টা=পাল্টা ছড়া লিখি
মাথাও কেড়াবেড়া।

৬| ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৪

শায়মা বলেছেন: ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩১ ০
লেখক বলেছেন: সাজুগুজু করবেই
নতুন কি আছে তাতে;
মেকাপটা ঠিক করো
ভাতও যদি থাকে পাতে। ;)

ঐ চুপ তোমার মত
ভুতো কালো নাকি X((
পরীরাণী সুন্দরী
অপ্সরী আমি! :`>

তাই সাজুগুজু ছাড়া এক্টিং করে
নো মেকাপ লুকে এলাম আমি চলে!!:)




১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ওকে বাবা চুপ চুপ
মুখে দিনু তালা;
হাছা কথা কমু কি গো
হেদিন আছে খালা ?? :D :P

৭| ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৫

রিকি বলেছেন: আমাগো রিক্সার ভাড়া প্রামাণিক ভাই দিবে, খুচরা পাচ্ছি না !!!! ;) ;) আর নাহলে আপনি দিবেন---গাড়ি দিতে হচ্ছিল কি অ্যা অ্যা !!!!! ;) চারজন আপু রিক্সা ১ টা---ভাড়া আপনি নাহই প্রামাণিক ভাই দিবেন, আমরা পার্স বাড়ি রেখে যাব ( মৌন প্রতিবাদ) !!!!! B-)) B-)) B-)) B-))

মোটে ভালো লাগেনা
এই সব হীনতা;
সামু হবে নির্মল
মুক্তির বারতা।।

পরিচয় একটাই
আমরা সামুর ব্লগার;
স্বপ্ন দেখি একি সাথে
নতূন প্রভাত জাগার।

নটে গাছ মুড়লো
কথা মোর ফুড়লো

যাবার আগে বলে যাই
আর মোটে দুটো লাইন;
এসোনা সবাই মিলে
সামুটাকে করি শাইন।


সুপার লাইক। আসলেই এমন সামু চাই :) :) :) :)

১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: রিকি বলেছেন: আমাগো রিক্সার ভাড়া প্রামাণিক ভাই দিবে, খুচরা পাচ্ছি না !!!! ;) ;) আর নাহলে আপনি দিবেন---গাড়ি দিতে হচ্ছিল কি অ্যা অ্যা !!!!! ;) চারজন আপু রিক্সা ১ টা---ভাড়া আপনি নাহই প্রামাণিক ভাই দিবেন, আমরা পার্স বাড়ি রেখে যাব ( মৌন প্রতিবাদ) !!!!! B-)) B-)) B-)) B-))

হামা ভায়া না দিলে তো
আমি ছিনু রেডি;
প্রামানিক ভাড়া দেবে ?
বলো কি হে লেডি!!!

চা য়ে মাছি বসলে
মাছিটাও খায় চুষে;
মেহমান না আসে ঘরে
সেকারণে কুত্তা পোষে।

৮| ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৭

শায়মা বলেছেন: জানা,রিকি,জুন,বীথি
আপু সব এক সাথে;
দল বেঁধে আসে ছুটে
সবে এক রিকশাতে।


ও মাই গড!!!!!!!!!

বললে একি !!!!!!!!!!!

সবগুলো এক রিক্সাতে!!!!!!!!!
বসেছিলো তারা সবাই একসাথে আর একসাথে!!!!!!!!!!!


রিক্সাওয়ালার অবস্থা কি
আছেন তিনি বেঁচে!!!!!!!!
খবরটা কি নিয়েছিলে!!!!!!

তানা তুমি আছো ছড়া লেখার মাঝে!!!!!!!!!!! B:-)

১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:০৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ও মাই গড!!!!!!!!!

বললে একি !!!!!!!!!!!

সবগুলো এক রিক্সাতে!!!!!!!!!
বসেছিলো তারা সবাই একসাথে আর একসাথে!!!!!!!!!!!


রিক্সাওয়ালার অবস্থা কি
আছেন তিনি বেঁচে!!!!!!!!
খবরটা কি নিয়েছিলে!!!!!!

তানা তুমি আছো ছড়া লেখার মাঝে!!!!!!!!!!! B:-)

ওতো পাষান ভেবো নাকো
খবর রাখি ঠিকি;
আইসিইউ তে আছেন তিনি
চান্স আছে মোটে সিকি।

দুঃখ আপু কোথায় রাখি
মানুষ এমন কসাই;
কটা টাকা সেভের তরে
চড়বে ওতে সবাই!!!

৯| ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪০

তাল পাখা বলেছেন: চমৎকার হয়েছে।

১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:১১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: থ্যাংকিও শুকরিয়া
খুব ভালো লাগলো;
তাল পাখার হাওয়া পেয়ে
ব্লগে প্রাণ আসলো। :)

১০| ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪২

শায়মা বলেছেন: রিকিমনি তোমার দিলে একটু দেখি রহম নাই
এত গুলান মিলে চড় রিক্সা অনলি একটায়!!!

সত্যি করে বলো দেখি কে রিক্সা টেনে নিলে?
নাকি রিক্সাওয়ালাই বসে ছিলো তোমরা সবাই মিলে,
টানতে টানতে দিলে শেষে রাজপথেতে পাড়ি
শেষে গিয়ে পৌছালে প্রামানিকভাইয়ার বাড়ি।

১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:১৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আর বলোনা আপু তুমি
কেমন দ্যাখো আক্কেল;
রিক্সাওলা আইসিইউতে
এই বাঁচে তো এই ফেল!!!

চার তার গার্লফ্রেন্ড
সবি হাসপাতালে;
দুটো নাকি ডেট ছিল
আজ ঠিক বিকেলে।

একটার বুক ছিলো
রমনার চাইনিজে;
আরেকটা রুমডেট
শ্যাম্পেনও ছিলো ফ্রিজে।

১১| ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪৫

রিকি বলেছেন: সবগুলো এক রিক্সাতে!!!!!!!!!
বসেছিলো তারা সবাই একসাথে আর একসাথে!!!!!!!!!!!


রিক্সাওয়ালার অবস্থা কি
আছেন তিনি বেঁচে!!!!!!!!
খবরটা কি নিয়েছিলে!!!!!!

তানা তুমি আছো ছড়া লেখার মাঝে!!!!!!!!!!!


আমার মনে হয় রিক্সাপুলার ভাই ইয়ো ইয়ো আমাদের চড়তে দেখেই ইন্তেকাল করেছিলেন !!!!! B-)) কি করি ভাই রিক্সাকে হেলিকপ্টার ভেবেছেন কিনা উপরওয়ালাই জানে !!!!! ;) আমরা অবশেষে আপনার কাছে লিফট নেয়ার জন্য ফোন দিয়েছিলাম না বলেন আপুনি !!!!! =p~

১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আপুনিকে লিফট চেয়ে
করেছিলে কল;
আপুনির রিক্সাতে
আরো বড় দল।

খোদ আপুনি নিজে যায়
পিছে পিছে ঝুলে;
খালি ছিলো একটাই
আপুনির কোলে।

তুমি যদি উঠতে
গুণে গুণে হতো আট;
রিক্সালা দিতো দাবরানি
হাতে নিয়ে চেলা কাঠ।

১২| ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫২

শায়মা বলেছেন: আমরা অবশেষে আপনার কাছে লিফট নেয়ার জন্য ফোন দিয়েছিলাম না বলেন আপুনি !!!!! =p~


কিন্তু আপু আমি তখন তড়িঘড়ি করে
নো মেকাপ লুক মেকাপ বক্সটা যাচ্ছিলাম ভুলে
তাড়াতাড়ি চুপিচুপি আলতো করে ফেসে
ব্লাশনটা বুলিয়ে নিলাম দেখে নিলাম হেসে

লিপিত্তিকটা ন্যাচারাল কালার কেউ যেন না বুঝে
তাড়াতাড়ি লাগাতে চাইলাম, পাচ্ছিলাম না খুঁজে।
ম্যাকের নতুন আইলাইনারটা, সাথে ম্যাশকারা
একটু করে দিতে গিয়ে হলো ছেড়াভেড়া। :(

আবার ফের ধুতে হলো সাজতে হলো আবার
ততক্ষনে রিক্সা চড়ে তোমরা প গার পার।:(

১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কি কি বলো আগডুম
বুঝিনাতো কিছু ছাই;
কিসপ্রুফ লিপষ্টিক.....
চিনি এই একটাই :P

১৩| ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:০৫

শামছুল ইসলাম বলেছেন: ছড়াটা পড়তে গিয়ে খুব টেনশন হচ্ছিল প্রামানিক ভাইয়ের জন্য।

প্রামানিক ভাই চমৎকার ছড়ায় তা প্রকাশ করেছেনঃ

//মাঝে মাঝে মাতিয়ে রাখে
উল্টাপাল্টা ছড়ায়
এসব পড়ে অনেক লোকে
এমনি এমনি ডরায়
।//

যাই হোক, ছড়ার মেসেজটার সাথে শতভাগ একমতঃ

//মোটে ভালো লাগেনা
এই সব হীনতা;
সামু হবে নির্মল
মুক্তির বারতা।।//


ভাল থাকুন। সবসময়।


১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তুমি দাদা ভালো থেকো
অনাবিল হর্ষ;
হেসে খেলে সুখে থেকো
আরো শত বর্ষ।

১৪| ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:১৯

সুলতানা রহমান বলেছেন: এই এক ফোঁড়া নিয়ে কি যে অবস্থা! খুব মজা পেলাম। শেষে তো সবাই এক হলো

১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মজা পেলে শুনে লাগে
আহা বেশ বেশ;
ছোট্ট কমেন্ট তবু
রয়ে যায় রেশ।

১৫| ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:১৯

শায়মা বলেছেন: চা য়ে মাছি বসলে
মাছিটাও খায় চুষে;
মেহমান না আসে ঘরে
সেকারণে কুত্তা পোষে।



হাহাহাহাহাহাহাহাহাহা


মরে গেছি!!!!!!!!!!!!!!!!!! হাসতে হাসতে!!!!!!! :P

১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: অতো হাসি হেসো নাকো
খাবে পরে অক্কা;
প্রামানিকে তাই চায়
খালি মাঠে ছক্কা।

সে সুযোগ দিয়ো নাকো
ময়দানে আছি আজো;
তারচেয়ে যত খুশি
পার্লারে গিয়ে সাজো।

১৬| ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:২০

জুন বলেছেন: পোষ্টটি পড়ে দৌড়ে এসে
কমেন্ট করতে বসি
প্রামানিক ভাইয়ের দু:খে
আমি নয়ন জলে ভাসি। :((

ভাবীজিকে সান্তনা আর কি দিব রে ভাই।
কি বলবো,কি লিখবো আমি
ভেবে যে না পাই ।
=p~ =p~
গেলাম পড়ে

১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভাবীজিকে সান্তনা আর কি দিব রে ভাই।
কি বলবো,কি লিখবো আমি
ভেবে যে না পাই ।
=p~ =p~
গেলাম পড়ে


শান্তনা কি দেবে আপু
তেনারা তো ডেটিং এ;
বিজি বড় চাইনিজে
থাই ফুড ইটিং এ........... :)

১৭| ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:২২

শায়মা বলেছেন: ওতো পাষান ভেবো নাকো
খবর রাখি ঠিকি;
আইসিইউ তে আছেন তিনি
চান্স আছে মোটে সিকি।

দুঃখ আপু কোথায় রাখি
মানুষ এমন কসাই;
কটা টাকা সেভের তরে
চড়বে ওতে সবাই!!!

হাহাহাহাহাহাাহাহাহহাহাহাহাহাহা

ভাইয়া!!!!!!!!!!

যাও তোমাকে আজকে আমি বানিয়ে দিলাম ফাস্টো
ছড়া লেখায় তুমিই সেরা আমিই হবো লাস্টো!!!!!!!!!!


ইউ আরে গ্রেট নামকরা ম্যান মত্ত বড় কবি
প্রাকটিসটা করো ঠিক ঠাক যত্ন নিও হবির!:)

১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ধ্যাৎ তুমি ভারি ইয়ে
আমি লাজে মরি;
খুশি আর ধরে নাকো
কি করি.......কি করি !:#P

১৮| ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৭

বিষন্ন পথিক বলেছেন: ছন্দ যুদ্ধ চলুক :)

১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: যুদ্ধ কোথা দেখলে ভায়া
যেনো ওয়ান ওয়ে ট্রাফিক;
ঢুঁ মেরে গেলো ধেয়ে
নেই আর প্রামানিক।

১৯| ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৩

শায়মা বলেছেন: ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৩ ০
লেখক বলেছেন: কি কি বলো আগডুম
বুঝিনাতো কিছু ছাই;
কিসপ্রুফ লিপষ্টিক.....
চিনি এই একটাই :P

কিস প্রুফ লিপিত্তিক!!!!!!!!!!
কার জন্য কেনো ভাই
আহা আহা মহা সাধু
আমার গেরাল ফ্রেন্ড নাই। B:-/

রোজ রাতে বাড়ি ফিরে
মার কাছে ধরা খাও
আজকে রক্ষা নাই
ভালো চাও তো এখুনি
ঐটারে আমাদের চেনাও।


নাকি তুমি বিজ্ঞানী
লিপিতিক আজকাল
মন দিয়ে বানাচ্ছো
যা তোমার দলকাল!!!!!!!!!! :P

১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আহা বাপু করো কি গো
হাটে হাঁড়ি দাও ভেঙ্গে;
কানে কানে বলি শুনো
আজকাল ঘুরি পরীমনির সঙ্গে :P

আর কারে বলোনা
জেনো টপ সিক্রেট;
ঐটা....খাওয়ার আগে
মুখে দিই কিটকেট :-B

২০| ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

এখানে দেখছি এলাহি কাণ্ড!!!!

১৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কান্ড বলে কান্ড
যেনো বিশাল এক যজ্ঞ;
শেষে কহেন দামী কথা
প্রামানিক প্রাজ্ঞ।

২১| ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৭

শায়মা বলেছেন: অতো হাসি হেসো নাকো
খাবে পরে অক্কা;
প্রামানিকে তাই চায়
খালি মাঠে ছক্কা।

কি ভাবো অক্কা পেলেও কি মরবো
ভুত হয়ে ঘাড়ে চেপে ফের এসে ধরবো
প্রামানিকে গড় গড় ছড়া যাহা বলবে
ভুত বেশে আসলে সে আমার কথাতেই চলবে।


সে সুযোগ দিয়ো নাকো
ময়দানে আছি আজো;
তারচেয়ে যত খুশি
পার্লারে গিয়ে সাজো।

আহা আমি যাই পার্লারে
তুমি হও সেরা!
এত বোকা ভেবোনাকো
ভাইয়া হামারা!

কিচেন বা পার্লার
যেখানে্ই থাকি
গান গাই, নাচি কিনা
ছবিটাই আঁকি।

মনে রেখো সর্বদা
আছে মোর খেয়ালে
আমি এক নাম্বার
নো চান্স শেয়ালের। :P

১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আহা আমি যাই পার্লারে
তুমি হও সেরা!
এত বোকা ভেবোনাকো
ভাইয়া হামারা!

কিচেন বা পার্লার
যেখানে্ই থাকি
গান গাই, নাচি কিনা
ছবিটাই আঁকি।

মনে রেখো সর্বদা
আছে মোর খেয়ালে
আমি এক নাম্বার
নো চান্স শেয়ালের। :P

খামাকাই বেশী বুঝে
বিদ্যার ডিঙ্গি নাও;
মহারাণী ফেল খেলে
আগ জ্বলবে দাউ দাউ।

আজীবনই বলেছি
যাই বলো তাতে ইয়েস;
তুমি হলে সিনোরিটা
আমি হনু পিচ্চি পিএস।

২২| ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৮

রূপক বিধৌত সাধু বলেছেন: এলাহী কান্ড
প্রামাণিকদার অাজ
ঈদের দিবস,
অাহলাদে কাঁদছেন;
অাবেগে অবস ।
সকলেরে কাছে পেয়ে
ভরে গেলো মন,
বসেছে অাজকে বুঝি
চান্দের শরন ।
খাওয়াবেন কী তাই
গিন্নিরে জিগান,
ফ্রিজে কিছু অাছে নাকি
দেখে এসো জান!
গিন্নি বলে কিছু নাই
বাজারেতে যাও,
থলে ভরে সব এনো
যা কিছুই পাও ।
উদার প্রামাণিকের
বিশাল বাজার,
ভ্রু কুঁচকে তাকালেন
গিন্নি একবার ।
তারপর লাগলেন
রাঁধাবাড়া কাজে,
অামরাও হেল্প করি
বসে থাকা সাজে?
"করেন কী?" বলে গিন্নি
দিলেন যে বাধা,
"অাপনারা মেহমান,
ফেরেশতা দাদা?"
"ঘরে গিয়ে টিভি দেখে
কাটান সময়,
হিন্দি সিরিয়ালগুলো
উপভোগ্য হয় ।"

খানাপিনা শেষ করে
সন্ধ্যা সন্ধ্যা হয়,
অালবিদা বলে তবে
যাবার সময় ।
প্রামাণিক, ভাবিসাব
দুজনে দাঁড়িয়ে
বিদায় দিলেন তারা
হাতটি নাড়িয়ে ।
♦♦♦♦♦
সেই ভালো হবে যদি
ভেদ ভুলে যাই,
অাস্তিক, নাস্তিক নেই
ব্লগার সবাই ।
চিন্তা অার চেতনায়
থাকবে অমিল,
মুক্ত অালোচনা হবে
নির্ঝঞ্ঝাট, শ্লীল!
কাদা ছুড়াছুঁড়ি নয়
যুক্তিতে সমর,
সামু ব্লগ হয়ে যাক
স্বপ্নের বাসর!

১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আট ছয় ফরমেটে
খেললে সেকি ছন্দ;
পাচ্ছি ঠিকি হেথা বসে
আরেক কবির গন্ধ।

ওরে দাদা ঘাট হলো
করো ক্ষেমা ঘেন্না;
বস্‌ সনে বাহাদুরি
আর না,আর না।

২৩| ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪৯

সায়েদা সোহেলী বলেছেন: এতো দেখি পুরাই তুলকালাম কান্ড! !!!!!

ছরার রাজা ছড়াকার প্রামাণিক ভাইকেও হাড়মানিয়ে দিয়েছে , ছড়ায় কমেন্টে :-B

১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: না মানে....ইয়ে মানে
টুকটাক এই যা;
প্রামানিক যদি শুনে
দেবে গুণে বিশ ঘা।

২৪| ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৪

শায়মা বলেছেন: ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৯ ০
লেখক বলেছেন: আহা বাপু করো কি গো
হাটে হাঁড়ি দাও ভেঙ্গে;
কানে কানে বলি শুনো
আজকাল ঘুরি পরীমনির সঙ্গে :P

আর কারে বলোনা
জেনো টপ সিক্রেট;
ঐটা....খাওয়ার আগে
মুখে দিই কিটকেট :-B


হাহাহাহাহাহাহহাহহাহা ভাইয়া

বিজি আমি ইজি কাজে
বার বার উঠছি
তাই তোমার ছড়ারামী
মিস মিস করছি।

তুমি এত পাঁজি এর
পাঝাঁড়াটা যে হয়েছো।
কান ছিড়ে দিতে হবে
এইবার বুঝেছো??????

১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: পাজীর আর দেখেছো কি
পাজীর আমি পা ঝাড়া;
এতো স্রেফ ট্রেইলার
হাল্কি-পুল্কি গা ঝাড়া।

২৫| ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৬

শায়মা বলেছেন: ভাইয়ামনিটা
এইটা কি ঐটা
দেখে শুনে খেও তুমি হোক কিটক্যাটটাও

শুনেছি তো বৈদেশে এক রোগ আছে
যদি সেটা তোমাকে ধরে কোথায় পাবো তোমারে!!!!!!!!!! :((

শেষকালে বদনামে জানটাই যাবে
জানপ্রুফ ঔষধ কই তুমি পাবে? :(

১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বললে তো বলবে যে
ছানা বড়ো বেয়াদব;
শুধু জেনো উপায় আছে
প্যায়ারেতে যব যব।

আমারও তো শরম আছে
বেশী আর বলবো না;
টেনশান করো নাকো
সে ভুল আমি করবোনা :P

২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বলি তুমি আছো কোথা
এতো কি বা ব্যস্ততা?

ব্লগে এসো করি গপ
ফোচকা খাই টপাটপ।

২৬| ১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০২

অভ্রনীল হৃদয় বলেছেন: হা হা হা। দারুণ ছন্দময় ছড়া। ভাল লেগেছে। :)

১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভাল্লেগেছে শুনেই আমার
বাজলো মনে তানপুরা;
পাশে থেকো অলওয়েজ
থাকবো তবে ঝরঝরা। :)

২৭| ১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৪

সায়েদা সোহেলী বলেছেন: আরে না ভাইয়া প্রামাণিক ভাই অতি ভালো মানুষ , বরং তার যোগ্য একজন সহযাত্রী /সহযোদ্ধা পেয়ে খুশিই হবেন বোধ করি :)

যে কারও মন খারাপ থাকলে অনায়াসে এই পোস্ট পেসক্রিপশন হিসেবে চালিয়ে দেওয়া যাবে ;)

১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ওরে সোনা আপুমনি
তুমি বড়ো ভালা গো;
আহ্লাদে গদগদ হয়ে
লাজে আমি মরি গো........... :-B

২৮| ১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৯

গেম চেঞ্জার বলেছেন: ওরে নদী,ওরে রসি
তোরা সব কই গেলি;
আয়না রে তাড়াতাড়ি
ক্লিনিকেতে নে না ঠেলি।

গেম ভায়া,সাস ভায়া
দৌড়ে আয় জলদি;
লোকটার কি যে হলো
বেশ ছিলো হেল্‌দি।



গেম ভায়া হাজির........।

১৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: গেম ভায়া হাজির........।

ভাবী ডাকে সকালে
বিকালে দেয় হাজিরা;
বিরবিরে গাল দেয়
বদ,ফাউল,পাজীরা :#)

২৯| ১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১১

গেম চেঞ্জার বলেছেন: ছড়া আসছে না মাথায়.........। কি যে করি..........। ভেবে পাই না..........।

১৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছড়া যদি নাই আসে
টান দাও বেনসনে;
ভেসে যাবে জোয়ারেতে
ছন্দের স্রোত টানে।

৩০| ১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১২

শায়মা বলেছেন: ২৭. ১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৪ ০
সায়েদা সোহেলী বলেছেন: আরে না ভাইয়া প্রামাণিক ভাই অতি ভালো মানুষ , বরং তার যোগ্য একজন সহযাত্রী /সহযোদ্ধা পেয়ে খুশিই হবেন বোধ করি :)

যে কারও মন খারাপ থাকলে অনায়াসে এই পোস্ট পেসক্রিপশন হিসেবে চালিয়ে দেওয়া যাবে ;)


ঐ আপু আমি যে এত ছড়া লিখলাম ওদের থেকেও ভালো ভালো সেটা দেখলে না!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! X(( :((

১৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঐ আপু আমি যে এত ছড়া লিখলাম ওদের থেকেও ভালো ভালো সেটা দেখলে না!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! X((

সে কি আর বলতে গো
আবার উনি জিগায়;
খালি খালি ঢঙ যতো
আমাগোরে হিগায়। B:-/

৩১| ১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৮

সায়েদা সোহেলী বলেছেন: হা হা হা !!!!

থাক থাক এতো লজ্জার দরকার নেই রে ভাই , মরে গেলে ছড়া ছড়া যুদ্ধ করবে কে! !??? !:#P

@ শায়মা -- তুমি যেন কে! ?? কে ?????? কে? ??????? B-))
নাম আছে আরো এক
মহারাণী শায়মা;
তারে ক্যান বাদ দিমু
সে কি মোর সৎ মা?? :P

১৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: @ শায়মা -- তুমি যেন কে! ?? কে ?????? কে? ??????? B-))

আপু তুমি তোবা কাটো
শেষকালে যাবে ফেঁসে;
শায়মাপুকে চেনো নাতো
খুন করে হেসে হেসে :-*

৩২| ১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৫

সাহসী সন্তান বলেছেন: ইন্নালিল্লাহ.........রাজেউন! ঘটনাকি হাচা নি ভাউ? হেতের কাছেতো মোর কয় কাপ চা পাওনা আছিল, হেই তাইলে পাওনা শোধ না কইরাই পটল তুললো! হের নামে মামলা করুম কইলাম? কব্বরে গিয়াও শান্তিতে থাকবার দিমু না! মুই কইলাম সাহসী সন্তান কইতিয়াছি, সব্বাই সাবধান!

১৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তুমি মরো চা'র শোকে
প্রামানিকে দেয় গা ঢাকা;
সোনালী আর রূপালীর
ভল্ট করে পুরো ফাঁকা।

৩৩| ১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩১

সাহসী সন্তান বলেছেন: যাক, অবশেষে কমেন্ট দেইখা শান্তি পাইলাম! আই তো অন্য কিছু ভাবছিলাম! মনে মনে তো উকিলের লগে পরামর্শ করনের লাই দৌঁড় দিবার জোগাড় করছিলাম! তয় এহন মনডা শান্ত হইছে.....!!

হেতের যদি কিছু হয় তাইলে মোর লাই মন ভালা করনের কবিতা রচনা করবো কে?

১৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: না না ভায়া দাদাকে
অত খারাপ ভেবোনা;
মাসে স্রেফ দুটো খুন
এ এমন কিছু না।

৩৪| ১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৫

শায়মা বলেছেন: সাহসীভাইয়া আমাদের কি করিভাইয়ার ঘটনা বেশি ভালো না। যে কোনোদিন ইন্তেকাল তুলতে পারে। অনেক বড় সর্বনাশে আছে।

আহারে আমার ভাইয়াটা। কত ভালো মানুষ আছে। :((

১৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: না না আপু ফের বলি
অতো তুমি ভেবনা;
কৌশল জানা আছে
ফাঁদে পাও দেবোনা। :P :D :-P ;)

৩৫| ১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৭

কামরুন নাহার বীথি বলেছেন:
ছড়ার পাখি, তোমার খবর আসে। ফ্রী হয়ে আসতেছি!!!!!

১৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কে আছো বাঁচাও বাবা
আছে মোর খবর;
ফ্রি হয়ে গ্যাং নিয়ে
প্যাদাবে সে জবর :-<

৩৬| ১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫১

গেম চেঞ্জার বলেছেন: ৪. ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩২ ০
শায়মা বলেছেন: সবার আগে দেখেন তা
আদরের গিন্নি;
নাশতার টেবিলেতে মুখে
যেই তুলে ফির্নী।

ভাইয়া হাবু ছোটবাবু
জানতাম না আমি তা
মুখে করে দেয় তুলি
খানা পিনা ভাবী তা!


ওরে নদী,ওরে রসি
তোরা সব কই গেলি;
আয়না রে তাড়াতাড়ি
ক্লিনিকেতে নে না ঠেলি।

গেম ভায়া,সাস ভায়া
দৌড়ে আয় জলদি;
লোকটার কি যে হলো
বেশ ছিলো হেল্‌দি।

এরা সব সারারাত দিয়ে দিয়ে আড্ডা
সক্কাল বেলাতেই গেছিলো তো বাড্ডা
হরতাল পিকেটিং সেরা মোর সাসভাই
গেমভাইয়া হেলু ধুলু কারো সাথে পাঁচে নাই
নদীভাইয়া, রসিভাইয়া তারা জ্ঞান গর্ভ
দিনরাত পড়ে বই পন্ডিৎ সর্ব।
ভাবীজির চিৎকারে সব কিছু ফেলে
এক দোড়ে হৈ চৈ এলো তারা চলে। :)



ওরেব্বাস, শায়মাপু ব্লগে আইসে
সামু দেখো পানি পাইসে
চা খাইতে পাগল হইসে
সাসভাই রাগসে দেখ, মুখটা করছে বাঁকো
হেই আপু! হেলু ধুলু কি জিনিস, মোটেও কইতারি না'কো
কি করি ভাই গেলু কই,
লেইখ্যা ব্যাফুক ছড়ি।
ছড়া লিইখ্যা ভাগসে নাকি
সামুর প্লট ছাড়ি।

১৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বীথি আপু থ্রেড দিছে
আছি মহা ফাঁপড়ে;
ভাগমু না করমু কি
ইয়ে করি কাপড়ে........ :-/

৩৭| ১৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৩

কামরুন নাহার বীথি বলেছেন:

পাঠালাম একজনকে শুধু,-------------- চেনা যায় কি??????

২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:২৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: একি আপু তুমি দেখি
কংসের মামুজান;
মনে বড় চোট লাগে
দিল ফেটে খান খান।

৩৮| ১৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৩

আখেনাটেন বলেছেন: ছড়ায় ছড়ায় যুদ্ধ
আমি বাকরুদ্ধ
শরীর ও মন মুগ্ধ
লাগছে কেমন গুব্ধ
(গুব্ধ নামে কোন শব্দ ডিকশনারিতে খুজে পেলুম না। আল্লায় মালুম এর মানে কি!!!)

১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: পোষ্ট পড়ে ভালো বলে
মিশরের ফারাওঁ;
ছড়ায় লিখে কমেন্ট দিলো
ছন্দে মমি মরা ও !!!

এতো খুশী কোথা রাখি
ধরণী হও দ্বিধা;
খুল যা সিম সিম
আমি গাছে উঠি সিধা।

৩৯| ১৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৪

খোলা মনের কথা বলেছেন: মোটামুটি ছাড়ার যুদ্ধ লেগে গেছে মনে হচ্ছে। অসাধারন আপনার লেখা। প্রামানিক ভাইয়ের জন্য অবশ্য এটা প্রাপ্য।ধন্যবাদ

১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কি যে বলো মিছি মিছি
মরি আমি শরমে;
শীত ভরা কূয়াশাতে
ঘেমে উঠি গরমে।

৪০| ১৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২৩

কামরুন নাহার বীথি বলেছেন: জানা,রিকি,জুন,বীথি
আপু সব এক সাথে;
দল বেঁধে আসে ছুটে
সবে এক রিকশাতে।
----------

----- এই যে এইটাতে গেছিলাম!!!!

১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: দমকে দমকে হাসি
কুঁচকিয়ে পেটে খিল;
তুমিও মজার আপু
খোশ হুয়া ইয়ে দিল :-B

৪১| ১৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৭

বনমহুয়া বলেছেন: আজকের সেরা পোস্ট। এত বড় ছড়ার যুদ্ধ হয়ে গেলো? :-/

১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সেরা পোষ্ট বলে তুমি
ফেলে দিলে লজ্জায়;
লালে গাল,শরমেতে
খিল দেই দরোজায় :`>

৪২| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০৪

সুমন কর বলেছেন: অনেক দিন পর, বেশ মজা পেলাম। চমৎকার চমৎকার চমৎকার !!! +++।

এসব লেখা বেশ কষ্টকর। কষ্ট করে এতো সুন্দর একটি ছড়া উপহার দেবার জন্য অনেক অনেক ভালো লাগা।

২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:২৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ওয়াও...
সুমনদার এমন কমেন্ট
হোয়াট এন এচিভমেন্ট;
খুশীতে দেই ইয়া...লাফ
ছিঁড়ে গেলো লিগামেন্ট :-<

৪৩| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২২

চ্যাং বলেছেন: ওলে বাবালে...........। ছলায় ছলায় ছলাকলা।

এএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএ ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;)

২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:৩০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বাবারে বাবা চ্যাং মনিটার
ঢং এর কোনো নাইকো শেষ;
কি মজাদার পাম্প মারিলো
বাতাস ছাড়াই ভরলো গ্যাস।:)

৪৪| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২৮

সুলতানা রহমান বলেছেন: কি যে এখানে হচ্ছে?
মাথায় নাহি ঢুকছে।
বোকা বলে সবাই আমায়,
দেখে, শুনে মাথা ঘোরায়।

২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:৩৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: নয় যে বিশেষ কিছু
স্রেফ সামু কড়চা;
হুইস্কির গ্লাস ফেলে
খাও না গো কড়া চা।:)

৪৫| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১০

সেলিম আনোয়ার বলেছেন: উৎসর্গ ভাল হয়েছে । আপনিও একজসন জাদরেল ছড়াকার । শায়মা মোটামুটি । তিনি এখন ও মাই গড বেশি ব্যবহার করছেন । #:-S

১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তুমি দাদা বড় ইয়ে
এলে করে শেষ বেলা;
পাম্প যত দাও,বুঝি
করো ঠিকি হেলাফেলা /:)

৪৬| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩২

সাহসী সন্তান বলেছেন: গেম ভাই আর আমার অবস্থা সেমটু সেম! দু'জনের কেউই ছড়া লিখতে পারি না! তবে কমেন্ট গুলো পড়তে পড়তে তো শেষ! সত্যিই দারুন মজা হয়েছে আজ! আপনার তুলনা আপনি নিজেই.........!!

২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:৩৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আপনার তুলনা আপনি নিজেই.........!!

হায় হায় জীভে কামড়
দিলে ফেলে শরমে;
এই ভাবে বলো নাকো
মানা আছে ধরমে।

মজা হলো,বেশ খুশী
তাই করি পোষ্ট;
এসোনা টিএসসিতে
খাওয়াবো চিকেন ব্রোষ্ট।:)

৪৭| ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৫৩

সচেতনহ্যাপী বলেছেন: শত হাসি আর আনন্দের মাঝে প্রানের কথাাটাই
পরিচয় একটাই
আমরা সামুর ব্লগার;
স্বপ্ন দেখি একি সাথে
নতূন প্রভাত জাগার।

২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:৪১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এই হলো সার কথা
মিলিমিশি সকলে;
দেশটাকে গড়ি চলো
জাতি বড়ো ধকলে /:)

৪৮| ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১:৫৪

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:

ছড়ায় ছড়ায় যুদ্ধ দেখে
লাগছে আমার বেশ,
ভাবছি আমি কি লিখবো
চোখে নিয়ে আবেশ।

ফোটায় ফোটায় ছন্দ পড়ে
লাগছে আমার ভালো।
পারিনে কেন অমন করে,
মুখখানা হলো কালো।

তাই তো বলি একটুখানি
শেখাও মোরে ছড়া।
নাইলে যে ছন্দ-ধাঁধাঁয়
পড়ছি ভীষণ ধরা।

২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:৪৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: চোখে আবেশ নিয়েও তুমি
লিখলে কেমন ছন্দ;
পড়েই বুঝি তোমার কাছে
আমার লিখাই মন্দ।

শেখতে চাও আমার কাছে !
নামেই তোমার টিউশন;
তুমি হলে সামু হিরো
গদ্য ছড়ার ফিউশন।:)

৪৯| ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:৫২

রুদ্র জাহেদ বলেছেন: মোটে ভালো লাগেনা
এই সব হীনতা;
সামু হবে নির্মল
মুক্তির বারতা।।

পরিচয় একটাই
আমরা সামুর ব্লগার;
স্বপ্ন দেখি একি সাথে
নতূন প্রভাত জাগার।

নটে গাছ মুড়লো
কথা মোর ফুড়লো

যাবার আগে বলে যাই
আর মোটে দুটো লাইন;
এসোনা সবাই মিলে
সামুটাকে করি শাইন।

এটাই হলো আমাদের কামনা,
ছড়ায় ছড়ায় এতো দেখি একটা মিনি সামুপিডিয়া;
বাকরুদ্ধ আমি এই ছড়ার উত্তর দিমু কী দিয়া!!!
++++++++++++++++++++++++++++++++

২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:৪৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এটাই হলো আমাদের কামনা,
ছড়ায় ছড়ায় এতো দেখি একটা মিনি সামুপিডিয়া;
বাকরুদ্ধ আমি এই ছড়ার উত্তর দিমু কী দিয়া!!!
+++++++++++++++++++++++++++++++

এতো দেখি কলি যুগে
বিনয়ের অবতার;
কথা দিয়ে বান মারে
মুখে তার কতো ধার !!!

৫০| ২০ শে নভেম্বর, ২০১৫ ভোর ৫:২০

কিরমানী লিটন বলেছেন:

২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:৫১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: দাদা তুমি কেমন আছো
কতোদিন দেখিনা;
পোষ্ট দিনু বেশ পরে
বহু দিন লেখিনা।

৫১| ২০ শে নভেম্বর, ২০১৫ ভোর ৬:৪৪

নাবিক সিনবাদ বলেছেন: ;) :) :D পিলাচ

২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:৫৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ইমো দিলে আনন্দেরি
সাথে দিলে পিলাচ;
পড়লে জেনে লাগলো ভালো
মনটা খুশী ফার্ষ্ট কিলাচ।:)

৫২| ২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:০১

শাহাদাত হোসেন বলেছেন: এই তো দেখি কান নিয়েছে চিলের কান্ডকারখানা ।
ফোঁড়ার বিষে মরছে প্রামণিক সবার ভাবখানা ।

আটা লেগে ফোঁড়া হলো প্রামণিকের গালে ।
পরখ না করেই ভাবিটা আমার দিলে হইচই ফেলে।

ভাগ্য ভালো আমার প্লেনটা ক্র্যাশ করিয়া ছিলো।

আহারে সামু ব্লগারদের দিনটা আজ পণ্ডশ্রমেই গেলো।

২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:০২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এতো দেখি রাজ কবি
ছন্দেতে গাঁথেন মালা;
দিন বুঝি শেষ মোর
হিংসেতে গায়ে জ্বালা।

৫৩| ২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:২৫

শাহাদাত হোসেন বলেছেন: রাজকবি নই আমি সভাকবি নই,

আপনাদের মাঝে আমি ক্ষুদ্র অতিশয় ।

২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:৪২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বিনয়েতে গদগদ
রঙে আর আটেনা;
এইসব ঢঙি কথা
তোমাতে তো খাটেনা।

৫৪| ২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:১৭

শাহাদাত হোসেন বলেছেন: সত্য কথা কইলে নাকি হাজি সাহেব ভালো না।
রঙ ঢং নাইকো আমার করি নাকো ছলনা।
খোচাঁ দিয়া কথা বলা আমার প্রাণে সয়ে না ।

২১ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:২৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ওরিবাবা ছোরা দেখি
অভিমানে গাল ফোলা;
আরে বাপু মজা করি
তুমি সোনা বড় ভালা........ :)

৫৫| ২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:২৭

প্রামানিক বলেছেন: আমরা সব ব্লগার সামু তার কেন্দ্র
রাম, রহিম, করিমন আরো মানেবেন্দ্র।
সব মোরা ভাই ভাই সাথে আছে ভগ্নি
কারো লেখা রসালো কারো লেখা অগ্নি।
কেউ পড়ে কেউ লেখে মজা পায় উভয়ে
গাড়ি ঘোড়া চরে কেউ, কেউ হাটে দু'পায়ে।

২১ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: লেখে সবে হেথা ঠিকি
ক্লাস লেখে ক'জনা;
তুমি হলে ছড়ারাজ
বস,তা কি বুঝনা??

মাঝেসাঝে মজা করি
ভেবোনা অশ্রদ্ধা;
তোমাকেই ফলো করি
মানি বড় বদ্দ্যা। :D

৫৬| ২০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৬

পার্থ তালুকদার বলেছেন: চমৎকার লাগলো।

২১ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: পড়লে তুমি তাতেই আমি
খুশীতে হই বাগ বাগ;
চমৎকারও বল্লে বড়ো
লাজে এবার ভাগ ভাগ। :`>

৫৭| ২০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৩

পুলহ বলেছেন: ভাই আমি ছড়ার শিরোনাম দেইখা সিরিয়াসলি কিঞ্চিত ভয় পাইছিলাম- আসলেই কি প্রামানিক ভাই এর কিছু হইলো কি না!
যাই হোক-
"মোটে ভালো লাগেনা
এই সব হীনতা;
সামু হবে নির্মল
মুক্তির বারতা।।"- একমত !
পোস্ট খুব ভালো লেগেছে। + :)

২১ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৫০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: শিরোনামে ভয় পেলে
বাসাতেতো এলেনা;
তাই শুনে প্রামানিকে
অভিমানে কিছু গিলেনা। :||

৫৮| ২০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪০

ফেরদৌসা রুহী বলেছেন: হায় হায় এখানে দেখি বিরাট তোলপাড় অবস্থা।

২১ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তোলপাড় বলো কি হে
ভোজ শেষে ছিলো দহি;
ছিলেনা তুমিই শুধু
মিস ফেরদৌসা রুহী। :-B

৫৯| ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১:৩৩

সায়েদা সোহেলী বলেছেন: আপু তুমি তোবা কাটো
শেষকালে যাবে ফেঁসে;
শায়মাপুকে চেনো নাতো
খুন করে হেসে হেসে :-*
হা হা হা

আমিও যে হাসতে হাসতে মরতে জানি ;) , হেসে হেসেই না হয় খুন হবো । আমরা আমরা ই তো B-) সো ডোন্ট অরি বয়

২১ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বাহাদুরি খুব জানো
হেসে কও ডোন্ট অরি;
এইদিকে টেনশানে
মোরা সবে মরি মরি।

বিশ্বাস করো বাপু
নিজ চোখে দেখা সবি
শায়মাপু কাঁচা ধরে
গিলে খায় গবগবি।

এই গেলো জুম্মা বারে
হট চিলি সস দিয়ে;
গোটা দুই গরু খাসি
খেলো সুখে চিবিয়ে।

বাদ নেই বাঘ হাতি
কখনও বা গন্ডার;
খেতে কভু নেই অরুচি
যতো দাও ভান্ডার।

আজকাল গুম খুন
চারিদিকে প্রায় শুনি;
কম্মোটি আপুনির
এটা স্রেফ আমি জানি।


কচকচ করে খায়
মানুষের গোশত;
খাবারের খোঁজ পেতে
দুটো জ্বিন পোষত।

কানে কানে বলি ফের
থেকো বাপু সাবধানে;
ডেঞ্জার আপু সে যে
কি যে করে কে জানে। :(

২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কি খবর আপুনিটা
আছো তুমি কোন খানে;
সব কিছু ঠিকঠাক?
আছি মহা টেনশানে।

৬০| ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:২৯

সেলিম আনোয়ার বলেছেন: লেদারের পানজাবী
জিন্সের সালোয়ার;
গাড়ী চড়ে ভাবে আসে
কবি সেলিম আনোয়ার।


এভাবে গেট আপ নিতে তো একটু সময় লাগবেই ।

২১ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সময়ের কি প্রয়োজন
তুমি দেখতে মাশা আল্লাহ;
আলুথালু বেশে গেলে
তাও চেহারাতে জেল্লা। B-)

৬১| ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৮

মাধব বলেছেন: আমি দাদা মাধব আছি
ছড়া আমি লিখি না
তুমি বেশ ছড়া লিখো
আমি কেন শিখি না !

২১ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: লিখি না শিখি না বলে
সেকি তার ছন্দ;
জানি চামে খোটা দাও
যেই লিখি মন্দ। /:)

৬২| ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৮

ফেরদৌসা রুহী বলেছেন: হা হা হা দইয়ের বাটি আমার বাসায় আছে, এক্ষুনি খাব।

আমি কিন্তু মিসেস :(

২১ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরি বাপু মিস বলেছি
জেনেও তুমি মিসেস;
এটা ছিলো স্রেফ উপমা
খাতিরদারি বিশেষ। :)

ফ্রিজে আছে দৈয়ের বাটি
হুহ,একা একাই খাও;
এই দিলুম ছোঁচার নযর
বুঝবা পরে যাও............. :P

৬৩| ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১০

সেলিম আনোয়ার বলেছেন: সব মেয়ে প্রেমে পড়ে যাচ্ছে মিস কিংবা মিসেস । পুরুষদের ঈর্ষার পাত্র হলাম বোধ হয় । #:-S

২১ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সে কি আর বলতে গো
জ্বলে পুড়ে কয়লা;
নারী সব ভীড় করে
তোমা ব্লগে পয়লা।

মাঝে মাঝে রাগে ক্ষোভে
দুঃখে টেনে ছিড়ি চুল;
আমি হনু দাঁড়কাক;
তুমি ভায়া বুলবুল। |-)

৬৪| ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: একজন তো রাগ করেছে
কমেন্ট করে রোজ
নতুন পোস্ট দিবেন না
নাই কোন তার খোঁজ।
কেমনে তার রাগ ভাঙাবো
আল্লাহ তায়ালা জানে
রাগলে তার হুশ থাকে
চরম ভয় এ প্রাণে
ব্লগ পরী পক্ষে থাকে
হাজার খানেক লোক
তারে বাগে আনতে পারলে
কপালে আছে চরম দুখ।
ভাইয়া তুমি একটু খানি
আমায় আশীর্বাদ করো
পরীরানীর রাগ ভাঙাতে
পারি জানি এবারো ।
এমনিতে সে মায়াবতী
তোমরা সবাই জানো
রেগে গেলে ভীষণ বিপদ
এই কথাটি মানো ।
তাকে ভালবাসি ভীষণ
এই কথা সে জানে
এসব ভেবে অবশেষে
মায়া জাগুক তার প্রাণে। :(

২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: পরীরাণীর রকম সকম
নতূন কি বা বলো আর;
পেলে মেসি সব ফেল
বড়ো মুডি খেলোয়ার।

মুডে এলে হাসি খুশী
এই মুখ গোমড়ো;
গাল খানি ফুলে ফেঁপে
ঠিক যেনো কুমড়ো।

এমনি সে বড় ভালা
স্নেহে দেয় হাত বুলিয়ে;
রাগলে সে বুনো বাঘ
কাঁচা খায় চিবিয়ে।

তুমি একা নও ভায়া
আমিও যে ভালোবাসি;
আপু ব্লগে না-ই এলে
মন চায় খাই ফাঁসি |-)

কি যে আর করি বলো
প্রাণ ভরে করি দোয়া;
কাজ হবে আশা করি
আমি নই লোক ভুঞা। :P

৬৫| ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪১

সেলিম আনোয়ার বলেছেন: ব্লগ পরী পক্ষে থাকে
হাজার খানেক লোক
তারে বাগে আনতে না পারলে
কপালে আছে চরম দুখ।


টাইপো ঠিক করে দিলাম ।

২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: টাইপো ঠিক করে দিলাম ।

ঠিক যদি নাও করো
তাও বুঝি মন কথা;
তুমি একা নও ভায়া
মোরও একি মাথা ব্যথা।

তুকতাক কালা ভুডু
চলো এক কাম করি;
সাধু ওঝা ঝাঁড়ফুঁকে
আপুনিরে বান মারি। :-B

৬৬| ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:২৪

আবু শাকিল বলেছেন: পোষ্ট হিট হইছে =p~

২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তুমি ভায়া হেসে বলো
পোষ্ট নাকি বেশ হিট;
ঐদিকে রেগে কাঁই
প্রামানিক দাঁতে খিটমিট।

পোষ্টের সাথে সাথে
দিলো মোরে লাথি চড়;
সেই থেকে বিছানায়
গায়ে আজো বেশ জ্বর। :-<

৬৭| ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৭

আবু শাকিল বলেছেন: বাহ ! আমি মুগ্ধ ।
প্রতিভা আমার কাছে কিছু ধার দেয়া যায় না :)
প্রতিভাহীনতায় ভুগতাছি ।

২২ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:২৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: প্রতিভা পাতিল থাকেন ভারত
ধার যদি চাও,যাও সেথা;
আমার ভায়া শূণ্য থলি
গোবর ভরা এই মাথা। ;)

৬৮| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:১৫

অর্বাচীন পথিক বলেছেন: আগে শুনেছি গানের যুদ্ধ হত এখন দেখে ছড়া যুদ্ধ ও হয় !!!

২৩ শে নভেম্বর, ২০১৫ ভোর ৬:৩৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: একপেশে লড়াইতে
নেই ভায়া কোনো মজা;
প্রামানিক পালিয়েছে
বলো তারে কি দেই সাজা ??

৬৯| ২৫ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৩

অর্বাচীন পথিক বলেছেন: প্রামানিক ভাই পালিয়েছে !!!
কি কন ভাই ?? !!

২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:১৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: প্রামানিক পালিয়েছে
কথা জেনো সত্যি;
নাই এতে মিছে কোনো
মোটে এক রত্তি।

৭০| ২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:২০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এত বিরাট কাণ্ড ঘটে গেল , আমি কই ছিলাম ।

২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: করো মোরে অবহেলা
তাই আসোনি পোষ্টে;
তিনদিন কোমায় ছিলুম
স্রেফ এই কস্টে। :-<

৭১| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১১

হাসান মাহবুব বলেছেন: দারুণ!

০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৪০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: হামা ভায়া ভারি ইয়ে
খালি মিছে পটানি;
কি লিখেছি আগডুম
সে কি ছাই কম জানি? :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.