নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডানে গেলে জঙ্গীবামে গেলে নাস্তিক;দ্বন্দ্বেতে নেই বাপুআছি হেথা মাঝ ঠিক

কি করি আজ ভেবে না পাই

ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।

কি করি আজ ভেবে না পাই › বিস্তারিত পোস্টঃ

শায়মাপুর ***~আমার চোখে ২০১৫- এ বছরে সেরাদের সেরা, সেরা লেখাগুলি~*** এর সাইড এফেক্ট

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৫



আজ দেবো কাল দেবো
গুনে গুনে বিরাশি;
এত লেজি কেনো বাপু
কনফার্ম কুম্ভ রাশি।

তিন মাস পার করে
অবশেষে মহারাণী;
চমকে চমকে ঠাসা
দিলো তার পোষ্টখানি।

এতোদিন পাঠকেরা
ছিলো মহা টেনশানে;
কি যে লিখে মহারাণী
স্রেফ তাহা খোদা জানে।

মুডটাই বড় কথা
কখন যে কি ভাবেন;
সবচেয়ে মুশকিল
সকলকে ভাবাবেন।

ভাবনাটা এখানেই
তার বড় শক্তি;
প্রচন্ড ভালোবাসা
নেই তাতে মুক্তি।

আকাশের চেয়ে বড়
মায়া ভরা বুকটা;
আহি ভরে স্নেহে তার
লাজে লুকি মুখটা।

সে কি তার মায়াজাল
আটকেছি বাঁধনে;
এমন আপুনি স্রেফ
মেলে শত সাধনে।

সামুতে এডিক্ট আমি
ব্লগে হনু মহা মত্ত;
নেশা জাগিয়েছে জেনো
শায়মা-ই, কথা সত্য।

যত বিজি থাকি তবু
একবার আসা চাই;
মনে আশা,ভালো লাগা
আপুনিকে যদি পাই।

জানি আমি এই কথা
নয় মোটে একা মোর;
আরো আছে কতশত
শায়মাতে লাগা ঘোর।

ছিনু পাঠে ভ্যাগাবন্ড
কেয়ারলেস স্লগার;
আপুনির হাতে পরে
আজ আমি ব্লগার।

স্বীকারেতে মোটে নেই
কোনোরূপ হীনতা;
আপু ছাড়া ব্লগখানা
স্রেফ যেনো চিরতা।

নয়া যারা তারা জানে
আপুনির মহিমা;
তাইতো এ হৃদয়েতে
প্রিয় নাম শায়মা।

আপু তুমি চিরসখা
নবীনের তরে;
রাণী সেজে বসে আছো
হর অন্তরে।

মোর লিখা ছড়া নাকি
আপুনির প্রিয়;
হেসে লোকে কুটিকুটি
আমি লাজে ম্রিয়।

লোকে হাসে তাতে কি
আই ডোন্ট কেয়ার;
আপুনির ভালোবাসা
এনাফ এন্ড ফেয়ার।

এই আপু কুটুকুটু
খুব ভালবাসি জেনো;
সদা এনজয় করি
তোমার ঐ ঘ্যানো ঘ্যানো। :P ;) :-B

অভিমানে বলি তবু
তুমি মহা ভুলোমনা;
কি করে ভুললে তা
শায়মা আপু রাগ করোনা

যাই এলো মোটা ঘটে
ব্যস লিখে ফেললুম;
কাঁচাহাতে আপুনিকে
কৃতজ্ঞতা জানালুম।

উৎসর্গঃ
উৎসর্গেতে কেগো
তাও বুঝি বুঝা বাকী;
ওফ বাবা কি ঝামেলা
ব্রেনে কিছু নাই নাকি!!!


ছবিঃ
পরীটাকে দেখিনি
ছবি পাই কই;
তারি প্রপি পেষ্ট করি
ভাবি তাই সই।

মন্তব্য ১২২ টি রেটিং +১৪/-০

মন্তব্য (১২২) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৩

গেম চেঞ্জার বলেছেন: অসাম, ভাই!! কিপ ইট আপ +++++

২৩ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:০১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বল্লে ভায়া কিপ ''ইট'' আপ
তুলবো কেনো ইটা??
অসুখে শরীরে মোর
সইবে কি সেটা??:);)

২| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৩

দেবজ্যোতিকাজল বলেছেন: স্মরণে । ভাল । খুব ভাল:D:D:D

২৩ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:০৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কানে কানে বলি শোনো
সবি ছিলো চাপা;
আপুনিকে তেল মেরে
খাবো পিঠে ভাপা।;)



৩| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৩

চাঁদগাজী বলেছেন:


কি কারণে উনি কিছু ব্লগারকে 'সেরা' মেরা নাম দিয়ে সিন্ডিকেট গঠন করেছেন।

এদের অনেকে অনেক ভুল ধারণার ুপর গরুর রচনা লিখে সেরা মেরা হয়ে যাচ্ছে? এসব বাদ দেন; সব ব্লগারকে উৎসাহিত করেন

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: নয়া যারা তারা জানে
আপুনির মহিমা;
তাইতো এ হৃদয়েতে
প্রিয় নাম শায়মা।

আপু তুমি চিরসখা
নবীনের তরে;
রাণী সেজে বসে আছো
হর অন্তরে।

প্যারা দুটো পড়ে ভায়া
বুঝে নাও সবটা;
আপু ছাড়া পুরো ফাঁকা
সামুর এই ব্লগটা।

উৎসাহ দিয়ে ভায়া
যদি ট্যাগে নেমপ্লেট;
কেনো ভায়া ভুল বুঝে
ভাবো গড়ে সিন্ডিকেট??

দিনদিন আপুনিটা
হচ্ছে যা পপুলার;
আমি ভাবি দুই রাণী
খাবে শিউর ভোটে মার। ;)

৪| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৯

চাঁদগাজী বলেছেন:

এই রকম অনেকে এসেছিল ব্লগে, পাম পট্টি দিয়ে সিন্ডিকেট করে বেড়াতো, এখন নেই!

ব্লগারেরা ভালো করলে ভালো লেখক তৈরি হবে; সিন্ডিকেট করলে অনেকেই হতাশ হয়।

২৩ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:২৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: চুপি চুপি বলি ভায়া
যা বলেছো সত্য;
এফবিআইয়ের কাছে
আছে একি তথ্য।

কেজিবিরও সাসপেক্ট
মোসাডের এজেন্ট সে;
দল গড়ে ব্লগ ভাঙ্গে
গোপনে 'র' করে পে।

আইএসেরও সাথে নাকি
আছে তার দহরম;
তালিবানে মিটিংয়েতে
যায় প্রতি মহরম।

জঙ্গি কানেকশনও
তার বেশ শক্ত;
শিবসেনা উগ্ররা
তার মহা ভক্ত।

দলবাজি সিন্ডিকেট
সব করে তলে তলে;
হুজিদের সাথে তার
মহাভাব গলে গলে।

কি যে তার ইনটেন্স
আজো নয় পষ্ট;
মনিটর করি তারে
বুঝলে ভায়া কেষ্ট?? :-B

৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০১

দিশেহারা রাজপুত্র বলেছেন: =p~ =p~ =p~

হেতে কোই?

২৩ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৩২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: হেতে কোই কেন্নে কই
আঁই খুঁজি হেতিরে;
হেতিরে তুঁই কইছ হেতে
হেতি গেছে চেতিরে।

৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৯

রক্তিম দিগন্ত বলেছেন: নয়া যারা তারা জানে
আপুনির মহিমা;
তাইতো এ হৃদয়েতে
প্রিয় নাম শায়মা।


এক্কেরে সত্যিকথা ভাউ!!!

২৩ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৩৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: চেপে যাও কথা সব
দিয়োনাকো পাম ভাউ;
আপু হবে ফুলে বার্স্ট
তারচেয়ে কফি খাও।:)

৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪১

কিরমানী লিটন বলেছেন: চমৎকার ...
বিনম্র শ্রদ্ধা- আপনার জন্য শুভকামনা, অ নে ক ...

২৩ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৪৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তোমাকেও থ্যাংকস্‌ ভায়া
তুমি বড় ভালো;
কমেন্টটা ফাসক্লাস
গরমা গরম চা লও।:)

৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৪

কামরুন নাহার বীথি বলেছেন:
অনেক অনেক শুভেচ্ছা আপুর জন্য!!!!

২৩ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৫৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আপুনির জন্য ফুল
আমি বুঝি ঢেউ টিন;
মাথা যায় পুরো খিঁচে
কপালেতে চিনচিন। X(

বলি দুটো দিলে বেশি
বাগানকি যেত ধ্বসে;
সইবোনা খোদা ঠিকি
সব ফুল যাবে খসে। X((

৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:০৬

সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে। +

২৩ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:০৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বুঝি আমি সবি ঠিকি
খালি মিছে পটানি;
কি লিখেছি আগডুম
সে কি ছাই কম জানি? ;)

১০| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:০৭

শায়মা বলেছেন: ওকে ওকে আসি আগে স্কুল ফিরে
মজাখানা দেখাবো তারপর ধীরে!
ছড়িতায় ভালো ভালো
কমেন্টে জংগী!
আমি নাকি তালেবান?
আই এসের সংগী!

আরও আছে চেলাপেলা
চাঁদগাঁজি ভাই
রসো ফিরি বসে থাকো
আজ কারো রক্ষা নাই! X(

২৩ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমার আর দোষ কি
চাঁদ ভায়া ধরে চুলে;
যা বলি তা বলবি ঠিক
নাইলে ভুঁড়ি দেব ফেলে। :|

ইয়া বড় ছুরি ধরে
দিল যেই হুমকি;
দেই ভয়ে ইয়ে করে
কাঁপি ডরে চমকি। B:-)

১১| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২৮

কামরুন নাহার বীথি বলেছেন: বলি দুটো দিলে বেশি
বাগানকি যেত ধ্বসে;
সইবোনা খোদা ঠিকি
সব ফুল যাবে খসে। X((
-------

শকুনের দোয়ায় মরে কি গরু???? :D

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এইটাই বাকী ছিলো
আজ আমি শকুনি;
তার চেয়ে ভালো হতো
দিলে বাজে বকুনি। :-<

ভেবে কি দেখেছ তা
নিজেও যে হলে গরু;
লোকে হেসে কুটিকুটি
শরমেতে মরু মরু। :-B

১২| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩৩

লেখোয়াড়. বলেছেন:
নাও, এবার সামলাও ঠেলা।
আমি যাই, আমার নাই বেশি বেলা।

আপনিও পারে বটে!! কি করি আজ ভেবে না পাই!!

চলুক এভবেই... ছড়াছড়ি... ছেঁড়াছেঁড়ি।
শায়মার পায়ে এবার পরাও সবে বেড়ি!!

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: চলুক এভবেই... ছড়াছড়ি... ছেঁড়াছেঁড়ি।
শায়মার পায়ে এবার পরাও সবে বেড়ি!!


বোকা নাকি ভায়া তুমি
লোক আর পাওনা;
খাঁমচে ঠুকরে দেবে
বেড়ি নিয়ে যাওনা।

নখ তার ইয়া বড়
স্টেইনলেস ধার;
ব্লাড টেস্ট করে ধরে
দাঁত ফুঁটে ঘাড়।

বিশ্বাস করো বাপু
নিজ চোখে দেখা সবি
শায়মাপু কাঁচা ধরে
গিলে খায় গবগবি।

এই গেলো জুম্মা বারে
হট চিলি সস দিয়ে;
গোটা দুই গরু খাসি
খেলো সুখে চিবিয়ে।

বাদ নেই বাঘ হাতি
কখনও বা গন্ডার;
খেতে কভু নেই অরুচি
যতো দাও ভান্ডার।

আজকাল গুম খুন
চারিদিকে প্রায় শুনি;
কম্মোটি আপুনির
এটা স্রেফ আমি জানি।


কচকচ করে খায়
মানুষের গোশত;
খাবারের খোঁজ পেতে
দুটো জ্বিন পোষত।

কানে কানে বলি ফের
থেকো বাপু সাবধানে;
ডেঞ্জার আপু সে যে
কি যে করে কে জানে। :(

১৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪০

সাহসী সন্তান বলেছেন: আহরে, আহরে, আহরে, এইখানে দেহি ছড়ায় ছড়ায় ছেড়া-ছেড়ি শুরু হইয়া গেছে? আমি ফুটলাম, মহারাণী আইলে আমার আবার খবর কইরা দিতে পারে!


ও, হ্যা যাওনের আগে বিথীপুর ফুলটা নিয়ে গেলাম! আমার একদম ফেভারিট ফুলতো, তাই আর সঙ্গে না নিয়ে পারলাম না! আশা করি বিথীপুর কোন আপত্তি থাকবে না......?

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সাহসী সন্তান বলেছেন: আহরে, আহরে, আহরে, এইখানে দেহি ছড়ায় ছড়ায় ছেড়া-ছেড়ি শুরু হইয়া গেছে? আমি ফুটলাম, মহারাণী আইলে আমার আবার খবর কইরা দিতে পারে!

কেনো ভায়া করেছ কি
এত কিসে তাড়াহুড়া;
আপুইবা কেনো তোমা
করবে পেলে ছেরাবেরা?

ও, হ্যা যাওনের আগে বিথীপুর ফুলটা নিয়ে গেলাম! আমার একদম ফেভারিট ফুলতো, তাই আর সঙ্গে না নিয়ে পারলাম না! আশা করি বিথীপুর কোন আপত্তি থাকবে না......?

হো হো হা হা হেসে মরি
হেসেই যে হনু খুন;
পিপড়েরা নিয়ে যায়
সাধের কিপটের ধন। :-B =p~
(ইহা বীথিপুনির জন্য প্রযোজ্য)

১৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩১

অগ্নি সারথি বলেছেন: রক্তিম দিগন্ত বলেছেন: নয়া যারা তারা জানে
আপুনির মহিমা;
তাইতো এ হৃদয়েতে
প্রিয় নাম শায়মা।

এক্কেরে সত্যিকথা ভাউ!!!

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তাহার কথা তুমি ভায়া মারিয়া দিলে ফাউ.............. =p~ :D

১৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৬

রুদ্র জাহেদ বলেছেন: নয়া যারা তারা জানে
আপুনির মহিমা;
তাইতো এ হৃদয়েতে
প্রিয় নাম শায়মা।

মনের কথা বলে দিলেন "কি করি আজ ভেবে না পাই"
আমি আপনার ছড়িতা পড়ে মুগ্ধ হয়ে যায়।
আপনাকে একরাশ শুভেচ্ছা জানাই...

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: শুভেচ্ছা দিলে ভায়া
কৃতার্থ হলুম;
তোমাকেও একরাশ
ভালবাসা দিলুম।:)

১৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪০

জেন রসি বলেছেন: হৃদয়ের ঝাপি খুলে
কি ভেবে কি করলেন
ভেবে ভেবে ছড়িতায়
সত্য কি বললেন! :P

মহারানী আছেন এক
সে কথা কে জানেনা
তিনি এক বিস্ময়
কে সেটা মানেনা? :)

তাই দেখে কারো কারো
জ্বলে ওঠে চোখ
নানা ভাবে প্রকাশিত
চাপা সেই রোখ! ;)

আঙুর ফল কত স্বাদ
তা কি আর বলতে
না পেলেই টক লাগে
এক সাথে চলতে! B-)


অসাধারন হয়েছে ভাই। প্রিয়তে নিলাম। :)


২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সে কি ভায়া তুমি দেখি
বিনয়ের অবতার;
মিছিমিছি করলে কত
প্রশংসা ঠিক আমার। :)

শায়মা আপুনিটাকে
বড় বেশী ভালোবাসি;
সামু আছি তার টানে
ফিরে ফিরে তাই আসি।

রসি ভায়া কেমন আছো
কতদিন দেখিনা;
তুমিও যে প্রিয় বড়
কসম সে, মেকি না।

কসম খেয়ে বলছি ভায়া
কথা জেনো সত্যি;
ছড়া লিখি স্রেফ ফাঁপরে
নেই কোনো ভিত্তি।

ছড়া লিখি ভুল কথা
সবি অপচেষ্টা;
তোমাদের ছন্দত্রাসে
লাগে বুকে তেষ্টা।

মানতে লজ্জা নেই
আমি এক ভুয়া;
টিকে আছি এতদিন
তোমাদেরি দয়া। :P

দুর্জনে যে যাই বলুক
আপু মোদের মহারাণী;
হিংসেতে মরুক জ্বলে
অল সিমস্‌ ভেরি ফানি। B-) ;) :-B

১৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৯

প্রামানিক বলেছেন: দুই জনকেই শুভ্চেছা জানাই। ধন্যবাদ

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: শুভেচ্ছা দিলে দাদা
মেনি মেনি শোকরিয়া;
এলে কতদিন পরে
বলো সেবি কি দিয়া?:)






১৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৩

লালপরী বলেছেন: আমার প্রিয় আপুনি :)

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: দু'একটা চিজ ছাড়া
আপু প্রিয় সকলের;
চিজ গুলো হীরা ফেলে
ছুটে পিছে নকলের।

১৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আশা ছিল কমেন্টে মোর
থাকবে ছড়া ছন্দ
দুটো লাইনও মিলছেনা মোর
হায় কি কপাল মন্দ !

তাই তুমি ভুল বুঝনা
মনে নিও না কিছু
তোমার পোস্ট দেখলে আমি
নেই যে ঠিকই পিছু ।


শায়মা আমার অতি প্রিয়
তাকে আমার সালাম দিও
তুমিও মোর দোয়া নিও
যুগ যুগ ধরে জিও ।

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: জানিনে জানিনে বলে
বুনলে যে ছন্দ;
তোমাতেই ঠিকি পাই
জাত কবি গন্ধ। B-)

এইবার বুঝলুম
দিন মোর খতম; :-<
ছড়াকার গিয়াসকে
জানাই সু-স্বাগতম। :)

প্রাণ ভরে তোমাকেও
করলুম দোয়া;
যা লিখেছি ক্ষমো মোরে
জানি সবি ভূঞা। /:) B:-)

২০| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন:

আরে আরে এ যে দেখী
এলাহি কান্ড
ছড়ায় ছড়িতায়
সব লন্ড ভন্ড!

কেউ দেখি ভালবাসায়
জ্বলে করে হিংসা
বলে - সিন্ডিকেট
মানে কি জানে তা!

হৃদ্যতা অফুরান
সৃস্টি আনন্দে
ভালবাসাবাসি সব
করি মহানন্দে!

আপনার ছড়িতায়
সেকি ধার! আয় হায়
দারুন জবাবের
জুড়ি মেলা ভারি দায়!

শায়মাপুনির তরে
করি দোয়া স্রস্টায়
সূখ শান্তি সু-স্বাস্থ্যে
যেন -দীর্ঘায়ু হয়।

আপনার জন্যও
একই দোয়া র'ল ভাই
আপাতত এখানেই
নিলুম তবে বিদায় :)

+++++++++++++++++

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: শব্দের মালা গেঁথে
খেললে সেকি ছন্দ;
তোমা দেখে লাগে ভয়
ছড়া লেখা বন্ধ।

ওরে দাদা ঘাট হলো
করো ক্ষেমা ঘেন্না;
বস্‌ সনে বাহাদুরি
আর না,আর না

আসলেই বলি ভায়া
ছেড়ো নাকো চর্চা;
আমা দিন প্রায় শেষ
জমে গেছে মরিচা। |-)

২১| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভুল ছন্দ ; কবি ভাইয়া
কর মোরে স্যক্রিপাইজ
বুঝলাম না তুমি মোরে
করলে নাকি ক্রিটিসাইজ ? :P

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছিঃ ছিঃ ভায়া এইবার
হলো ভারি রাগ;
শিরদারা ফণা তুলে
যেনো বিষধর নাগ।

ক্রিটিসাইজ করবো কি
গলা শুকিয়ে যে কাঠ;
তুমি আর ভৃগু ভায়া
দিলে মোরে ছন্দ পাঠ।

এইবার বেশ বুঝি
আমি কত তূচ্ছ;
কি যে লিখি ভূঞা সব
হলো তা যে পষ্ট। :(

২২| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৯

রূপক বিধৌত সাধু বলেছেন: ক্যায়া বাত! বহুত অাচ্ছা!
বোথ অব ইউ অার গ্রেট বললুম সাচ্চা!

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তুম ভি শোনো বাচ্চে
উমার তোমহারা কাচ্চে
লেকিন দিল বিলকুল সাচ্চে
যাও, পেহেন কে আও কাচ্ছে..................;)

২৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩০

শায়মা বলেছেন: লেখক বলেছেন: আমার আর দোষ কি
চাঁদ ভায়া ধরে চুলে;
যা বলি তা বলবি ঠিক
নাইলে ভুঁড়ি দেব ফেলে। :|

ইয়া বড় ছুরি ধরে
দিল যেই হুমকি;
দেই ভয়ে ইয়ে করে
কাঁপি ডরে চমকি। B:-)


কি বললে চাঁদভায়া
ধরছে তোমার চুল!!!!! X(
এই তুমি আমার ভাই
নাহ আমার ছিলো ভুল!!!!! X((


আবার বলছে ভুড়িও নাকি
দেবে গালিয়ে! B:-)
এই কথা শুনে তুমি
এলে পালিয়ে!!!! X(

নাহ ভাইয়া ডোন্টো লাইক
এমন তুমি ভীতু :((
তোমার তখন উচিৎ দিলো
কাতু তু তু তু তু। B-)

রামগড়ুরের ছানার মত
ভাইয়া নাকি হাসেনা ;)
খুক খুক বা খিকখিকিও
সে নাকি কাশেও না। :D


তাই তো হত উচিৎ শিক্ষা হত
দিতে যদি সুড়সুড়ি :D
কেউ পারতো না বাঁচাতে তাকে
আসতো যদি চাঁদের বুড়ি!ও ও ও ও :#)




২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:২১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আহা কত বুদ্ধি তার
বিদ্যের টাইটানিক;
কাতুকুতু ছাড়া হাসি
হাহা হোহো খিক খিক।:D

ভেবেছ কি চুলে ধরে
চাঁদ ভায়া বসেছিলো?
দড়ি দিয়ে টানটান
হাত দুটো বেধেছিলো। /:)

হাত বেঁধে দুই গালে
চড় দিলো ঠাশ ঠাশ; :-<
মাথা দিলো চক্কর
অবশ হলো বাম পাশ। |-)

চোখে দেখি লালনীল
কত পদ সর্ষে; :-*
বুঝনিকো মজা তাই
কত বাণী বর্ষে। B:-/

২৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:১২

সোহানী বলেছেন: অসাধারন সব কবিদের লড়াই.... কবি+কমেন্টে .+++++++++++++++++++++ শায়মার পরবর্তী লিখার জন্য অপেক্ষা করছি যেখানে এ কবিকে নিয়ে লিখা থাকে। সরি সবার মতো এখানে কবিতা লিখতে পারিনি, ওটা আমার কর্ম না ...........

আর নেগেটিভ কমেন্ট বা এ্যাটিচুডকে পজিটিভ উত্তর দেবার অসাধারন ক্ষমতাকে সাধুবাদ জানাই.... শায়মাকে ফলো করলাম পরবর্তী কবিতা দেখার জন্য...........

২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৫৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ধ্যাৎ ভায়া কি যে বলো
মরি আমি শরমে;
শীতকালে কুলু কুলু
ঘাম ঝরে গরমে।

বিনয়েতে যাই নুয়ে
গাল হলো লাল;
কি খাবে বলতো আপু
মিঠে নাকি ঝাল ??

ঝাল-মিঠে সব দিনু
পেট পুরে খেও;
একরাশ ভালবাসা
শুভেচ্ছা জানিও।:)





২৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৪৮

চাঁদগাজী বলেছেন:


আপনার রাজনৈতিক পরিচায় পেলাম; রাজনীতির কিছু এখনো দেখলাম না।

২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:০৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: রাজনীতি পেলে নাকো
ভেরি মিস কনসেপশন;
শায়মাপুকে দিয়ে এবার
করাবো ইউপি ইলেকশান।

তুমি ভায়া বড় বোকা
রাজনীতি বুঝনা;
রাজনীতি ছাড়া মোরা
একপাও ফেলিনা।;)

২৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩৭

সাথিয়া বলেছেন: মজার কবিতা ভাইয়া :)
ভালোলাগা দিলাম

২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তোমাকেও থ্যাংকস্‌ ভায়া
পড়েছ যে পোষ্টখানি;
এলে মোর ব্লগ বাড়ী
নাও ভায়া বিরিয়ানী।:)


২৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫০

শায়মা বলেছেন: আহা কত বুদ্ধি তার
বিদ্যের টাইটানিক;
কাতুকুতু ছাড়া হাসি
হাহা হোহো খিক খিক।:D

ভেবেছ কি চুলে ধরে
চাঁদ ভায়া বসেছিলো?
দড়ি দিয়ে টানটান
হাত দুটো বেধেছিলো। /:)

হাত বেঁধে দুই গালে
চড় দিলো ঠাশ ঠাশ; :-<
মাথা দিলো চক্কর
অবশ হলো বাম পাশ। |-)

চোখে দেখি লালনীল
কত পদ সর্ষে; :-*
বুঝনিকো মজা তাই
কত বাণী বর্ষে। B:-/


নাহ ভাইয়া তোমায় নিয়ে আর তো পারা গেলো না
তুমি আমার ভাই হয়েছো?
এটাও বলা গেলো না?:(

চড়ও খেলে? অবশ হলো
বাম পাশের সাইড?
তোমায় তবে দিয়ে কি লাভ
আমার কৌশল গাইড! X((

ধ্যাৎ ভাইয়া তোমার মত বোকার হদ্দ ভাই
এইটা নিয়ে কেমনে আমি লড়াই করতে যাই?
চাঁদভাইয়া বেঁধেছিলো দড়ি দিয়ে টান টান
কষে দিলো একটা চাপড় এইটা নিয়েও আবার ফান? X((

দেখলে যখন সর্ষে চোখেই পাটনা তুলে নিয়ে
বাটনাটুকু মেখেই দিতে চাঁদভাইয়ার চোখে। :)
দেখতে তখন সর্ষে নাচন ঠিক কাহারে বলে
চাঁদভাইয়া ধিতাং ধিনা নাচত তালে তালে। :D

তারপরেতে টুকরা করে লবন মরিচ মেখে
স্বাদটা ঠিক হলোই কিনা দেখতে কাঁচা চেখে।
চুলোয় দিয়ে ঢিমে আঁচে একটু খানি রেখে
সর্ষে চাঁদের ঝোলটা কেমন আবার দেখতে চেখে।

সব ঠিকঠাক রান্না হলে দাওয়াৎ দিতে আমায়
চাঁদভাইয়া রান্না কেমন পদক দিতাম তোমায়।:)
এতদিন খেয়েছিলাম স্বাদের সর্ষে-ইলিশ
চাঁদসর্ষে খেলেই তবে সব ফুরাতো নালিশ!:)

নিশ্চয় তা তিতাই হতো ভাইয়া যেমন তিতা!

ওয়াক থু থু ভেবেই আমার ঘুরছে এখন মাথা! :-P

২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:১৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: হেসে আমি কুটিকুটি
দেখে তোমার রেসিপি;
দক্ষ হাতে করলে যেন
চাঁদ ভায়ার বায়োপসি।

সর্ষে ভর্তা করে
পাঠালে যে মর্গে;
বিরাট এথেইস্ট সে
যাবে নাকো স্বর্গে।;)

বিভৎস প্রতিশোধ
তুমি বড় ডেয়ারিং;
লোমহর্ষক বর্ণনা
ব্লগে কর শেয়ারিং !!!

মেরেই ক্ষান্ত নও
নুন মেখে চাখা চাই; :-*
ডরে কাঁপে বুক মোর
দোয়া ফুঁকে চাপরাই। :||

হাসতে হাসতে তুমি
করতে পারো খুন;
ভুল হলে ক্ষমা চাই
তুমি মোর বোন। :|

২৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৯

শায়মা বলেছেন: সোহানী বলেছেন: অসাধারন সব কবিদের লড়াই.... কবি+কমেন্টে .+++++++++++++++++++++ শায়মার পরবর্তী লিখার জন্য অপেক্ষা করছি যেখানে এ কবিকে নিয়ে লিখা থাকে। সরি সবার মতো এখানে কবিতা লিখতে পারিনি, ওটা আমার কর্ম না ...........

আর নেগেটিভ কমেন্ট বা এ্যাটিচুডকে পজিটিভ উত্তর দেবার অসাধারন ক্ষমতাকে সাধুবাদ জানাই.... শায়মাকে ফলো করলাম পরবর্তী কবিতা দেখার জন্য...........


ঠিক তাই কার ভায়া দেখতে যে হবে
এত বুদ্ধি কার বলো আছেই বা কবে?
গরু মেরে জুতো দান বা জুতো মেরে গরু
এইসব মিছে কথা লম্বা ও সরু.....
শেখো সবে আসলটা ভাইয়ার কাছে
বাঘে গরু জল খাবে সব এক সাথে।
মাছ খাবে ভুলোটাও শাক খাবে ম্যাও
মারামারি ঝগড়া যত হাও মাও!!!!!!!!!:)


২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:২৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সোহানী আপুটা বড়
কিউট আর সুইট;
এত এত ভালবাসা
করি তারে টুইট। :)

জুতো মেরে গরু
আর গরু মেরে জুতো;
নিয়তে ছিলো ইনসাল্ট
গিফট্‌ দেয়া ছুতো। :P

আরে বাবা যে যা বলে
এতো কেনো কেয়ারিং;
হালকা মাখনে লেপে
ছেঁচে করি রিপেয়ারিং।;)

এ বা আর এমনকি
শিখেছি তো তোমাতে;
ফাঁপরে ফাঁপরে তিনি
যাবেন সিধা কোমাতে। :-B

২৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪২

রিকি বলেছেন: পরীটাকে দেখিনি
ছবি পাই কই;
তারি প্রপি পেষ্ট করি
ভাবি তাই সই।


চলেন বাড়ি খুঁজে হানা দেই ভাই !!!! ;)

০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:০৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: হানা দিয়ে লাভ নেই
গেটে ঝুলে ইয়া তালা;
দারোয়ানে দেয় ঝারি
ঐ ব্যাটা, ভাগ শালা। /:)

ভয়েতে সটকে পড়ে
দাঁড়াই গলির কোনাতে;
চোর সন্দেহে কে জানি
ফোন করে থানাতে। :||

পুলিশ এসে চুলে ধরে
টেনে তুলে গাড়িতে;
আজ তোর একদিন
বলে পুরে হাজতে। :-<

ওসি এলে ফের ডেকে
নেয় আঁধার রুমেতে;
সেকি মার দিলো তারা
আজো ব্যাথা হাড়েতে। |-)

তারপর কি যে হলো
বিরাট এক ইতিহাস;
আপুনির বাসা খুঁজে
অবশেষে কারাবাস !!! B:-/

৩০| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পরীটাকে দেখিনি
ছবি পাই কই;
তারি প্রপি পেষ্ট করি
ভাবি তাই সই।


ভেবে না পাই
কি আজ করি
শায়মা কিন্তু
রিয়েল পরী ।

দেখলে শায়মার
কিউট ছবি ,
ঘুরবে মাথা
তোমার কবি ।

পরীটার অনু
মতি নিও
লাগলে ছবি
আওয়াজ দিও ।


আসেনা সে
আমার পোস্টে
ধরেছে কি
খ্যাংরা ঘোস্টে ? :P



২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৫৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভেবে না পাই
কি আজ করি
শায়মা কিন্তু
রিয়েল পরী ।


কেমনে বুঝি
পরী না পেত্নী;
স্টাইলিস কিবা
গাঁইয়া ক্ষেতনি। :P

দেখলে শায়মার
কিউট ছবি ,
ঘুরবে মাথা
তোমার কবি ।


ঘুরবে ক্যানো
এতোই বিশ্রী!!
সঙ্গে নেবো
তালের মিশ্রী। :-B

পরীটার অনু
মতি নিও
লাগলে ছবি
আওয়াজ দিও ।


দিলুম আওয়াজ
দাওনা গো;
সত্যি পরী!!
ও মা গো !!! B-)

আসেনা সে
আমার পোস্টে
ধরেছে কি
খ্যাংরা ঘোস্টে ? :P


ক্যান বুঝনা
সবি ঢঙ;
নখরামি
আর ভংচং। ;) :P :D

৩১| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:২৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: নীরাদের বাড়ি গেলে
দেখা দিলো নিরুপমা;
সাক্ষাত পরী সে যে
ভুলে গেনু দাঁড়ি কমা!!!

২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:২৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: হাসিখানা রিনরিনে
ঝর্নার কলতান;
ফের বলি ভালবাসি
তিনি মোর জানপ্রাণ।

৩২| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: @শায়মাঃ
লিন্ক দিনু
সবশেষে;
বলো কথা
ঝেড়ে কেশে।

২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: view this link

৩৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫৫

শায়মা বলেছেন: ছি ছি ছি ছি মিছিমিছি বলো তুমি কি?
অংকেতে জিরো পেতে সেটা বুঝেছি।
দুইখানা মেইল করে বলো দশ, বিশ
তাও আবার হাজার হাজার ! সখ কত ইশ!!!!!!!!

আরও বলো ঝেড়ে কিবা কাঁশি দিতে জোরে?
আহ হা হা কি আহলাদ যাই আমি মরে!!!!
জ্বর কাশি সর্দিতে আমি মরি বাঁচি
আরও আছে সাথে পাছে বেয়াদপ হাঁচি।

সকালেতে উঠে আমি মনে মনে বলি
যাই ভাইয়ার পোস্টে দিতে কিছু গালি।
নানা ভাইয়ু ডোন্ট ওরি দ্যাটস নট ফর ইউ
ইউ নো, কতখানি আই লাভ ইউ ইউ!!!!!!!:)

গালাগালি মারামারি গাঁজীভাইয়ার সাথে
চলিবেক হরদম সকাল বা রাতে
তোমার এই গাডু মাথা শয়তানী দিয়ে
ভাইয়াটা ভরালো , দূর করি কি দিয়ে!:(

আমি এক মহারানী জানতো যে ভাই
সেই বলে আমি নাকি জঙ্গী এস নাই!
না না কিছুতেই এ মানা যায়না।
না দেখিয়ে মজা আমি খানা আর খাইনা!:(

২৫ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: গালাগালি মারামারি গাঁজীভাইয়ার সাথে
চলিবেক হরদম সকাল বা রাতে
তোমার এই গাডু মাথা শয়তানী দিয়ে
ভাইয়াটা ভরালো , দূর করি কি দিয়ে!:(

আমি এক মহারানী জানতো যে ভাই
সেই বলে আমি নাকি জঙ্গী এস নাই!
না না কিছুতেই এ মানা যায়না।
না দেখিয়ে মজা আমি খানা আর খাইনা!:(


জেন্টেলম্যানের সাথে
কেনো এই আচরণ!
বুঝিনাকো তোমার ঐ
পৈশাচিক ব্যাকরণ!! B:-/

গাজী ভায়া টিপটপ
নিপাট ভদ্রলোক;
আর কত করবেগো
খিস্তি ঝামটা মুখ। :-*

ভুল কিবা আছে তাতে
বলেছেন সত্যি;
সত্যটা শোনে বুঝি
জ্বলে যায় পিত্তি। :|

সুপারি দাও যে তার
ভাড়া কর গুন্ডা;
লাখ টাকা দিয়ে বলো
চাই তার মুন্ডা। B:-)

সারাদিন আড্ডাতে
বসে গেলো ছাইপাশ;
গুন্ডা-পান্ডা নিয়ে
চাঁদাবাজি সন্ত্রাস। :(

আফসোস হয় ভেবে
গেছো পুরো বখে;
ভালো-মন্দের তফাৎ
দেখোনা যে চোখে। X((

শেষবার বলি শোনো
ভালো হয়ে যাও বাপু;
চাঁদ ভায়ার কাছে গিয়ে
ক্ষমা চাও কাঁপু কাঁপু।;)

৩৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০২

শায়মা বলেছেন: বল্লে ভায়া কিপ ''ইট'' আপ
তুলবো কেনো ইটা??
অসুখে শরীরে মোর
সইবে কি সেটা??:);)






অসুখ হোক, বিসুখ হোক
একটু করে কষ্ট
তুলো ইটা ভাইয়ামনি
কেনো বলি স্পষ্ট।:)

যে তোমার আপুটিকে
কিছু মিছু বলেছে
আমার এ ভালোবাসা
যার বুকে জ্বলেছে। X(

ছুড়ে মারো তার দিকে
ঠিক করে তাক। X((
যে যাই বলুক বা
বলে যদি থাক। X((

থামাথামি কিছুতেই
কখনও চলবেনা
ওরে বাবা আমি উইক
ইটা তুলতে পারবোনা। X((

এই সব ভুংভাং
সব তুমি ছাড়ো
ইটা খানা সোজা তুলে
তার দিকে মারো। B-))

না যদি পারো তবে
খবর আছে তোমার
একটা ইট পারবেনা??????? X((

রক্ষা নাই তোমার!!!!!!!!

২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এই সব ভুংভাং
সব তুমি ছাড়ো
ইটা খানা সোজা তুলে
তার দিকে মারো। B-))


তোমার ঐ নির্দেশ
ফেলতে তো চাহিনি;
এইবার শোনো তবে
ঘটা মূল কাহিনী।

অসুস্থ শরীরেতে
অমানুষি কষ্টে;
ইটখানা ঘাড়ে তুলি
হাতে পায়ে ঘষটে।

সাত মাইল পায়ে হেঁটে
দেখা মেলে চাঁদগাজী;
জানতুম না যে কভু
সে যে তলে এত পাজী!!!

আমি মারা দুরে থাক
ধরে মোরে উল্টা;
ধুম ধুম দিলো লাথি
ধরে টেনে চুলটা।

মাথা দিলো চক্কর
পড়ি মুখ থুবরে;
সারা গায়ে দমাদম
মরি আহা উফরে!! |-)

মার খেয়ে অজ্ঞান
তবু ইটা ছাড়িনি;
চেষ্টা অনেক করি
তবু ছুড়তে পারিনি।

জলপানি ছিটা মেরে
ফেরালো যে হুশ;
চাঁদু লাল জবা চোখে
করে ফোঁস ফোঁস।

এতো বড় কলজে
আমায় এসে মারবি!!
পুরো সাইজ করে দেব
শায়মাকে গিয়ে বলবি।

দাঁড়া যাচ্ছিস কোথা
আরো দুটো খেয়ে যা;
ঘুঁটের এই মালাখানা
শায়মার জন্য নিয়ে যা!!!

শার্টটাও খুলে নিলো
বাকী ছিলো প্যান্টটা;
হাঁচড়ে পাঁচড়ে ছুটে
বাঁচে এই জানটা। :-<

ডাকতার বলে দিলো
দুইমাস বেডরেস্ট;
মালাটা করেছি পোষ্ট
পেলে দিও ফোনে টেক্স্ট।;)

৩৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০৫

শায়মা বলেছেন: কানে কানে বলি শোনো
সবি ছিলো চাপা;
আপুনিকে তেল মেরে
খাবো পিঠে ভাপা।;)



এ আল্লাহ চাঁপা ছিলো
একটুও বুঝিনি
সাদা মনে কালো দাগ
কখনও খুঁজিনি। :((

তবুও যদি খেলে ভাপা
চাপা মাপা দিয়ে
নো নেমক হারামী ভাইয়া
চাপাতি আসো নিয়ে।

হি হি হি কি মজা
মারো কাটো ধরো
যারে যারে বলি
সোজা এক কোপে মারো।

যদি বলো পারবোনা
কাঁপছে ডরে ঠ্যাং
চ্যাংভাইয়াকে খবর দেবো
খাইয়ে দেবে ব্যাং।

২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ওরে বাবা পায়ে পড়ি
চ্যাংগোকে ডেকোনা;
সাপ ব্যাঙ দেবে আনি
আমি ওসব খেকোনা। #:-S

চাপা মানে মিছে নয়
মানে ছিলো চাঁপা ফুল;
তুমিওনা ভারি ইয়ে
খালি মোরে বুঝ ভুল। :P

নিমক হারাম নই মোটে
মহা প্রভু ভক্ত;
প্রয়োজনে দিতে রাজি
দেহের সব রক্ত।

কোপাকোপি ব্যাপারইনা
ভাঙ্গতে পারি নলিও;
আর কেউ পিছু নিলে
স্রেফ ফোনে বলিও।

৩৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


মজার পোস্ট।
শায়মা ব্লগের রানি। অতীব সত্য কথা :)

২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: পোষ্ট দিনু সিরিয়াস
তুমি পেলে মজা;
এর চেয়ে এ ধরাতে
নেই বুঝি সাজা। |-)

যাক বাবা গরীবের
কিসমতই ফাটা;
দ্বারে দ্বারে অপমান
জোটে লাথি ঝাঁটা। :-<

তাও দাদা ভালো লাগে
রাণীর আমি ভক্ত;
আপু প্রেমে দিওয়ানা
ভালবাসা পোক্ত। :)

৩৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: শায়মা ব্লগের রানি । আর রাজার হয়েছে বনববাস। হিংসুটে রানি রাজাকে হিংসা করে । ;)

২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এটাই চির ট্রাজেডি
রাণী সদা প্রাসাদে;
রাজা যায় বনবাসে
বিলাপে সদা কাঁদে। |-)

৩৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৩

ক্রিবিণ বলেছেন: দিন আসে দিন যায়,
যায় ঝরে পাতা;
ছড়া আর ছন্দের
অজস্র উপভোগ্য কথা।
একা পড়ে একা হাসি,
একটু ভেবে লিখতে বসি
দিলে যার এতো ছন্দ
কী করে বলি তার লেখা মন্দ!...

২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এ যে দেখি ক্রিবিন ভায়া
ছিলে কোথা এতোদিন?
কি করে ছিলেগো ফেলে
ভারি তুমি হৃদয়হীন।:(

বল্লে কত ভালো কথা
শুনেই ভালো লাগলো;
তোমার ঐ ছড়াখানি
হৃদয়ে দাগ কাটলো।:)

৩৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৩

চন্দ্রপ্রেমিক বলেছেন: ছড়া আর ছড়িতে
ভরা কমেন্ট পোস্ট।
সায়মাপু বুঝি
অনেকেরই দোস্ত।

কেউ বলে লুকোচুরি
স্‌বকীয় তেলবাজি
আমিও বলি আপুমণি
ব্‌লগের মহারাণী।
ভাবনার মহারাণী!

সবশেষে আমি বলি ইনফেক্‌ট
কি করি আজ ভেবে না পাই বলেছেন পারফেক্‌ট।
ভালো থেকো ভায়া শুভ কামনা,
ভুল হলে কোথাও চাই ক্ষমা।

২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বাহ,বেশতো তোমার ছন্দজ্ঞান
মিলঝিল তাল লয়েতে,
আমি বাপু যম কাঁচা
লিখি ভয়ে ভয়েতে....... /:)

ছড়ায় ছড়ায় শব্দ বুনন
কাজটি বড় দরো
হাসাতে গিয়ে লোক হাসাই #:-S
তাই ভয়েতেই জড়োসড়ো।

ছড়ায় ছড়ায় লড়াই করে
গিয়েছিলুম নেতিয়ে,
তাল দিলে ভাই,সাহস পেলুম
উঠবো আবার তাতিয়ে..... :)

৪০| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫০

শায়মা বলেছেন: জেন্টেলম্যানের সাথে
কেনো এই আচরণ!
বুঝিনাকো তোমার ঐ
পৈশাচিক ব্যাকরণ!! B:-/

গাজী ভায়া টিপটপ
নিপাট ভদ্রলোক;
আর কত করবেগো
খিস্তি ঝামটা মুখ। :-*

ভুল কিবা আছে তাতে
বলেছেন সত্যি;
সত্যটা শোনে বুঝি
জ্বলে যায় পিত্তি। :|

সুপারি দাও যে তার
ভাড়া কর গুন্ডা;
লাখ টাকা দিয়ে বলো
চাই তার মুন্ডা। B:-)

সারাদিন আড্ডাতে
বসে গেলো ছাইপাশ;
গুন্ডা-পান্ডা নিয়ে
চাঁদাবাজি সন্ত্রাস। :(

আফসোস হয় ভেবে
গেছো পুরো বখে;
ভালো-মন্দের তফাৎ
দেখোনা যে চোখে। X((

শেষবার বলি শোনো
ভালো হয়ে যাও বাপু;
চাঁদ ভায়ার কাছে গিয়ে
ক্ষমা চাও কাঁপু কাঁপু।;)




এহ-হে রে শখ কত
নিজে ভীতু হাদা রাম
ভয়ে কাঁপে হাত পা
নাম্বার ওয়ান গাধারাম!!!!!!

এত জানে ধুকপুক
ভাগ তাইলে গাধা X((
হারমোনিয়াম নিয়ে গলা
সাধ
সা রে গামা পা ধা। :-/

গান শুনে চাঁদভাইয়ার
চমকে যাবে পিলে B-))
ভাইয়া তখন এক মিনিটে
কাঁচাই খাবে গিলে।(তোমাকে:)) ;)

যেমন তোমার হেড়ে গলা
শিয়াল যেন হাঁকে :D
কাঁক চিলেরাও পালিয়ে যাবে
সেই সুমধুর ডাকে। :)

কানে কানে বলি ভাইয়া
সেটাই হবে শিক্ষা ;)
চাঁদভাইয়ার আমার নামে
বদনামীর দীক্ষা। :D


প্লিজ ভাইয়া আমার জন্য
একটু নাহয় মরো :((
চাঁদভাইয়ার মোটকু পেটে
ঢুকেই এবার পড়ো।:) :`>


২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বাদ আর রাখলে কি
কর তুই তোকারি;
ছড়া ছলে জাত নিয়ে
কর কত জোকারি। :(

এতদিন যা দেখেছি
চাঁদ ভায়া ভালো লোক;
সত্য বলেছি বলে
হিংসেতে পুড়ে খেলে শক। B:-/

ছিমছাম জীবনেতে
ঝামেলা চলি এড়িয়ে;
হলিডেতে তার সনে
ফ্রী তে আসি বেড়িয়ে।;)

হাসি খুশী কত মজা
ফাও দেখি সিনেমা;
তাই দেখে জ্বলে মরে
হিংসুটে শায়মা। /:)

যত পারো ফুসলাও
এসবেতে নেই আমি;
চাঁদ ভায়ার সাথে কভু
করবনা বেইমানী। :-B :D B-)

৪১| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৪

শায়মা বলেছেন: ভাইয়া আমি হাসতে হাসতে
যাবোই এবার মরে
ফান করবে তাই বলে কেউ
এমন করে করে!!!!!!!!


একটু আগে লিখলে ছড়া
দেখে আসলাম চলে
পড়তে গিয়ে দেখছিলাম রে
সাজার মজা কারে বলে।

এত্ত রকম শাস্তি সাজায়
হাসতেছিলাম বেশ
কিন্তু ভায়া লাস্টে এসে
চমকে গেলো কেশ।


হাসতে হাসতে গেছি মরে
হয়েও গেছি খুন
নিজেই নিজেই পড়ছি নিজের
ইন্নিনিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন!!!!!!!!!!! :P

২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরে বাবা চুপ চুপ
মারবে কি অকালে;
দেয়ালের ও কান আছে
লো করো ভোকালে। :-B

খুশী যদি হও তবে
দাওনা কিছু রেঁধেবেড়ে;
খাটুনি কি কম গেছে
গাদা খানা সেথা পুরে।;) :P

৪২| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৪

শায়মা বলেছেন: তোমারে কি আছে
কারো বিশ্বাস কোনো! B:-)
বেশি কথা বলো না কো
মন দিয়ে শোনো। ;)

ভুলভুল ভুলিয়ে দুলদুলদুলিয়ে
মনে মনে চুপি চুপি
করেছো কি ফন্দি =p~
গদা নিয়ে করবে কি
করে তারে বন্দী। =p~ =p~

সব কিন্তু বলে দেবো
চালাকি নো মোর ;)
তার থেকে আমার কাছে
করো হাত জোড়!:) B-)

২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বাহ বাহ লে বাবা
পুরো চোখ পাল্টি;
কত কথা তার পেটে
কত রূপ মাল্টি !!! B:-)

যার লিগা করি চুরি
হেয় কয় তই চোরা;
হেঁচকিতে উঠে জ্বর
পশম হইল খাড়া !!!

মন চায় গদাটারে
এইবার নিজেরে.....
ঘরে খেয়ে বনে মোষ
তাড়ালে এই সাজেরে!!! X(( X( /:)

৪৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৭

শায়মা বলেছেন: লেখক বলেছেন: আরে বাবা চুপ চুপ
মারবে কি অকালে;
দেয়ালের ও কান আছে
লো করো ভোকালে। :-B

খুশী যদি হও তবে
দাওনা কিছু রেঁধেবেড়ে;
খাটুনি কি কম গেছে
গাদা খানা সেথা পুরে।;)



হাহাহাহাহাহাহাহা

ভাইয়া তুমি কি মেরে ফেলতে চাও আমাকে!!!!!!!!! :P

২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন:
মারবো কেনো তোমায় বলো
মরছে ব্যাথায় তিনি;
সেইখানেতে কুমড়ো ফোলা
নড়েন দু'হাতে টানি।:)

টয়লেটে তার বেজায় ফাঁপর
কষ্টে কোঁকান অমানুষি;
মন নাকি চায় রাখবেনা আর
জীবনখানি,খাবেন ফাঁসি। :P =p~

৪৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০১

শায়মা বলেছেন: লেখক বলেছেন: বাহ বাহ লে বাবা
পুরো চোখ পাল্টি;
কত কথা তার পেটে
কত রূপ মাল্টি !!! B:-)

যার লিগা করি চুরি
হেয় কয় তই চোরা;
হেঁচকিতে উঠে জ্বর
পশম হইল খাড়া !!!

মন চায় গদাটারে
এইবার নিজেরে.....
ঘরে খেয়ে বনে মোষ
তাড়ালে এই সাজেরে!!! X(( X( /:)


হা হা হা হা
নানা বাবা এই কাজ কোরো না
অতি শোকে পাথর হয়ে এই বেলা মরো না।

থাক থাক এইভাবে মোষ ভাগ হাতী
ধরে ধরে তাড়াও আর ধরো আরেক হাতে ছাতি।

সেটাও বুদ্ধি করে ঐ দিকে ধরে
ঠিক ঠাক করে নেবে যেদিকে জল পড়ে।:)

২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছাতি ধরি,গদা ধরি
কথা ঐ একটাই;
ঘটনার পর থেকে
স্টিক দেখে ভয় পাই। B:-/

সারাক্ষন ভয়ে থাকি
এই বুঝি ফুটলো;
ফলা দেখে ডরে কাঁপি
কবে জানি গাঁথলো। B:-)

কানে ধরে তোবা কাটি
মাফ করো চাঁদু ভায়া;
এবেলা রক্ষে পেলে
সিধা যাবো কাশি গয়া। :-&

৪৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৭

শায়মা বলেছেন: গাঁজীভাইয়ার রক্ষা নাই
সবাই আজ খেপেছে
ঠুস ঠাস ঢুস ঢাস
বন্দুক ছুড়ে মেরেছে।

তুমি আবার নিয়ে এল
গদা মাথা সুক্ষ
এসব দেখে এবার কিন্তু
লাগছে আমার দুঃখ!

বুড়া মানুষ মাথায় তাহার
শতেক আছে দোষ
তাই তো এখান ওখান উনি
করেন ফোস ফোস!:(

২৭ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৫২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: পোষ্টখানি পড়ে দেখি
কমেন্ট গিয়াছে জমি;
কমেন্টতো নয়,কমোড যেন
উঠিয়া আসিছে বমি। (ওয়াক......ওয়াক)

যত যাই বলো,মন্তব্যে
ছিলেন তিনি সোবার;
ক্ষমো তারে স্বর্গীয় গুণে
ভুলতো হয় যে সবার।

তারচেয়ে বড় কথা
ভুলে গেছ তুমি বাছা;
গদাখানি নিয়ে সেকি
মাস্তি কর্লে _রে _ _ ;) :P :-B

৪৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৯

নিমগ্ন বলেছেন: এলাডিং বেলাডিং ঢেলাডিং
দিস কল কমেন্ট ফেলাডিং
করুক হেরা বকর বকর
টুপটাপ ঠিপঠিপ, টকর টকর
ছড়িতার লড়াই ছিট ছুউৎ সুড়ুৎ সুড়ুৎ
মজা হবে ফুড়ুৎ ফুড়ুৎ
চলুক মজা চলুক ছড়া
গালগপর ভরা ভরা।
:-B :-B :-B :-B

২৭ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:০৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: হিং টিং ছট;
শাবনুর কট;
ছুঃ মন্তর ছুহ্‌
পূর্ণিমারে ফুহ;
এলাটিং বেলাটিং
ময়ূরীর লগে ডেটিং;
ফোকাস ফোকাস গিলি গিলি
মুনমুনের লগে লুডু খেলি;
তেরে কেটে ধিন তা
অপুরে কিস নুন তা;
এবরা কো ডেবরা
নায়লারে থাবরা;

এফডিসি খালি করে
সব দিনু তোমারে;
আমি যাই বলিউড
দীপিকারে দিমু _মা রে.............;)

৪৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩২

চাঁদগাজী বলেছেন:


আপনি বড় ছড়াকার, সেটা ঠিক আছে।
আপনার রাজনৈতিক ভাবনা দেখান এবার।

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভায়া কেনো বুঝোনা
সে সুযোগ কি আছে?
ফলো করে টিকটিকি
ফেও ঘুরে পাছে পাছে।

ঘর পোড়া গরু মোরা
ডরি লাল সিঁদুরেতে;
জীবনের মোস্ট টাইম
কাটিয়েছি জেলেতে। :-<

মা-বাপ সব গেছে
টিকে আছি শুধু একা;
সুখেতে মাছিরা ভীড়ে
বাকীতে দেয়না দেখা।

বিরোধীর কত জ্বালা
সে কথা তুমিও জানো;
বীর মুক্তিযোদ্ধা তুমি
তবু খোটা দাও ক্যানো?

৪৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫০

শায়মা বলেছেন: আসছেন আমাদের চাঁদগাজী সরকার
রাজনীতি কারবার তাকে দেখানো যে দরকার।
এত বকা খেয়েও তার শিক্ষা না হলো!!!!

মাই গড এখন তারে কি করি বলো? B:-)

@ চাঁদগাজী ভাইয়া
তোমার কাজ কি নেই খাইয়া?
সারাদিন এর ওর ব্লগে ব্লগে গিয়ে
যাকে তাকে যা ইচ্ছা বলছো যে গিয়ে
নো ভাইয়া মোটেও এ স্বভাবটি ভালো না
পজিটিভ কথা বলা শিখে তুমি ফেলো না।

নইলে যে খেপেছেন পুরা ব্লগ জাতি
ভয়ে মরি এখন কি হবে তোমার গতী!:(

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: নইলে যে খেপেছেন পুরা ব্লগ জাতি
ভয়ে মরি এখন কি হবে তোমার গতী!:(


বীর মরে একবার
কাপুরুষ বারবার;

নামেইতো তিনি গাজী
ব্লগেও মোটে নয় লেজি;

কে কি বলে তাতে তার
কিছু যায় আসেনা;
জেনেই লড়েন তিনি
অনেকে ভালবাসেনা।

চাঁদ ভায়া বীর তুমি
যাও দৃঢ়ে এগিয়ে;
আমি আছি ভেবোনা
দিমু সব ভাগিয়ে।

(এহেম এহেম ভায়া
ছাড়োনা কিছু ট্যাকশ;
ঘাম ছুটে আধা মরা
মোটে দিলে একশ !!!) :( X( :| X(( :-/ :-* #:-S :``>> :|| /:) B:-) B:-/ :-&

২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কি হলো,কোনো নেই রা
হলে নাকি রাত কানা;
দশহাজার রিপ্লাই দিনু
তাও কিছু দেখনা?? X( X((

৪৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৭

শায়মা বলেছেন: ওওকে ওকে দেখছি
তব রিপ্লাই
নো ওরি নো স্যাড
কি যে করি ভাই;)

২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এহহ,,,তিনি এসেছেন
হাই তুলে মাঝরাতে;
সেকি তার ভাবখানা
রিপ্লাই দেন খয়রাতে......... X((

৫০| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০২

শায়মা বলেছেন: ভাব খানা বলো যদি
ডাব ছুড়ে মারবো
ভাবছো কি পারবোনা?
অবশ্যই পারবো!!!!!!!!!

২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: পারইতো এইসব
গরীবের সনে রংবাজি;
অত সোজা ভেবোনা
সাথে আছে চাঁদগাজী।;)

৫১| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২১

শায়মা বলেছেন: চাঁদগাজীর সাথে এবার
তোমার হবে ফাঁসি
তোমার আত্মা পাঠায় দেবো
সোজা গয়া কাঁশি।

কি লিখেছো লেখোয়াড়ের
পোস্টে হাবি জাবি!!!!!!
নো মোর ফান তোমার সাথে
দূর হয়ে যা বদমাইশ!!!!!!!!!! X((

২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরে বাবা রাগো ক্যান
তুমি কি সেই জন;
কও কি এসব এত্তদিনে!!!
মাথা করছে যে ভনভন।

৫২| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৯

শায়মা বলেছেন: বুঝলাম এতদিনে
ভীমরতীই ধরেছো।
চাঁদগাজীর সাথে সাথে
তুমিও এবার মরেছো।

বনবন আর ভনভন
আর যতই পাও অক্কা
ফাঁসি কাশী যেতেই হবে
নেই আর তোমার রক্ষা। X((

২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:০৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কমেন্টটি পড়ে দিলে
গালি সব অকথ্য;
মূল কথা ডিটেইলে
এই হলো সত্য................

'' ছিঃ ছিঃ ছিঃ লোকজনে
এত্ত ক্যানো ডার্টি;
আমি লিখেছিনু স্রেফ
''লেটস্‌ বিগান পার্টি'' (লেসবি.........)

বলেছিনু শর্টকাট
পাঠকেরা বুঝে নেবে;
আজগুবি কারবার
লোকে নিলো কিনা ভেবে!!!

মনে মনে তোবা কাটি
লাজে মরি শরমে;
এইসব বাজে কাম
মানা আছে ধরমে।

লোকজন করলো কি
কি কথার কি মানে;
আপুনি কি ভাবলো রে
খোদা-ই তা ভালো জানে। :|| ''

৫৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৮

শায়মা বলেছেন: এহ রে
আসছেন ভালোমানুষ
সাজছেন অবুজ
বুইড়া হলে মরো মরো
এখনও হইলো না বুঝ?

ভাবো বুঝি লোকজনে
বুঝেই না কিছু
অং বং যা বুঝাবে
শুধু মিছু মিছু।

পেটে পেটে শয়তানী
সবই আছে জানা
তুমি হলে নাম্বার ওয়ান
বদমাইশের নানা।

এই সব বাঁদরামী
কেমনে করে ঢিঢ
জানা আছে আমার তা
খুব ভালো ........ ( মিলাও ওয়ার্ড এইটা তোমার শাস্তি) X((

২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এই সব বাঁদরামী
কেমনে করে টিট
জানা আছে আমার তা
খুব ভালো গিঁট। (কূটনা নারী)

এই সব বাঁদরামী
কেমনে করে টিট
জানা আছে আমার তা
খুব ভালো রিট। (ল'ইয়ার)

এই সব বাঁদরামী
কেমনে করে টিট
জানা আছে আমার তা
খুব ভালো, নরকের কীট। (অমৃত স্বরা নারী)

এই সব বাঁদরামী
কেমনে করে টিট
জানা আছে আমার তা
খুব ভালো, শীট। (পবিত্র বচনা আধূনিকা)

এই সব বাঁদরামী
কেমনে করে টিট
জানা আছে আমার তা
খুব ভালো,ইউ চিট। (প্রতারক/প্রতারিতা নারী)

এই সব বাঁদরামী
কেমনে করে টিট
জানা আছে আমার তা
খুব ভালো,হাউ টু বিট। (সুকৌশলি নারী)

এই সব বাঁদরামী
কেমনে করে টিট
জানা আছে আমার তা
খুব ভালো,শালারে পিট। (সুমো রেসলার নারী)

এই সব বাঁদরামী
কেমনে করে টিট
জানা আছে আমার তা
খুব ভালো নিট। (চার্টার্ড এ্যাকাউন্টেন্ট নারী)

এতটুকুনই মোর ঘটে
বুদ্ধিতে খেলেছে;
তোমারটা বলো শুনি
কতখানি মিলেছে?

৫৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এই সব বাঁদরামী
কেমনে করে টিট
জানা আছে আমার তা
খুব ভালো গিঁট। (কূটনা নারী)

এই সব বাঁদরামী
কেমনে করে টিট
জানা আছে আমার তা
খুব ভালো রিট। (ল'ইয়ার)

এই সব বাঁদরামী
কেমনে করে টিট
জানা আছে আমার তা
খুব ভালো, নরকের কীট। (অমৃত স্বরা নারী)

এই সব বাঁদরামী
কেমনে করে টিট
জানা আছে আমার তা
খুব ভালো, শীট। (পবিত্র বচনা আধূনিকা)

এই সব বাঁদরামী
কেমনে করে টিট
জানা আছে আমার তা
খুব ভালো,ইউ চিট। (প্রতারক/প্রতারিতা নারী)

এই সব বাঁদরামী
কেমনে করে টিট
জানা আছে আমার তা
খুব ভালো,হাউ টু বিট। (সুকৌশলি নারী)

এই সব বাঁদরামী
কেমনে করে টিট
জানা আছে আমার তা
খুব ভালো,শালারে পিট। (সুমো রেসলার নারী)

এই সব বাঁদরামী
কেমনে করে টিট
জানা আছে আমার তা
খুব ভালো নিট। (চার্টার্ড এ্যাকাউন্টেন্ট নারী)

এতটুকুনই মোর ঘটে
বুদ্ধিতে খেলেছে;
তোমারটা বলো শুনি
কতখানি মিলেছে?

২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: B-) ;) :) :D
বোকা ভেবোনাকো
হলো ছোট ইকো।

৫৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৯

শায়মা বলেছেন: সালাম সালাম বাবা
থামো থামো ভাই
তুমি সেরা মানতেই
হলো এবার তাই!!!!!!!!!!!

২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: থাক থাক থামো বাপু
সে কি তার ঢঙ;
যা বুঝাবে তাই বুঝিব
নই বোকা সঙ।

৫৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৩

গেম চেঞ্জার বলেছেন: :|| :|| এ কি দেখি?

২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কি দেখেছো তাই বলো
বুঝিনাতো শর্টকাট;
আপু ডরে আছি লুকি
দাওনা করে মিটমাট।

৫৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪০

শায়মা বলেছেন: থাক থাক থামো বাপু
সে কি তার ঢঙ;
যা বুঝাবে তাই বুঝিব
নই বোকা সঙ।



তুমি বোকা!!!!!!
শুনে মোর চোখে আসে আসু
বোকা সেজে ঢং করো
আসলে পাগলা দাশু।

২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বলো বলো যত খুশি
দিন এখন তোমারি;
বিয়ের বাজনা বাজে
অবসানে কূমারি।

বলো বলো যত খুশি
দিন এখন তোমারি;
কাঁচুমাচু হয়ে শুনি
করি তোমার চামারি।

বলো বলো যত খুশি
দিন এখন তোমারি;
আছে ফ্যান লাখো লাখো
করলে আদম শুমারি।

বলো বলো যত খুশি
দিন এখন তোমারি;
গালি শুনে তোমা থেকে
বাড়ি গিয়ে বৌ মারি।;)

৫৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৫

শায়মা বলেছেন: কি বললে বৌকে মারো?????

দাঁড়াও আনছি রশি!!!!!!!!!!!!!

সাথে আরো থাকবে পুলিশ
গলায় পড়বে ফাঁসি।

বৌকে মারা তাও আবার
বড়াই করে বলা!!!!
বুঝবে মজা ভাবী যখন
দেখাবে ষোলো কলা।

এক কলাতেই যদিও তুমি
হবেই কুপোকাৎ
আর বাকী কলা দেখতে গেলে
বন্ধ হবে ভাত।

৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বৌ মারি,এ ব্যপারে
দোষ নয় মোটে মোর;
দিছ ক্যান এত গালি
ধান্ধাতে মনে ঘোর।

বিদঘুটে গালি শুনে
মাথা পুরো আওলা;
আন্ধার চোখে মুখে
দিলে জমে শ্যাওলা।

মাথাতে আগুন ধরে
কাঁপি মহা ক্রোধে;
ভাবি নারী সব বদ
মরি প্রতিশোধে।

বাড়ী ফিরে বৌটাকে
লাগে বদ নারী;
হিতাহিত জ্ঞান খু'য়ে
উল্লাসে মারি।

আহারে বউটা মোর
কাঁদে সে কি অভিমানে;
কান্না নিমিষে হাওয়া
যেই বলি কানেকানে।

কি বলেছি কানেকানে
শুনতে কি চাওনা?
কৌশল মহা পুরনো
কিনে দেব গয়না।;)

কিল আর চরের দাম
পাক্কা যে তিন ভরি;
সাথে আছে শতবার
সরি বলা পায়ে ধরি।:(

সমস্ত নষ্টের এই
তুমি হলে গোড়া;
পকেটটা হলো ফাঁকা
এই মাসে পুরা খোড়া। :-<

থার্টিফার্স্টে ভেবেছিনু
ডার্লিং নিয়ে মাস্তি;
সব সুখ মাঠে মারা
বেহূদাই পেনু শাস্তি!!! |-)

৫৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৯

শায়মা বলেছেন: কার সাথে মাস্তি!!!!
নয় জোরে, বলো আস্তি....
বৌমনি শোনে যদি
দেবে ধরে শাস্তি।

কান কেটে দিতে পারে
নাকটাও সামলাও
রেখো তুমি ভাইয়ামনি
জানে পড়তে পারে হামলাও।

বাড়ি থেকে ঘাড়ে ধরে
বের যদি রাস্তায়
করে দেয় , ভাইয়া তুমি
যাবে কোন আস্তায়?

মনে রেখো সাধ করে
দিয়েছিলে লিখে
ভাবীজীকে বাড়িটা
গাড়িটাও রেখে।

সব যাবে বেশি বাড়
বাড়ো যদি বারবার
এ জীবন হবেই যে
একেবারে ছারখার!~:( :( :(

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মনে রেখো সাধ করে
দিয়েছিলে লিখে
ভাবীজীকে বাড়িটা
গাড়িটাও রেখে।


চোখ যেনো চোখ নয়
রক্তের ফোয়ারা;
হারামীকে লিখে দিয়ে
আজ আমি সবহারা। :-<

গাড়িবাড়ি শুধু নয়
ব্যবসারও পার্টনার;
ছিবড়ে চিবিয়ে খেলো
যেনো চীনা শার্পনার। |-)

ব্যান্কেতে যাই ছিলো
করেছিনু জয়েন্টে;
পড়ে আছে পাঁচ সিকে
ক্যাশে নিলো মিনিটে। B:-)

চুলে ধরে লাথি মেরে
দিলো ঝেঁটে তাড়িয়ে;
দাড়োয়ান খানসামা সব
দেখে হেসে দাঁড়িয়ে। :(

আমারি সামনে করে
দুধওলারে লিপকিস;
জড়িয়ে বুকেতে টেনে
''লাভিউ'' কয় ফিসফিস। :-*

লাজে দুঃখে অভিমানে
মুখটারে করি হাইড;
দড়িতে,না বিষ খেয়ে
কি সে করি সুইসাইড?

মনে মনে ভাবি আজ
দোষ মোটে তার না,
জরিনা জেরিন হলে
লোভ হবে কার না। B:-/

৬০| ০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৪

শায়মা বলেছেন: ভাইয়া
কেমন আছো কোথায় আছো
সব কিছু ভালো??
তুমি ছাড়া ব্লগ পাড়া আঁধার
নেই আলো!!!!!!!!!!:(

শরীরটা ভালো আছে?
মনটাও ফুরফুর???
ভাবিজী মারেনিতো ধরে
করেনিতো দূর দূর!!!!!!!

জবটা আছে তো টিকে
সব কিছু ভালো
শিগগির করে করে
বলো বলো বলো!!!!!!!!

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কেমন আছ আপু তুমি
কতদিন দেখিনা;
বুকটা যে যায় জ্বলে
মোটে ভেবো মেকিনা।

আমি আছি এই বেশ
কেটে কেটে যাচ্ছে;
কেটে যায় সব তবু
রক্ত না বেরুচ্ছে।

আমি আছি এই বেশ
দেখি সব রঙ্গ;
দেশটার হাল দেখে
ভাবি যাবো কঙ্গো।

আমি আছি এই বেশ
ভেজালের বন্যা;
ফল মাছ সব্জী
কোনোটা পিউর না।

আমি আছি এই বেশ
ঔষধেও নকল;
টাকা দেব,জান দেব
ফুরায়না ধকল।

আমি আছি এই বেশ
বাতাসে ভারি শীসা;
বেঁচে আছি তাই বেশী
অভিলাষে অবিমিষা।

আমি আছি এই বেশ
কোথা নেই ভালোবাসা;
আপু আছে তাই আছি
চাষ করি হতাশা।

৬১| ০৭ ই জুলাই, ২০১৬ রাত ২:২০

আবুল হায়াত রকি বলেছেন: বোন কে নিয়ে বেশ ছড়া হয়েছে। শুভেচ্ছা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.