নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।
ফান নয়, সিরিয়াস
পড়েছি অতল কূয়া;
সামু ব্লগের সকলে
করো খাস দিলে দোয়া।
মাউন্ট এলি,লীলাবতি
হিন্দুজা কিবা সিডনী;
ঠিক হবেনা সহজেতে
এই আমারি _ _ _
আজেবাজে পোষ্ট দিয়ে
জ্বালিয়েছি কত শত;
নিজ গুণে ক্ষমো মোরে
রেখো নাকো মনে ক্ষত।
০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ধরে নাও এমনিতে
রামের এলো সুমতি;
ফাও কিছু দোয়া দিলে
এতো বাপু কি ক্ষতি?
২| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫৯
মাকড়সাঁ বলেছেন: ক্ষমা korlam :p
০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: জেনে লাগে খুব ভালো
তোমাকেও থ্যাংকস;
দোয়া করো খাস দিলে
খালি করে ট্যাংকস।
৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০৩
কামরুন নাহার বীথি বলেছেন: কি ব্যাপার?!!!!! হঠাৎ করেই ক্ষমা চাওয়া কেন?
শরীর ভাল আছেতো??????
পাচ মিনিটের মধ্যেই জবাব চাই কিন্তু!
০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরেকটু ভেবে দেখো
টুকটাক বলেছি;
এখনো বললে নাতো
ক্ষমা আদৌ পেয়েছি?
৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: হল কি হল কি
ক্ষমা চেয়ে ছড়াটি
লিখে ভায়া কি বুঝাও
সামু ছেড়ে যেতে চাও?
হবে না ওটি
দেকনা তোমায় ছূটি!
ফাও দোয়ায় ক্ষতি নেই
তাই এভঅবে কি চাইতে হয়!
পেয়েছিলাম ভীষন ভয়
বুঝী আবার কাকে হারাতে হয়
রাখূক ভাল আল্লাহ তোমায়
সকল বালা যেন দূর হয়ে যায়
০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: না না ভায়া কোথা যাবো
ছেড়ে এ প্রাণের সামু;
তোমাদের ছেড়ে ভায়া
মরেও কি সুখ পামু??
অতো কথার কাম কি
করোনা খানিক দোয়া;
খাটি দিলে করবে
নয় মোটে ফেক-ভুয়া।
৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০৭
অগ্নি সারথি বলেছেন: কাহিনী কি? শরীর- মন ভাল তো!
০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শরীর জাগে শরীরের নিয়মে
মন যদি না জাগে;
কও দিনি এ কথাটি ছিলো
কোন ছবির ডায়ালগে??
৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১৭
অগ্নি সারথি বলেছেন: লালন ভক্ত যে আমিও কবি।
জানতে চেয়েছিনু মন শরীরের খবর
নহে কোন সিনেমার ডায়ালগ
কিংবা কোন প্রশ্ন
০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সাবাস ভায়া তোমার দেখি
বুদ্ধি আছে কিডনীতে;
ভাবলে পরে পাবে ক্লু
দেয়া আছে সিডনীতে।
আর কতো বলবো
সবি প্রায় বলা শেষ;
খাস দিলে প্রার্থনায়
দোয়া করো বেশ বেশ।
৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২৫
রিকি বলেছেন: ভাই কি শরীর খারাপ?? কিছু হয়েছে?
০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: রিকিপুকে দেখেই যে
মন হলো পুরো ভালো;
শরীরটা হলো খাঁচা
এ্যাই পাখী এলো গেলো।
৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩১
অগ্নি সারথি বলেছেন: মাউন্ট এলি,লীলাবতি
হিন্দুজা কিবা সিডনী!
কি সেই দূরারোগ
নেই কি কোন দাওয়াই?
০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বারো হাত কাঁকুড়ের তেরো হাত বিচি
এই হলো এ রোগের শুধু এক দাওয়াই;
বলো দেখি কোথা পাই
যাবো নাকি হাওয়াই ??
মজা ছেড়ে বলি ভায়া
রোগ বেশ সিরিয়াস;
ফের বলি দোয়া করো
বেশী বেশী দিলে খাস।
৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩৩
আমি মিন্টু বলেছেন: আপনার আবার হঠাৎ করে কি হলো
দোআ করি সুস্থ সবল ও ভালো থাকুন,,
তবে সামু ছেড়ে চলে যেয়েন না
যত পারুন আরো বেশি বেশি আজে পোস্ট লিখুন
প্রাণের প্রিয় সামুকে মাটিয়ে রাখুন ।
০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: হঠাৎ করে নয় ভায়া
এ হলো পাপের ফল;
ঠেকে পড়ে বেশ বুঝি
নড়ে বাতাসে ধর্মের কল।
১০| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩৪
রূপক বিধৌত সাধু বলেছেন: কিডনিজনিত জটিলতার কথা জেনে ব্যথিত হলাম । অাশা করি শীঘ্রই সেরে উঠবেন ।
০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: জানলে তুমি কেমন করে
বলিনি তো কিছু;
আর বলোনা পাপ রে ভায়া
ছাড়ছেনা আর পিছু।
স্বর্ণকালে ছিলুম ত্যাড়া
সবকিছুতে ডেম্পকেয়ার;
সময় গেলে বুঝি এখন
ভরসা বুঝি হুইল চেয়ার
১১| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪৪
কামরুন নাহার বীথি বলেছেন: লেখক বলেছেন: আরেকটু ভেবে দেখো
টুকটাক বলেছি;
এখনো বললে নাতো
ক্ষমা আদৌ পেয়েছি? ----------
অপরাধ স্বীকার না করলে আল্লাহ্ই ক্ষমা করবেন না, আর আমিতো মানুষ!!!!
ওই টুকটাক বললে ক্ষমা পাবেন না,বিস্তারিত জানাতে হবে!!!
০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভাবলেই যতো ভয়
তাই মোটে ভাবিনা;
দোয়া চাই,ক্ষমা চাই
তাও বুঝি দেবেনা।
আপু তুমি ভারী ইয়ে
কথা খালি প্যাঁচানো;
মোর তীর মোরে ছোঁড়ো
অযথাই খোঁচানো।
১২| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪২
কমরেড ফারুক ১ বলেছেন: আজেবাজে পোষ্ট দিয়ে
জ্বালিয়েছি কত শত;
same same...
০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: same same..একি একি
shame shame....লাজ;
বেশি বেশী দোয়া করো
এই দিনু কাজ।
১৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০২
অতঃপর হৃদয় বলেছেন: আমি নতুন তাই আমি আপনার জ্বালানো কবলে পড়ি নি। আর আমার মনে হয় না যে আপনি কাউ কে জ্বালাতে পারেন।
০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: নয়া বলে বুঝোনিকো
আমি কতো শয়তান;
প্রামানিক পালিয়েছে
দেশ ছেড়ে মূলতান।
শায়মাপু,বীথিপুর
তিনবার হার্ট এ্যাটাক;
জুনাপুনি,রিকিপুনির
বোচা আজ ভেংগে নাক।
১৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫৩
সুমন কর বলেছেন: না, মনে কোন ক্ষত রাখিনি...
ব্যাপার কি !!
০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তুমি ভায়া বড় ভালো
মনটাও তুলতুলে;
ব্যপার আর কিছুনা
একপিস গেছে খুলে।
১৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৩
শায়মা বলেছেন: মাউন্ট এলি,লীলাবতি
হিন্দুজা কিবা সিডনী;
ঠিক হবেনা সহজেতে
এই আমারি _ _ _ (কিডনী)
ফিল ইন দ্যা ব্লাঙ্ক!
০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: এই দ্যাখো চলে এলো
বিদ্যের স্পেস শিপ;
চুলেতেই বাঁধা তার
মেরিটের মোটা ক্লিপ।
দশে বলো কত চাও
তিন নাকি চার;
দোয়াটা কি দেবে নাকি
আজো লাথি মার
১৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৬
শায়মা বলেছেন: কিডনীটা গেলো গেলো
লিভারটা ধরো
জানি তুমি রোজ রাতে
বাংলা ড্রিঙ্ক করো।
আহ্হালে ভাইয়াটা
এই ছিলো ঘটে?
তুমি আজ মরো মরো
কিডনী/ লিভার খুনী বটে!
০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: এতো দেখি বড় জ্বালা
ঘায়ে দেয় নুন ছিটা;
তার চেয়ে বলি করো
চুলে ধরে জুতো পিটা।
একি কথা শুনে শুনে
কান প্রায় পঁচলো;
তুমি বাড়া এক কাঠি
প্রাণভেদী শুচালো
১৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০২
কথাকথিকেথিকথন বলেছেন: হোয়াই !!
কি করি আজ ভেবে না পাই
তাই মনে হয় মাথায় এসেছে ক্ষমা চাই !!
চাই তো দারুণ দারুণ ছড়া
নয় তো করিবো না ক্ষমা !!!
০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: এ তোমার বদান্যতা
বলছো জেনে আপন;
এ মায়াতেই বড় ভয়
লাগে দিলে কাঁপন।
১৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৮
শায়মা বলেছেন: জুতো পিটা ছিছিছিছি
লাভ ইউ ভাইয়া
ডোন্ট ডাই, প্লিজ বাঁচো
কাজ নাই মইরা!
ডিংডাং ধিন নাচো
রোজ গিলে গিলে
পাটকেল মার দিক
যত ছেলেপিলে।
ডোন্ট কেয়ার সবই ফেয়ার
লাইফ তো একটাই
হেসে খেলে বেঁচে থাকো
যা ইচ্ছা মন চায়!:০
০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ডোন্ট কেয়ার সবই ফেয়ার
লাইফ তো একটাই
হেসে খেলে বেঁচে থাকো
যা ইচ্ছা মন চায়!:০
এইতো বেশ লাগছে যেনো
আমারি আপনা বেহেনা;
খাইবা কি কও খালি
ক্যায়া বাত কেহেনা।
কথা শুনে দিল খোশ
মোগাম্বো খোশ হুয়া;
যা বলেছো তাই ঠিক
বাকী সবে বলে ভূয়া।
১৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৯
জুন বলেছেন: কি করি আজ ভেবে না পাই ,
দোয়া করি আপনি যেন সম্পুর্ন রুপে আরোগ্য লাভ করেন কিডনী রোগের হাত থেকে ।
০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শত শত থ্যাংকস দিনু
থাউজেন্ড শুকরিয়া;
ভালো হয়ে লিখবো এক
মহাছড়া তোমারে নিয়া।
২০| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩০
শায়মা বলেছেন: খেতে চাই ছোটবেলা এক দুপ্পুরে
চুপি চুপি কাঁচা আম খুব চুপ করে
ঝাল নুন মেখে নিয়ে আলসেটা ঘেষে
বসে থাকা দৃশ্যটা স্মৃতি পটে মেশে।
একদিন দেখলাম এক লোক এলো
কাঁচবাক্সেতে তার গোল তুলো তুলো
হাওয়াই মেঠাই নাকি সেই লোক বলে
মাঝে মাঝে তার কাছে মন যায় চলে।
দাঁদীভাই পাঠালো সে বোতলেতে করে
খোলা মুখ সেই ঘ্রাণ খুব মনে পড়ে
আমসত্বের অমৃত স্বাদ সেই
মনে পড়ে খুব শুধু দিনগুলো নেই।
মনে পড়ে আরও কত কিছু ছোটবেলা
ফিরে যেতে চাই ভাল্লাগেনা বুড়াবেলা!!!!!!!
০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরো আছে ভুলে গেলে
ফেরীওয়ালা কটকটি;
স্কুলের আঙ্গিনাতে
দু'টাকার চটপটি।
কাঁচঘেরা ঠেলা নিয়ে
বেঁচতো হজমিগুলা;
শন পাঁপড়ি আহা
বাক্সেতে মুখ খোলা।
কতোদিন খাইনাগো
মটকার আইসক্রিম;
টুং টাং বেল তার
সেকালের মহা ড্রিম।
আরো কতো মধু মাখা
স্মৃতি মনে ভর করে;
আমারো যে এ জীবনে
মাঝে মাঝে ঘেন ধরে।
২১| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০১
শায়মা বলেছেন: কটকটি কখখনো খেতে দেয়নি মা।
চটপটি মাঝে মাঝে তাও বাসারটা
খেতে হত, হজমী ছিলো একদম মানা
শনপাপড়ি খেয়েছিলাম উইথ আমার নানা।
০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: খেতে কি আর দেয় তারা
ছিলো যতো মুরুব্বীয়ানা;
যতো বাঁধা তত খাই
চুরি করে পাই আনা।
চুরি বিদ্যেতে জেনো
আমি ছিনু শিল্পী;
রোজ দুটো খাওয়া চাই
মালাইয়ের কুলফি।
দশ এগারোতে এসে
ধরি ফুঁকা বিড়ি;
বখে যাওয়া জীবনের
সেই ফার্স্ট সিঁড়ি।
২২| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩০
শতদ্রু একটি নদী... বলেছেন: দোয়া করি নায়লা নাইমের সাথে আপনার গোপন সম্পর্কের কথা যাতে ফেসবুকে, নিউজপেপারে কিংবা বাস্তবে, কোথাও যেন প্রকাশ না পায়। এমনকি ব্লগেও না
শুভ কামনা রইলো।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: হুশশশ.....ভায়া আস্তে
ভাংবে কি হাঁটে হাড়ি;
ব্লগে আছে গার্লফ্রেন্ড
কনফার্ম নেবে আড়ি।
কানে কানে বলি শুনো
নায়লা ইজ ভেরি সুইট;
আড়ি নিলে যাক চলে
করবোনা তাকে কুইট।
ভালোবেসে নায়লাকে
ডাকি আমি নেলী;
নেক্সট্ ট্রিপ ব্যাংককে
বীচে জল _ _
২৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৯
গেম চেঞ্জার বলেছেন: দোয়া দিলুম বাছা.......
আশা করি বেঁচে থাকবে বান্দরের মতো সারা জীবন .........
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: যাক বাবা দোয়া পেয়ে
এলো মনে স্বস্তি;
বান্দর হয়ে আজীবন
গাছে গাছে মাস্তি।
২৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৪
গুলশান কিবরীয়া বলেছেন: কি সুন্দর করে গান গায় পাখীটা , আহারে !! অনেক দোয়া- আশীর্বাদ রইল পাখীটার জন্য ।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: পাখী বলে দিলে দোয়া
খুশীতেই বাগ বাগ;
কোন পাখী তা-ও বলো
শ্যামা টিয়া নাকি কাক??
২৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৫
ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো লাগলো ধন্যবাদ
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৪০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভায়া বেশ দেখালে গো
লাগলো নাকি ভালো;
এ ও বেশ দুঃখেও কারো
মনতো ভালো হলো।
২৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪২
দিগন্ত জর্জ বলেছেন: আপনার জন্য আছে দোয়া
রইলো শুভ কামনা,
আমরা আছি আপনার সাথে
একা কখনো ভাবিনা।
ক্ষমা চাহিয়া, মস্তক নামাইয়া
দিয়েন না মোদের লজ্জা,
আপনার লেখায়, প্রাণ ফিরে পায়
সামু পায় সাজ সজ্জা।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৪৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বাহঃ ভায়া বল্লে খাসা
মনটা হলো ফুরফুরে;
কিসের আবার দুঃখ জ্বরা
নইতো বুড়ো থুত্থুড়ে। (শায়মাপুর মতোন)
২৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৩
ফেরদৌসা রুহী বলেছেন: দোয়া করি দ্রুত সুস্থ হয়ে উঠেন
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৪৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সুস্থ হয়েই খাবো
তোমার ঐ বাটি দৈ;
খেয়োনাকো চেটেপুটে
ফের বলি পৈ পৈ।
২৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:১৯
গেম চেঞ্জার বলেছেন: এই যে ছড়ার পঙ্খি......... কোন রিপ্লাই দিচ্ছেন না কেন??
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: এইতো ভায়া এলুম চলে
খানিক ছিলুম বিজি;
সাত সকালে রাজ্যের টেষ্ট
শাহবাগের পিজি।
তুমি ভায়া কেমন আছো
গার্লফ্রেন্ড সব ভালো?
ফস্টি নস্টি ছাড়ো এবার
দিমাগ কি বাত্তি জ্বালো।
২৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫৪
শাহাদাত হোসেন বলেছেন: মিলাদ দেন খাস দিলে দোয়া করুম
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: মিলাদ তো নয় মুখ্য তোমার
চাইছো বুঝি তবারক;
দোয়াও দেখি কমার্শিয়াল
হালকা খেনু কারেন্ট শক!!!
৩০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫৪
গেম চেঞ্জার বলেছেন: ভালা আছি....... তয় আমি কোন ফস্টি নস্টি করি না। গার্লফ্রেন্ডরা থাকে ইউরোপায়, আমারায়, কজাখে...... দেখা নাই........ বহু দিন..........
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সাব্বাস মামুর ব্যাটা
গুনে গুনে তিন পিস!
হাছা করে কও দিনি
কয়টারে কল্লে কিস।
৩১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০৪
কলাবাগান১ বলেছেন: ভালো থাকুন
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কমেন্টে মন ভালো
হয়ে গেছি চনমনে;
দোয়া করো বেশি বেশি
প্রার্থনা প্রতিক্ষনে।
৩২| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৬
সচেতনহ্যাপী বলেছেন: সবই হাসপাতালের?? কি হয়েছে??
০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৫৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: থাক ভায়া বাদ দাও
সবি হলো তাকদীর;
রোগশোক যত হোক
করবোনা নত শীর।
৩৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৯
সচেতনহ্যাপী বলেছেন: শরীর জাগে শরীরের নিয়মে।। আমি ওপেন হার্ট সার্জারির হয়েও টিকে আছি আজও।। আপনিও টিকবেন।।
০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:০২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সচেতনহ্যাপী বলেছেন: শরীর জাগে শরীরের নিয়মে।। আমি ওপেন হার্ট সার্জারির হয়েও টিকে আছি আজও।। আপনিও টিকবেন।।
এবার বুঝি কেনো তোমার
নামখানা সচেতনহ্যাপী;
আমি ভায়া বেডের উপর
টিকে আছি ঝুলিয়ে ন্যাপী।
৩৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৫১
রুদ্র জাহেদ বলেছেন: সুস্হ থাকতে হবে, ভালো থাকতে হবে, সাথে থাকতে হবে...
কী করি আজ ভেবে না পাই...
এক্ষণিতো কোনো ক্ষমা নাই
পরে আপনারে সাথে নিয়া চেষ্টা করে দেখা যায়
১৩ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:৫৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: থ্যাংকস্ ভায়া,দোয়া করো
খুব হয় কষ্ট;
স্রেফ হেলা করে আজ
_ _ _ টা নষ্ট।
©somewhere in net ltd.
১| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫৮
সুলতানা রহমান বলেছেন: বুঝতে পারিনি। হঠাৎ ক্ষমা চাওয়া কেন?