নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডানে গেলে জঙ্গীবামে গেলে নাস্তিক;দ্বন্দ্বেতে নেই বাপুআছি হেথা মাঝ ঠিক

কি করি আজ ভেবে না পাই

ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।

কি করি আজ ভেবে না পাই › বিস্তারিত পোস্টঃ

কবি লড়াই-২ (মহারাণী শায়মা ভার্সেস টোকাই), প্রসঙ্গ চাঁদগাজী

০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ৭:২৮



টপিকঃ
স্টার্ট করে চাঁদগাজী
এই দিনু নমুনা;
তোমরাই ভাবো বাপু
আমি কিছু কমুনা।

চাঁদগাজী কমেন্ট ১ঃ
কি কারণে উনি কিছু ব্লগারকে 'সেরা' মেরা নাম দিয়ে সিন্ডিকেট গঠন করেছেন।
এদের অনেকে অনেক ভুল ধারণার ুপর গরুর রচনা লিখে সেরা মেরা হয়ে যাচ্ছে? এসব বাদ দেন; সব ব্লগারকে উৎসাহিত করেন।
টোকাইঃ
নয়া যারা তারা জানে
আপুনির মহিমা;
তাইতো এ হৃদয়েতে
প্রিয় নাম শায়মা।

আপু তুমি চিরসখা
নবীনের তরে;
রাণী সেজে বসে আছো
হর অন্তরে।

প্যারা দুটো পড়ে ভায়া
বুঝে নাও সবটা;
আপু ছাড়া পুরো ফাঁকা
সামুর এই ব্লগটা।

উৎসাহ দিয়ে ভায়া
যদি ট্যাগে নেমপ্লেট;
কেনো ভায়া ভুল বুঝে
ভাবো গড়ে সিন্ডিকেট??

দিনদিন আপুনিটা
হচ্ছে যা পপুলার;
আমি ভাবি দুই রাণী
খাবে শিউর ভোটে মার।

চাঁদগাজী কমেন্ট ২ঃ
এই রকম অনেকে এসেছিল ব্লগে, পাম পট্টি দিয়ে সিন্ডিকেট করে বেড়াতো, এখন নেই!
ব্লগারেরা ভালো করলে ভালো লেখক তৈরি হবে; সিন্ডিকেট করলে অনেকেই হতাশ হয়।

টোকাইঃ
চুপি চুপি বলি ভায়া
যা বলেছো সত্য;
এফবিআইয়ের কাছে
আছে একি তথ্য।

কেজিবিরও সাসপেক্ট
মোসাডের এজেন্ট সে;
দল গড়ে ব্লগ ভাঙ্গে
গোপনে 'র' করে পে।

আইএসেরও সাথে নাকি
আছে তার দহরম;
তালিবানে মিটিংয়েতে
যায় প্রতি মহরম।

জঙ্গি কানেকশনও
তার বেশ শক্ত;
শিবসেনা উগ্ররা
তার মহা ভক্ত।

দলবাজি সিন্ডিকেট
সব করে তলে তলে;
হুজিদের সাথে তার
মহাভাব গলে গলে।

কি যে তার ইনটেন্স
আজো নয় পষ্ট;
মনিটর করি তারে
বুঝলে ভায়া কেষ্ট??

মঞ্চে শায়মার আগমনঃ
ধ্যাৎ ভাইয়া তোমার মত বোকার হদ্দ ভাই
এইটা নিয়ে কেমনে আমি লড়াই করতে যাই?
দেখলে যখন সর্ষে চোখেই পাটনা তুলে নিয়ে
বাটনাটুকু চাঁদভাইয়ার চোখেই মেখে দিয়ে/দিলে।
দেখতে তখন সর্ষে নাচন ঠিক কাহারে বলে
চাঁদভাইয়া ধিতাং ধিনা নাচত তালে তালে।

তারপরেতে টুকরা করে লবন মরিচ মেখে
স্বাদটা ঠিক হলোই কিনা দেখতে কাঁচা চেখে।
চুলোয় দিয়ে ঢিমে আঁচে একটু খানি রেখে
সর্ষে চাঁদের ঝোলটা কেমন আবার দেখতে চেখে।

সব ঠিকঠাক রান্না হলে দাওয়াৎ দিতে আমায়
চাঁদভাইয়া রান্না কেমন পদক দিতাম তোমায়।
এতদিন খেয়েছিলাম স্বাদের সর্ষে-ইলিশ
চাঁদসর্ষে খেলেই তবে সব ফুরাতো নালিশ!

নিশ্চয় তা তিতাই হতো ভাইয়া যেমন তিতা!

ওয়াক থু থু ভেবেই আমার ঘুরছে এখন মাথা!

টোকাইঃ
হেসে আমি কুটিকুটি
দেখে তোমার রেসিপি;
দক্ষ হাতে করলে যেন
চাঁদ ভায়ার বায়োপসি।

সর্ষে ভর্তা করে
পাঠালে যে মর্গে;
বিরাট এথেইস্ট সে
যাবে নাকো স্বর্গে।

বিভৎস প্রতিশোধ
তুমি বড় ডেয়ারিং;
লোমহর্ষক বর্ণনা
ব্লগে কর শেয়ারিং !!!

মেরেই ক্ষান্ত নও
নুন মেখে চাখা চাই;
ডরে কাঁপে বুক মোর
দোয়া ফুঁকে চাপরাই।

হাসতে হাসতে তুমি
করতে পারো খুন;
ভুল হলে ক্ষমা চাই
তুমি মোর বোন।

শায়মাঃ
সকালেতে উঠে আমি মনে মনে বলি
যাই ভাইয়ার পোস্টে দিতে কিছু গালি।
নানা ভাইয়ু ডোন্ট ওরি দ্যাটস নট ফর ইউ
ইউ নো, কতখানি আই লাভ ইউ ইউ!!!!!!!

গালাগালি মারামারি গাঁজীভাইয়ার সাথে
চলিবেক হরদম সকাল বা রাতে
তোমার এই গাডু মাথা শয়তানী দিয়ে
ভাইয়াটা ভরালো , দূর করি কি দিয়ে!

আমি এক মহারানী জানতো যে ভাই
সেই বলে আমি নাকি জঙ্গী এস নাই!
না না কিছুতেই এ মানা যায়না।
না দেখিয়ে মজা আমি খানা আর খাইনা!

টোকাইঃ
জেন্টেলম্যানের সাথে
কেনো এই আচরণ!
বুঝিনাকো তোমার ঐ
পৈশাচিক ব্যাকরণ!!

গাজী ভায়া টিপটপ
নিপাট ভদ্রলোক;
আর কত করবেগো
খিস্তি ঝামটা মুখ।

ভুল কিবা আছে তাতে
বলেছেন সত্যি;
সত্যটা শোনে বুঝি
জ্বলে যায় পিত্তি।

সুপারি দাও যে তার
ভাড়া কর গুন্ডা;
লাখ টাকা দিয়ে বলো
চাই তার মুন্ডা।

সারাদিন আড্ডাতে
বসে গেলো ছাইপাশ;
গুন্ডা-পান্ডা নিয়ে
চাঁদাবাজি সন্ত্রাস।

আফসোস হয় ভেবে
গেছো পুরো বখে;
ভালো-মন্দের তফাৎ
দেখোনা যে চোখে।

শেষবার বলি শোনো
ভালো হয়ে যাও বাপু;
চাঁদ ভায়ার কাছে গিয়ে
ক্ষমা চাও কাঁপু কাঁপু।

শায়মাঃ
যে তোমার আপুটিকে
কিছু মিছু বলেছে
আমার এ ভালোবাসা
যার বুকে জ্বলেছে।

ছুড়ে মারো তার দিকে
ঠিক করে তাক।
যে যাই বলুক বা
বলে যদি থাক।

থামাথামি কিছুতেই
কখনও চলবেনা
ওরে বাবা আমি উইক
ইটা তুলতে পারবোনা।

এই সব ভুংভাং
সব তুমি ছাড়ো
ইটা খানা সোজা তুলে
তার দিকে মারো।

না যদি পারো তবে
খবর আছে তোমার
একটা ইট পারবেনা???????

রক্ষা নাই তোমার!!!!!!!!

টোকাইঃ
তোমার ঐ নির্দেশ
ফেলতে তো চাহিনি;
এইবার শোনো তবে
ঘটা মূল কাহিনী।

অসুস্থ শরীরেতে
অমানুষি কষ্টে;
ইটখানা ঘাড়ে তুলি
হাতে পায়ে ঘষটে।

সাত মাইল পায়ে হেঁটে
দেখা মেলে চাঁদগাজী;
জানতুম না যে কভু
সে যে তলে এত পাজী!!!

আমি মারা দুরে থাক
ধরে মোরে উল্টা;
ধুম ধুম দিলো লাথি
ধরে টেনে চুলটা।

মাথা দিলো চক্কর
পড়ি মুখ থুবরে;
সারা গায়ে দমাদম
মরি আহা উফরে!!

মার খেয়ে অজ্ঞান
তবু ইটা ছাড়িনি;
চেষ্টা অনেক করি
তবু ছুড়তে পারিনি।

জলপানি ছিটা মেরে
ফেরালো যে হুশ;
চাঁদু লাল জবা চোখে
করে ফোঁস ফোঁস।

এতো বড় কলজে
আমায় এসে মারবি!!
পুরো সাইজ করে দেব
শায়মাকে গিয়ে বলবি।

দাঁড়া যাচ্ছিস কোথা
আরো দুটো খেয়ে যা;
ঘুঁটের এই মালাখানা
শায়মার জন্য নিয়ে যা!!!

শার্টটাও খুলে নিলো
বাকী ছিলো প্যান্টটা;
হাঁচড়ে পাঁচড়ে ছুটে
বাঁচে এই জানটা।

ডাকতার বলে দিলো
দুইমাস বেডরেস্ট;
মালাটা করেছি পোষ্ট
পেলে দিও ফোনে টেক্স্ট।

শায়মাঃ
এহ-হে রে শখ কত
নিজে ভীতু হাদা রাম
ভয়ে কাঁপে হাত পা
নাম্বার ওয়ান গাধারাম!!!!!!

এত জানে ধুকপুক
ভাগ তাইলে গাধা
হারমোনিয়াম নিয়ে গলা
সাধ
সা রে গামা পা ধা।

গান শুনে চাঁদভাইয়ার
চমকে যাবে পিলে
ভাইয়া তখন এক মিনিটে
কাঁচাই খাবে গিলে।(তোমাকে

যেমন তোমার হেড়ে গলা
শিয়াল যেন হাঁকে
কাঁক চিলেরাও পালিয়ে যাবে
সেই সুমধুর ডাকে।

কানে কানে বলি ভাইয়া
সেটাই হবে শিক্ষা।
চাঁদভাইয়ার আমার নামে
বদনামীর দীক্ষা।


প্লিজ ভাইয়া আমার জন্য
একটু নাহয় মরো
চাঁদভাইয়ার মোটকু পেটে
ঢুকেই এবার পড়ো।

টোকাইঃ
বাদ আর রাখলে কি
কর তুই তোকারি;
ছড়া ছলে জাত নিয়ে
কর কত জোকারি।

এতদিন যা দেখেছি
চাঁদ ভায়া ভালো লোক;
সত্য বলেছি বলে
হিংসেতে পুড়ে খেলে শক।

ছিমছাম জীবনেতে
ঝামেলা চলি এড়িয়ে;
হলিডেতে তার সনে
ফ্রী তে আসি বেড়িয়ে।

হাসি খুশী কত মজা
ফাও দেখি সিনেমা;
তাই দেখে জ্বলে মরে
হিংসুটে শায়মা।

যত পারো ফুসলাও
এসবেতে নেই আমি;
চাঁদ ভায়ার সাথে কভু
করবনা বেইমানী।

শায়মাঃ
আসছেন আমাদের চাঁদগাজী সরকার
রাজনীতি কারবার তাকে দেখানো যে দরকার।
এত বকা খেয়েও তার শিক্ষা না হলো!!!!

মাই গড এখন তারে কি করি বলো?

@ চাঁদগাজী ভাইয়া

তোমার কাজ কি নেই খাইয়া?
সারাদিন এর ওর ব্লগে ব্লগে গিয়ে
যাকে তাকে যা ইচ্ছা বলছো যে গিয়ে
নো ভাইয়া মোটেও এ স্বভাবটি ভালো না
পজিটিভ কথা বলা শিখে তুমি ফেলো না।

নইলে যে খেপেছেন পুরা ব্লগ জাতি
ভয়ে মরি এখন কি হবে তোমার গতী!

টোকাইঃ
বীর মরে একবার
কাপুরুষ বারবার;

নামেইতো তিনি গাজী
ব্লগেও মোটে নয় লেজি;

কে কি বলে তাতে তার
কিছু যায় আসেনা;
জেনেই লড়েন তিনি
অনেকে ভালবাসেনা।

চাঁদ ভায়া বীর তুমি
যাও দৃঢ়ে এগিয়ে;
আমি আছি ভেবোনা
দিমু সব ভাগিয়ে।

(এহেম এহেম ভায়া
ছাড়োনা কিছু ট্যাকশ;
ঘাম ছুটে আধা মরা
মোটে দিলে একশ !!!)

এরপরি শায়মাপু
লড়াইয়ে দিলো ক্ষান্ত;
দু'জনের কোল্ডওয়ার
তারপরে শান্ত।

উৎসর্গঃ
এ কদিনে কতজনে
কত কিছু লিখেছে;
কারোবা কমেন্ট ডিলিট
কেউ ব্লক খেয়েছে।

কেউ করে গালাগালি
কেউ করে আক্ষেপ;
যেভাবেতে টানাটানি
মনে হলো গ্যাং রেপ।

কত ঝড় গেলো তার
মাথা দিয়ে আহারে;
চাঁদগাজী ভালো লোক
ডেডিকেট তাহারে।

মন্তব্য ৮৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (৮৪) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:০২

নীল-দর্পণ বলেছেন: এত দেখছি কবিয়াল লড়াই! :O

০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:১১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: লড়াইটা কবিয়াল
ছন্দের মাস্তি;
শত্রুতা কেটে গেছে
ব্লগে নামে স্বস্তি।:)

২| ০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:০৯

আরণ্যক রাখাল বলেছেন: ভাল হৈচে

০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:১২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: থাক থাক লাগবোনা
মিছি মিছি পটানি;
কি লিখেছি অগাবাগা
সে কি ছাই কম জানি??:(

৩| ০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:১৩

সুমন কর বলেছেন: কিভাবে যে এতো দারুণ লিখেন !!! চমৎকার হয়েছে।

ভালো লাগা। +

০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:১৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: উফ,,,তোমাকে নিয়ে ভায়া
আর মোটে পারিনা;
খোঁচা দিলে চামে চামে
সে কি বুঝি জানিনা। B:-/

৪| ০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:১৭

আরণ্যক রাখাল বলেছেন: না না চরম হইছে| চাদগাজী ভাইয়ের জন্য ব্লগটা জমে উঠেছে অনেকটা

০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:২৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এ কদিনে গাল খেয়ে
চাঁদ ভায়া সুপার হিট;
তাইতো হিংসেতে জ্বলে
শায়মাপু করে খিটখিট। :P

৫| ০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:২৫

আরণ্যক রাখাল বলেছেন: শায়মাপু জ্বলবে কেন? তিনি তো মেগাহিট!

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: হিটেই তো জ্বলে ভায়া
সেকি তাপ হিটেতে;
সেই তাপে পুড়ে আপু
মারে তাকে ইটেতে। :P

৬| ০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৩২

অভ্রনীল হৃদয় বলেছেন: দারুন লাগলো। ভাল্লাগছে।

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বললে দারুন
লাগলো ভালো;
তুমিও ছড়াও
ব্লগেতে আলো।:)

৭| ০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৪

টয়ম্যান বলেছেন: আরি সব্বনাশ , এতো দেখি হাচাই কবি লড়াই- B-)

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভেবেছো কি আমাদের
হাছা নয়কি মিছা? X((
যদি শুনে শায়মাপু
খবর আছে বাছা।:(

৮| ০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৫

শায়মা বলেছেন: উফ ভাইয়া কষ্টে এত থামলো এসব ঝগড়া
তুমি আবার দিতে এলে এর মধ্যে বাগড়া!!!!! X((

পেটে পেটে শয়তানী আর তলে তলে এই!!!!!!
জানতাম নাতো তুমিও যে গাঁজির চামচা সেই। X((

গাঁজিভাইয়া হোক না পাঁজি মোদের পাগল ছেলে
একটুখানি বুঝিয়ে দিলেই সকল কিছু ফেলে। B-)

বাসবে ভালো, বলবে কথা তোমার থেকে ভালো
তুমি আসল পাঁজির পাঝাড়া আর উনি আন্ধার ঘরের আলো।:)

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এই ছিলো বাকি শোনা
আজ আমি সৎ ভাই;
উনারা তালই এখন
আমার আর বেইল নাই। B:-/

এখন আমি শয়তান
আরো নাকি চামচা;:(
দু'জনে বেড়ায় সুখে
খায় ছোলা সামুচা। /:)

ঠিকাছে দেখবানে
কদিনের মাখামাখি;
খুব হলো দোস্তি
মাছ আর বক পাখি। (হুহ........)

৯| ০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০০

শায়মা বলেছেন: মঞ্চে শায়মার আগমনঃ
ধ্যাৎ ভাইয়া তোমার মত বোকার হদ্দ ভাই
এইটা নিয়ে কেমনে আমি লড়াই করতে যাই?
দেখলে যখন সর্ষে চোখেই পাটনা তুলে নিয়ে
বাটনাটুকু মেখেই দিতে চাঁদভাইয়ার চোখে।

দেখতে তখন সর্ষে নাচন ঠিক কাহারে বলে
চাঁদভাইয়া ধিতাং ধিনা নাচত তালে তালে।


এই জায়গার একটুখানি হবে কারেনশান :D
তাড়াহুড়ায় লিখছিলাম তো রাগে ছুটতেছিলো জান। X((

দেখলে যখন সর্ষে চোখেই পাটনা তুলে নিয়ে
বাটনাটুকু চাঁদভাইয়ার চোখেই মেখে দিয়ে/দিলে।



ধ্যাৎ ভাইয়া তোমার মত বোকার হদ্দ ভাই
এইটা নিয়ে কেমনে আমি লড়াই করতে যাই?
দেখলে যখন সর্ষে চোখেই পাটনা তুলে নিয়ে
বাটনাটুকু চাঁদভাইয়ার চোখেই মেখে দিয়ে/দিলে।

দেখতে তখন সর্ষে নাচন ঠিক কাহারে বলে
চাঁদভাইয়া ধিতাং ধিনা নাচত তালে তালে।


বোল্ড করা অংশটুকু এবার ঠিক করো
নইলে কিন্তু দুঃখে আমি হবোই মরো মরো। :((

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১০:১০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বলছো কি আবোলতাবোল
সবি দেখি ঠিকাছে;
কখন পেলে ভুল লেখা
কি সব বলো মিছে মিছে?? :-*

কারেকশানে যা দেখালে
সবি লেখা আগে থেকে;
চোখ-মাথা গেছে পুরো
চুলও গেছে সব পেকে। 8-|

১০| ০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০৫

রবিন্দ্রনাথ ঠাকুর বলেছেন: শায়মা ! তুমি তো দুনিয়ার চীজ হে ছুটকি ! প্যাচ লাগিয়ে এখন পন্ডিত শুভাসংকর বসু !

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১০:১২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আপু যদি ছুটকি হয়
আমি হলুম ছুটকা;
মোর পোষ্টে কবিগুরু!!
খেলুম মহা ঝটকা!!!

১১| ০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০৯

শায়মা বলেছেন: এরপরি শায়মাপু
লড়াইয়ে দিলো ক্ষান্ত;
দু'জনের কোল্ডওয়ার
তারপরে শান্ত।

`````````````````````````

কি যে করি ভেবে মরি যাহা ছিলো ফান
লেজ ধরে টানাটানি হলো খান খান
ভেঙ্গে পড়ে ব্লগ জাতি, রোষে কাঁপে যেন হাতী :P
কি যে করি কোথা যাই কোন দিকে ধরি ছাতি।
এসব তো ভাবতেই রণে দিনু ক্ষান্ত
আমি সাধাসিদা লোক অতিশয় শান্ত।

জানোইতো ভালোবাসি যত হও পাগলই
বোকা গাধা গরু আর শিয়াল বা ছাগলই। :) :) :)

০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: অন্যকে পাগল/ছাগল বলে
নিজেকে ভাবেন শান্ত;
দস্যিপনার রাণীমাতা
যদি তাহা জানতো!!!

ফান করে পান খান
সাথে দিয়ে জর্দা;
পিক ফেলে করে লাল
ঝুলানো সাদা পর্দা।

সিগারেটে দিয়ে টান
ধূঁয়া ছাড়ে যেনো ট্রেন;
দেখে লোকে বুঝে ঠিকি
সামথিং রং ইন ব্রেন।

দুঃখে হাসেন তিনি
খুশীতে সে কি কান্না;
বিকালে খান ব্রেকফাস্ট
রাতে লাঞ্চ ছাড়া খান্না।

এই হলো আপুনির
দিনলিপি টুকিটাকি;
পাগলটা কে যে ভায়া
এইবার বলো দেখি।:):):)

১২| ০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১০

শায়মা বলেছেন: ১০. ০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০৫ ০
রবিন্দ্রনাথ ঠাকুর বলেছেন: শায়মা ! তুমি তো দুনিয়ার চীজ হে ছুটকি ! প্যাচ লাগিয়ে এখন পন্ডিত শুভাসংকর বসু !



ইয়াক থু থু
বানান খানা আগে আসো শিখে
এইভাবে কি রবীন্দ্রনাথ কেউ কখনও লিখে!!!!!!!!!!!!!!!!!!!

০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৫১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কখন যে কি বলেন
কথা তার নানান;
কবিকে শিখাতে যান
শুদ্ধ নামের বানান।

শেখানোরও কতো ঢং
আগে ফেলে থু থু;
বেণী দুটো খাড়া করে
রাগে দেন গুতো।

শুনো বাপু বিদ্যের
অযাচিত দেবী;
নাম হলো যার যার
যা লিখে,ঠিক সবি।

১৩| ০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১৪

শায়মা বলেছেন: শায়মা বলেছেন: ১০. ০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০৫ ০
রবিন্দ্রনাথ ঠাকুর বলেছেন: শায়মা ! তুমি তো দুনিয়ার চীজ হে ছুটকি ! প্যাচ লাগিয়ে এখন পন্ডিত শুভাসংকর বসু !



ইয়াক থু থু
বানান খানা আগে আসো শিখে
এইভাবে কি রবীন্দ্রনাথ কেউ কখনও লিখে!!!!!!!!!!!!!!!!!!!

রবিঠাকুর দেখেন যদি বানানের এই দশা
আস্ত টিপে মারবেন যে তার আগে দেবেন ঘষা
বাপরে বাবা তোমার সে তো ছাল চামড়া তুলে
পেঁয়াজ, মরিচ, রসুন আদা লবন দেবেন ডলে।



না ভাইয়া বানানখানা এখুনি ঠিক করো
নইলে আমার দোষ নেই যদি মরার আগেই মরো।

(মানে রবিঠাকুরের হাতে মাইর খেয়ে :P )

০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: রবিবাবু নন মোটে
তোমা যেথা মননে;
গুন্ডামী করবেন
ভুল দেখে বানানে।

কবিদের গুরু তিনি
সৌম্যের কান্তি;
দেখে তাকে লাগে দিলে
আহা কত শান্তি।

তার হাতে মার খাওয়া!!!
সে পরম ভাগ্য;
এসুখ এড়াবে সেই
যে পরম অজ্ঞ।

১৪| ০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২১

রবিন্দ্রনাথ ঠাকুর বলেছেন: ইহাই আমার নামের আসল বানান হে ছুটকি ! কতিপয় আমিপ্রেমি সুকৌশলে আমার নাম বিকৃতি ঘটাইয়াছে X((
রবিঠাকুরের হাতে মার খাইবো মানে ! আমিই তো রবিন্দ্রনাথ ! বিশ্বাস না হইলে আমার প্রোপিকখানা দেখ।

০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: থাক গুরু ভুলে যাও
করো ক্ষেমা ঘেন্না;
শায়মাপু বোকা বড়
মাফ করে দেন্না।;)

১৫| ০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৫

নীলপরি বলেছেন: দারুন লাগলো পড়তে ।:)

০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:০১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বললে দারুন শোনে
বড় ভালো লাগলো;
ছোট্ট কমেন্ট,তবু
হৃদয়ে দাগ কাটলো।:)

১৬| ০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪০

শায়মা বলেছেন: রবিন্দ্রনাথ ঠাকুর বলেছেন: ইহাই আমার নামের আসল বানান হে ছুটকি ! কতিপয় আমিপ্রেমি সুকৌশলে আমার নাম বিকৃতি ঘটাইয়াছে X((
রবিঠাকুরের হাতে মার খাইবো মানে ! আমিই তো রবিন্দ্রনাথ ! বিশ্বাস না হইলে আমার প্রোপিকখানা দেখ


এহরে!!!!!!!!!!!!!!!!!!!!!!


ওকে ওকে আসিতেছি।

০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:০৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ও কে ও কে চেঁচালে
ও আমার ভাতিজা;
গিয়াস ভায়ার বাল্যপ্রেমের
অকাল এক নতিজা।;)

১৭| ০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: কবি লড়াই জমে উঠেছে তো।

আর ভাইয়া তোমার ছড়া তো সেই পর্যায়ের ভালো হয়। :)

০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:০৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কি যে বলো ধ্যাত্তেরি
লাজে মরি যাহ;
তোমার ঐ চশমাটি
কি দারুন বাহ।

১৮| ০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৭

শায়মা বলেছেন: ১৭. ০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৮ ০
দিশেহারা রাজপুত্র বলেছেন: কবি লড়াই জমে উঠেছে তো।

আর ভাইয়া তোমার ছড়া তো সেই পর্যায়ের ভালো হয়। :)

আর আমার!!!!!!!!!!!!! B:-)

এটা কিন্তু গুরু মারা বিদ্যা হয়ে যাচ্ছে!!!!!!


ভাইয়াকে শুনে দেখো!!!!!!!

কে ওকে ছড়া লেখা শেখালো!!!!!!!!

০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:১৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: দিশেহারা শুনো ভায়া
দেই এক তথ্য;
শায়মাপু বলল যা
কথা পুরো সত্য।

দম্ভেতে ভুলে গিয়ে
ধরাকে করিনা সরা;
শায়মাপু নিজে মোরে
শিখিয়েছে লেখা ছড়া।

টুকটাক যাই লিখি
সবি তার অবদান;
যতই লিখি ভালো
তার কাছে সদা ম্লান।

১৯| ০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৮

লিথ্যাল ব্রাহমোস বলেছেন: চাদ্গাজীর সাথে আমার নতুন বছরের শুভেচ্ছা বিনিময় হইল উনার শেষ পুস্টে আর তুমরা এখানে উনাকে নিয়ে মগা লও ? ক্রাপ , ক্রাপ , খুব ক্রাপ , তুমাদের মাইরালাইতে ইচ্চা কর্তাসে X((

০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:১৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: চাঁদ ভায়া বড় ভালো
নিপাট ভদ্রলোক;
কেনো ভায়া বেচারার
পিছে লাগা,ছোঁক ছোঁক !!! :P

২০| ০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৮

রক্তিম দিগন্ত বলেছেন: সকালেতে উঠে আমি মনে মনে বলি
যাই ভাইয়ার পোস্টে দিতে কিছু গালি।


সামুর সকল ব্লগারদের এই শপথ বাক্য পাঠ করা দরকার!!! নাহইলে ব্লগিং-এর জোর থাকবে নাকি!!

শুধু পরিস্থিতি বিবেচনায় ভাইয়ার জায়গায় আপু বসিয়ে দিতে হবে - এই যা!!! :-B

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভায়া তোমার সাহস বেজায়
মরবে কি অকালে?
কানে কানে বলি শোনো
পুরো সামু তার দখলে।

কত শত এইভাবে
বেখবরে হলো লাশ;
দোষ ছিলো বিরুধীতা
তারপরি খাল্লাসসসস্‌।

নিজ চোখে দেখা ভায়া
খুন করে অনায়াসে;
সে কি তার উল্লাস
জব করে হেসে হেসে। :||

ডরে কাঁপি থরোথরো
লোম হলো সব খাড়া;
কলজে চিবিয়ে খেলো
বুকে তার দিয়ে পাড়া। :|

তাই বলি ভায়া তুমি
থেকো বড় সাবধানে,
কখন সে কি যে করে
স্রেফ খোদা ভালো জানে। B:-)

২১| ০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫২

আবু শাকিল বলেছেন: কেম্নে পারেন !!
কিছু প্রতিভা দেন ভাই -খুব অভাব =p~

আপনার নীচের কটা লাইনে আমি সুর দিলাম-শায়মা আপুর কন্ঠ ভাল ।উনি রবীন্দ্র স্টাইলে গাইতে পারেন-
"কেউ করে গালাগালি
কেউ করে আক্ষেপ;
যেভাবেতে টানাটানি
মনে হলো গ্যাং রেপ।"

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: প্রতিভা............!!!

ক্যামনে যে দিমু ভায়া
ভারতেরি প্রেসিডেন্ট;
পেতে হলে যাও দিল্লী
সেথা তার রেসিডেন্ট।:)


প্রতিভা কি দেব ভায়া
লেট মি শেয়ার সামথিং;
কথা বলি পষ্ট
আয়াম ভেরি গুড ফর নাথিং।

"কেউ করে গালাগালি
কেউ করে আক্ষেপ;
যেভাবেতে টানাটানি
মনে হলো গ্যাং রেপ।"


সুরখানি দাওনাগো
রেকর্ড করে টেপ;
কোন ফরম্যাটে দিলে
ক্লাসিকে না রেপ?;)

২২| ০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০০

কামরুন নাহার বীথি বলেছেন:

০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:২৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তোমাকেও শুভেচ্ছা
খুব থেকো ভালো;
শুভ হোক নয়া সাল
দু'হাজার ষোল।:)

২৩| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৭

শাহ আজিজ বলেছেন: হলে চাঁদ গাজীর কোষ্ঠকাঠিন্য
হয়ে যায় পুরোটাই বন্য
বাইরে পরিচয় ভেজিটেরিয়ান
ভিতরে খায় আস্ত গরুর রান
এরকম গাজি একখানমাত্র পিস
থাকে সামুতে বাজায় দু চারটে শিস ।।

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এইভাবে বলোনাগো
তিনি লোক নন মন্দ;
কমেন্টে যত জ্বালা
ওতেই বাজে দ্বন্দ্ব।

২৪| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৪

সিপন ১ বলেছেন: "আয় আয় চাঁদ মামা গালি দিয়ে যা"
"নয়তো নতশির, ইজ্জত বাঁচা।"

বি:দ্র: চাঁদামামা বলতে আদর করে চাঁদগাজীকে বুঝানো হয়েছে।

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভুল বুঝে দিলে ভায়া
গাজীদাকে টোকা;
আজতক শুনিনিকো
দিতে তারে বকা।

২৫| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১০:১১

শায়মা বলেছেন: লেখক বলেছেন:
এই ছিলো বাকি শোনা
আজ আমি সৎ ভাই;
উনারা তালই এখন
আমার আর বেইল নাই। B:-/

এখন আমি শয়তান
আরো নাকি চামচা;:(
দু'জনে বেড়ায় সুখে
খায় ছোলা সামুচা। /:)

ঠিকাছে দেখবানে
কদিনের মাখামাখি;
খুব হলো দোস্তি
মাছ আর বক পাখি। (হুহ.......




গাঁজি পাজিভাইয়াটা হয়ে যাক মাছ
আমি হবো বকপাখি তুমি হবে গাছ।:)
গাছ থেকে ঠাস করে কড় কড়কড়াৎ
পড়বে যখন তুমি ভাঙ্গবে মড়াৎ।
কি মড়াৎ বুঝেতো তো একটাই ঘাড়
কারণ তোমার বেশি বেড়েছে যে বাড়।


০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১০:২০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: গাঁজি পাজিভাইয়াটা হয়ে যাক মাছ
আমি হবো বকপাখি তুমি হবে গাছ।:)
গাছ থেকে ঠাস করে কড় কড়কড়াৎ
পড়বে যখন তুমি ভাঙ্গবে মড়াৎ।
কি মড়াৎ বুঝেতো তো একটাই ঘাড়
কারণ তোমার বেশি বেড়েছে যে বাড়।


জানতুম বোকা তুমি
এখনতো দেখি গাধি;
কি যে সব বলোনা
হেসে হই কাদিকাদি। :D B-) :-B

তুমি বক,আমি গাছ
ডালে তবে কেডারে?
ডাল যদি পড়ে তবে
কার ঘাড় ভাঙ্গেরে?? ;)

বাড়তো বাড়বেই
খাই আমি বর্নভিটা;
তুমি খাও দু'বেলা
কাকীমার ঝাড়ু পিটা। ;) :D :-B

২৬| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩১

শায়মা বলেছেন: শুনো ভাইয়া তোমাহারা এই পোস্টখানি দেখে
হাসছি সে মহা হাসি সক্কাল থেকে।
একজন হাবলু সেইদিন রাতে
এসেছিলো বাণী দিতে হাতে এবং নাতে
ধরেছেন আমি সেই মহা কালপ্রিট
গাজি সাথে আমি তবে বাঁধিয়েছি খিটমিট।
কারণ আছে নিজেরে সে বুদ্ধিমানের ভাই
মনে করেছিলো আজ আর রক্ষা নাই।
প্রুভ আছে বড় সড় করবেন জড়ো।
তোমা সাথে ছড়াবাজি চাঁদগাজিকে মারো মারো।
এইটাই নিয়ে তিনি লম্ফ ও ঝম্ফ
করে করে মরলেন থরহরি কম্প!!!!!!!!




০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:০২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ওরে বাবা বলো কিগো
শুনেইতো লাগে ভয়;
আবার না মোর নামে
লোকে মিছে কথা কয়।:(

কোন সেই মহাপ্রাণ
নামখানি বলোনা;
তারে নিয়ে পোষ্টিয়ে
ছড়া খেলি চলোনা।:)

২৭| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৮

শায়মা বলেছেন: জানতুম বোকা তুমি
এখনতো দেখি গাধি;
কি যে সব বলোনা
হেসে হই কাদিকাদি। :D B-) :-B

তুমি বক,আমি গাছ
ডালে তবে কেডারে?
ডাল যদি পড়ে তবে
কার ঘাড় ভাঙ্গেরে?? ;)

বাড়তো বাড়বেই
খাই আমি বর্নভিটা;
তুমি খাও দু'বেলা
কাকীমার ঝাড়ু পিটা।





আমি খাই ঝাঁড়ু পিটা!!!!! B:-)

নিজে খাস ঝাঁটা X((

ছাল উঠে জোড়া দিস

আইকার আঠা। X((

আরে বোকা গাধারাম
বক থাকে জলে :D
খপ করে গাঁজিমাছ
ধরে খাবে বলে। :D

তুই গাছ এক পায়ে
হা করে চেয়ে
সারাদিন ফ্যাচফ্যাচ
কিচ্ছু না পেয়ে। B:-/

হিংসাতে মরো মরো
করো বকবক
এইজন্যই লোকে বলে
আঙ্গুর ফল টক। =p~



০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মানছি যে গুরু তুমি
মাঠে দিনু পিছটান;
হারিজিতি যাই হই
সে তোমারি বাড়ে মান।

খেললে কি বাবারে
ছন্দের টপপা;
মোক্ষম দিলে চাল
পুরো খাপে খাপ্পা।

২৮| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৮

প্রামানিক বলেছেন: কবির সাথে কবির লড়াই
তাদের নিয়ে মোদের বড়াই
কথায় কথায় ছন্দ তুলে
নাওয়া খাওয়া সবই ভুলে
ভাবের বশে কবিতা ছাড়ে
কবি ছাড়া কেউ কি পারে?

ধন্যবাদ ভাই ছন্দ কবি। নতুন বছরের শুভ্চেছা রইল।

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: লড়াই আর হলো কোথা
আপু গেছে পালিয়ে;
আর কতো একা একা
নেবো মোরে ঝালিয়ে।

তুমিওতো আজকাল
হয়ে গেলে বড় বিজি;
পোষ্টে আসনা মোটে
সবি আমি ঠিকি বুঝি।

না এলেও সদা জেনো
তুমি মোর ভারি প্রিয়;
নয়া সালে প্রাণভরা
শুভেচ্ছা সব নিও।

২৯| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১:২৪

রাফা বলেছেন: হুমমমম......ওয়াচে রাখলাম/অশান্তি দেখলে কিন্তু খবর আছে।
:)

চমৎকার হইতেছে ছড়ার লড়াই।কিন্তু ব্রাকেট বন্দি থাকলে ভালো।

ধন্যবাদ,ছড়িয়াল(কবিয়াল)

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:২০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কলজেটা বড় ছোট
বুদ্ধিও খুবি কম;
''খবর আছে'' শুনে ভায়া
গা করে ছমছম। B:-)

অশান্তি ছড়াবার
নেই কোনো ফন্দি;
ভেবনাকো ভায়া তুমি
আছি ব্রাকেটেই বন্দি।:)

৩০| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১:৫৩

তামান্না তাবাসসুম বলেছেন: হাহাহা! জমে ঊঠেছে কবিয়াল লড়াই!

০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: জমবে না বলো কি গো
শায়মার ছন্দ;
কার ঘাড়ে কটা মাথা
বলে তারে মন্দ।:)

৩১| ০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২৭

শায়মা বলেছেন: ২৯. ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১:২৪ ০
রাফা বলেছেন: হুমমমম......ওয়াচে রাখলাম/অশান্তি দেখলে কিন্তু খবর আছে।
:)

চমৎকার হইতেছে ছড়ার লড়াই।কিন্তু ব্রাকেট বন্দি থাকলে ভালো।

ধন্যবাদ,ছড়িয়াল(কবিয়াল)


রাফাভাইয়া ব্রাকেট বন্দি কি জিনিস?

আমি যা বুঝেছি তাই যদি হয় তো সেটা ব্রাকেট বন্দিই ছিলো। মানে .......

ছড়িতায় বড়িতায়
ভাইয়াকে ধরে
পাঁজিমী ছুটাচ্ছিলাম
একটু একটু করে।

তাতে ছিলো মজা বেশ
কোনো ক্ষতি নাই
হঠাৎ মহা বিপদে
আমাদের চাঁদগাজিভাই।

পড়লেন জোরে শোরে
নাস্তানাবুদ
তাই দেখে একটা গাঁধা
ধরলো এসে খুঁত।

কোথা থেকে টেনে নিয়ে
করলো সে জড়ো
আমি নাকি এসবের
লিডারটা বড়।


সেই হনু মহা মনু
কাজ কাম নাই
যেখানেই দেখিবে ছাই
উড়ানোই চাই।

যেখানে যা আসবে
চোখে দেখে গাধা
এই আমি সেই আমি
সে আস্ত এক হাঁদা।




০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছড়াবড়া যাই ছিলো
নিজেদের মধ্যে;
তুমি আমি খেলছিনু
ছন্দের যুদ্ধে।

কিবা এসে গেলো তাতে
হনু কিবা মনুটার;
খুব ভালো জানি আমি
ইউজ,সে গদাটার।;)

গদাটির কারসাজি
আশা করি ভুলনি;
তলে তলে এত কিছু
কেনো আগে বলোনি। B:-/

অত কথা কাম নেই
বলি শোনো তরিকা;
বলে দাও .......টারে
তেল দাও নিজ চড়কা।

৩২| ০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৮

অগ্নি সারথি বলেছেন: মহারনকাব্য ভাল হইচে।

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: যতই মোরে পাম্পু দিয়ে
কমেন্ট করো ভালো;
মাইক্রো মিনি কমেন্ট দেখে
মনটা ইষৎ কালো। /:)

৩৩| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেইদিনই সে লড়াইয়ে
ছিনু হয়ে পাঠক
ছোট খাট ছড়িতায়
হাজিরা এক মুঠ!

তায় সেই কমেন্টে
মনে ডেকেছিল কু
বলিনি- ভাবেছি যা
হবে না কিছূ ছু:

উমা কদিন পরে
এসে দেখি লংকা কান্ড
কত কিছু হয়ে গেল
যেন সব লন্ড ভন্ড!!

যাই হোক অবশেষে
সব হোক শান্ত
ছড়িতায় লড়াই
চলুক অনন্ত। :)

শুভ নববর্ষ ভায়া
হোক জীবন সুখে ভরপুর
কেটে যাক মোহ মায়া
ঝড়ুক সূখ শান্তি অন্তহীন ঝরঝর।। :)

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তায় সেই কমেন্টে
মনে ডেকেছিল কু
বলিনি- ভাবেছি যা
হবে না কিছূ ছু:


আমিও কি জানি ছাই
ঘটে যাবে ইয়াত্ত;
মিছি মিছি চাঁদ ভায়া
ঝাড়ি খেলো কত্ত। #:-S

গালিরও বাহার দেখো
কিছু মুখে নেয়া যায়না;
ভাবি ব্লগি ছেড়ে দেব
মন মোটে সয়না। /:) X((

নয়া নয়া বদ কত
বয়সেতে চ্যাংড়া;
মন চায় দেই কষে
লিখা কত নোংরা!!! X(

অবশেষে থেমে এলো
ব্লগে নামে শান্তি;
দোয়া করি উবে যাক
সঅব বিভ্রান্তি।

তুমি ভায়া ফের দিলে
মনটা অশান্ত;
ছন্দের জোশ দেখে
ডরে হই ক্লান্ত।

বুঝে গেছি ঠিকি আমি
নটে গাছ মুড়লো;
ছন্দেতে ভাটা এলো
লিখার দিন ফুরলো। :-<

দিনশেষ তাতে কি
খুশি আমি তবুও;
স্বাগতম তোমাকে
তুমি মোর খুব প্রিয়।





৩৪| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৯

এহসান সাবির বলেছেন: ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা।

ভালো থাকুন, সুস্থ থাকুন।

০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৪৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তোমাকেও শুভেচ্ছা
সদা থেকো ভালো;
বেঁচে থাকো সামুতে
ব্লগ করে আলো।

৩৫| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৩

রক্তিম দিগন্ত বলেছেন: তাই বলি ভায়া তুমি
থেকো বড় সাবধানে,
কখন সে কি যে করে
স্রেফ খোদা ভালো জানে।


উপদেশ মাথায় রাখিলাম
তবে খুনীকে লাশ বানাবে
এই কথা ভাবিয়া হাসিলাম।

কত শত আর এই খুনি আমি কি এক!
তবে আমি আবার সহজ-সরল অনেক।

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তুমি সোজা তাই ভায়া
যত মোর ভাবনা;
গার্লফ্রেন্ড ফাঁদে ফেলে
পাঠাবে সোজা পাবনা।

বারবার বলি শুনো
প্রেম চীজ ফালতু;
প্রেমিকের পরিনতি
টানে শেষে শালটু।

গাজাতেই শেষ নয়
কেউবা টানে ইয়াবা;
বুঝাতে বুঝাতে শেষ
আর কবে বুঝবা??? X(( X(

৩৬| ০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: @
তুমি ভায়া ফের দিলে
মনটা অশান্ত;
ছন্দের জোশ দেখে
ডরে হই ক্লান্ত।

বুঝে গেছি ঠিকি আমি
নটে গাছ মুড়লো;
ছন্দেতে ভাটা এলো
লিখার দিন ফুরলো। :-<

দিনশেষ তাতে কি
খুশি আমি তবুও;
স্বাগতম তোমাকে
তুমি মোর খুব প্রিয়।

<<
কি যে ছাই বলো ভাই
শুনে লাজে মরে যাই :P
কোথা তুমি : সুকুমার
আমি কে কোথাকার ;)

তোমাদের পথে ধরে
দেখাদেখি ট্রাই করে
লেখি দুটো ছন্দ
তাতে কেনপাও মিছে মরণের গন্ধ :P

যদি হয় মন্দ
বলে দাও
ছড়িতায়
কথ বলা বন্ধ।

নটে গাছটি মুড়বেনা
ছড়িতাও থামবেনা
মোরা সবে বোন ভাই
চলবে ছড়ার লড়াই ;)

দিনের কোন শেষ নাই
ছড়ায় খুশি আমরা সবাই,
ধন্যে জেনে - আমি প্রিয়
জানো নিশ্চয়ই - তেমনি তুমিও :)

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এ তোমার বাড়াবাড়ি
মিছিমিছি খালি পাম্প;
চুনোপুটি দুই দিয়ে
টেক্কারে করো ট্রাম্প।

মাথাতে খেলেনা ছড়া
কলমটা চলেনা;
ভেবে ভেবে ছিড়ি চুল
ব্রেন কথা বলেনা।

ছড়া লিখা নয় সোজা
লাগে ঘটে মশলা;
কলম ঘষে লাভ নেই
যত হাত কচলা।

দিনশেষে ঠিকি বুঝি
ঘাটের আমি কুত্তা;
লোকে হয় হেসে খুন
লিখবোনা ধূৎ তা।

তোমার ছন্দ দেখে
মরি আমি শরমে;
জ্ঞানীরে টেক্কা দেয়া
মানা আছে ধরমে।

ভায়া তুমি লেগে থাকো
লিখা কভূ ছেড়োনা;
তোমাদেরি লিখা পড়ে
পাই ব্লগে প্রেরনা।

৩৭| ০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৬

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: জব্বর লড়াই !!! :)

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কোথা পেলে ভায়া তুমি
লড়াইটা জব্বর;
শায়মাপু পালিয়েছে
নেই কোনো খব্বর।

তাও ভালো তুমি আছ
ভালো লাগে বেশ তা;
আইসক্রিম দিনু খাও
ফ্লেভারটা পেস্তা।


৩৮| ০৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ছন্দ গুলি
হচ্ছে খাসা
আমার নাই
ওসব ভাষা ।
ছন্দের মোর
নেইকো আশা
হয়ে আছি
কোন ঠাসা । :P

পোস্টে দিলুম
অনেক প্লাস
সাথে শরবত
কয়েক গ্লাস ।

খেতে পার
মিটিয়ে আশ
ক্লান্তি তোমার
হবে নাশ !

০৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: নেই নেই বলেও
মিলালে কত ছন্দ;
তোমাতে ঠিকি পাই
জাত কবি গন্ধ।

কবি আর মিছে কথা
দুটো যেনো জাত ভাই;
প্লাস নাকি দিলে কত
লিস্টে খুঁজে না পাই। (হুহহ..............)

শরাবের কথা বলে
দিলে মুড নাড়িয়ে;
মদিরার স্মৃতি পটে
যাই সুখে হারিয়ে................. :P

৩৯| ০৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সাথে নিয়ে বসে আছো
শরাবের গ্লাস
তাই তুমি দেখনিকো
৮ নাম্বার প্লাস ।

চশমার কাঁচটা
ভায়া এবার পালটাও
নববর্ষের শুভেচ্ছা
মনে রেখো সালটাও । :-P

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছিঃ ছিঃ দেখো কান্ড
রিপ্লাইয়ে কত দেরী;
করে দাও ক্ষমা ভায়া
আই এম ভেরি সরি।

কথাখানা ফুল ঠিক
চোখ গেছে পুরোটাই;
বলবো কি দুখ কথা
হয়ে গেছি বুড়োটাই।:(

এবার আসি মূল কথা
তুমি বড় ধরিবাজ;
লাইক দিলে বহু পরে
মারো কত সূরে ভাজ। ;)

৪০| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ৩:৪৪

ভবোঘুরে বাউল বলেছেন: কি মন্তব্য করা উচিৎ আমার?

সূর্যসেনে থাকতে আপনার সান্নিধ্য পাইনি এটা বড় আফসোস! নইলে সরণ নিতাম।

৩১ শে মার্চ, ২০১৬ রাত ৮:৩৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরি আরি তুমি সেই
প্রিয় ঢাবি মেট!
এতদিন কোথা ছিলে
ইজ দ্যট অলসেট?

বহুদিন পরে দেখা
মোর ব্লগে আসোনা?
জানি বুঝি সবি ঠিকি
লিখা মোর খাসও না।:(

করছ কি আজকাল?
কি তোমার হালচাল?

কটা হলো গার্লফ্রেন্ড?
বিড়ি খাও কোন ব্রেন্ড?:)

৪১| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ৮:৪০

কলাবাগান১ বলেছেন: "কটা হলো গার্লফ্রেন্ড?
বিড়ি খাও কোন ব্রেন্ড?"

যুতসই হল না.......

৩১ শে মার্চ, ২০১৬ রাত ৮:৫২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ওকে বাবা মানছি
এই দিনু এডিটে;
খুব দিলে খোটা বড়
কাঁটা ঘায়ে নুনছিটে। :-<

''ঠিক ঠিক বলো বাছা
ক'টা হলো গার্লফ্রেন্ড?
হুইস্কি না ভোদকা
বিড়ি চলে কোন ব্রেন্ড?''

বহুদিন পরে দেখা
খুব বিজি বুঝি?
নাকি আসো মেপে মেপে
ব্লগে বড় চুজি??

৪২| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ৮:৪৮

গেম চেঞ্জার বলেছেন: হুঃ হাঃ হাঃ B-))

৩১ শে মার্চ, ২০১৬ রাত ৮:৫৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: দেখ দেখ পাগলাটা
দিলো পুরো চমকি;
সেকি খুনে হাসি বাপু
ডরাতে তা কম কি!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.