নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডানে গেলে জঙ্গীবামে গেলে নাস্তিক;দ্বন্দ্বেতে নেই বাপুআছি হেথা মাঝ ঠিক

কি করি আজ ভেবে না পাই

ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।

কি করি আজ ভেবে না পাই › বিস্তারিত পোস্টঃ

প্রামানিকের \'\'শিক্ষাঙ্গণের রাজনীতিতে\'\' এর লেট এডিশন

০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫১



মূল রচনাঃ শিক্ষাঙ্গণের রাজনীতিতে/প্রামানিক

প্রামানিক বচনঃ

শিক্ষাঙ্গনটা পার হতে ভাই বয়স হয়রে পার
বেকার জীবন চলতেই থাকে চাকরী হয়না আর
যাদের ছেলে বিদেশ পড়ে পাশ দিয়ে সব এসে
এই দেশরই কর্ণধর হয় মালিক মহাজন বেশে।



মোর কেত্তনঃ

কেমনে কইলা পেডের খবর
জানো নাকি কুফরি;
কইছ যা সবি ঠিক
সুপার তোমার খুপরি।

পাঁচ বছরের কোর্সটা হুদাই
হইলো খতম আটে;
বাইর হইয়া দেখি বাতিল আমি
পড়ছি পুরাই বাটে।

রাজনীতিতেও বেইল নাই মোর
পোষ্ট বেচা যায় ট্যাকায়,
বিসিএসের বয়সও শেষ
পড়ছি বিরাট ঠ্যাকায়।

বাড়ীত গেলে বাবায় কয়
আর কতো খাবি ফাও;
গার্লফ্রেন্ডও ফাঁপড় মারে
জলদি বাড়ীত নাও।

ওরে খোদা কোন দুঃখে
পড়ছি সাধের ঢাবি;
ডাঙায় পরা মাছের লাহান
খাইছি খালি খাবি।

বিরাট আশায় দিলাম শেষে
নেতার বাড়ীত ধর্ণা;
চিড়বিড়াইয়া চেইত্তা উঠে
নদীত গিয়া মর না !!!

ব্যবসা করুম পকেটে নাই
পাঁচ পয়সার মুরোদ;
ভরসা মধু বাকীতে খাই
চা-সিগারেট ফুড়োৎ।

করছি যহন নেতাগিরি
কত্ত ছিলো টোকাই;
এক হারামী বুদ্ধি জোগায়
বস চলেন করি ছিনতাই !!!

টিউশানিতেও মন বসেনা
সিলেবাস সব চেঞ্জ;
পুলাপানে ইংলিশ ঝাড়ে
আউট অফ মাই রেঞ্জ।

চাকরীর আশায় এক অফিসে
যেই করছি নক;
পিওনে কয় মাফ কর ভাগ
৪২০ভোল্টের শক !!!

খোদারে খোদা কোন দুঃখে
করছি সাধের রাজনীতি;
ফকির সাজাই বাদ আছিলো
এডুকেটেড ভিক্কাবৃত্তি।

সার্টিফিকেট ফেরী করি
দেন্না একখান চাকরী;
পিওন মেথর একটা কিছু
কিংবা ফাড়া লাকড়ি।

লেখাপড়া শেষ করে
খোকা হবে বিদ্বান;
মা জানেনা খোকা তার
কাঁদে রমনার উদ্যান।

গনি মিঞা ধণী কৃষক
যতই কর মজায় হেলা;
গনি চাচাই মডেল অহন
আমগো গুনে ফকির্নির পোলা।

লেখাপড়ার গুষ্টি মারি
জন্মই মোর আজন্ম পাপ;
মরার দেশে থাকতে ভালো
লাগবো যে এক ধণী বাপ।

দিনগুলি মোর কেমনে গেছে
ভাবলে উঠে শইল্লে কাঁপ;
সব নেতারা ঠাডায় মরুক
কইলজা থিকা অভিশাপ।

হায়রে সাধের রাজনীতি
আদর্শের-ই ফুলঝুড়ি;
নেতা পাইলে থুঃক মাইরা কই
রাজনীতির খেতা পুড়ি।



উৎসর্গঃ
আজকাল তিনি নেতা
আমি তার সৈনিক;
জয় হোক হিজ অনার
ছড়ারাজ প্রামানিক।

ছবিঃ
নেট ছাড়া অধমের
নেই আর রাস্তা;
টুপটুপ ছিপ ফেলে
পেষ্ট করি সস্তা।;)

মন্তব্য ২৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৯

চাঁদগাজী বলেছেন:

টপ

০৭ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:৪৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কমেন্ট প্রথম করে
হয়েছ যে তুমি টপ;
এই নাও রস বড়া
খাও গিলে গপাগপ।:)

২| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৯

গেম চেঞ্জার বলেছেন: ওঃ রেঃ বাপরে..........!! :|| :||

০৭ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:৫৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কেনো খোকা হলো কিগো
ডাকো ক্যান ড্যাডিরে;
ডরে জান খাঁচা ছাড়া
দৌড় দিমু, রেডি রে।;)

৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০২

প্রামানিক বলেছেন: খাইছে আমারে - - - - - শেষে আমারেই নেতার খাতায় নাম পাঠাইল।

০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আবার জিগায় গুরু তুমি
ত্রিকাল সেরা রাজন;
সব শালারা চুলায় যাক
গাই তোমারি গাজন।

৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৩

রক্তিম দিগন্ত বলেছেন: ভাইরে ভাই!!!!

সেইরাম মাপের ছড়া!!!!

লন পিলাস, ভইরা গিলাস। B-)

০৭ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:৫৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: গিলাস ভরা পিলাস খেয়ে
পেটটা পুরাই ঠুবঠুব;
কমেন্ট পেয়ে মনটা হলো
বেজায় খুশী খুব খুব।:)

৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৫

প্রামানিক বলেছেন: লেখাপড়ার গুষ্টি মারি
জন্মই মোর আজন্ম পাপ;
মরার দেশে থাকতে ভালো
লাগবো যে এক ধণী বাপ।

দিনগুলি মোর কেমনে গেছে
ভাবলে উঠে শইল্লে কাঁপ;
সব নেতারা ঠাডায় মরুক
কইলজা থিকা অভিশাপ।


হে হে হে দারুণ হইছে।

০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সত্য কইরা কও গুরু
লাগছে নাকি ভালা;
নাইলে কইলাম বিষ খাইয়া
জুড়ামো হগল জ্বালা।

৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৩

শতদ্রু একটি নদী... বলেছেন: ভালৈছে। +

০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: থাক থাক লাগবোনা
যত্তসব পটানি;
কি যে কচু লিখছি সব
হেইডা বুঝি কম জানি?;)

৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৬

কল্লোল পথিক বলেছেন: ফাটা ফাটি হইছে

০৭ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:৫৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: রাজনীতি,মারামারি
কোনোমতে চামে কাটি;
তুমি ভায়া তাও দেও
রিমাইন্ডার ফাটাফাটি !!! ;)

৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৭

সচেতনহ্যাপী বলেছেন: কোরাসে আমিও আপনার সাথে সুর মেলাচ্ছিঃ
হায়রে সাধের রাজনীতি
আদর্শের-ই ফুলঝুড়ি;
নেতা পাইলে থুঃক মাইরা কই
রাজনীতির ক্ষেতা পুড়ি।
সাথে ঘৃনাও।।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:০৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সুর মিলাও তালে তালে
লগে জানাও ঘৃনা;
ভাবছো আমি তোমার দলে
ডরাই হেগো,জ্বী......না।:):)

৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:২০

তামান্না তাবাসসুম বলেছেন: আপনার লেখায় আজ পুরা অন্যরকম ফ্লেবার পেলাম।
ফাটাফাটি ছড়া পুরাই।
পোস্টএ +++

০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:১০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ডিফরেন্ট ফ্লেভার পেলে
ভেনিলা না চকলেট?
এই দিনু প্লেটে ভায়া
মুচমুচে কাটলেট।

১০| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৫৮

রূপক বিধৌত সাধু বলেছেন: "লেখাপড়ার গুষ্টি মারি
জন্মই মোর আজন্ম পাপ;
মরার দেশে থাকতে ভালো
লাগবো যে এক ধণী বাপ।"

মিলে গেলো মিলে গেলো
অধমের সাথে,
চলো ভাই ফাঁস লই
গিয়ে কচুক্ষেতে ।
এ জীবন রাখবো না
রেখে কী গো লাভ?
সৃষ্টিকর্তা দেবেন কি
প্রশ্নের জবাব?

০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:১৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বোকা নাকি ভায়া তুমি
কেনো নেবে ফাঁস;
রাজ্য শাসাবে তুমি
মিটিয়ে সব আঁশ।

দোষ নেই সে মহান
সবি জানে স্রষ্টা;
ভুলে যেয়ো নাকো তুমি
তিনি মহা দ্রষ্টা।

দেখছেন সবি তিনি
এতো স্রেফ পরীক্ষা;
আলবাৎ আগামীতে
ভালোরই প্রতীক্ষা।

১১| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩৯

এহসান সাবির বলেছেন: উৎসর্গঃ
আজকাল তিনি নেতা
আমি তার সৈনিক;
জয় হোক হিজ অনার
ছড়ারাজ প্রামানিক।

প্রামানিক'দা কে শুভেচ্ছা।


শুভ কামনা রইল।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তোমাকেও শুভেচ্ছা
শুভাশীষ ভালোবাসা;
সদা সাথে থাকবে
এই মনে ক্ষীন আশা।;) :P

১২| ০৭ ই জুলাই, ২০১৬ রাত ২:২২

আবুল হায়াত রকি বলেছেন: আসলেই সেরা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.