নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডানে গেলে জঙ্গীবামে গেলে নাস্তিক;দ্বন্দ্বেতে নেই বাপুআছি হেথা মাঝ ঠিক

কি করি আজ ভেবে না পাই

ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।

কি করি আজ ভেবে না পাই › বিস্তারিত পোস্টঃ

প্রিয় ব্লগার গিয়াস উদ্দিন লিটন

২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৬



আজকাল প্রায় দেখি
নতুন এক ট্রেন্ড;
কমেন্টে ফার্স্ট হলে
দাও চা বা কফি ব্লেন্ড।

চা পেয়ে সেকি অভিনয়
যেনো মহা তুষ্ট;
এ কালচার শুরু করে
গিয়াস ভায়া দুষ্ট।

নাম শুনে মনে আসে
সে আবার কোন জন;
আরি বাপু কে আবার
গিয়াস উদ্দিন লিটন

ছবি দেখে মনে হয়
যেনো কতো শান্ত;
এই ভুল করে সবে
হয়ো নাকো ভ্রান্ত।

চোখ দুটো ভোলা ভালা
গোবেচারা চেহারা;
আড়ালে লুকিয়ে মহা
পাজীর এক পা-ঝাড়া। ;)

পাজী শুনে ভুল ভেবে
করো নাকো তারে হেলা;
কানে কানে বলি শুনো
আমিও যে তারি চ্যালা।

ট্যালেন্টে ভরপুর
কিলবিলে বুদ্ধি;
কতো কিছু ধরে বাপু
মগজের মধ্যি।

পোষ্ট তার হামেশা
পাঠে অনবদ্য;
যাই লিখে তাই হিট
গদ্য বা পদ্য।

গুণীজন সিরিয়াল
তার মহা কীর্তি;
পাঠকের শেষ নেই
ফ্যান হেথা ভর্তি।

এই সিরিয়াল পড়ে
বুক ভরে গর্বে;
পোষ্ট যেনো চালু থাকে
শত শত পর্বে।

গুণীজন-ই নয় তার
জেনো স্রেফ কম্মো;
আরো আছে কতো শত
আর্টিকেল ও রম্য।

আমি অতি সাধারণ
নই বড় বোদ্ধা;
গুণী এই লেখকেরে
জানালুম শ্রদ্ধা।

এইভাবে ভায়া তুমি
বেঁচে থাকো চিরকাল;
দুর্মুখেরা যতো দিক
হিংসেয় বাজে গাল।




উৎসর্গঃ
গিয়াস উদ্দিন লিটন
সামু ব্লগে গর্ব,
জানি হবে একমত
পাঠকেরা সর্ব।

ছবিঃ
ছবি আর নেই কোনো
ব্লগ থেকে কপি পেষ্ট;
লুক তার হিরো হিরো
অলওয়েজ লাগে বেস্ট। B-)

ভাগ্যিস ফেসবুকে
শেষখানা মিলেছে;
চুপিচুপি দিনু হেথা
দেখলেই সেরেছে। :P

মন্তব্য ৮৮ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৮৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: চোখ দুটো ভোলা ভালা
গোবেচারা চেহারা;
আড়ালে লুকিয়ে মহা
পাজীর এক পা-ঝাড়া। ;)


হা হা হা

গিয়াস ভাই তাই নাকি?

আমি অতি সাধারণ
নই বড় বোদ্ধা;
গুণী এই লেখকেরে
জানালুম শ্রদ্ধা।


অসাধারন ছড়া! লেখকেও ধন্যবাদ অকপট প্রকাশে আমাদের এক গুনি ব্লগারকে স্মরনীয় করে রাখায়।

২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমি ভায়া তারি ফ্যান
নয় ছোট মনটি;
প্রথম হলে এই নাও
গরমা গরম 'টি'। :)

২| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৫

কমিউনিস্ট বলেছেন:
নাম শুনে মনে আসে
সে আবার কোন জন;
আরি বাপু কে আবার
গিয়াস উদ্দিন লিটন।

...বাহ! চমৎকার লিখেছেন!

২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সেকেন্ড হলে তাতে কি
সুযোগ হয়নিকো গচ্চা;
তোমাকেও আপ্যায়ন
বিস্কুট সাথে চা......... ;)

৩| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০০

ঈশান আহম্মেদ বলেছেন: চমৎকার লিখেছেন লিটন ভাইয়াকে নিয়ে।অসাধারন।

২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: থার্ড হলে নাও ভায়া
এক মুঠো টফি;
আরে আরে পরে খেও
আগে খাও কফি। :-B



৪| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১৪

গেম চেঞ্জার বলেছেন: চোখ দুটো ভোলা ভালা
গোবেচারা চেহারা;
আড়ালে লুকিয়ে মহা
পাজীর এক পা-ঝাড়া। ;)

---------------------------->
চোখ দুটো ভোলা ভালা
গোবেচারা চেহারা;
আবডালে আড়ালে
পাজীর এক পা-ঝাড়া। ;)

কি করি ভাই কেমন আছো?????

২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:২৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এই আছি মোটামুটি
খুব ভালো যাচ্ছেনা;
দিন কেটে যাচ্ছে
রক্ত বেরুচ্ছেনা.......... /:)

তুমি ভায়া কেমন আছো
কেমন আছে গার্লফ্রেন্ড;
তোমাকে লাইম সোডা
ব্রেক করে এই ট্রেন্ড। :)

৫| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:২৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সামুর ছন্দের যাদুকর 'কি করি আজ ভেবে না পাই' এইটা কি করলেন আপনি ?
আপনার ছান্দসিক ছড়া পড়ে আমার অবস্থা হয়েছে একেবারে আপনার নিক'এর মত ।
একই সাথে লজ্জিত ,আনন্দিত , কৃতজ্ঞ ,আপ্লুত !

আমার প্রথম পোস্টটিতে ''০ বার পঠিত'' এই ট্যাগটি অন্তত তিন মাস ঝুলেছে ।
যাতে প্রথম কমেন্ট আসে দুই বছর পর । পরবর্তীতে আমার ব্লগের কোন পোস্ট ফেসবুকে শেয়ার ,লাইক পড়েছে ৪২ হাজার আর পঠিত হয়েছে লক্ষাধিকবার এমনও হয়েছে ( বিনয়ের সহিত লিংকটি শেয়ার করলাম । )

সামুতে এসে অনেক পেয়েছি , দিতে পারিনি কিছুই । তার পরও সামুতে লেগে আছি সুপারগ্লুর মত ।
আমার সকল প্রাপ্তিকে ছাড়িয়ে গেছে আপনার আজকের উৎসর্গ । যা আমার কাছে রীতিমত এ্যাওয়ার্ড !

আমার এই ''এ্যাওয়ার্ড'' আমি আমার সকল সন্মানিত পাঠকদের উৎসর্গ করলাম ।

কৃতজ্ঞ ও ঋণী হয়ে রইলাম সামু , সামুর সকল পাঠক , আপনি ও এই পোস্টের সকল পাঠকের নিকট ।

সকলের জন্য শুভ কামনা রইল ।

২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সামুর ছন্দের যাদুকর 'কি করি আজ ভেবে না পাই' এইটা কি করলেন আপনি ?
আপনার ছান্দসিক ছড়া পড়ে আমার অবস্থা হয়েছে একেবারে আপনার নিক'এর মত ।
একই সাথে লজ্জিত ,আনন্দিত , কৃতজ্ঞ ,আপ্লুত !


ওফ্‌ ভায়া এই হলো
তোমা নিয়ে মুশকিল;
সবি ভালো দোষ শুধু
ন্যাকামোতে কিলবিল।

আমার প্রথম পোস্টটিতে ''০ বার পঠিত'' এই ট্যাগটি অন্তত তিন মাস ঝুলেছে ।
যাতে প্রথম কমেন্ট আসে দুই বছর পর । পরবর্তীতে আমার ব্লগের কোন পোস্ট ফেসবুকে শেয়ার ,লাইক পড়েছে ৪২ হাজার আর পঠিত হয়েছে লক্ষাধিকবার এমনও হয়েছে


এতো খুবি স্বাভাবিক
জিরো থেকে স্টার্ট;
আজ তুমি পরিণত
বিংগোতে সদা ডার্ট।:)


সামুতে এসে অনেক পেয়েছি , দিতে পারিনি কিছুই । তার পরও সামুতে লেগে আছি সুপারগ্লুর মত ।
আমার সকল প্রাপ্তিকে ছাড়িয়ে গেছে আপনার আজকের উৎসর্গ । যা আমার কাছে রীতিমত এ্যাওয়ার্ড !

আমার এই ''এ্যাওয়ার্ড'' আমি আমার সকল সন্মানিত পাঠকদের উৎসর্গ করলাম ।

কৃতজ্ঞ ও ঋণী হয়ে রইলাম সামু , সামুর সকল পাঠক , আপনি ও এই পোস্টের সকল পাঠকের নিকট ।

সকলের জন্য শুভ কামনা রইল ।


এই হলো মহতের
কমন এক লক্ষন;
তোমাকেও শুভাশীষ
ভালো থেকো প্রতি'খন।


***সামুর ছন্দের যাদুকর...............আপনার ছান্দসিক ছড়া পড়ে.............

এইসব মিছে বলে
দিয়ে নাকো লজ্জা;
শরমেতে লাল হয়ে
খিল দেই দরোজা।

যাহ যাহ যাহ যাহ :P :`>

৬| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩১

প্রামানিক বলেছেন: যার নামে মিলাদ পড়ানো হচ্ছে তার খোঁজ নাই। গিয়াস উদ্দিন লিটন গেল কই?

২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:১৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আর কটা'খন সবুর কর
রসুন বুনেছি;
আদার দিলুম,গিলবে ঠিকি
ব্লগে হাজির দেখেছি।:)

৭| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩১

ইমরাজ কবির মুন বলেছেন:
হেহেহ, মজার হৈসে এইটা ||

২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:১৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মজা কোথা পেলে ভায়া
দিলুম তাকে সম্মান;
হয়নি কিছু বুঝলুম এবার
হৃদয় ভেঙ্গে খানখান।:(

৮| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩১

প্রামানিক বলেছেন: কইতে কইতে আইসা পড়ছে। এবার তাইলে আসর জমবো।

২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:২২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আগেইতো কইছি
আইবো সে ঠিকঠিক;
কথায় নাই নড়চড়
বুঝলা ভাই প্রামানিক? ;)

৯| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৪

প্রামানিক বলেছেন: ছড়া ফাটাফাটি হইছে।
তবে কি করি আজ ভেবে না পাই এই নামটা একটু ছোট করার জন্য অনুরোধ করছি এত বড় নাম উচ্চারণ করতে দাঁত ভাঙার অবস্থা।

২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:২৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: দুই দুটো খাসী দিয়ে
নামখানা রেখেছি;
ছোটবড় যাই হোক
বড় ভালোবেসেছি।

সেই নাম নিয়ে তুমি
করছো যে ব্যাঙ্গ !!
আজ থেকে তোমা-আমা
মিত্রতা সাঙ্গ।

গার্লফ্রেন্ড ভাবী সখী
এসো সব সুদ্ধ;
আজ থেকে ঘোষিলাম
তৃতীয় বিশ্ব যুদ্ধ।

১০| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগলো আমার প্রিয় একজন সুহৃদ সম্পর্কে আপনার কবিতা । তিনি কিন্তু বড্ড পাজী আমাকে বলে সেলিম গুন্ডা । ;)

২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:৩১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভালোবেসে ডাকে বলে
দিলে তাকে নাম পাজী;
তুমিওতো ভালোবাসো
সে কি কভু ডাকে কাজী।;)

কথায় আছে গভীরতা
বুঝে নাও শুঁকি;
তুমিও কি কম ইয়ে
বুঝি মোরা ঠিকি। :P

১১| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি প্রামানিক ভাইর বাড়ি গিয়ে বসে আছি আর তিনি চা নাস্তার ভয়ে এখানে এসে আমাকে খুজছেন :P

অবশ্য উনি ভুল জায়গায় খুজেন নি B-)

২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:৩৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মুখে মুখে বড় কথা
আসেননা মতিঝিল;
গেলে পরে জুটে গালি
অশ্লীল অশ্লীল।

তার কথা বলে আর
মন করোনা বেজার;
সবি হলো তাকদীর
নিয়ে ঘুরে যে যার।:)

১২| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৭

কথাকথিকেথিকথন বলেছেন: একমত । হি ইজ জিনিয়াস । আর আপনিও । যে ছড়া লিখলেন !! একদম পরিপক্ক হাস্যরসে সুন্দরে ভরপুর । এমন ছড়া লেখা কঠিনই বটে ।

২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:৩৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: হি ইজ এ জিনিয়াস
নেই এতে ডাউট;
আমি হনু ধরিবাজ
বিশাল এক টাউট।

ধূসর ঐ মগজেতে
মেধা মোটে নাই;
জিনিয়াস বেচে বেচে
চলি ফিরি খাই।;)

১৩| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৪

চাঁদগাজী বলেছেন:


কড়কড়ে জীবিত ছড়া

২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:৪৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সে কি আর বলতে
চলমান জিনিয়াস;
মন থেকে বোল আসে
সাব্বাস সাব্বাস।:)

১৪| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সেলিম ভাই , আমিতো শুধু 'গুন্ডা' বলেছি !
মানুষ প্রিয়জনদের আরও কত কত নামে ডাকে :P

২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:৪৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভুল কি বা বলেছো
ডেকে তাকে গুন্ডা;
ছিনতাই করে পরী
যেনো পাঞ্জাবী মুন্ডা।;)

১৫| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১৫

ধমনী বলেছেন: কেউ খ্যাত হয় নিজ কর্মে আর কেউ খ্যাত হয় খ্যাতিমানদের নিয়ে আলোচনা/গবেষণা করে।
ছড়া ভালো হয়েছে।

২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:৪৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কারো খ্যাতি নিজ গুণে
কারো করে গবেষনা;
গিয়াস ভায়া দুটোতেই
যা-ই করে রচনা।

১৬| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১:০২

সচেতনহ্যাপী বলেছেন: বন্ধুকে বন্ধুর দেয়া ''এ্যাওয়ার্ড'' আমি আমার সকল সন্মানিত পাঠকদের উৎসর্গ করলাম ।। আসলেও অনেকবড় ।।
তবে প্রামানিককে ছেড়ে লিটনকে ধরার শানে-নজুলটা....।

২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:৫৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তবে প্রামানিককে ছেড়ে লিটনকে ধরার শানে-নজুলটা....।
হা হা হা..............

তুমি ভায়া খুব পাজী
খালি খুজো ছিদ্র;
এখন আমি পুরো ভালো
হয়ে গেছি ভদ্র।;)

বন্ধুকে বন্ধুর দেয়া ''এ্যাওয়ার্ড'' আমি আমার সকল সন্মানিত পাঠকদের উৎসর্গ করলাম ।। আসলেও অনেকবড় ।।

আগেইতো বলেছি
বিগ হার্ট বিগ মাইন্ড;
সকলেরে ডেডিকেট
হি ইজ সো কাইন্ড।:)

১৭| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১:১২

আরজু পনি বলেছেন:

সম্মানের অসাধারণ প্রকাশ ।

২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:০০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ওরি বাবা ব্লগরাণী
দিলো মোরে শরম;
ঘেমে পুরো জবজবে
শীতে লাগে গরম।

এলেবেলে যা লিখেছি
হাত নয় পোক্ত;
তবুও সাহসে লেখা
আমি তার মহাভক্ত।

১৮| ২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:২০

জুন বলেছেন: অসাধারন কবিতা এক জন প্রিয় ব্লগারকে নিয়ে। যা বলেছেন তা শতভাগ সত্য কি করি আজ।
এই রইলো আপনার জন্য :)

২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:০৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: দেখো দেখি কান্ড
শেষ বেলা রেড টি;
মন হলো খুব খুশী
পড়েছো যে পোষ্টটি।:)

১৯| ২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:৩৭

খেয়া ঘাট বলেছেন: +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:০৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ওরি বাবা এতো প্লাস
রাখি আমি কোনখানে;
মন থেকে দিলে,নাকি
পাম্প- স্রষ্টাই জানে।;)

২০| ২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:০৭

আহমেদ জী এস বলেছেন: কি করি আজ ভেবে না পাই ,




কি করি আজ ভেবে না পাই
কোন ব্লগ ছেড়ে কোন ব্লগে যাই !
এইখানে না ঐখানে ,
চায়ের কাপে মন টানে !

কি করি আজ ...
লিটন গিয়াস ..
দেখি কে আগে দেয়
চায়ের কাপ , মেটায় তিয়াস !

লাগিয়ে দিলাম যুদ্ধ
দেখি কে করে আমায় মুগ্ধ :(

২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:২২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ধুয়ো উঠা চা নাও
সাথে নাও কুকি;
যুদ্ধেতে কে জিতিলো
দেখি উঁকিঝুকি।:)



২১| ২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪৪

আহমেদ জী এস বলেছেন: কি করি আজ ভেবে না পাই ,



কে জিতেছেন ভেবে না পাই ,
গিয়াস লিটন , কোথায় ভাই ?????????????

কি করি আজ , দিছে কুকি
আপনি কি দেবেন , দেখি ............ B-)

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৩২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: চা-বিস্কুট টেনে
জিতে আর লাভ কি?
লোকে বলে স্পট বয়
বেঁচে আছি ধুকি ধুকি।:(

২২| ২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৫

শায়মা বলেছেন: ভেরি গুড ছড়িতার ভেরী গুড ভাইয়া :D
জ্ঞানীজন গুণীজন এক্সসেলেন্টো আইডিয়া। B-)

জিনিয়াস ভাইয়ার জিনিয়াস পোস্ট সব
তাই নিয়ে সবে মোরা করি জোরে কলরব।

কি যে করি ভাইয়াটা থ্যাংকস থ্যাংকস আ লট :)
কিন্তু কার চা নিয়ে করো তুমি ফট ফট। X(

আমার বাড়ির চা খানা চুরি করে নিয়ে B:-/
হাতসহ এইখানে তুমি দিয়ে দিলে! :-/

এত বড় জোচ্চুরি এত বড় কথা!
চুরি ধারি বড়ি করে দিলে বুকে ব্যথা। :((

এ ছিলো সোনার কাপ সোনা দিয়ে মোড়া
চুরি করে ভাগলে, ভাঙ্গা মন লাগলো না জোড়া। :((



:P

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: চুরি ছাড়া আর কোনো
ছিলো না উপায়;
গোল্ডকাপ ছাড়া লোকে
চা-যে নাহি খায়।

কি যে করি কি যে করি
ছিলো নাকো আইডিয়া;
প্রামানিকে বলে কানে
হান্দাও সিঁদ কাটিয়া।

শায়মার বাড়ি গিয়া
শোকেসের কোনাতে;
থরে থরে কাপ প্লেট
পাবে গড়া সোনাতে।

যেই কথা সেই কাম
কাম সারে সে নিজে;
আমি স্রেফ সার্ভ করি
সব রাখা আছে ফ্রিজে।

নাই খালি এক পিস
চ্যাং দিছে মাইরা;
আমারে চড় কিল দিয়া
নিছে হেইডা কাইরা। :-*

২৩| ২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:১৯

শাহাদাত হোসেন বলেছেন: ভালো লাগছে প্রশংসা পত্র ।

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভালো লেগেছে তোমার
প্রশংসা পত্র;
জেনে হই আপ্লুত
জুড়ালো এ গাত্র।:)

২৪| ২৭ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আহমেদ জী এস ভাই , নিন আরেক কাপ গ্রীন টি -

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বাবারে বাবা জিএস ভায়া
বিরাট দেখি চা-খোর;
ফুড়ুৎ ফুড়ুৎ চায়ের নেশায়
আমারি চোখে লাগে ঘোর !!!

২৫| ২৭ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শায়মা ,
,

এ জগতে সাধু কে ?
চোরই বা কোন ?
যদি আমি চোর হই
তুমি চোরের বোন ! :-P

আসলেই তুমি মিষ্টি মেয়ে
চিনির গোডাউন
নেইলে দিয়ে পিঙ্ক পলিশ
করছো শোডাউন !

কাইন্না আঙ্গুল চুবিয়ে দাও
চিনির বিকল্প
ভুল বলিনি একচুল
কিংবা রূপকল্প ।

(এবার বলি আসল কথা
শুনলে তোমার ঘুরবে মাথা ।
শুয়ে পড় জড়িয়ে কাথা
তেড়ে এসোনা গুঁটিয়ে হাতা ! )

হাত দেখে যদিও লাগে ইসমাট
চা দিয়েছো সর পড়া অতি বিস্বাদ !

মাংসের কাপেও চা দিয়েছো
থু ! ওয়াক থু !!
চা তো নয় খেলাম যেন
সাদা বকের গু !


মানো কিংবা না মানো আর
দোস্ত আমার সেলিম আনোয়ার ।
দুজন যাবো তোমার বাড়ি
যতই তুমি দাওনা আড়ি ।

দিতে চাইলে -টার বাড়ি
ছুট লাগাবো তাড়াতাড়ি ।

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: খাইছেরে ভায়া তুমি
পলাওগো জলদি;
ফুটন্ত তেলে দিছো
ছিটা নুন-হলদি।

উপরে উপরে ভালো
রাগলে সে ডাইনী;
চিবিয়ে জ্যান্ত খাবার
স্বভাবটা যায়নি।

সেলিম ভায়া বোকা বড়
বাসনা শহিদি মউত;
তোমার আমার কাম কি
মাস্তি বাকী বহুত।;)

২৬| ২৭ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৩

কামরুন নাহার বীথি বলেছেন: এই সিরিয়াল পড়ে
বুক ভরে গর্বে;
পোষ্ট যেনো চালু থাকে
শত শত পর্বে।
------

সেই আশা আমারও, সবারই !!!!


















































২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মুছা মোটে যাবেনা
আগে বলো ছিলো কি?
বক্স বড়,লিখা ছোট
খাইলাম টাসকি। :) =p~

২৭| ২৭ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৫

কামরুন নাহার বীথি বলেছেন: এই সিরিয়াল পড়ে
বুক ভরে গর্বে;
পোষ্ট যেনো চালু থাকে
শত শত পর্বে। ------

সেই আশা আমারও, সবারই !!!! উপরের কমেন্ট মুছে দেবেন প্লীজ!!!!!!

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কানে কানে বলছি তোমায়
খবর ব্যপক থ্রীলার;
গিয়াস ভায়া তলে তলে
সিরিয়াল লেডি কিলার।;)

চেহারাতে বুঝনা
রোমান্সে ভরপুর;
কথা কয় মিঠা মিঠা
যেনো পাটালীর গুড়।

কথা শুনে মাইয়ারা
যায় পুরো পটে;
পারুমনা কতি আর
এরপরে কি ঘটে.............:(

২৮| ২৭ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৭

কাবিল বলেছেন: ছড়ায় ছরায় সম্মানের অসাধারণ প্রকাশ ভাল লাগলো। গিয়াস লিটন ভাই আমারও খুব পছন্দের এক জন ব্লগার।
সেই পছন্দের তালিকায় ধিরে ধিরে আপনিও উঠে আসছেন।


আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা।

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ওরি খোদা,সর্বনাশ
আর দিয়োনা পাম্প;
ফোলার চোটে ফাঁইপ্পা পরে
ছাদ থিকা দিমু জাম্প।:)

২৯| ২৭ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ,
,
,

সিরিজটি চলবে শ'তিনেক পর্ব
ইচ্ছে ছিল চালিয়ে যাবার
যতদিন না মরবো ।

অনেকে এই সিরিজের করে কুৎসা ও
কমেন্ট পেলে আপনাদের
বাড়ে উৎসাহ ।

আগামীতে সাথে থাকবেন
কামরুন নাহার বীথি
শুভ কামনা জানবেন
সাথে অনেক প্রীতি । =p~

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: শ'তিনেক হতে হতে
আরো পাবে কত শত;
এভাবেই চলবে তা
ফুরোবেনা মেধা যত।

বীথি আপু থাকবেই
সাথে মোরা সকলে;
তুমি কভু থেমোনা
দুর্মুখে যাই বলে।

৩০| ২৭ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কাবিল ভাই জানান দিলেন
উনার পছন্দের !
যা ছিল আমার কাছে
অতি আনন্দের !

লালন শাহের ভক্ত তিনি
মানুষটাও বেশ
জ্ঞ্যানি গুণী ,

কি করি আজ ভেবে না পাই
এই ব্লগের হোস্ট
আমায় নিয়ে ঝাড়লেন
চমৎকার এই পোস্ট ।

ভাল বাসায় হলাম সিক্ত ,
আসলে সব তাঁর কৃতিত্ব
আমি হলাম শুধু নিমিত্ত ।
লিখেছেন তিনি অতিরিক্ত
যদিও আমি অতি রিক্ত ।

শুনে রাখুন কাবিল ভাই
সকল কথা বাদ
শুভ কামনা জানবেন
সাথে ধন্যবাদ । =p~

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কাবিল ভায়া প্রাজ্ঞজন
আসলেই তিনি কাবিল;
দেখলে তারে মনটা ভরে
আনন্দে অনাবিল।

ভাল বাসায় হলাম সিক্ত ,
আসলে সব তাঁর কৃতিত্ব
আমি হলাম শুধু নিমিত্ত ।
লিখেছেন তিনি অতিরিক্ত
যদিও আমি অতি রিক্ত ।


ভায়া তুমি বলো দেখি
আর কবে শোধরাবে,
পিত্তিটা জ্বলে যায়
ঢং করো যবে যবে!!! X( X((

৩১| ২৭ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮

আরণ্যক রাখাল বলেছেন: তাকে ব্লগে দেখি অনেকদিন থেকেই| যখন পাঠক ছিলাম, নিক ছিল না তখন থেকেই তার রম্য পড়ে ফ্যান হয়েছি| সর্বশেষ ভূত নিয়ে যে রম্যটা লিখেছেন, সেটাতে জাস্ট ফাটিয়ে দিয়েছন| তার
কমেন্ট প্রেরণা জাগায় অনেক|
আপনিও দারুন মশাই| জবাব নেই

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: পোষ্টেতে বস সে যে
কমেন্টে ইউনিক;
কোহিনুর হীরা যেনো
সামু ব্লগে ঝিকমিক।

আপনিও দারুন মশাই| জবাব নেই

জবাব আসে কোত্থেকে
লিখি সব অগাবগা;
তাই ঠিকি চামে চামে
ঠেশ মেরে দিলে দাগা।;)

৩২| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০২

বাংলার ফেসবুক বলেছেন: অনেক সুন্দর আর দারুণ লেখা হয়েছে ভাললাগা রেখে গেলাম।

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভাল্লেগেছে জেনে আমারো
লাগলো ভীষন ভালো;
সুখে থেকো,ভালো থেকো
জীবনটা হোক আলো।

৩৩| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:২৪

রুদ্র জাহেদ বলেছেন: প্রিয় ব্লগারকে নিয়ে ফাটাফাটি ছড়া লিখেছেন প্রিয় ব্লগার @কি করি আজ ভেবে না পায় :)

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:২৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: পোষ্ট পড়েছো হলুম খুশী
শুভেচ্ছা জানিও;
কানে কানে বলছি ভায়া
তুমিও আমার প্রিয়।:)

৩৪| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৫

রুদ্র জাহেদ বলেছেন: পোষ্ট পড়েছো হলুম খুশী
শুভেচ্ছা জানিও;
কানে কানে বলছি ভায়া
তুমিও আমার প্রিয়।

**
ধন্য হলাম আমি ধন্য
প্রিয় ব্লগার
প্রিয় সব ব্লগারের অন্যতম একজন ব্লগার
"কি করি আজ ভেবে না পায়" -এর জন্য :)

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ধন্য হলাম আমি ধন্য
প্রিয় ব্লগার
প্রিয় সব ব্লগারের অন্যতম একজন ব্লগার
"কি করি আজ ভেবে না পায়" -এর জন্য :)


''প্রিয় ব্লগার'' শুনেই লাজে
গাল হয়ে যায় লাল;
এসোনা প্লিজ টিএসসিতে
চা খাবো'খন কাল।:)

৩৫| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৮

বাংলার ফেসবুক বলেছেন: লেখক বলেছেন: ভাল্লেগেছে জেনে আমারো
লাগলো ভীষন ভালো;
সুখে থেকো,ভালো থেকো
জীবনটা হোক আলো। @ সুন্দর মন্তাব্যের জন্য শুভকামণাসহ আমার আইটি নিমন্ত্রণ রইল।

২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:১৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: নিমন্ত্রনে বেজায় খুশী
আইটি মানে কি?
তুমিও ভায়া প্রথম এলে
নাওনা এক কাপ টি।

৩৬| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫১

সুমন কর বলেছেন: দারুণ হয়েছে...... !:#P
++++

২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:১৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সুমন ভায়া প্লাস দিয়েছো
তাও কেনো হয় মন বেজার;
মাইক্রো মিনি কমেন্ট কেনো
গলায় যেনো 'পোচ' রেজার। /:) B:-) :(

৩৭| ২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৯

অগ্নি সারথি বলেছেন: গিয়াস উদ্দিন লিটন রে ধুইয়া দিয়া তারপর সিরাম তেল। উপস। :P

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:০৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: হুশশশ,,,বলো আস্তে
ভাংবে কি হাটে হাড়ি;
যদি শুনে গিয়াস ভায়া
নেবে জনমের আড়ি।

ইয়ে মানে হয়েছে কি
না মানে.....ঐটা;
ধুৎ ছাই কি যে বলো
বুঝি নাকো কোনটা?? ;)

৩৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৫৭

সুলতানা রহমান বলেছেন: এইসব চা টা দেখে আরো তৃষ্ণা বেড়ে যায়। তখন নিজেকেই বানিয়ে খেতে হয়। আর আজ তো এখানে কত রকমের ……

০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:২১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বললেই হয় বাপু
খেতে চাও চা;
এই নাও এক কাপ
সাথে ব্রেকফাস্ট টা।

৩৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:২৭

সুলতানা রহমান বলেছেন: এইটা কি হইলো?আমাকে এই চা ক্যান? এইটা খাবনা।

০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৪২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ওকে বাবা এই নাও
চা-য়ে দুধ খাঁটি;
সাথে দিনু গোটা দুই
লাইম গ্রীন আইস টি।





৪০| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০০

সুলতানা রহমান বলেছেন: থ্যাঙ্কু থ্যাঙ্কু। ইয়ে, ঠান্ডা লেগে ও যেতে পারে।

০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: যাগ বাবা চা নিয়ে
ছিনু বড় টেনশানে;
সুয়েটার পড়ে খেও
বলি তোমা কানে কানে। ;)

লাগবেনা ঠান্ডা
জ্বর কিবা সর্দি;
ডরনেকা বাত নেহি
মোর প্রিয় বড়দি। :)

৪১| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৪

রূপক বিধৌত সাধু বলেছেন: চমৎকার ছড়া পড়ে
ভরে গেলো মন,
অাসলেই জিনিয়াস
গিয়াসলিটন ।
তুমিও বা কম কীসে,
বিচক্ষণ, গুণী;
মজাদার কত কথা
তোমা হতে শুনি ।
*****************
তোমার রোগটা যেন
তাড়াতাড়ি সারে,
শুভ কামনা রইলো
ফের এসো ফিরে ।

০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আট ছয় ফরম্যাটে
কি দারুন ছন্দ;
তোমা দেখে লাগে ভয়
ছড়া লেখা বন্ধ।

আসলেই বলি ভায়া
ছেড়ো নাকো চর্চা;
আমা প্রায় দিন শেষ
জমেছে মরিচা।

৪২| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৭

নেক্সাস বলেছেন: আরোপিত প্লট। তবুও অনবদ্য ছড়া। কোথাও একটু খানি ছন্দের বিচ্যুতি নাই। এক কথায় দারুন, অসাধারণ

১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ধ্যাৎ ভায়া কি যে বলো
মরি আমি লাজে;
কলার উঁচু করে হাঁটি
সেয়ানার সাজে।;)

৪৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সামুতে'তো এই ছবিটা
পাওয়ার কথা নয় !
এই ছবিটা কোথায় পেলে
বল মহাশয় (?) !

আমার ফেবু'য় আছে সামুর
একমাত্র পরী ,
তার বুঝি এই নিক
ভেবে না পাই কি করি । :P

সত্যি করে বল ভায়া
এই ছবি কই পাইলা ,
এই চিন্তায় মাথায় আমার
বয়ে যাচ্ছে আইলা । =p~

এবার আমায় বল তোমার
আসল পরিচয়
বলবোনা কাউকে
জেনো নিশ্চয় !

১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভুতটাকে পরী ভেবে
করো নাকো ভুল;
ডোন্ট টেন্সড,টেকিটিজি
প্লিজ বি কুল। :#)

নিক মোর একটাই
নেই কোনো মালটি;
করেছি যে শয়তানি
দিয়ো নাকো গালটি। :D

ছবি দেয়া এমন কি
ফেসবুকে ঘাটলুম;
চুজ করে ফটাফট
সামু ব্লগে সাঁটলুম। :-B

তবু এটা অনুচিৎ
না নিয়ে অনুমতি;
জানোইতো বদ এক
ফাজিলের মহারথি। :P

ভেবেছিনু দেখবেনা
দিয়েছিনু চুপি চুপি;
চোখ দেখি সিসি ক্যাম
ডরে শুরু কাঁপাকাঁপি। :((

ছবি দেয়া কতো সোজা
এই দেখ নমুনা;
যত দ্যাও গালাগালি
আর কিছু কমুনা।;)

৪৪| ০৭ ই জুলাই, ২০১৬ রাত ২:২৪

আবুল হায়াত রকি বলেছেন: উনি আমার পছন্দের ব্যক্তিত্ব। খুব সুন্দর ছড়া।

৪৫| ২১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তুমি বড় ছড়াকার
ছড়া তোমার মজ্জায়,
গুণী টুনি বলে মোরে
কেন ফেলো লজ্জায়।

কি দারুন লিখ তুমি
সব ছড়া ধুন্ধুমার,
তোমার মতই লিখতেন
মোদের কবি সুকুমার।

চমৎকার ছড়া লিখ
ছন্দে থাক মত্ত,
এরকম লিখতেন একজন
সত্যেন্দ্র নাথ দত্ত।

তারা দুজন থাকলে বেঁচে
বলতেন মাথায় দিয়ে হাত
কে রে এই Jayson ব্যাটা
মারতে এল মোদের ভাত !

আমায় নিয়ে অহেতুক
ছেড়না ফাঁকা বুলি,
ছায়ায় রেখো সর্বদায়
দিও পদ ধুলি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.